ADVERTISEMENT
home / Natural Care
Belly button therapy, ত্বকের ১০টি সমস্যার সমাধানে নাভিতে এই ১০ ধরনের তেল মালিশ করুন

Belly button therapy, ত্বকের ১০টি সমস্যার সমাধানে নাভিতে এই ১০ ধরনের তেল মালিশ করুন

দেখুন, সত্যি কথা বলতে গেলে, আয়ুর্বেদ এবং প্রাচীন ভারতীয় নানা শাস্ত্র-পুরাণ-বেদের নামে বাজারে আজকাল অনেক উল্টোপাল্টা জিনিস বিক্রির চল আছে। ‘শাস্ত্রে বলা আছে’, একথা বলে অনেক কচুঘেঁচুও অমৃত ভেবে খেয়ে নিচ্ছে লোকে! আর ভাবছে, ব্যস, এতেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই তো, সেদিনই কোনও এক হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনও এক সবজান্তা দিদিমণি পাঠিয়েছেন, হোমিওপ্যাথিতে নাকি করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ের উপায়ও বলে দেওয়া আছে। বুঝুন! তাই আয়ুর্বেদ আর হোমিওপ্যাথির নাম শুনলেই বুকের ভিতরটা ধুকপুক করতে শুরু করে। সে যাই হোক, আজকের আলোচনাটিও অনেকটাই ওই প্রাচীন শাস্ত্রমতে আর কী। তবে এর পক্ষে যুক্তি হল, এই মতবাদটির পিছনে খানিকটা আধুনিক মেডিক্যাল সায়েন্সের ঠেকনাও আছে। তাই খুব একটা কমজোরি হবে বলে মনে তো হয় না।

আরও পড়ুনঃ চুলের যত্নে সেরা হারবাল অয়েল

নাভিতে তেল লাগাতে বলার পিছনে বিজ্ঞানসম্মত কারণ

Why Belly button oiling is beneficial

Instagram

ADVERTISEMENT

বেলি বাটন অয়েলিং (Belly Button Oiling), মানে গোদা বাংলায় বলতে গেলে, নাভিমূলে তেল লাগানো। তাতেই শরীরের তো বটেই ত্বকের নানা সমস্যাও উধাও হবে এক নিমেষে! এমনটাই দাবি করেছেন অনেক বিশেষজ্ঞ। কেন এমন দাবি? আসলে মাতৃগর্ভে থাকাকালীন শিশুর পুষ্টি জোগায় যে নাড়ি বা আম্বিলিকাল কর্ড, সেটির উৎপত্তি মায়ের নাভি থেকেই। নাভির পিছনে আবার আছে পিছোটি বলে একটি বিশেষ অংশ। আমাদের সারা শরীরে যত রক্তবাহী শিরা ছড়িয়ে আছে, তার মধ্যে নাকি ৭২ হাজার শিরার যোগ রয়েছে এই পিছোটিতে। এই শিরাগুলি শরীরের বিভিন্ন অংশের সঙ্গে যুক্ত। ফলে নাভিতে কোনও ওষুধ কিংবা তেল লাগালে তা চট করে সারা দেহে মিশে যেতে পারে। আগেকার দিনে ঠাকুরমা-দিদিমারা পেটে কৃমি হলে কিংবা গ্যাসের যন্ত্রণা হলে নাভিতে তেল মালিশ করতে বলতেন, সেটিও বোধ হয় এই কারণেই!  

আরও পড়ুন: স্কিন ব্রাইটনিং থেকে শুরু করে ট্যান দূর করা, সব সমস্যার একটাই সমাধান, চালের গুঁড়ো

নাভিতে কোন-কোন তেল মালিশ করলে তা ত্বকের নানা সমস্যা দূর করবে

put these oils on your belly button to solve skin issues

shutterstock

ADVERTISEMENT

জ্ঞান তো অনেক হল, এবার কাজের কথায় আসা যাক। চট করে দেখে নিই চলুন, ত্বকের ১০টি সমস্যা (skin problems) সমাধানে নাভিতে কোন-কোন তেল লাগানো উচিত।

  • উজ্জ্বল, ঝলমলে ত্বক পেতে চাইলে রোজ রাতে শুতে যাওয়ার আগে নাভিতে দু-চার ফোঁটা আমন্ড অয়েল মালিশ করুন।
  • ফাটা, খোসাওঠা ঠোঁটের সমস্যা থেকে মুক্তি পেতে প্রতি রাতে নাভিতে তিন ফোঁটা সরষের তেল ঢালুন।
  • ব্রণ-ফুসকুড়ি কমাতে রোজ রাতে নাভিতে চার ফোঁটা নিম তেল ঢালুন।
  • নরম, মোলায়েম ত্বক পেতে চাইলে রোজ রাতে নাভিতে তিন ফোঁটা গাওয়া ঘি লাগান।
  • খুশকি কম করতে এবং জেল্লাদার চুলের জন্য রোজ রাতে নাভিতে তিন ফোঁটা নারকেল তেল লাগিয়ে শুতে যান।
  • চোখের নীচে ডার্ক সার্কল দূর করতে নাভিতে তিন ফোঁটা অলিভ অয়েল লাগিয়ে রাতে ঘুমিয়ে পড়ুন।
  • ত্বকের দাগছোপ দূর করার জন্য নাভিতে রোজ রাতে চার ফোঁটা লেমন অয়েল লাগান।
  • চোখের পাতা ঘন করতে চাইলে ক্যাস্টর অয়েল সবচেয়ে বেশি উপকারী। প্রতি রাতে তিন ফোঁটা এই তেল নাভিতে মালিশ করুন।
  • গোড়ালি ফাটার সমস্যায় বিব্রত? নাভিতে কয়েক ফোঁটা কুমড়োর তেল মালিশ করুন রোজ রাতে।
  • ভঙ্গুর নখ নিয়ে যাঁদের দুশ্চিন্তার অন্ত নেই, তাঁরা নাভিতে রোজ রাতে ঈষদুষ্ণ সরষের তেলের কয়েক ফোঁটা মালিশ করুন।
https://bangla.popxo.com/article/20-beauty-secrets-of-ancient-india-you-should-follow-for-glowing-skin-in-bengali

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আমাদের এক্কেবারে নতুন POPxo Zodiac Collection মিস করবেন না যেন! এতে আছে নতুন সব নোটবুক, ফোন কভার এবং কফি মাগ, যেগুলো দারুণ ঝকঝকে তো বটেই, আর একেবারে আপনার কথা ভেবেই তৈরি করা হয়েছে। হুমম…আরও একটা এক্সাইটিং ব্যাপার হল, এখন আপনি পাবেন ২০% বাড়তি ছাড়ও। দেরি কীসের, এখনই POPxo.com/shopzodiac-এ যান আর আপনার এই বছরটা POPup করে ফেলুন!

03 Feb 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT