শীতকালে ত্বক রুক্ষ হয়ে যায় । এই সময়ে বাতাসে আর্দ্রতা এতটাই কম হয়ে যায় যে ত্বক থেকেও আর্দ্রতা কম হতে থাকে । ত্বক রুক্ষ হয়ে যায় ও আরও অনেক সমস্যা হতে থাকে । এই সময় আমরা সবাই বিভিন্ন ময়শ্চারাইজার ব্যবহার করে থাকি । কিন্তু এই ময়শ্চারাইজার ব্যবহারের আগে মাথায় রাখতে হবে ত্বকের ধরন । প্রত্যেকটি ত্বকের ধরনের জন্য আলাদা আলাদা ময়শ্চারাইজার উপযোগী । শীতকালে বডি লোশন কিনবেন তো অবশ্য়ই, কোন কোন বডি লোশন ব্যবহার (winter body lotions) করতে পারেন, সেই পরামর্শ দিচ্ছি আমরা।
ময়শ্চারাইজার কেনার সময় (winter body lotions) কী কী খেয়াল রাখবেন
ত্বকের ধরন- শুষ্ক ত্বকের জন্য চাই এক্সট্রা ময়শ্চারাইজিং বডি লোশন ( body lotion for this winter ) আবার তৈলাক্ত ত্বকের প্রয়োজন হালকা বডি লোশন । সুতরাং, কেনার আগে ত্বকের ধরন না জানলে ভুল ময়শ্চারাইজার বাছতে পারেন ।
প্রোডাক্টের উপাদান – কেনার আগে প্রোডাক্টের উপাদানগুলি পড়ুন । প্যারাবেন এবং অ্যামোনিয়া ডেরিভেটিভ থাকলে সেই লোশন এড়িয়ে চলা উচিত । কারণ, এই উপাদানগুলি ত্বকের স্বাভাবিক আর্দ্রতায় আরও টান ফেলে ।
প্যাচ টেস্ট – কেনার আগে একটু বডি লোশন নিজের হাতের উপরে লাগিয়ে দেখুন । সেটি চট করে ত্বকে মিশে গেলে ভাল । কোনও চ্যাটচ্যাটে ভাব না থাকলে স্বচ্ছন্দে সেটি কিনে ফেলতে পারেন ।
বাজেট – আপনি সব দামেই ভাল বডি লোশন পাবেন । আপনার বাজেট অনুযায়ী বডি লোশন পছন্দ করুন । বেশি দামের লোশন ভাল হবে । কম দামের লোশন ভাল হবে না, এমনটা ভাবার কোনও কারণ নেই ।
কয়েকটি বডি লোশনের সন্ধান (winter body lotions)
গ্লো ইরিডিসেন্ট ব্রাইটেনিং ময়শ্চারাইজার ক্রিম
সাধারণ ত্বকে এই বডি লোশন ব্যবহার করতে পারেন। এই ক্রিমটি একটু ব্যয়বহুল । তবে সাউথ কোরিয়ার এই প্রোডাক্টটি ত্বককে যেমন ময়শ্চারাইজ করে, একইসঙ্গে ত্বককে রাখে উজ্জ্বল ।
ভেসলিন রিভাইটালাইজিং গ্রিন টি বডি লোশন (winter body lotions)
সব ধরনের ত্বকের প্রয়োজনের কথা মাথায় রেখেই ভেসলিন কোনও না-কোনও বডি লোশন ( body lotion )রেখেছে নিজেদের রেঞ্জে। তৈলাক্ত ত্বকের অধিকারীরা ব্যবহার করতে পারেন এই রিভাইটালাইজিং গ্রিন টি বডি লোশনটি । এটি নন-গ্রিজি ফর্মুলায় তৈরি। ফলে একটুও চ্যাটচ্যাটে নয়। ত্বককে রিফ্রেশ করে সারা দিন আর্দ্র রাখবে এটি। ৪০০ মিলির দাম ২৫০টাকা মধ্যেই ।
নিভিয়া নারিশিং লোশন বডি মিল্ক উইথ ডিপ ময়শ্চারাইজার সিরাম অ্যান্ড আমন্ড অয়েল
যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁদের জন্য বাজেটের মধ্যে একেবারে আদর্শ এই শীতের বডি লোশন ( body lotion for this winter ) । ত্বকের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনতে অনেকটাই সাহায্য করবে । শুধু একটাই ছোট্ট অসুবিধে, এটি খুবই ঘন বলে একটু বেশিক্ষণ ধরে মালিশ করে ত্বকে মিলিয়ে দিতে হয় । ৪০০ মিলির দাম ২৬২ টাকা, একটু হেরফের হতে পারে ।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!