গরমের (summer) সঙ্গে লিপস্টিকের (lipsticks) কী সম্পর্ক, তাই ভাবছেন তো? খুব যে গভীর সম্পর্ক আছে তা নয়, আবার একেবারেই যে সম্পর্ক নেই, তা-ও নয়। খোলসা করে বলি। শীতকালে আবহাওয়া এমনিতেই এত সুন্দর থাকে, গাঢ় রং পরলে ভালই লাগে। কিন্তু গরমকালে (summer) আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে হালকা, সুদিং রং না পরলে মানায় না। যাঁরা লিপস্টিক (lipsticks) ছাড়া মেকআপের শুরু থেকে শেষ ভাবতে পারেন না, বাজেটের (budget) মধ্যে লিপস্টিক না হলে তাঁদের পক্ষে খুব মুশকিল হয়ে দাঁড়ায়। কারণ, তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে এবং দিনের বিভিন্ন সময়ে নানা শেডের লিপস্টিক লাগে। তাঁদের কথা এবং বাকি সকলের কথা চিন্তা করেই আমরা নিয়ে এসেছি এমন কয়েকটি লিপস্টিক, যার দাম একদম আপনার আয়ত্তের (budget) মধ্যে আবার শেডগুলিও গরমের সঙ্গে মানানসই।
আরও পড়ুনঃ কীভাবে লিপস্টিক ঠোঁটে দীর্ঘক্ষণ স্থায়ী হবে
৩০০ টাকার মধ্যে সেরা পাঁচটি লিপস্টিক
১) Maybelline Color Sensational Lipstick in Hooked on Pink
মিষ্টি পিঙ্কের সঙ্গে হালকা লালের ছোঁওয়া মানাবে সবাইকে। যাঁরা শ্যামবর্ণ, তাঁরাও ব্যবহার করতে পারবেন এই লিপস্টিক।
২) Colorbar Velvet Matte Lipstick Love That Rust
এটাকে ঠিক টকটকে লাল বলা চলে না, কিন্তু এটি হল রাস্টি রেড। যাঁরা পার্টিতে যেতে ভালবাসেন, তাঁদের জন্য আদর্শ রং।
৩) Maybelline Color Sensational Moisture Extreme Lip color Coral Pink
কোরাল আর পিঙ্কের খুব সুন্দর মিশ্রণ রয়েছে এই লিপস্টিকে। যা সামার টাইমের জন্য একদম আদর্শ।
৪) Faces Go Chic Lipstick Apricot Pink
ভারতীয় পোশাকের সঙ্গে এই লিপস্টিক খুব ভাল মানাবে। বিশেষ করে বিয়েবাড়ি বা কোনও ট্র্যাডিশনাল অনুষ্ঠানে এই রং বেছে নিতে পারেন। পিঙ্ক শেডের সঙ্গে ব্রাউন আন্ডারটোনের এই লিপস্টিক বেশ ক্রিমি, তাই আপনার ঠোঁটকে আর্দ্র রাখতে পারবে।
৫) Faces Go Chic Lipstick Carnation Pink
যাঁদের স্কিন টোন ফর্সা বা একটু বাদামি, তাঁদের বেশ ভাল মানাবে এই রং। ঘন পিঙ্ক শেডের এই লিপস্টিকে আছে মভ আন্ডারটোন। পার্টিওয়্যার হিসেবেও এই লিপস্টিক পরা যায়।
৫০০ টাকার মধ্যে সেরা পাঁচটি লিপস্টিক
১) Lakme 9 to 5 Weightless Matte Mousse Lip & Cheek Color
ক্রিমি টেক্সচারের এই লিপস্টিক বেশ দীর্ঘস্থায়ী। তাই যাঁরা অনেকক্ষণ বাড়ির বাইরে থাকেন, তাঁদের জন্য একদম সেরা এই লিপস্টিক। ব্লাশড ভেলভেট আর কফি লাইট এই রেঞ্জের সেরা শেড।
২) SUGAR Smudge Me Not Liquid Lipstick
এই লিপস্টিক চট করে স্মাজ হয় না বা ঘেঁটে যায় না। এর মধ্যে আছে ভিটামিন ই, যা ঠোঁটে পুষ্টি জোগায়। সব রকমের স্কিন টোনের সঙ্গে মানানসই শেড আছে এদের রেঞ্জে। ওয়াইন অ্যান্ড শাইন এবং রাস্ট লাস্ট এদের জনপ্রিয় শেড।
৩) Lakme Enrich Lip Crayon
এই লিপস্টিকে আছে মিনারেল পাউডার, অলিভ অয়েল, শিয়া ও কোকো বাটারের গুণ। ফলে উজ্জ্বল রঙের সঙ্গে এটি আপনার ঠোঁটও যত্নে রাখে। সিনামন ব্রাউন এদের জনপ্রিয় শেড।
৪) Nykaa So matte
দারুণ ম্যাট ফিনিশ দেয় এই লিপস্টিক। ৫০টি শেড আছে এদের রেঞ্জে! নটি ন্যুড আর বেয়ার মিনিমাম এদের জনপ্রিয় শেড।
৫) Nykaa Paintstix
৩০টি শেডে পাওয়া যায় এই লিপস্টিক। ভিটামিন-ই সমৃদ্ধ এই লিপস্টিক দীর্ঘস্থায়ী এবং এর মধ্যে কোনও ক্ষতিকর রাসায়নিক নেই। রেবেলিয়াস রেড, পিচেস অ্যান্ড ক্রিম এদের দু’টি জনপ্রিয় শেড।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!