কথায় বলে মর্নিং শোজ দা ডে। অর্থাৎ দিনের শুরু থেকেই বোঝা যায় আপনার সারাটা দিন কেমন যাবে। তাই দিনের শুরুটা সুন্দর হলে গোটা দিনটাই ভালো কাটবে বলে আমরা সবাই বিশ্বাস করি। এখন আপনি যাকে ভালোবাসেন, সকাল সকাল তিনি যদি ভালোবাসা (Romance) মাখা শুভেচ্ছা বার্তা (গুড মর্নিং এস এম এস) পাঠান তাহলে আপনার দিন ভালো না হয়ে যায় না। প্রেম হল এমন এক গভীর অনুভূতি যা অন্তর দিয়ে অনুভব করতে হয়। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে চায় জীবনের সব সুখ দুঃখ তার সঙ্গীর সঙ্গে ভাগ করে নিতে। আর তাই সকাল বেলা উঠে ফোন খুলতেই যদি সেই প্রিয় ব্যক্তিটির গুড মর্নিং মেসেজ (Bengali Good Morning Messages) আসে তাহলে মন ভরে যায় আনন্দ আর খুশিতে। আপনি যাতে সকাল বেলা আপনার বয়ফ্রেন্ড (Boyfriend) বা প্রেমিককে এমনই কিছু বার্তা (Messages) দিতে পারেন তাই আমরা নিয়ে এসেছি সেরা কয়েকটি ভোরের শুভেচ্ছা বার্তা (Good Morning Messages In Bengali)। এমনই কয়েকটি মেসেজ (গুড মর্নিং এস এম এস) যা আপনার এবং আপনার প্রেমিকের মধ্যে প্রেমের এই সুন্দর বন্ধনকে আরও দৃঢ় করবে এবং আপনার প্রিয় মানুষটির মুখে জাগিয়ে তুলবে অনাবিল হাসি।
অনুপ্রেরণা দেয় এমন গুড মর্নিং মেসেজ
কবিতার মাধ্যমে গুড মর্নিং মেসেজ
যারা লং ডিসটেন্স সম্পর্কে আছেন, তাদের জন্য গুড মর্নিং মেসেজ
২০টি রোম্যান্টিক গুড মর্নিং মেসেজ (Romantic Good Morning Messages For Boyfriend)
১| স্বপ্নের দুনিয়া থেকে ফিরে এস প্রিয়তম, সকাল হয়ে গেছে, এবার উঠে পড় (শুভ সকাল মেসেজ)।
২| পাখিদের কলকাকলি আর সুন্দর ফুলের সুবাস দিয়েই শুরু হল এই সকাল। শুধু তোমার মুখের মিষ্টি হাসিটাই এখন দেখতে পাচ্ছিনা। ওটা ছাড়া যে আমার দিনটা অসম্পূর্ণ হয়ে থাকবে। স্মাইল প্লিজ জান!
৩| তোমার ঠোঁটে সব সময় থাক খুশি আর চোখে থাক আনন্দের ঝর্না। যেভাবে হাসতে হাসতে তোমার দিন শুরু হয় (গুড মর্নিং মেসেজ), ঠিক সেভাবেই তুমি সারাজীবন আমার জন্য হাসিমুখে থাক।
৪| তুমি এই পৃথিবীতে আমার জন্য সবচেয়ে প্রিয়। তাই আমি চাই তোমার প্রতিটা সকাল সুন্দর হোক।
৫| তোমার প্রতিটা সকাল হোক ঝলমলে, তোমার সব দুঃখ সব শোক যেন আনন্দে পরিবর্তিত হয়ে যায়। আর যেদিন তুমি একা বোধ করবে সেদিন যেন আমার নিঃশ্বাস তোমায় উষ্ণ করে তোলে।
৬| তাজা ফুলে যেমন সুন্দর সুবাস থাকে, সূর্যের প্রথম আলোয় যেমন পাখিরা গান গেয়ে ওঠে ঠিক তেমনি তুমি চোখ মেললেই যেন তোমার চোখে আনন্দের ঢেউ খেলে যায় (শুভ সকালের শুভেচ্ছা)।
৭| চোখ মেলে দেখো তুমি সকাল হয়ে গেছে, আকাশের কোলে হারিয়ে গেছে চাঁদ আর তারা। একবার ফোন অন তো করো, দিন কি শুরু হবে আমার গুড মর্নিং মেসেজ ছাড়া?
৮| সূর্যের প্রথম আলো পৃথিবীতে পড়ার পরেই শুরু হল আনন্দময় আরেকটা দিন। বাতাসও জানে আমি তোমায় কত ভালোবাসি। তাই সেও তোমার কানে কানে GOOD MORNING বলতে এসেছে।
৯| রহস্যময়ী রাতের পরেই এল সুন্দর এক সকাল। আমার হৃদয় বলল, এই সকাল যেন তোমার সুন্দর মুখ দেখেই শুরু হয়। ওই দেখো তোমায় ছুঁয়ে এসে ফাগুনের বাতাস আমার কানে কানে কত কিছু বলে গেল।
১০| আজ আবার নতুন একটা দিন। সুন্দর উজ্জ্বল একটা দিন। আমি প্রার্থনা করি তোমার এই দিনটা সফল ও সুন্দর হোক প্রিয়তম।
১১| এই আর কত ঘুমবে? সকাল হয়ে গেছে? আমিও তোমায় আমার গুড মর্নিং মেসেজ পাঠিয়ে দিয়েছি। এবার আর দেরি না করে উঠে পড়। সব কাজ তাড়াতাড়ি না সেরে নিলে বিকেলে দেখা করব কীভাবে?
১২| জানো তুমি, কাল এত প্রশংসা করেছি তোমার চাঁদের কাছে যে সে হিংসায় জ্বলে পুড়ে সকালে সূর্য হয়ে গেছে (শুভ সকাল মেসেজ)।
১৩| সকালের ফুল ফুটে গেছে, পাখিরা তাদের বাসা ছেড়ে বেরিয়ে পড়েছে, সূর্য এসেছে বলে তারারাও লুকিয়ে পড়েছে, এবার তো উঠে পড় সোনা আমার।
১৪| রোজ সকালে তো আর দেখা হয়না, তাই আমার এই বার্তা গিয়ে তোমায় ছুঁয়ে আসছে, সুন্দর সকালের শুভেচ্ছা সোনাবাবু (Good Morning Messages In Bengali)।
১৫| আকাশের থেকে উঁচু যেমন কিছু নেই, সাগরের থেকে গভীর যেমন কিছু নেই, সবাই আমায় ভালোবাসে কিন্তু তোমার মতো ভালোবাসার কেউ নেই।
১৬| এক সুন্দর সকাল আমায় কানে কানে বলল, উঠে দেখ কি সুন্দর আমি। আমি তাকে বললাম দাঁড়াও, আগে আমি তাকে গুড মর্নিং মেসেজ (Bengali Good Morning Messages) পাঠাই যে এক সুন্দর সকালের চেয়েও সুন্দর।
১৭| সকাল সকাল ফোন খুলেই আমার মেসেজ দেখে বিরক্ত হয়ে যেয়ো না প্লিজ। এর মানে এটাই যে সকাল বেলা চোখ খুলেই আমি তোমার কথা প্রথম ভেবেছি।
১৮| তুমি এলেই আমার চারপাশ সুন্দর হয়ে ওঠে, পাখি ডেকে ওঠে, ফোটে হরেক রকমের ফুল। এত কী ভাবছ বল তো? তুমি কি বুঝতে পার না, আমার প্রতিটা দিন শুরু হয় তোমার সুন্দর হাসি দেখে।
১৯| দামী সুগন্ধির বোতলের আর কোনও প্রয়োজন হয়না আমার। তুমি আমায় জড়িয়ে ধরলেই আমি এমনিতেই সুবাসিত হয়ে উঠি।
২০| আমায় তুমি এমনভাবে আশ্রয় দাও নিজের বুকে যেন একটু হাওয়াও সেখানে ঢুকতে না পারে। আর তুমিও আমার প্রেমে এতটাই নিজেকে ডুবিয়ে দাও যে নিজের মধ্যে ফিরে আসতে তোমার অনেক সময় লাগে।
অনুপ্রেরণা দেয় এমন গুড মর্নিং মেসেজ (Motivational Good Morning Messages For Him)
১| আমার এই গুড মর্নিং মেসেজ এর প্রতিটা শব্দ তোমায় বলে দিচ্ছে, জীবন আমাদের প্রতিদিন নতুন সুযোগ দেয়।
২| চেষ্টা করো যেন জীবনের প্রতিটা মুহূর্ত আরও ভালো হয়ে ওঠে। কারণ আমরা যখন থাকব না এই পৃথিবীতে তখন এই সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি আমাদের প্রিয়জনদের মনে থেকে যাবে।
৩| সাফল্যের রাস্তা কখনও সহজ হয় না। কিন্তু সফল হওয়ার পর অনেক কিছুই সহজ হয়ে যায়।
৪| জীবন এক সুন্দর স্বপ্নের মতো। প্রাণ খুলে আনন্দে বাঁচো। সুন্দর সকালের শুভেচ্ছা (Bangla Good Morning Messages)।
৫| কাল কী হয়েছে সেটা ভুলে যাও। ভবিষ্যতের কথা ভাবো। নিজে হাসতে থাকো আর অন্যের মুখেও হাসি ফুটিয়ে তোল। বিশ্বাস রাখো আগামী দিন আরও সুন্দর হবে।
৬| জীবন কখনও সহজ হয় আবার কখনও কঠিন হয়। কখনও ভালো দিন আসে আবার কখনও খারাপ দিন আসে। তবে মুখের হাসিটি সর্বদা বজায় রাখা উচিৎ কারণ তাহলেই জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে।
আরো পড়ুনঃ ৮৫টি পজিটিভ বানী যা বদলে দেবে আপনার জীবন
কবিতার মাধ্যমে গুড মর্নিং মেসেজ (Good Morning Poems)
- ভোরের প্রথম সোনালি আলো
স্বপ্ন নতুন জাগিয়ে গেলো
শিশির ভেজা ঘাসের পাতায়
তোমার হাতের আলতো ছোঁয়ায়
ফুটলো সকাল কাটলো রাত
তাই মিষ্টি মুখে জানাই সুপ্রভাত (Good Morning কবিতা)। - সকালে শুনি কুহু কুহু ডাক
দূর আকাশে উড়ে যায় সাদা বকের ঝাঁক
বাতাসের শীতল হাওয়ায় মন মাতাল
সোনা, তোমায় জানি শুভ সকাল। - যদি হাতে হাতে রাখো হাত
আনবো ডেকে নতুন প্রভাত
করব শুরু নতুন করে দিন
তোমায় জানাই হ্যাপি গুড মর্নিং। - ভোর হল দোর খোলো
বন্ধু তুমি ওঠ রে
ওই দেখো মোবাইলে এস এম এসটা এল রে
আমি তোমায় বলছি ডার্লিং
উঠে পড় গুড মর্নিং। - শুনে যাও ভোরের পাখি
একটা কথা বলে রাখি
আছে এক বন্ধু আমার
মনে পড়ে সকাল বিকেল
কীভাবে যে কাটল রাত
বলছি তোমায় সুপ্রভাত। - নীল আকাশের মেঘের ভেলায়, দিঘির জলে ফুলের মেলায়
সবুজ ঘাসে শিশির কণায়, প্রজাপতির রঙিন ডানায়
একটা কথা তোমায় জানায়, গুড মর্নিং। - মিষ্টি সকাল ঠাণ্ডা হাওয়া
রোদের শুরু আসা যাওয়া
মধুর সকাল নরম আলো
দিনটা তোমার কাটুক ভালো। - সূর্য দিল নরম আলো, বন্ধু তুমি থেকো ভালো
আকাশ জুড়ে আলোর মেলা, পাখির ডাকে সারা বেলা
কাটুক ভালো দুপুর বিকেল, করবে না আমার মেসেজকে অবহেলা
গুড মর্নিং (Good Morning কবিতা)। - চোখটা এবার খুলে রাখ
বলছি আমি ভালো থাক
সূর্য মামার মিষ্টি হাসি
ফুল ফুটেছে রাশি রাশি
তোমায় আমি ভালোবাসি বলছি তাই গুড মর্নিং। - জেগেছে পাখি গাইবে গান, নতুন দিনের আহ্বান
জেগেছে সূর্য দেবে যে আলো
দিনটা তোমার কাটুক ভালো
জেগেছে মাঝি তুলবে পাল, জানাই তোমায় শুভ সকাল।
যারা লং ডিসটেন্স সম্পর্কে আছেন, তাদের জন্য গুড মর্নিং মেসেজ (Good Morning Message For Him Long Distance)
১| যাদের সাথে হৃদয়ের বন্ধন, তারা কত দূরে আছে তাতে কিছু যায় আসে না। গুড মর্নিং সোনা, তোমায় সুন্দর সকালের শুভেচ্ছা।
২| তুমি তোমার বিছানায় আছো আর আমি আমার বিছানায়, মনের মধ্যে নানা দুষ্টুমি ভরা চিন্তা আসছে। এবার তাড়াতাড়ি উঠে পড়াই ভালো।
৩| গরম চায়ে প্রথম চুমুক দিলেই সেই উষ্ণতা তোমার কথা মনে করিয়ে দেয়। গুড মর্নিং সোনা আমার (Bangla Good Morning Messages)।
৪| সবাই বলত আর আমি শুনতাম যে জীবন খুব সুন্দর। যেদিন তুমি আমার জীবনে এলে সেদিন থেকে এই কথাটা আমি বিশ্বাস করতে শুরু করলাম।
৫| জানিস তুই, প্রতিদিন আমার চা তোর জন্য ঠাণ্ডা হয়ে যায়! কেন হবে না বল? চায়ের কাপ থেকে যে ধোঁয়া বেরোয় তাতে আমি শুধু তোর ছবি কল্পনা করি আর সেদিকে তাকিয়ে থাকতে থাকতে আমার চা ঠাণ্ডা হয়ে যায়।
৬| সকাল সকাল তোর ঘুম ভাঙাতে খুব ভালো লাগে! তাই এই মেসেজ পাঠালাম। যাতে তুই ঘুম থেকে উঠে পড়িস খুব তাড়াতাড়ি আর আমার উপর রাগ করে আমায় ফোন করিস। সবটাই তোকে কাছে পাওয়ার চালাকি। সেটা কি বুঝিস না তুই? গুড মর্নিং বাবু।
৭| কাল সারা রাত শুধু তোমার কথা ভেবে দু চোখের পাতা এক করতে পারিনি। তাই সকাল বেলা উথেই তোমায় বলতে চাই গুড মর্নিং সোনা আমার।
৮| অন্যদের একসঙ্গে দেখলে খুব হিংসে হয় আজকাল। আমরা কেন একসঙ্গে থাকতে পারছিনা। আজ তোকে এসএমএসে গুড মর্নিং বলছি, একদিন এমন আসবে যেদিন তোর সামনে দাঁড়িয়ে তোর কানে কানে মিষ্টি করে আমি সকালের আদর মাখা গুড মর্নিং জানাবো।
৯| কেন সবাইকে আমাদের গোপন প্রেমের হদিশ দেব? তুমি ধীরে ধীরে চুপি চুপি আমার হৃদয়ে চলে এস যাতে কেউ জানতে না পারে (Good Morning Messages For Boyfriend)।
১০| গুড মর্নিং কুচি পুচি। জানিস কাল রাতে কি স্বপ্ন দেখলাম? দেখলাম আমার চোখের উপর তুই হাত রেখে বলছিস, বল তো আমি কে? যদি বলতে পারিস তাহলে তুই আমার আর যদি না বলতে পারিস তাহলে আমি তোর।
শায়রির মাধ্যমে গুড মর্নিং (Good Morning Shayari)
১| পলকে ঝুকা কর সালাম করতে হ্যায়, হাম তহে দিল সে আপকে লিয়ে ইয়ে দুয়া করতে হ্যায়, কবুল হো তো বস মুস্কুরা দেনা, হাম ইয়ে প্যারা সা দিন আপকে নাম করতে হ্যায়।
২| আচ্ছা লাগতা হ্যায় তেরা নাম মেরে নাম কে সাথ, জেয়সে কোই সুবাহ জুড়ি হুই হ্যায় এক হাসিন শাম কে সাথ।
৩| হামে কাহা মালুম থা কে ইশক হোতা ক্যায়া হ্যায়, বস এক তুম মিলে আউর জিন্দেগী মহাব্বত বোন গায়ি।
৪| আপকি আঁখ কো জাগা দিয়া হামনে, সুবাহ কা ফর্য নিভা দিয়া হামনে, গুড মর্নিং ডিয়ার।
৫| উও সুবাহ নিন্দ সে উঠকর মুঝসে লড়নে আয়ে, তুম কউন হোতে হো মেরে স্বপ্ন মে আনেবালে।
৬| নিকালো আপনা চাঁদ সা চেহরা, আগোশ এ বিস্তর সে, সুবাহ তরস রাহি হ্যায় তেরে দিদার করনে কো, গুড মর্নিং মাই লাভ।
Picture Courtsey: Giphy, Pexels.com
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এগুলোও আপনি পড়তে পারেন
প্রিয়জনকে পাঠান জন্মদিনের সেরা শুভেচ্ছা বার্তা