ADVERTISEMENT
home / Styling
এই হেয়ারস্টাইলগুলো কিন্তু আপনার চুল নষ্ট করে দেয়! এখন থেকেই সাবধান থাকুন

এই হেয়ারস্টাইলগুলো কিন্তু আপনার চুল নষ্ট করে দেয়! এখন থেকেই সাবধান থাকুন

বিয়েবাড়ি হোক বা যে কোনও অনুষ্ঠান, সুন্দর করে চুল বেঁধে যেতে ভালই লাগে। সব হেয়ারস্টাইল অবশ্য নিজে নিজে করা যায় না। তার জন্য পার্লারে যেতে হয়, নানা হ্যাপা সামলাতে হয়। তবে কী জানেন তো, অনেক সময় অনেক ভুল আমরা না জেনেই করে থাকি। কিন্তু যখন বুঝতে পারি তখন নিজের ভুলের মাশুল নিজেকেই গুনতে হয়। এই যেমন ধরুন একটু আগে যে হেয়ারস্টাইল বা চুল বাঁধার কথা বলছি। কিছু কিছু হেয়ারস্টাইল (hairstyles) আছে যেগুলো নিয়মিত করলে বা বাঁধলে চুল (hair) কিন্তু নষ্ট(damage) হয়ে যায়। সেগুলো ঠিক কোন ধরনের চুল বাঁধা সেটা এখনি জেনে নেওয়া ভাল, যাতে ভবিষ্যতে এর জন্য আপনার চুল নষ্ট হয়ে যায়। 

১) প্রতিদিন এক হেয়ারস্টাইল

instagram

রোজ যেমন এক খাবার খেতে ভাল লাগে না, এক রকম বা একই রঙের জামাকাপড় পরতে ভাল লাগে না, ঠিক তেমনই রোজ একই হেয়ারস্টাইল চুলের পক্ষে একদম ভাল নয়। আর এর মধ্যে সবার আগে যে চুল বাঁধার নাম আসে সেটা হল পনিটেল। জানি তাড়াতাড়ির সময় সব চুল টেনে নিয়ে পিছনে একটা পনিটেল বাঁধা সবচেয়ে সোজা। কিন্তু প্রতিদিন এই এক হেয়ারস্টাইল করলে দুটো জায়গায় টান পড়ে। এক হচ্ছে সামনের দিকে যেখান থেকে আপনি চুল টানছেন অর্থাৎ আপনার হেয়ারলাইন এবং মাথার পিছনে যেখানে সব চুল একসাথে করে বাঁধছেন। প্রতিদিন এটা করলে হেয়ারলাইন পিছতে থাকবে এবং চুলের ডগা ফেটে যাবে।

ADVERTISEMENT

২) বেণী দিয়ে খোঁপা

instagram

বেণী বাঁধলে আপনাকে চুলে মোচড় দিতে হয়। আবার সেটা ঘুরিয়ে খোঁপা বাঁধলে সেখানেও চুলে টান পড়ার আশঙ্কা থাকে। এতে শুধু চুল দুর্বল হয়ে পড়ে তা নয় বরং চুলের ফলিকলও নষ্ট হয়ে যায়। তাই যদি বাঁধতেই হয় নয় বেণী বাঁধুন বা খোঁপা বাঁধুন। অর্থাৎ যে কোনও একটা বেছে নিন। 

৩) ভিজে চুলে খোঁপা

ADVERTISEMENT

instagram

ভেজা চুল এমনিতেই খুব ভঙ্গুর হয়। তাই সেই চুলে খোঁপা কেন, যে কোনও হেয়ারস্টাইলই ক্ষতিকর। তবে এখানে আলাদা করে খোঁপার কথা বলছি কারণ সেটা আপনাকে চুল টেনে বাঁধতে হয়। তাই চুল শুকিয়ে গেলে তবেই খোঁপা বাঁধবেন। 

৪) ব্লো ড্রায়ার দেওয়ার পর খোঁপা

instagram

ADVERTISEMENT

ব্লো ড্রায়ার দিলে চুল এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়। তার উপর যদি আপনি খোঁপা বাঁধেন তাহলে চুলের ডগা আস্তে আস্তে ফাটতে থাকবে। অনেকেই ভাবেন যদি চুল খুলে রাখি তাহলে ড্রায়ারের প্রভাব নষ্ট হয়ে যাবে। এটা একেবারেই ভুল ধারণা।। বরং ড্রায়ার দেওয়া চুল বেঁধে শুলেই চুলের বেশি ক্ষতি হয়। 

এই দশকটি আমরা শেষ করতে চলেছি #POPxoLucky2020-র মাধ্যমে। যেখানে আপনারা প্রতিদিন পাবেন নতুন-নতুন সারপ্রাইজ। আমাদের এক্কেবারে নতুন POPxo Zodiac Collection মিস করবেন না যেন! এতে আছে নতুন সব নোটবুক, ফোন কভার এবং কফি মাগ, যেগুলো দারুণ ঝকঝকে তো বটেই, আর একেবারে আপনার কথা ভেবেই তৈরি করা হয়েছে। হুমম…আরও একটা এক্সাইটিং ব্যাপার হল, এখন আপনি পাবেন ২০% বাড়তি ছাড়ও। দেরি কীসের, এখনই POPxo.com/shopzodiac-এ যান আর আপনার আগামী বছরটা POPup করে ফেলুন!

 

 

ADVERTISEMENT
19 Dec 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT