ADVERTISEMENT
home / বিনোদন
সিরিয়ালের TRP যুদ্ধে এগিয়ে Zee বাংলাই

সিরিয়ালের TRP যুদ্ধে এগিয়ে Zee বাংলাই

সন্ধ্যে হতে না হতেই আরতি দেবীর বসার ঘরে একে একে অনেক অতিথি আসেন। কেউ কেউ তো আবার এখন পরিবারের সদস্যের মতই হয়ে গেছেন। আরতি দেবী তাদের সুখে সুখি হন, আবার যখন তারা কোন সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে যান, তিনিও বড়ই বিচলিত হয়ে পড়েন। এসব নিয়ে বাড়িতে মাঝেমধ্যে তাঁকে একটু আধটু কথা যে শুনতে হয়না, তা নয়, তবে সেটা উনি খুব একটা গায়ে মাখেন না। ভাবছেন তো, আমি কি বলছি? আরে বাবা, আমি একটি বাঙালি (bengali) পরিবারের (family) সান্ধ্যকালীন কাহিনী শোনাচ্ছি আপনাদেরকে। এটা শুধু আরতি দেবীর বাড়ির ঘটনা নয়, মোটামুটি সব বাঙালি (bengali) পরিবারেই (family) সন্ধ্যে থেকে রিমোট হাতে যুদ্ধ শুরু হয়ে যায় সিরিয়াল দেখা নিয়ে। আর ওই যে অতিথিদের কথা বললাম, এতক্ষনে নিশ্চই বুঝতে পেরেছেন যে আমি বাংলা সিরিয়ালের চরিত্রদের কথা বলছিলাম! সিরিয়ালের (serial) চরিত্ররা আজ ড্রইংরুম ছাড়িয়ে প্রবেশ করে ফেলেছেন আমাদের অন্দরমহলে। কোন সিরিয়ালে কি হচ্ছে, কোন চ্যানেলে কি সিরিয়াল হচ্ছে, আবার নতুন কি সিরিয়াল আরম্ভ হতে চলেছে সেগুলো বলে আর সময় নষ্ট করবনা, কারন সেটা আপনাদের এম্নিতেই জানা। কিন্তু আপনারা কি এটা জানেন যে কোন সিরিয়ালের টি আর পি কত? অর্থাৎ কোন সিরিয়াল সবচেয়ে বেশি জনপ্রিয়! আমি বলছি –

1১৫+ আরবান টি আর পি-র (TRP) রিপোর্ট অনুযায়ী, জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত কৃষ্ণকলি রয়েছে তালিকার শীর্ষস্থানে। তাহলে বলাই যায় যে বাংলা সিরিয়ালের দর্শকবৃন্দ এই সিরিয়ালটিকে সব থেকে বেশি পছন্দ করছেন। এর টি আর পি ১১.৮। এর পরেই রয়েছে রানী রাসমনির জীবনগাথা নিয়ে রচিত ‘করুণাময়ী রানী রাসমনি’ সিরিয়ালটি। এই সিরিয়ালটিও সম্প্রচারিত হয় জি বাংলাতেই। আগের সপ্তাহে জি বাংলারই (Zee Bangla) অন্য আরেকটি পারিবারিক (family) সিরিয়াল ‘বকুল কথা’-র টি আর পি ছিল ৮.৯, কিন্তু এ সপ্তাহে সেটি প্রভূত পরিমানে বেড়ে দাঁড়িয়েছে ১০.৫-এ এবং অধিকার করেছে তৃতীয় স্থান। মনে হচ্ছে, গত সপ্তাহে ‘বকুল কথা’সিরিয়ালে এশার বিয়ের টানটান পর্বগুলি এই সিরিয়ালের টি আর পি (TRP) এতটা বাড়িয়ে দিতে সাহায্য করেছে। চতুর্থ স্থানে রয়েছে জি বাংলারই আরেকটি মাইথলজিক্যাল সিরিয়াল ‘বাবা লোকনাথ’। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, গত ১৪ই জানুয়ারি আরম্ভ হয়েই পঞ্চম স্থান অধিকার করে বসে আছে ‘নেতজি’। এটিও সম্প্রচারিত হয় জি বাংলাতেই (Zee Bangla)। প্রথম সপ্তাহেই এতো ভালো টি আর পি রেটিং পাওয়া সহজ কথা নয়। আশা করা যায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়ত এই সিরিয়াল আরও বিপুল পরিমানে দর্শক আকর্ষণ করে শীর্ষস্থানে পৌঁছে যাবে। তবে, সেটা কবে হয়, সেটাই এখন দেখার বিষয়।

2এছাড়া প্রথম ১০-এর মধ্যে বাকি যে বাংলা সিরিয়ালগুলি (serial) রয়েছে সেগুলি হল –

দেবী চৌধুরানী – ষষ্ঠ (স্টার জলসা)

ADVERTISEMENT

জয়ী – সপ্তম (জি বাংলা)

নকশিকাঁথা – অষ্টম (জি বাংলা)

কে আপন কে পর – নবম (স্টার জলসা)

ফাগুন বউ – দশম (স্টার জলসা)

ADVERTISEMENT

যা দেখা যাচ্ছে, টি আর পি (TRP) যুদ্ধে কিন্তু জি বাংলাই (Zee Bangla) এগিয়ে আছে।

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

 

28 Jan 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT