কান ফিল্ম ফেস্টিভ্যালের (Cannes 2019) রেড কার্পেটে গ্র্যান্ড এন্ট্রি নিয়ে ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছেন আমাদের বলিউডের কন্যেরা! আজ্ঞে, মিসেস জোনাস থেকে শুরু করে মিসেস ভাবনানি তো ছিলেনই, সঙ্গে জুড়েছেন বচ্চন বাড়ির বউমা, মায় ছোট্ট বাচ্চা আরাধ্যাও! তার উপরে এবারে আবার ডায়না পেন্টি আর হিনা খানও গিয়েছেন ‘কান’ (Cannes 2019) কাঁপাতে! এক-একজনের আবাপ এক-একরকম সাজ! সে এক বিশাল ব্যাপার! মিসেস প্রিয়ঙ্কা নিক জোনাসের ‘প্রিন্সেস ডায়ানা’ লুক থেকে শুরু করে মিসেস দীপিকা ভাবনানির সাদা-চকোলেট বো ড্রেস; আবার ঐশ্বর্যা রাই বচ্চনের ‘সোনালি জলপরি’ লুক থেকে শুরু করে পুঁচকে মেয়ে আরাধ্যার ‘হলুদ গোলাপ’ লুক – সব ছবিই সোশ্যাল মিডিয়াতে এতক্ষণে দাবানলের চেয়েও দ্রুত ছড়িয়ে পড়েছে। ওদিকে আবার ‘মণিকর্ণিকা’ ভাইব থেকে বেরতেই পারছেন না কঙ্গনা রানাওয়ত, তিনি সেই ‘যুদ্ধে’ যাওয়ার মতোই একটা আউটফিট পরেছিলেন।
আপনি নিশ্চই ভাবছেন যে, এসব গল্প তো আপনি জানেন, কিন্তু তা-ও কেন বলছি! আরে বাবা, কারণ আছে! নানা লুকের ছবি তো নয় আপনি সোশ্যাল মিডিয়ার দৌলতে ফট করে দেখে নিয়েছেন, খানিক প্রশংসা করেছেন আবার কারও লুক দেখে হয়তো একটুও পছন্দ হয়নি, সেটাও বলেছেন; অন্যদিকে আবার ফ্যাশনবোদ্ধারা আমাদের এই দেশি মেমসাহেবদের প্রতিটা লুক নিয়ে চুলচেরা বিচারও করতে বসে গেছেন, কিন্তু ওদিকে যে কত মিম (memes) তৈরি হয়ে গেল এসব নিয়ে, সে খবর রাখেন কি? সেজন্যই তো এত কথা বলা আমার! এক-একটা মিম (memes) দেখুন, কথা দিচ্ছি, সপ্তাহের প্রথম বোরিং দিনটা মজাদার হয়ে উঠবে!
Beautiful parrot green color can only be rocked by stars who dare to takerisk and go beyond the horizons ! Fashion is all ablout making a Statement ! #DeepikaPadukone at #Canned #RanveerSingh at #HT Style awards 2019 #CannesFilmFestival2019 #Cannes2019 #DeepikaAtCannes #Deepika pic.twitter.com/zvjRGPLJ9c
— bollywoodstylfile (@bolly_stylefile) May 17, 2019
Priceless 😂😂😂👏 I'm done.. #Deepikapadukone #Cannes2019 #CannesFilmFestival2019 #IDAHOT2019 #LGBTI pic.twitter.com/gqdICQWJcB
— Fatima (@Fatima_gharabli) May 17, 2019
হাসতে-হাসতে আমাদের তো পেটে খিল ধরে গেছে! আপনিও হাসুন আর সকলের সঙ্গে এই মিমগুলো শেয়ার করুন, আরে বাবা কথায় আছে না, "শেয়ারিং ইজ কেয়ারিং!"
View this post on Instagram
ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম এবং টুইটার
POPxo এখন ৬টি ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি এবং বাংলাতেও!
আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!