ADVERTISEMENT
home / লাইফস্টাইল
আপনার পাসপোর্টের সঙ্গে কোভিড টিকাকরণের তথ্য কীভাবে জুড়বেন? জেনে নিন পদ্ধতি

আপনার পাসপোর্টের সঙ্গে কোভিড টিকাকরণের তথ্য কীভাবে জুড়বেন? জেনে নিন পদ্ধতি

করোনা সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ করেছে বিশ্বের নানা দেশ। এরকম অনেক দেশই নিয়ম চালু করেছে যে, নতুন করে কোভিড-১৯ রোগী বা বাহককে তাঁরা দেশে ঢোকার অনুমোদন দেবে না। এমনকী ভারতের মধ্যেও একাধিক রাজ্যে সেই নিয়ম চালু হয়েছে। সেই নির্দিষ্ট রাজ্যগুলিতে যাওয়ার জন্য নেগেটিভ আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট বা ভ্যাক্সিনেশন সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে। তৃতীয় ঢেউ আসার আগে সতর্কতায় এই পদক্ষেপ করছে রাজ্যগুলি।

এই সময় আন্তর্জাতিক যাত্রীদের ভিড় বাড়ছে এবং আগামী কয়েক মাসে সেই ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। টিকাকরণ সেই ক্ষেত্রে অনেকটাই সাহায্য করেছে। এই সময়ই প্রয়োজন হচ্ছে ভ্যাক্সিন পাসপোর্ট বা টিকা পাসপোর্টের (vaccine passport)।

 

ADVERTISEMENT

টিকাকরণের তথ্য সঙ্গে থাকা আবশ্যক

টিকা পাসপোর্ট (vaccine passport) কী?

আপনি কোভিড-১৯-এর টিকা নিয়েছেন কি না তারই প্রমাণ পত্র টিকা পাসপোর্ট। আপনার ভ্যাক্সিন সম্বন্ধিত যাবতীয় তথ্য এই পাসপোর্টে লেখা থাকবে। যাঁরা আবার ভ্রমণ শুরু করতে চান, তাঁদের জন্য এই পাসপোর্ট খুবই জরুরি।

কার ভ্যাক্সিন পাসপোর্ট বা টিকা পাসপোর্ট (vaccine passport)প্রয়োজন?

ADVERTISEMENT

চলতি বছর মার্চে, চিনে ডিজিটাল ভ্যাক্সিন পাসপোর্ট চালু করা হয়। এই পাসপোর্ট একটি অ্যাপের সাহায্যেই অ্যাকসেস পাওয়া যায়। সেখানেই একটি কিউআর কোডের সাহায্যে যাচাই করে নেওয়া যায় নির্দিষ্ট ব্যক্তি টিকা পেয়েছেন কি না।

জাপানেও একই ডিজিটাল ভ্যাক্সিন পাসপোর্টের কথা এপ্রিলে ঘোষণা করা হয়। ব্রিটেনও মে মাসে ভ্যাক্সিন পাসপোর্ট চালু করে। ইউরোপিয়ান ইউনিয়নের তরফে একটি ‘ডিজিটাল গ্রিন সার্টিফিকেট’ চালু করা হয়। এর ২৭টি সদস্য দেশে নাগরিকদের ট্রাভেল করার অনুমোদন দেওয়া হয়। ভ্যাক্সিন, একটি কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট বা সম্প্রতি কোভিড মুক্ত হলে তাঁর প্রমাণ পত্রও এই সার্টিফিকেটে অন্তর্ভুক্ত করা হয়।

আপনি কীভাবে ভ্যাক্সিন পাসপোর্ট পাবেন?

কেন্দ্রীয় সরকারের তরফে সম্প্রতি আরোগ্য সেতু অ্যাপ আপডেট করা হয়েছে। সেখানে মানুষ তাঁদের পাসপোর্টের সঙ্গে টিকাকরণের তথ্য  (vaccine passport) যোগ করতে পারবেন। 

ভ্যাক্সিন পাসপোর্ট পেয়ে যাবেন এই ভাবে:

  • যাঁরা ইতিমধ্যেই টিকা নিয়েছেন, তাঁরা http://cowin.gov.in-এ লগ ইন করতে পারেন।
  • সেখানে “অ্যাকাউন্ট ডিটেলস” (vaccine passport)সেকশনে যেতে হবে। তারপর “রেইস ইশু“-তে ক্লিক করতে হবে।
  • তিনটি অপশন দেখতে পাবেন। সেখানে “অ্যাড পাসপোর্ট ডিটেলস” অপশ বেছে নিন। এটি
  • আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে। যেখানে আপনি নির্দিষ্ট ব্যক্তির নাম দেখতে পাবেন, যাঁর পাসপোর্ট সম্বন্ধিত তথ্য অ্যাপে আপডেট করতে হবে।
  • এন্টার বেনিফিসিয়ারি’স পাসপোর্ট নম্বর” সেকশনে গিয়ে পাসপোর্ট নম্বর দিতে হবে।
  • পঞ্চম ধাপে আপনাকে একটি ডিক্লারেশন বক্সে টিক করতে হবে। আরও একবার সব যাচাই করে নেবেন। সমস্ত তথ্য পুনরায় দেখে নেবেন। তারপর “সাবমিট রিকোয়েস্ট” ট্যাবে ক্লিক করবেন।
  • এরপর আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি বার্তা আসবে। জানানো হবে, আপনার স্টেটাস আপডেট করা হয়েছে।
  • শেষ ধাপে আপনি আবার “অ্যাকাউন্ট ডিটেলস” পেজে যান এবং সেখানে “সার্টিফিকেট” ট্য়াবে ক্লিক করুন। আপনার ভ্যাক্সিন পাসপোর্ট ডাউনলোড করে নিতে পারবেন।
https://bangla.popxo.com/article/things-to-never-say-to-someone-who-is-covid-19-positive-in-bengali

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

ADVERTISEMENT

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

12 Jul 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT