ADVERTISEMENT
home / ফ্যাশন
হলুদ পোশাকে সেলেবদের এই ২০টি লুকে আবার ফিরে এল বসন্ত

হলুদ পোশাকে সেলেবদের এই ২০টি লুকে আবার ফিরে এল বসন্ত

বসন্ত এসে গেছে…! ভাবছেন বুঝি মাথাটা খারাপ হয়ে গেছে। এই ভরা বৈশাখে কিনা বসন্ত? ক্যালেন্ডারে বসন্ত টা-টা বাই-বাই করে দিলেও ফ্যাশন দুনিয়ায় কিন্তু এখনও বসন্ত বিরাজমান। আর তার সবচেয়ে বড় প্রমাণ হল বলিউডের সেলেবদের হলুদ (yellow) প্রীতি। হ্যাঁ, সবাই বলছে ইয়েলো ইজ দ্য কালার অফ দ্য সিজন (colour of the season)। তাই পর্দা এবং তার বাইরেও নায়িকাদের দেখা যাচ্ছে নানারকম হলুদরঙা পোশাকে। আর সত্যি বলতে কী উজ্জ্বল, ঝলমলে হলুদ মোটেও খারাপ লাগছে না দেখতে। উল্টে সানশাইনের মতো ঝলমল করছেন তারকারা। আপনারাও অনায়াসে এই লুকগুলো গরমের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে ট্রাই করতে পারেন।

#লুক ১

yellow look 1

আলিয়ার এই হলুদ রঙের আনারকলি জাস্ট ফাটাফাটি। পুরো আনারকলিতেই সোনালি জরির কাজ করা আছে। আর এতে আরও রাজকীয় লাগছে আলিয়াকে। অল্প মেকআপ আর খোলা চুলে তিনি সত্যি সুন্দরী।

#লুক ২

yellow look 2

ADVERTISEMENT

জিন্সের সঙ্গে ওয়ান শোলডার টপ, ব্যস। করিনার পোর্সিলিন ত্বককে আরও খোলতাই করেছে এই উজ্জ্বল হলুদ টপ।

#লুক ৩

yellow look 3

জাহ্নবীকে হলুদরঙা শিফনে দেখে চাঁদনি ছবিতে শ্রীদেবীর সেই বিখ্যাত নীল শিফন লুকের ছবিটাই চোখের সামনে ভেসে উঠছে। এই সিম্পল হলুদ শিফনে খুব মিষ্টি দেখাচ্ছে। শাড়িটি সিম্পল বলেই গর্জাস স্লিভলেস ব্লাউজ পরেছেন তিনি।  

#লুক ৪  

yellow look 4

ADVERTISEMENT

এবার করিনার মোনোক্রোম্যাটিক লুক। হলুদ অফ শোল্ডার টপের সঙ্গে হলুদ ট্রাউজারো সূর্যমুখীর মতো ঝলমল করছেন তিনি!

#লুক ৫

yellow look 5

এথনিক লুকে কাজল সব সময়ই অনন্যা। কাজলের এই হলুদ সিল্কের শাড়ি একটু অন্যরকম। এর সঙ্গে যে সবুজ আঁচল ও পাড় আছে সেটা এই শাড়িকে অন্য মাত্রা দিয়েছে। কানে বড় ঝুমকো আর কালো-সোনালি ব্লাউজে কাজল একদম পারফেক্ট।

#লুক ৬

yellow look 6  

পরিণীতির হলুদ পোশাকে আমরা দেখতে পাচ্ছি বোহো-শিকের ছোঁয়া। একটু যেন হিপি লুক বেছে নিয়েছেন “শুদ্ধ দেসি রোম্যান্স” গার্ল। তবে জামার হাতায় এবং বাকি অংশে চিকনকারি ওয়র্ক উইথ মিরর এফেক্ট। 

ADVERTISEMENT

#লুক ৭

yellow look 7

সিম্পল লুকও যে এত সুন্দর হতে পারে তা প্রমাণ করে দিয়েছেন অনুষ্কা শর্মা। জিন্সের সঙ্গে এই হলুদ কুর্তি একদম পারফেক্ট সামার লুক। গলার কাছে অল্প কাজ থাকায় আরও সুন্দর দেখতে লাগছে কুর্তিটি। 

#লুক ৮

yellow look 8

মাধুরীর সৌন্দর্য হল শাশ্বত। তাকে কোনওভাবেই বর্ণনা করা যায় না। সেই চিরপরিচিত স্টেপ কাট চুল আর হাজার ওয়াটের হাসিতে যেন মিশে গেছে হলুদের পরাগরেণু। 

ADVERTISEMENT

#লুক ৯

yellow look 9

আজকের প্রজন্মের কাছে কৃতি শ্যানন খুবই জনপ্রিয় একটি নাম। কৃতি গড়পড়তা মেয়েদের চেয়ে অনেকটাই লম্বা। তার এই থাই স্লিট ড্রেস আর সঙ্গের জ্যাকেট ফিউশন লুক নিয়ে এসেছে। পোশাকটি দেখতে সাদামাটা হলেও এর সাদা-হলুদ স্ট্রাইপে কৃতিকে আরও দীর্ঘাঙ্গী দেখাচ্ছে। 

#লুক ১০

yellow look 10

গরমে ম্যাক্সি ড্রেসের কোনও তুলনা হয় না। এখানে একটু অন্য লুকে দেখা যাচ্ছে কাজলকে। শিফনের এই গাউনে সবচেয়ে আকর্ষণীয় অংশ হল এর স্লিটে়ড বেলুন স্লিভ। 

ADVERTISEMENT

#লুক ১১

yellow look 11

নয়ের দশকের ছোঁয়া দেখা যাচ্ছে করিনার হলুদ স্কার্ট আর টপে। নট বাঁধা এই টপ আর অ্যাসিমেট্রিক্যাল স্কার্ট মনে করিয়ে দিচ্ছে ‘সাগর’ ছবিতে ডিম্পল কাপাডিয়ার পোশাক।   

#লুক ১২

yellow look 12

টলিউডই বা কেন পিছিয়ে থাকবে? মিমিকে দেখুন, কী সুন্দর মোহময়ী লুক নিয়ে এসেছে তার এই হলুদ সাদা কম্বিনেশনের সালওয়ার-কামিজ। কামিজের হাতার সঙ্গে ম্যাচ করে সাদা ওড়না জাস্ট লা জবাব!  

ADVERTISEMENT

#লুক ১৩

yellow look 13

হলুদ রঙ যে মিমি বেশ পছন্দ করেন, সেটা বোঝাই যাচ্ছে। উজ্জ্বল হলুদ ট্রাউজার পরেছেন মিমি আর তার সঙ্গে একটু হাল্কা শেডের হলুদ স্লিভলেস গেঞ্জির সঙ্গে পরেছেন শিফনের রাফল স্লিভ টপ। কমপ্লিট লুক একেই বলে।

#লুক ১৪

yellow look 14

শীতকাল এলে কি বসন্ত পিছিয়ে থাকে? ইয়ে মানে, মিমির কথা উঠল যখন নুসরতকে কি এড়িয়ে যাওয়া যায়? মোটেও না। অফ শোলডার শর্ট ড্রেসের জন্য নুসরতও বেছে নিয়েছেন হলুদ রঙকেই। 

ADVERTISEMENT

#লুক ১৫

yellow look 15

বলিউড আর টলিউডের বড় তারকাদের মতো ছোট পর্দার জনপ্রিয় মুখ মনামিও প্রেমে পড়ে গেছেন হলুদ রঙের। আর তাই তিনিও পরেছেন হলুদ রঙা আনারকলি। হাতা এবং বডিতে চুমকির কাজ করা আছে। কপালে ছোট্ট টিপ আর লাল লিপস্টিকে দিব্যি লাগছে পর্দার ইরাবতীকে। 

#লুক ১৬

yellow look 15a

এটা কে বলুন তো? চিনতে পারলেন না তো? যখন ফ্যাশনিস্তা হিসেবে পরিচিত হননি এটা সেই সময়ে সোনম কাপুরের ছবি। এই লেমন ইয়েলো ড্রেসে তাকে খুব সুন্দর লাগছে। 

ADVERTISEMENT

#লুক ১৭

yellow look 15b

হলুদ রঙের সঙ্গে ফ্লোরাল কম্বিনেশন, যাকে বলে সোনায় সোহাগা হয়েছে প্রিয়াঙ্কার জন্য। খুব বুদ্ধি করে হলুদের সঙ্গে কমলার মেলবন্ধন ঘটিয়েছেন তিনি। যার প্রতিফলন দেখা যাচ্ছে তার জুতো আর বেল্টে। সঙ্গে ছোট্ট হ্যান্ডব্যাগটিও প্রশংসার দাবি রাখে। 

#লুক ১৮

yellow look 15c

হলুদের আবরণে ফিউশন লুকে দেখা যাচ্ছে শিল্পা শেট্টিকে। ফোল্ড স্লিভ ব্লাউজের সঙ্গে ধুতি স্টাইলে শাড়ি পরেছেন তিনি। শাড়ির বর্ডারে রয়েছে গোলাপি আর ল্যাভেন্ডার রঙের সুতোর এমব্রয়ডারি। সিলভার জাঙ্ক জুয়েলারি আর সিলভার শেডের মোজরিতে শিল্পা এখনও আকর্ষক।  

ADVERTISEMENT

#লুক ১৯

yellow look 15d

আলিয়াকে দিয়ে শুরু করেছিলাম তাই শেষের দিকে আবার আলিয়াতেই ফিরে এলাম। অথচ আগের হলুদের শেড আর এটি কত আলাদা। এখানে এই ঘাঘরা-চোলির হলুদে রয়েছে স্বর্ণাভ আভা। কনট্রাস্ট করতে আলিয়া সঙ্গে নিয়েছেন সিলভার বটুয়া। 

#লুক ২০  

yellow look 15e

অসম্ভব সেক্সি লাগছে প্রিয়াঙ্কাকে এই নিয়ন ইয়েলো পোশাকে। ফুল স্লিভ হলেও এই পোশাকের সামনের দিকে সামান্য স্লিট একে আরও সুন্দর করে তুলেছে। 

ADVERTISEMENT

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

06 May 2019
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT