শীতকালে ত্বক রুক্ষ হয়ে যায় । এই সময়ে বাতাসে আর্দ্রতা এতটাই কম হয়ে যায় যে ত্বক থেকেও আর্দ্রতা কম হতে থাকে । ত্বক রুক্ষ হয়ে যায় ও আরও অনেক সমস্যা হতে থাকে । এই সময় আমরা সবাই বিভিন্ন ময়শ্চারাইজার ব্যবহার করে থাকি । কিন্তু এই ময়শ্চারাইজার ব্যবহারের আগে মাথায় রাখতে হবে ত্বকের ধরন । প্রত্যেকটি ত্বকের ধরনের জন্য আলাদা আলাদা ময়শ্চারাইজার উপযোগী । শীতকালে বডি লোশন কিনবেন তো অবশ্য়ই, কোন কোন বডি লোশন ব্যবহার (winter body lotions) করতে পারেন, সেই পরামর্শ দিচ্ছি আমরা।
ত্বকের ধরন- শুষ্ক ত্বকের জন্য চাই এক্সট্রা ময়শ্চারাইজিং বডি লোশন ( body lotion for this winter ) আবার তৈলাক্ত ত্বকের প্রয়োজন হালকা বডি লোশন । সুতরাং, কেনার আগে ত্বকের ধরন না জানলে ভুল ময়শ্চারাইজার বাছতে পারেন ।
প্রোডাক্টের উপাদান – কেনার আগে প্রোডাক্টের উপাদানগুলি পড়ুন । প্যারাবেন এবং অ্যামোনিয়া ডেরিভেটিভ থাকলে সেই লোশন এড়িয়ে চলা উচিত । কারণ, এই উপাদানগুলি ত্বকের স্বাভাবিক আর্দ্রতায় আরও টান ফেলে ।
প্যাচ টেস্ট – কেনার আগে একটু বডি লোশন নিজের হাতের উপরে লাগিয়ে দেখুন । সেটি চট করে ত্বকে মিশে গেলে ভাল । কোনও চ্যাটচ্যাটে ভাব না থাকলে স্বচ্ছন্দে সেটি কিনে ফেলতে পারেন ।
বাজেট – আপনি সব দামেই ভাল বডি লোশন পাবেন । আপনার বাজেট অনুযায়ী বডি লোশন পছন্দ করুন । বেশি দামের লোশন ভাল হবে । কম দামের লোশন ভাল হবে না, এমনটা ভাবার কোনও কারণ নেই ।
সাধারণ ত্বকে এই বডি লোশন ব্যবহার করতে পারেন। এই ক্রিমটি একটু ব্যয়বহুল । তবে সাউথ কোরিয়ার এই প্রোডাক্টটি ত্বককে যেমন ময়শ্চারাইজ করে, একইসঙ্গে ত্বককে রাখে উজ্জ্বল ।
সব ধরনের ত্বকের প্রয়োজনের কথা মাথায় রেখেই ভেসলিন কোনও না-কোনও বডি লোশন ( body lotion )রেখেছে নিজেদের রেঞ্জে। তৈলাক্ত ত্বকের অধিকারীরা ব্যবহার করতে পারেন এই রিভাইটালাইজিং গ্রিন টি বডি লোশনটি । এটি নন-গ্রিজি ফর্মুলায় তৈরি। ফলে একটুও চ্যাটচ্যাটে নয়। ত্বককে রিফ্রেশ করে সারা দিন আর্দ্র রাখবে এটি। ৪০০ মিলির দাম ২৫০টাকা মধ্যেই ।
যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁদের জন্য বাজেটের মধ্যে একেবারে আদর্শ এই শীতের বডি লোশন ( body lotion for this winter ) । ত্বকের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনতে অনেকটাই সাহায্য করবে । শুধু একটাই ছোট্ট অসুবিধে, এটি খুবই ঘন বলে একটু বেশিক্ষণ ধরে মালিশ করে ত্বকে মিলিয়ে দিতে হয় । ৪০০ মিলির দাম ২৬২ টাকা, একটু হেরফের হতে পারে ।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!