ADVERTISEMENT
home / Planning
বিয়ে করছেন? কলকাতার কয়েকটি ওয়েডিং প্ল্যানারের সন্ধান রইল

বিয়ে করছেন? কলকাতার কয়েকটি ওয়েডিং প্ল্যানারের সন্ধান রইল

বিয়ে মানেই কিন্তু অনেক কাজ। বিয়ের কার্ড ছাপানো থেকে শুরু করে নিমন্ত্রিতদের তালিকা বানানো। এদিকে শপিং থেকে শুরু করে নমস্কারির তালিকা তৈরি করা। তারই সঙ্গে বিয়ের মেনু থেকে শুরু করে ভেনু, সবকিছুর চাপই এসে পড়ে আপনার উপর। এদিকে আপনি সময় করে উঠতে পারছেন না। আর পরিবারের কারও উপরেও চাপিয়ে দিতে পারছেন না। এখন করণীয় কী? শহরে এমন অনেক ওয়েডিং প্ল্যানার আছে যাঁরা আপনার বিয়ের পুরোহিত থেকে নিমন্ত্রিতের লিস্ট সবটুকুই অত্যন্ত যত্নের সঙ্গে আয়োজন করে দেয়। কলকাতার ওয়েডিং প্ল্যানার (wedding planners in kolkata)যারা রয়েছে, তাদের মধ্যে অনেকেই বাজেট ফ্রেন্ডলি। আপনার বাজেটের মধ্যেই আপনি তাদের পেয়ে যাবেন। আজ আপনার জন্য রইল এরকম কয়েকটি কলকাতার ওয়েডিং প্ল্যানার (wedding planners in kolkata)–র ঠিকানা…

ওয়েডিং সূত্র (wedding planners in kolkata)

জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিনটা মনে রাখার মতো হোক, এমনটা যদি চান, তাহলে এই সংস্থার উপর ভরসা রখতেই পারেন। এরা খুব নিখুঁত ভাবে কাজ করে থাকেন। তাই তো এদের স্টাইল, ডিজাইন এবং কাজ করার পদ্ধতি একবার যাঁরা চাক্ষুস করেছেন, তাঁরা ওয়েডিং সূত্রর সঙ্গ কখনও ছাড়েননি। এরা বিয়ের প্ল্যানিং-এর পাশাপাশি ডেস্টিনেশন ওয়েডিং এবং হানিমুন প্ল্যানিংও করে থাকে। যদি চান, তাহলে বিয়ের কার্ড তৈরির দায়িত্বও এরা নিয়ে নেবেন। মোট কথা বিয়ে সংক্রান্ত ছোট-বড় সব দায়িত্বই এরা দক্ষ হাতে সামলে থাকেন। তাই তো কলকাতার (wedding planners in kolkata) প্রথম সারির ওয়েডিং প্ল্যানারদের লিস্টে এই সংস্থার নাম না রাখলেই নয়।

ঠিকানা – ৩৬৮, রাজারহাট রোড, গোপালপুর, কলকাতা-৭০০০১৩৬।

ফোন নম্বর – ৯০৫১১৯৯৯৯৯/৯৮৩৬৪৭৭৭৭৭

ADVERTISEMENT

ইমেল আইডি – info@weddingsutra.co.in

ক্রাফটেড নটস (wedding planners in kolkata)

এরা শুধু প্যানিং করেন না, বরং বিয়ের দিনটিকে আরও কীভাবে সুন্দর করে তোলা যায়, সেই কাজটা দক্ষতার সঙ্গে করে থাকেন। তাই তো খুব অল্প সময়েই কলকাতার সেরা ওয়েডিং প্ল্যানারদের মধ্যে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ক্রাফটেড নটস। বিয়ের বাজেট তৈরির পাশাপাশি ভেন্যু ঠিক করা, ক্যাটারিং, অতিথিদের দেখভাল করা, থিম ওয়েডিং, ডেস্টিনেশন ওয়েডিং, ফটোগ্রাফার ঠিক করা সহ ছোট-বড় সব দায়িত্বই এরা সামলে থাকে। যদি প্রয়োজন মনে করেন, তাহলে বিয়ের ড্রেস, গয়না এবং স্টাইলিস্ট ঠিক করার কাজটাও (wedding planners in kolkata) এদের হাতে তুলে দিতে পারেন।

ঠিকানা – ১১০, সাউদার্ন অ্যাভিনিউ, কলকাতা- ৭০০০২৯।

ফোন নম্বর – ৯৮৩০০৯৩৬৬৮

ADVERTISEMENT

ইমেল আইডি – contact@kraftedknots.com

মুস্কুরাহাট (wedding planners in kolkata)

শহরের উত্তরে আপনি যদি কোনও ওয়েডিং প্ল্যানারের সন্ধানে থাকেন। তাহলে আপনি অবশ্যই যোগাযোগ করুন ‘মুস্কুরাহাট’-র সঙ্গে। ওরা খাবার থেকে গাড়ির ব্যবস্থা, বিয়ে বাড়ি সাজানোর ব্যবস্থা সবকিছুই করে দেয়। প্যাকেজ আড়াই লাখের মধ্যে। একটু হেরফের হতে পারে। আপনাকেই কথা বলে নিতে হবে। কলকাতার পাশাপাশি শিলিগুড়িতেও (wedding planners in kolkata) এদের টিম কাজ করে।

ঠিকানা – বিএন ব্লক, সেক্টর ৫, বিধাননগর, কলকাতা – ৭০০৯১

ফোন নম্বর – ৯৮৩০২৭৪৩১৮

ADVERTISEMENT

ক্রিস্টাল বল ইভেন্টস

ভবানীপুরের এই ওয়েডিং প্ল্যানারও বেশ বাজেট ফ্রেন্ডলি। এদের প্যাকেজও আড়াই লাখের মধ্যেই। আপনি যদি এদের উপর আপনার বিয়ের সমস্ত দায়িত্ব দেন। তবে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। বিউটি, স্টাইলিং থেকে ডেকর সব কিছুর (wedding planners in kolkata) দায়িত্বই এরা নেয়।

ঠিকানা – ৮৪, শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট, ভবানীপুর, কলকাতা – ৭০০০২০

ফোন নম্বর – ৯৮৩১৫৩৮৩৬৪

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!       

ADVERTISEMENT

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

09 Nov 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT