ADVERTISEMENT
home / Dad
ফাদার্স ডে’র জন্য সেরার সেরা কোটস, কবিতা ও মিম (Happy Fathers Day Wishes And Quotes In Bengali)

ফাদার্স ডে’র জন্য সেরার সেরা কোটস, কবিতা ও মিম (Happy Fathers Day Wishes And Quotes In Bengali)

বাবা! এই শব্দটা শুনলেই মিশ্র অনুভুতির জন্ম নেয় মনের মধ্যে। কিছুটা ভয়, কিছুটা ভালবাসা, কিছুটা মনোমালিন্য আর অনেকটা ভরসা। কোনও দুষ্টুমি করলেই মায়ের কাছে কাকুতিমিনতি, যে বাবা এলে যেন বলে না দেওয়া হয়। অথচ মেয়েরা যখন বিয়ের পর শ্বশুরবাড়ি চলে যায়, এই লোকটাই চোখের জল চেপে কোন এক অন্ধকার ঘরে লুকিয়ে বসে থাকে! ছেলে যখন আমেরিকায় গবেষণার সুযোগ পায়, অফিসে এই লোকটার মাথা গর্বে উঁচু হয়ে যায়। আর কিছুদিনের মধ্যে ফাদার্স ডে (fathers day)। আমরা চাই আপনার এবং আপনার বাবার কাছে এই দিনটা (পিতৃ দিবস) হয়ে উঠুক খুব স্পেশ্যাল। আর তাই আমরা নিয়ে এসেছি সেরার সেরা কোটস (quotes) থেকে শুরু করে কবিতা (wishes) আর মিমের (memes) ডালি। পাঠিয়ে দিন বাবাকে আর বলুন “আই লাভ ইউ ড্যাড!”

Table of Contents

  1. আমরা কেন পালন করি ফাদার্স ডে? (Importance Of Fathers Day):
  2. বাবাকে নিয়ে লেখা কিছু বিখ্যাত কবিতার লাইন (Happy Father’s Day Messages):
  3. বাবার জন্য লেখা কিছু কবিতা (Happy Fathers Day Poem):
  4. বাবার সঙ্গেই পালন করুন ফাদার্স ডে আর এই বার্তা দিন তাঁকে (Spend Time With Your Father):
  5. যখন বাবার থেকে দূরে আছেন, তখন কী বার্তা দেবেন বাবাকে (Long Distance Fathers Day Wishes):
  6. প্রয়াত বাবার উদ্দেশে ফাদার্স ডে’র বার্তা (Miss You Dad Quotes):
  7. ফাদার্স ডে নিয়ে বিখ্যাত মানুষদের কোটস (Famous Fathers Day Quotes):
  8. মজাদার বাবার জন্য সেরা ফাদার্স ডে কোটস (Fathers Day Funny Message):
  9. ফাদার্স ডে’র জন্য কিছু বুদ্ধিদীপ্ত কোটস (Fathers Day Quotes):
  10. আপনি আপনার বাবার সঙ্গে করবেন বলে ভেবে রেখেছিলেন, এমন কোনও স্বপ্ন বা ইচ্ছে নিয়ে কোটস (A Daughter’s Dream):
  11. একজন স্ত্রীর কাছ থেকে তাঁর স্বামীর জন্য ফাদার্স ডে’র বার্তা (Fathers Day Wishes From Wife):
  12. একজন মেয়ের কাছ থেকে তাঁর বাবার জন্য ফাদার্স ডে’র বার্তা (Fathers Day Messages From Daughter):
  13. ফাদার্স ডে’র সেরা মিম (Fathers Day Memes):

আরো পড়ুনঃ শিক্ষক দিবসের শুভেচ্ছা বার্তা

বাবার জন্য লেখা কিছু কবিতা

বাবার সঙ্গেই পালন করুন ফাদার্স ডে আর এই বার্তা দিন তাঁকে

ADVERTISEMENT

যখন বাবার থেকে দূরে আছেন, তখন কী বার্তা দেবেন বাবাকে

প্রয়াত বাবার উদ্দেশে ফাদার্স ডে’র বার্তা

ফাদার্স ডে নিয়ে বিখ্যাত মানুষদের কোটস

মজাদার বাবার জন্য সেরা ফাদার্স ডে কোটস

ADVERTISEMENT

ফাদার্স ডে’র জন্য কিছু বুদ্ধিদীপ্ত কোটস

আপনি আপনার বাবার সঙ্গে করবেন বলে ভেবে রেখেছিলেন, এমন কোনও স্বপ্ন বা ইচ্ছে নিয়ে কোটস

একজন স্ত্রীর কাছ থেকে তাঁর স্বামীর জন্য ফাদার্স ডে’র বার্তা

একজন মেয়ের কাছ থেকে তাঁর বাবার জন্য ফাদার্স ডে’র বার্তা

ADVERTISEMENT

ফাদার্স ডে’র সেরা মিম

আমরা কেন পালন করি ফাদার্স ডে? (Importance Of Fathers Day):

fd 5

যদিও বাবা মাকে ভালবাসার আলাদা করে কোনও দিন হয় না। তবু এক আধটা বিশেষ দিন পালন করতে খারাপ লাগে না। সারা বিশ্বে ফাদার্স ডে পালন করা হয় পিতৃত্বের উদযাপন (পিতৃ দিবস) করার জন্য। তাছাড়া যারা সিঙ্গল ফাদার তাঁরাও এই দিনটি পালন করেন। বেশিরভাগ দেশেই এটি জুন মাসের তৃতীয় রবিবার পালন করা হয়। আমেরিকা ও ইউরোপের মতো দেশে ফাদার্স ডে’র দিন (বাবা দিবস) ছুটি থাকে। 

কবে এবং কেন প্রচলিত হল এই দিনটি? (Reasons To Celebrate Father’s Day)

এই দিনটির উদযাপন প্রথম আমেরিকাতে শুরু হয়। কথিত আছে একজন আমেরিকান মহিলা যার নাম সোনোরা স্মার্ট ডড তিনি অনুধাবন করেন মাদার্স ডে’র মতো আমাদের ফাদার্স ডেও (বাবা দিবস) পালন করা উচিত। কারণ, আমাদের জীবনে বাবা এবং মা, দু’জনেরই গুরুত্ব সমান। মূলত এই ভাবনা থেকেই ফাদার্স ডে’র জন্ম হয়। ১৯১০ সালের জুন মাস থেকে এই দিনটি পালন করা হচ্ছে।  

ADVERTISEMENT

বাবাকে নিয়ে লেখা কিছু বিখ্যাত কবিতার লাইন (Happy Father’s Day Messages):

বাবাকে নিয়ে কিছু কথা, যেগুলি বলা হয়েছে কবিতার ভাষায়…

১| এখনো তো বড় হইনি আমি/ ছোট আছি ছেলেমানুষ বলে

দাদার চেয়ে অনেক মস্ত হব/ বড় হয়ে বাবার মতো হলে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

ADVERTISEMENT

২| বাবাই প্রথম শিক্ষক আমার/ বাবাই আমার গুরু

চক পেন্সিল কলম ধরা বাবার কাছেই শুরু

– আতিক হেলাল 

৩| আই অ্যাম সো গ্ল্যাড দ্যাট ইউ আর মাই ড্যাড/ ইউ আর ওয়ান ইন আ মিলিয়ন পপ

ADVERTISEMENT

হোয়েন ইট কামস টু ফার্স্ট ক্লাস ফাদার্স/ ইউ আর অ্যাবসোলিউট ক্রিম অফ দ্য টপ

জোয়ানা ফুচ

৪| বাবা মনে পড়ে সেই শীতের সকাল/ তোমার কোলে লুকিয়ে থাকা

মনে পড়ে সেই বিকেল/ তোমার আঙুল ধরে হাঁটতে যাওয়া

ADVERTISEMENT

জাহিদুল ইসলাম

৫| আসলে আমার বাবা ছিলেন নিম্নমানের মানুষ/ নইলে দেশে তাঁর ভাইয়েরা হিসেব কষছে লাভ-অলাভের

ব্যক্তিগত স্বার্থ সবার আদায় করে নিচ্ছে সবাই

বাবা তখন উপার্জিত সবুজ ছিপের সুতো পেঁচিয়ে মাকে বলছেন, এই দ্যাখো তো

ADVERTISEMENT

জলের রঙের সাথে এবার এই সুতোটা খাপ খাবে না?

আবুল হাসান    

বাবার জন্য লেখা কিছু কবিতা (Happy Fathers Day Poem):

বাবা দিবসের এই কবিতাগুলি পাঠাতেই পারেন। আগে থেকেই টাইপ করে রেখে দিন প্রয়োজন হলে…

১| ইফ আই কুড রাইট আ স্টোরি/ ইট উড বি দা গ্রেটেস্ট এভার টোল্ড

ADVERTISEMENT

আই উড রাইট আব্যাউট মাই ড্যাডি/ হি হ্যাজ আ হার্ট অফ গোল্ড

২| প্যারে পাপা প্যারে পাপা/ বচ্চে কে সঙ্গ বাচ্চা পাপা

করতে হ্যায় পুরি হার ইচ্ছা/ মেরে সবসে আচ্ছে পাপা

৩| বেল বাজলেই দৌড়ে যাই আমার পড়া ফেলে/ বাবা এসে প্রশ্ন করেন ঘুমোসনি কেন ছেলে

ADVERTISEMENT

আমি বলি, বলছি দাঁড়াও কীসের এত তাড়া?/আসলে যে ঘুম আসেন আমার তোমায় ছাড়া।

৪| আমার হাতের আঙুল ইউ টার্ন নিয়ে ফিরে যেতে চাই আমার শৈশবে

যেখানে আমার হাত ধরে তুমি হাঁটতে বাবা। 

৫| ইউ আর মাই ফার্স্ট টিচার ড্যাড

ADVERTISEMENT

ইউ নেভার সে “ইউ কান্ট” টু মি হোয়েন আই আম টু ব্যাড

টুডে আই অ্যাম হিয়ার উইথ সাকসেস ফ্রম অ্যা জিরো

আই লাভ ইউ পাপা, ইউ আর মাই হিরো।

আরও পড়ুনঃ বাবার জন্মদিনের স্পেশ্যাল শুভেচ্ছা বার্তা

ADVERTISEMENT

বাবার সঙ্গেই পালন করুন ফাদার্স ডে আর এই বার্তা দিন তাঁকে (Spend Time With Your Father):

fd 4

বাবা দিবসের শুভেচ্ছা জানাতে চান একটু আধুনিক ভাষায়? দেখুন তো, এই মেসেজগুলি পছন্দ কিনা…

১| তোমার মতো এমন বন্ধু আর কে আছে! হ্যাপি ফাদার্স ডে বাবা।

২| আজ তোমার থেকে একটা সিগারেট নেব বাবা? প্লিজ, ফাদার্স ডে’র দিন নো ঝগড়া!

ADVERTISEMENT

৩| মা ঠিক বলে বাপি, তুমি মা’র চেয়েও আমায় বেশি ভালাবাস আর আমিও। হ্যাপি ফাদার্স ডে।

৪| ড্যাডি কুল উপাধি যদি কাউকে সবচেয়ে ভাল মানায় সেটা তুমি বাবা। হ্যাপি ফাদার্স ডে।

৫| আমি গর্বিত যে আমি তোমার সন্তান। তুমিই আমার প্রথম শিক্ষক। হ্যাপি ফাদার্স ডে বাবা। 

আরও পড়ুনঃ শিশু দিবসের সেরা মেসেজ

ADVERTISEMENT

যখন বাবার থেকে দূরে আছেন, তখন কী বার্তা দেবেন বাবাকে (Long Distance Fathers Day Wishes):

fd 6

কীভাবে বাবা দিবসের শুভেচ্ছা জানাবেন দূরে থাকা বাবাকে…

১| একটাও অঙ্ক করতে পারছি না বাবা। আর জীবনের অঙ্কটাও গোলমাল হয়ে যাচ্ছে। ভীষণ মিস করছি তোমায়। হ্যাপি ফাদার্স ডে। 

২| এতদিন তুমিই আমার অ্যালার্ম ক্লক ছিলে। এখন আমায় রোজ ভোরবেলা কে তুলে দেবে? হ্যাঁ, ঘড়ি একটা তুমি সঙ্গে দিয়েছ বটে। কিন্তু সে তো আর মাথায় হাত বুলিয়ে আমায় ডাকবে না। মিস ইউ বাপি। হ্যাপি ফাদার্স ডে।  

ADVERTISEMENT

৩| আমি কিচ্ছু শুনতে চাই না আর বুঝতেও চাই না। তুমি এক্ষুনি যেখান থেকে পার বাস, প্লেন, ট্রেন, অটো, গরুর গাড়ি যা খুশি চেপে চলে এস আমার কাছে। নাহলে আমি মাকে বলে দেব, তুমি বাজার যাওয়ার নাম করে রোজ দুটো করে মিষ্টি খাও!  

৪| ইচ্ছে করে এত দূরে বিয়ে দিয়েছ আমার। কী ভেবেছটা কী শুনি? কাঁড়ি কাঁড়ি সিগারেট খাবে, রাত দুপুর পর্যন্ত আড্ডা দেবে আমি জানতে পারব না? আমার একজন এজেন্টকে ছেড়ে রেখে গেছি তোমার পিছনে। ইয়েস, তোমার বউ! হ্যাপি ফাদার্স ডে অ্যান্ড নো এদিক ওদিক !  

৫| বাবা, শোনো না প্লিজ রাগ করোনা। বলছি দাদু তোমায় নচ্ছার, কুলাঙ্গার বলে ডাকত কেন গো? খু-উ-উ-উ-ব জানতে ইচ্ছে করছে। দেখ আমাকে মারতেও পারবে না। আমি তো অনেক দূরে আছি । কান মলতে ইচ্ছে হলে ঝটপট চলে এস। হ্যাপি ফাদার্স ডে।   

প্রয়াত বাবার উদ্দেশে ফাদার্স ডে’র বার্তা (Miss You Dad Quotes):

fd 3

ADVERTISEMENT

১| কতগুলো বছর হয়ে গেল বাবা, আমায় কেউ মামনি বলে ডাকেনি। এভাবে কেউ চলে যায়? হ্যাপি ফাদার্স ডে।

২| মা ঠিক বলে। তুমি খুব খুব স্বার্থপর। না হলে এভাবে হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেলে কেন? আমি তোমায় খুব মিস করি বাবা। বিশেষ করে আজকের দিনটা। হ্যাপি ফাদার্স ডে। 

৩| আমি বিশ্বাসই করি না যে তুমি নেই। হ্যাঁ, এটা ঠিক যে তোমায় চোখের সামনে দেখতে পাই না। কিন্তু আমার মনের মধ্যে, আমার স্মৃতিতে তুমি আজও বেঁচে আছ বাবা। হ্যাপি ফাদার্স ডে। 

৪| বাবা, তোমায় আজকের দিনে স্মরণ করা খুব সহজ। সেটা তো আমি রোজ করি। কিন্তু তোমায় যে মিস করি বাবা, তখন খুব কষ্ট হয়। হ্যাপি ফাদার্স ডে বাবা।  

ADVERTISEMENT

৫| বাবা, তুমি বলতে ভালবাসার কখনও মৃত্যু হয় না। আর তাই তো তুমি না থাকলেও আমাকে সর্বক্ষণ জড়িয়ে থাকে তোমার স্নেহ, তোমার স্পর্শ আর ভালবাসা।

ফাদার্স ডে নিয়ে বিখ্যাত মানুষদের কোটস (Famous Fathers Day Quotes):

fd 2

বাবাকে নিয়ে কিছু কথা, যা বিখ্যাত মানুষেরা বলে গিয়েছেন…

১| আমার বাবা না থাকলে আজ আমি এখানে পৌঁছতে পারতাম না। 

ADVERTISEMENT

মারিয়া শারাপোভা (টেনিস তারকা)

২| বাবা হওয়ার অর্থ হল তোমাকে তোমার সন্তানদের কাছে একজন রোল মডেল হয়ে উঠতে হবে। 

ওয়েন রুনি (ফুটবলার)

৩| বাবা যখন ছেলেকে কিছু উপহার দেন, দু’জনের মুখেই হাসি থাকে। আর ছেলে যখন বাবাকে কিছু উপহার দেন তখন দু’জনের চোখে জল থাকে। 

ADVERTISEMENT

উইলিয়াম শেক্সপিয়র (সাহিত্যিক)

৪| ছোটবেলায় আর কোনও চাহিদার কথা আমার মনে পড়ে না। শুধু এটুকু চাইতাম বাবা আমাকে ঘিরে থাকুক।

সিগমুন্ড ফ্রয়েড (মনস্তত্ত্ববিদ)

৫| জানি না এইসব দিন কে তৈরি করেছে। আমার জন্য তো প্রতিটা দিন আমার বাবুজির জন্য। আর সব দিন আমার মায়ের জন্য।

ADVERTISEMENT

অমিতাভ বচ্চন (অভিনেতা)

মজাদার বাবার জন্য সেরা ফাদার্স ডে কোটস (Fathers Day Funny Message):

১| বাবা প্লিজ চোখ দেখাও। তুমি শ্যাম্পু ভেবে কাল যেটা মেখেছ, সেটা ইজি ছিল! আর তোমার মাথার চুলটা বেগুনি হয়ে গেছে। হ্যাপি ফাদার্স ডে। প্লিজ চুলটা কালো করে ফেলো!

২| আমার ফোনটা কে ঘাঁটাঘাঁটি করেছে? আমি জানি এটা তুমি বাবা! আর কতবার বলব আমি প্রেম করছি না। বাট আজ বকব না। আজ ফাদার্স ডে।

৩| বাবাকে দু হাজার টাকার নোট দিয়ে বললাম, “এটা দিয়ে এমন কিছু করো, যাতে তোমার জীবনটা একটু সহজ হয়।” বাবা গিয়ে মার জন্য একটা মিক্সি কিনে আনল।

ADVERTISEMENT

৪| বাবা কাল ডিসকোতে একটা জঘন্য চকরাবকরা জামা পড়ে একজন খুব উদ্দাম নৃত্য করছিল! ওটা কি তুমি ছিলে? না , তোমার জামা বা নাচ নিয়ে আমার কিছু বলার নেই। বাট তোমার যিনি ডান্স পার্টনার ছিলেন উনি আমার ম্যাথস টিচার! হেহেহে জাস্ট জোকিং! হ্যাপি ফাদার্স ডে।

৫| বাবা আজ একটা সত্যি কথা বলতে চাই। তোমার একটাও জোকস শুনে আমার হাসি পায় না। বাট স্টিল আই লাভ ইউ মাই জোকার! তুমি এই পৃথিবীর সবচেয়ে হাসিখুশি বাবা আর তোমার মুখে হাসি দেখলেই আমি সবচেয়ে খুশি হই। হ্যাপি ফাদার্স ডে।    

ফাদার্স ডে’র জন্য কিছু বুদ্ধিদীপ্ত কোটস (Fathers Day Quotes):

১| আমি যে মুখ হাঁ করে ঘুমোই সেটা আমার বয়ফ্রেন্ডকে বলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি যে এখনও লুকিয়ে বাথরুমে বসে সিগারেট খাও সেটা আমি মাকে এসএমএস করে দিয়েছি! টিট ফর ট্যাট। হ্যাপি ফাদার্স ডে ড্যাডিজি!

২| ছোটবেলায় আমাকে তুমি কোমরে দড়ি বেঁধে বারান্দা দিয়ে নামিয়ে দিতে। আমার ভয় ভাঙাবে বলে! ভ্যাগিস ঠাকুমা আমায় বলে দিয়েছিল তুমি আরশোলা ভয় পাও! হে হে হে বদলা-আ-আ-আ!!!!

ADVERTISEMENT

৩| আমার বাবা ভুলোবাবা। একবার আমায় বাজারে নিয়ে গেল। কিন্তু যার হাত ধরে ফিরল সেটা আমি নয় অন্য কেউ। কী যে কাণ্ড হয়েছিল সেবার। বাট আমার এই ভুলোবাবাই বেস্ট। লাভ ইউ বাবা। হ্যাপি ফাদার্স ডে।

৪| তুমি নাকি আবার প্রেম করছ? মধুবালা আর নার্গিস দু’জনেই তো গত হয়েছেন বহুযুগ হল!এবার কি ফাদার্স ডেতে ক্যাটরিনাকে ডাকব?

৫| তুমি অঙ্কে ফেল করেছিলে একবার? আর সারা জীবন আমায় কানমলা দিয়ে গেলে। কাল ফাদার্স ডে। আর তার পরের দিন থেকে মিষ্টি খাওয়া বন্ধ!  

আপনি আপনার বাবার সঙ্গে করবেন বলে ভেবে রেখেছিলেন, এমন কোনও স্বপ্ন বা ইচ্ছে নিয়ে কোটস (A Daughter’s Dream):

fd 1

ADVERTISEMENT

১| বাবা, আমি আর তুমি একসাথে স্কুবা ডাইভিং করব ভেবেছিলাম। তুমি কেন আমায় বলোনি যে তুমি জলে নামতে ভয় পাও?

২| বাবা আজ তুমি চলে গেল দশ বছর হয়ে গেছে। একটা নাটক দেখতে যাব বলে টিকিট কেটে ছিলাম তোমার মনে আছে?সেই নাটকটা আবার হচ্ছে বাবা। শুধু জীবনের নাটক থেকে তুমি বিদায় নিলে।

৩| বাবা একটা রোড ট্রিপে যাবে? প্লিজ এটা বলবে না যে তাঁবুতে তোমার ঘুম হয় না!

৪| তুমি আমায় প্রমিস করেছিলে আমার আঠেরো বছর হলে আমরা একটা অ্যাডভেনচার করতে যাব। আমার এখন আটত্রিশ বাবা। কিছু গুল মারতে পারো বটে তুমি! এই সব গপ্পো দিয়ে মাকে নিয়ে দিব্যি মানালি বেড়াতে চলে গেলে।

ADVERTISEMENT

৫| মা কি আশেপাশে আছে? ওকে। বাবা কাল থেকে আমাদের হার্ড রক মিউজিকের ক্লাস। আমি তো কলেজ যাওয়ার নাম করে বেরব। তুমি মাকে কী বলবে ভেবে রেখেছ তো? 

একজন স্ত্রীর কাছ থেকে তাঁর স্বামীর জন্য ফাদার্স ডে’র বার্তা (Fathers Day Wishes From Wife):

১| এত তাড়াতাড়ি ডাইপার পাল্টাতে শিখলে কী করে? হুমম। সন্দেহ হচ্ছে!

২| কাল তোমরা বাবা মেয়েতে যেটা বানিয়েছিলে ওটা কী ছিল? আমি টায়ার্ড ছিলা তাই খেয়ে নিয়েছি বাট ওটা কি টিকটিকটির ডিম আর ইঁদুরের লেজ দিয়ে রেঁধেছিলে? ডোন্ট ওয়ারি আজ কিছু বলব না। আজ হ্যাপি ফাদার্স ডে।

৩| ছেলের এই বয়সেই তিনটে প্রেমিকা। সবাই বলছে একদম বাবার মতো হয়েছে! আমি কিছু জানি না বাবা!

ADVERTISEMENT

৪| তুমি যে একজন আদর্শ স্বামী সেটা বিয়ের পরেই বুঝতে পেরেছিলাম। ভয় ছিল তুমি কি একজন আদর্শ বাবা হয়ে উঠতে পারবে? কিন্তু তুমি আমার সব ভয় মুছে দিয়েছ। হ্যাপি ফাদার্স ডে।

৫| আমার ছেলে মেয়েদের চোখে তুমি একজন হিরো। হ্যাঁ, আর আমার কাছেও তাই। কারণ তুমি দু’হাত দিয়ে সবাইকে আগলে রেখেছ। হ্যাপি ফাদার্স ডে।  

একজন মেয়ের কাছ থেকে তাঁর বাবার জন্য ফাদার্স ডে’র বার্তা (Fathers Day Messages From Daughter):

১| ভাল করে হাঁটতে শিখে যাওয়ার পর তুমি হয়তো সেভাবে আর আমার হাত ধরতে না, কিন্তু আমি জানি সেই ছোট্ট আমিকে তুমি মনের মণিকোঠায় বন্দী করে রেখেছ।

২| থ্যাঙ্ক ইউ বাবা। আমাকে সারা জীবন একজন প্রিন্সেসেস মতো বড় করার জন্য।

ADVERTISEMENT

৩| সবাই আমায় বলে মিষ্টি মেয়ে। আমি তো জানি এই মিষ্টি মেয়ের পিছনে আছে আরও মিষ্টি একটা বাবা। হ্যাপি ফাদার্স ডে।

৪| তুমি হচ্ছ সেই বাবা যে আমার সঙ্গে শিশুর মতো খেলেছে, বন্ধুর মতো পরামর্শ দিয়েছে আর গার্ডের মতো আমায় রক্ষা করেছে। হ্যাপি ফাদার্স ডে।

৫| না ড্যাড, তোমার ক্রেডিট কার্ড চাই না। অনেকদিন পর তোমায় দেখলে জাস্ট জড়িয়ে ধরতে ইচ্ছে করে। হ্যাপি ফাদার্স ডে। 

ফাদার্স ডে’র সেরা মিম (Fathers Day Memes):

১| সত্যি একদম পুরনো ব্যাপার স্যাপার তাই না?

ADVERTISEMENT

 ২| একদম তাই। তোমার পিজেগুলো আর নিতে পারছি না।

৩| প্লিজ বাবা, এরকম খোঁপা আমি চাই না।

৪| কত স্কোর করলে বাবা?

৫| ইস, একদম যা তা!

ADVERTISEMENT

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এগুলোও আপনি পড়তে পারেন

গীতার এই বাণীগুলিতে লুকিয়ে রয়েছে জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর

প্রিয়জনকে পাঠান জন্মদিনের সেরা শুভেচ্ছা বার্তা

ADVERTISEMENT

ডটার্স ডে তে আপনার আদরের মেয়েকে পাঠান এই শুভেচ্ছা গুলি

Fathers Day Shayari in Hindi

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

03 Jun 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT