ADVERTISEMENT
home / ওয়েলনেস
করোনা সংক্রমণ এড়াতে কোন ধরনের খাবারে বাড়বে ইমিউনিটি? আজই মেনুতে যোগ করুন

করোনা সংক্রমণ এড়াতে কোন ধরনের খাবারে বাড়বে ইমিউনিটি? আজই মেনুতে যোগ করুন

ইমিউনিটি (immunity)। করোনা আতঙ্কে এই শব্দটাও বারবার নিশ্চয়ই শুনেছেন আপনি। করোনা সমক্রমণ এড়াতে লকডাউন চলছে। এখনও এর কোনও প্রতিষেধক আবিষ্কার হয়নি। আর এই পরিস্থিতিতে নিজের ইমিউনিটি বাড়ানোই একমাত্র পথ বলে মনে করছেন বিশ্বের চিকিৎসক মহল। আর শুধু করোনা সংক্রমণ এড়াতেই নয়, ইমিউনিটি সিস্টেম ভাল থাকলে যে কোনও রোগ থেকে আপনি দূরে থাকতে পারবেন অনায়াসে। কোন কোন খাবারে (food) আপনার ইমিউনিটি বাড়বে, এক নজরে দেখে নেওয়া যাক।

ইমিউনিটি সাধারণত তিন ধরনের হয়। প্রথম হল প্রাকৃতিক। অর্থাৎ শিশু জন্মের সময় যে ইমিউনিটি নিয়ে জন্মায়। দ্বিতীয় হল অ্যাডাপটিভ। অর্থাৎ সারা জীবন ধরে যে ইমিউনিটি গ্রহণ করে মানুষ। আর তিন হল প্যাসিভ বা বরোড ইমিউনিটি। শিশুদের ক্ষেত্রে যা হল মাতৃদুগ্ধ।

ইমিউনিটি হল আপনার শরীরের ডিফেন্স সিস্টেম। যে কোনও রকম ভাইরাস, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার শক্তি দেবে ইমিউনিটি। তাই একে তো চাঙ্গা রাখতেই হবে। সঠিক খাবার, পরিমাণ মতো ঘুম আর শরীরচর্চা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। খাদ্য তালিকায় কোন কোন খাবার থাকলে আপনার ইমিউটিনি বাড়বে, জানেন কি?

 

ADVERTISEMENT
https://bangla.popxo.com/article/weight-loss-tips-during-lockdown-period-in-bengali

প্রতিদিন যদি ৬০ গ্রাম করে আলামন্ড খেতে পারেন, তাহলে শরীরে ভিটামিন ই যাবে অনেকটা। প্রাকৃতিক ভাবেই বাড়বে ইমিউনিটি।

প্রতিদিন সকালে  কয়েকটা কোয়া রসুন খেতে পারলে খুব উপকার। এর মধ্যে বিভিন্ন রকমের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা সরাসরি ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করতে পারে। রান্নার মধ্যে দিয়েও রসুন খাওয়া ভাল। কিন্তু কাঁচা খেলে উপকার বেশি।

ঘি কিন্তু প্রাকৃতিক ভাবে ইমিউনিটি বাড়ায়। অন্তত এই মুহূর্তে মোটা হওয়ার চিন্তা ছেড়ে দিন। ঘিতে ফ্যাট থাকে ঠিকই। শরীরচর্চা করে সেই এক্সট্রা ফ্যাট ঝরিয়ে নিন। কিন্তু ইমিউনিটি বাড়াতে ঘি খাওয়াটা মাস্ট।

অ্যান্টি অক্সিডেন্ট বা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান হিসেবে হলুদের নাম আপনি নিশ্চয়ই জানেন। কাঁচা হলুদ জলে গুলে খেতে পারেন। রান্নায় তো হলুদ নিশ্চয়ই খান। কিন্তু কাঁচা খেলে ইমিউনিটি দ্রুত বাড়বে।

ADVERTISEMENT

আদা ইমিউনিটি বাড়াতে অত্যন্ত সাহায্য করে। কাঁচা চিবিয়ে খেতে পারেন। অথবা চায়ের মধ্যে দিয়ে খান।

বাড়িতে তৈরি দই বা ইয়োগার্ট খেতে পারেন। দুগ্ধজাত বিভিন্ন প্রোডাক্টের মধ্য দই দ্রুত ইমিউনিটি বাড়ায়।

সবুজ সবজি বা বিভিন্ন রকমের ফল সব সময়ই ইমিউনিটি বাড়ায়। এখন হয়তো সব কিছু পাচ্ছেন না অনেকে। তবুও পেঁপে, কিউয়ি যদি খেতে পারেন সেটা ভাল।

কফি নয়, আপাতত চা খাওয়ার অভ্যেস করুন। গ্রিন টি খেতে পারলে সবচেয়ে ভাল। ইমিউনিটি দ্রুত বাড়বে।

ADVERTISEMENT

উপরের তালিকার সব খাবার যদি খেতে পারেন, তাহলে সবচেয়ে ভাল ফল পাবেন, এ কথা সত্যি। কিন্তু সব না থাকলেও কয়েকটা জিনিস যদি খেতে পারেন, তাহলেও উপকার হবে। এর মধ্যে কিছু জিনিস প্রত্যেকের বাড়িতে থাকে। আলাদা করে জোগাড় করতে হবে না। ফলে এই সব খাবার মেনুতে যোগ করুন। ইমিউনিটি বাড়ান। সুস্থ থাকুন। 

https://bangla.popxo.com/article/heart-patients-should-follow-these-rules-to-fight-with-coronavirus-in-bengali-882812

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

 

27 Apr 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT