শুভ জন্মদিন ভাই। এই একটা বাক্য বলেই যদি ভাইয়ের জন্মদিনের উইশ কমপ্লিট করে ফেলেন, তা হলে কি ভাইয়ের মন রাখা যাবে? ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা ও উপহার দুটোই বেশ অন্যরকম হওয়া উচিত। তাই তো? হতে পারে আপনার বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা (Birthday Wishes For Brother In Bengali) পাঠাবেন। অথবা বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস দেবেন। আপনার দাদা না থাকলেও ক্ষতি কী? ছোট ভাই তো রয়েছে। ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা তো পাঠাতে হবে। আবার জন্মদিনের মজার শুভেচ্ছা বা জন্মদিনের হাস্যকর শুভেচ্ছা পাঠানোরও প্রয়োজন হয় মাঝেমধ্য়ে। সে সম্পর্কেই এই প্রতিবেদনে আলোচনা করার চেষ্টা করলাম আমরা।
দাদার জন্মদিনের শুভেচ্ছা বার্তা (Happy Birthday Wishes for Elder Brother)
ছবি সৌজন্যে: ক্যানভা
বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান? বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস (Happy Birthday Wishes For Brother In Bengali) দিতে চাইলেও এই সাজেশন আপনার কাজে লাগতে পারে।
১| শুভ জন্মদিন দাদা। আলোকিত হোক ভবিষ্যৎ। প্রতিটা দিন কাটুক সুন্দর ভাবে। সুখ দিয়ে পরিপূর্ণ হোক জীবন।
২| হ্যাপি বার্থডে দাদা। আমি কিন্তু ভুলে যাইনি। দেখ, ঠিক মনে রেখেছি তোর জন্মদিন। সক্কাল সক্কাল উইশ করলাম। এবার খাওয়া।
৩| দাদা, জন্মদিনের পার্টিটা কবে দিচ্ছিস বল? না দিলে কিন্তু তোর গার্লফ্রেন্ডের কথা বাড়ির সবাইকে বলে দেব।
৪| জন্মদিনে খাওয়া দাদা। না হলে বউদিকে বলে দেব, কালকে অফিস ফেরত তোকে অন্য একটা মেয়ের সঙ্গে হাঁটতে দেখেছি।
৫| তুই বড়। দাদাগিরি তো করবিই। এনিওয়ে শুভ জন্মদিন। তবে না খাওয়ালে আমি দাদাগিরি শুরু করব কিন্তু।
৬| বাবার অভাবটা তুই কখনও বুঝতে দিসনি দাদা, খুব ভাল থাকিস। শুভ জন্মদিন। ভাল হোক তোর আগামী দিন (Birthday Wishes For Brother In Bengali)।
৭| পায়েস তো তোর কোনওদিনই পছন্দ নয়। তাই ঝাল ঝাল মাংস করেছি দাদা। আজ তোর স্পেশ্যাল ডে। শুভ জন্মদিন।
৮| হতে পারে তুই এখন আর এক বাড়িতে থাকিস না, তা বলে তো তোর জন্মদিনটা ভুলে যাব না। খুব ভাল থাকিস। শুভ জন্মদিন।
৯| রাত ১২টাতে এখনও প্রথম ফোনটা আমিই করি দাদা। হতে পারে বিদেশে তখন তোর অফিসের মিটিং। শুভ জন্মদিন।
১০| শুভ জন্মদিন। এতদিন ধরে যা যা স্বপ্ন দেখেছিস, তার যেটুকু বাকি রয়েছে, তা এই বছরই যেন পূর্ণ হয় দাদা।
ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা (Happy Birthday Wishes for Younger Brother)
ছবি সৌজন্যে: ক্যানভা
শুভ জন্মদিন ভাই (Birthday Wishes For Brother In Bengali)। শুধু এটুকু বলেই ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাবেন নাকি? আরও কিছু লিখলে হলে, দেখতে পারেন এই সাজেশন।
১| একই ঘরে আমরা বড় হয়েছি। প্রথম ক্রাশের কথা প্রথম একে অপরকে বলেছি। শুভ জন্মদিন ভাই।
২| ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বলব, তুই আমার গর্ব। আমার সাপোর্ট সিস্টেম। শুভ জন্মদিন ভাই
৩| ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বলতেই হবে, আমার সব প্রস্তাবে যে রেগে যায়, আর সবথেকে বেশি যে ভালবাসে, আজ তার জন্মদিন।
৪| তুই আমার অনুপ্রেরণা, প্রেরণা, আদর্শ এবং সবচেয়ে ভাল বন্ধু। এটাই আমার ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা।
৫| চিরকালের জন্য তোর মতো একটা ভাই চাই। ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছায় এর থেকে বেশি আর কীই বা বলার আছে? শুভ জন্মদিন ভাই।
৬| আমাকে দারু একটা শৈশব গিফট করার জন্য ধন্যবাদ। এটাই আমার ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা (Happy Birthday Wishes For Brother In Bengali)।
৭| যার সঙ্গে লড়াই বা ঝগড়া ছাড়া ছোটবেলাটা অসম্পূর্ণ থেকে যেত, আজ তার জন্মদিন। আমার তরফে এটাই ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা।
৮| আমাকে ভাল থাকার অনেক কারণ যে দিয়েছে, আজ তার জন্মদিন। ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা তো এমনই হবে। শুভ জন্মদিন ভাই।
৯| ডাস্টবিন থেকে যে ছেলেটাকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল, আজ তার জন্মদিন। ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা এমনই হোক।
১০| মা তোকে বেশি ভালবাসে। তাতে কী? তুুই তো আমাকেই বেশি ভালবাসিস। শুভ জন্মদিন ভাই।
ভাইয়ের জন্মদিনে মজার উইশ (Funny Birthday Wishes for Younger Brother)
ছবি সৌজন্যে: ক্যানভা
শুভ জন্মদিন ভাই, তো প্রতি বছর লেখেন। এবার ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তায় জন্মদিনের মজার শুভেচ্ছা (Happy Birthday Wishes For Brother In Bengali), জন্মদিনের হাস্যকর শুভেচ্ছাও যোগ করতে পারেন।
১| এই যে, মায়ের চোখের মণি, শুভ জন্মদিন। এমনিতেই তো মা বেশি ভালবাসে তোকে। আর আজ তো তোরই দিন। ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা তো এমনই হবে।
২| শোন, আজ কী কী নিয়ে ঝগড়া করবি, তার একটা লিস্ট করে ফেল। মাকে দিয়ে অ্যাপ্রুভ করিয়ে নিস। কারণ আজ তো তোর জন্মদিন। তোর উপর চিৎকার করলে মা আবার আমাকেই বকবে। শুভ জন্মদিন।
৩| গার্লফ্রেন্ড জন্মদিনে কী দিয়েছে বলে ফেল… না হলে মাকে বলে দেব কিন্তু গার্লফ্রেন্ডের কথা। আচ্ছা, আজ বলব না। আফটার অল বার্থডে বয়। শুভ জন্মদিন। ভাই। কিন্তু কাল থেকে আর কোনও ছাড় পাবি না।
৪| ডাস্টবিন থেকে তুলে এনে ভাল করে স্নান করানো হয়েছিল আজকের দিনেই। তবেই না এত ফর্সা তুই! শুভ জন্মদিন ভাই (Birthday Wishes For Brother In Bengali)। জন্মদিনের মজার শুভেচ্ছা পাঠালাম।
৫| তোর কিন্তু আরও একটা বছর বয়স বেড়ে গেল। সুতরাং হ্যাংলামোটা এবার একটু কমিয়ে ফেল। রাগ করিস না আজ। জন্মদিনের মজার শুভেচ্ছা তো এমনই হবে, তাই না?
৬| বয়স যতই বাড়ুক, তোর পাগলামোগুলো যেন চলতেই থাকে। শুভ জন্মদিন ভাই। ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বা জন্মদিনের মজার শুভেচ্ছা যাই বলিস, ভাল লেগেছে তোর?
৭| ঝুঁকে পড়ে ঝুঁকি নাও। এই ডায়লগটা তো তোর থেকেই শিখেছি। ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা তো এমন মজাদারই হয়া উচিত।
৮| যে কাজটাই ঠিক করে করতে পারবি না, আমার ঘাড়ে দোষ চাপাবি। এই অভ্যেসটা বজায় থাক তোর সবকটা জন্মদিনে। জন্মদিনের মজার শুভেচ্ছা পাঠালাম। আনন্দ কর।
৯| হতে পারে আজ তোর জন্মদিন। কিন্তু ভুল করলে আজও বকুনি খাবি। শুভ জন্মদিন ভাই। এটাই তোর গিফট। জন্মদিনের মজার শুভেচ্ছা।
১০| তোর মার খেয়েই বড় হলাম। তুইও অবশ্য আমার হাতে কম মার খাসনি। শুভ জন্মদিন ভাই।
যে সব বার্থডে উইশ আপনার হৃদয়ের খুব কাছের (Heart Touching Birthday Wishes for Brother)
ছবি সৌজন্যে: ক্যানভা
শুভ জন্মদিন ভাই, লেখা ছাড়াও মনে রাখার মতো ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা আর কী কী হতে পারে?
১| বড় হয়ে ওঠার দিনগুলোতে সবচেয়ে আশ্চর্যজনক ছিলিস তুই। আমি তোকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালবাসি। শুভ জন্মদিন ভাই।
২| আমার পৃথিবী যে তোকে ছাড়া অসম্পূর্ণ তা তুই খুব ভাল করে জানিস। ভাল থাকিস। শুভ জন্মদিন ভাই।
৩| আমাদের পরিবারের জন্য তোর অবদান কখনও ভুলব না। এই ভাবেই আজীবন পাশে থাকিস। শুভ জন্মদিন ভাই।
৪| আমি কাঁদলে তুই সব সময়ই আমাকে হাসি উপহার দিয়েছিস। মনখারাপের দিনে সঙ্গী থেকেছিস। শুভ জন্মদিন ভাই (Birthday Wishes For Brother In Bengali)।
৫| আমাদের ভাব দেখে অনেকে হিংসে করত আমি জানি। আত্মীয় বা বন্ধুরা অবাক হয়ে যেত আমাদের বনিবনা দেখে। এমন সম্পর্ক যাতে আগামী দিনগুলোতেও থাকে। শুভ জন্মদিন ভাই।
৬| আমার কাছে যা আছে, সব তোকে দিয়ে দিতে পারি। সেটা তুইও জানিস। তাই তো যত বেশি ভাব, তত বেশি ঝগড়া হয় আমাদের। খুব ভাল থাকিস। শুভ জন্মদিন ভাই।
৭| এখনও পর্যন্ত সব বিপদ থেকে আমাকে যেভাবে রক্ষা করেছিস, তা কখনও ভুলব না। একই ভাবে বিপদের দিনে তোর পাশে থাকতে চাই, যেমন থেকেছি ছোটবেলা থেকে। শুভ জন্মদিন ভাই।
৮| এই পৃথিবীতে যত রকমের সম্পর্ক রয়েছে, তার মধ্যে খুব স্পেশ্যাল ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক। আমি আজীবন যত্ন করে রাখব ওকে। শুভ জন্মদিন ভাই।
৯| আজ পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটার জন্মদিন। আজ আমার ভাইয়ের জন্মদিন। শুভ জন্মদিন ভাই (Happy Birthday Wishes For Brother In Bengali)।
১০| একদিকে আমার অভিভাবক, একদিকে আবার আমার সবচেয়ে বড় বন্ধু হল আমার ভাই। সে আজ বার্থডে বয়। শুভ জন্মদিন ভাই।
জন্মদিনের দুষ্টু বার্তা (Naughty Birthday Wishes for Brother In Bengali)
ছবি সৌজন্যে: ক্যানভা
শুভ জন্মদিন ভাই (Birthday Wishes For Brother In Bengali) লিখলে তো আর দুষ্টুমিটা বোঝাতে পারবেন না। এই বছর শুভেচ্ছা বার্তায় সেটাও ট্রাই করতে পারেন।
১| ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা তখনই জানাব, যখন পার্টির ভেনু আর মেনু ফাইনাল করবি। সেটা আগে বল, তবে আমি বলব, শুভ জন্মদিন ভাই।
২| জন্মদিনে গিফট তো দেব, কিন্তু রিটার্ন গিফট কী দিবি বল, তবেই তো শুভ জন্মদিন ভাই বলব। ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাব।
৩| শোন, জন্মদিন বলে কিন্তু কোনও ছাড় নেই। আজ আমাদের সকলকে খাওয়াতেই হবে। তবেই শুনতে পাবি শুভ জন্মদিন ভাই।
৪| আজ যদি না খাওয়াস, নতুন যে গার্লফ্রেন্ড হয়েছে তার কথা কিন্তু বাড়িতে বলে দেব। ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা কেমন হয়, তখন বুঝবি।
৫| একটা বাঁদরকে যে আমরা ফাইনালি মানুষ করতে পেরেছি, সেটাই অনেক। শুভ জন্মদিন ভাই। ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছাটা কেমন লাগল, জানাস।
৬| বিশ্বের সবেচেয়ে ব্যতিক্রমী আমার ভাই, এটা আমি জানতাম। নিজের জন্মদিনটা ভুলে গিয়ে তুই সেটাই প্রমাণ করলি। শুভ জন্মদিন ভাই (Happy Birthday Wishes For Brother In Bengali)।
৭| হ্যালো মাই সুপারহিরো, আজ দিনটা তোর। ভাল থাকিস। শুভ জন্মদিন ভাই। ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিলাম। মাকে আবার নালিশ করিস না।
৮| আমার ছোটবেলাটা অ্যাডভেঞ্চারে ভরিয়ে তোলার জন্য ধন্যবাদ। তুই জন্মেছিলি বলেই তো সেটা সম্ভব হয়েছিল। শুভ জন্মদিন ভাই।
৯| ভুল করলে বকুনি খাবিই, সে তোর বয়স যতই বাড়ুক। জন্মদিন তো আসলে একটা সংখ্যা মাত্র। শুভ জন্মদিন ভাই।
১০| ঘুম থেকে উঠেই একটা গাট্টা খেয়েছিস। এটাই আমার তরফ থেকে ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা।
ভাইয়ের জন্মদিনের এমন উইশ যার আলাদা মানে রয়েছে (Meaningful Birthday Wishes for Brother In Bengali)
ছবি সৌজন্যে: ক্যানভা
ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তায় এমন কিছু লিখতে পারেন যার আলাদা মানে রয়েছে। ফলো করতে পারেন এই সব সাজেশন।
১| জন্মদিনে উইশ করলাম নাকি করলাম না, সেটা কখনও বড় ইস্যু নয়। ভাই-বোনের ভালবাসা শুধুমাত্র কি শুভেচ্ছা নির্ভর? তবুও বলি, শুভ জন্মদিন ভাই।
২| ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাবে না, এমন দিদি বা বোন নেই। সকলেই আদরের ভাইকে শুভেচ্ছা জানাতে চায়। তাই আমিও বলতে চাই, শুভ জন্মদিন ভাই।
৩| ভাই-বোনের সম্পর্ক চিরন্তন। আর সেই সম্পর্কে তোর সঙ্গে আবদ্ধ হতে পেরে আমি ধন্য। শুভ জন্মদিন ভাই।
৪| তোর মতো মানুষকে ভাই হিসেবে পেয়ে আমি কৃতজ্ঞ। খুব ভাল থাকিস, আনন্দে থাকিস। শুভ জন্মদিন ভাই (Happy Birthday Wishes For Brother In Bengali)।
৫| ভাই আসলে আগে আমার বন্ধু। তারপরে সম্পর্কে ভাই। তুইও সে কথাই মনে করিস তো? ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা হিসেবে তোর পছন্দের মিষ্টি পাঠালাম।
৬| ফুল, খাবার বা অন্য কোনও রকম গিফট তোর কখনও পছন্দ ছিল না। শুধু চাইতিস, বিশেষ দিনে কাছের মানুষরা যেন সঙ্গে থাকে। এমনটাই থাকিস আজীবন। ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা যেন এভাবেই জানিয়ে যেতে পারি বছরের পর বছর।
৭| শুভ জন্মদিন ভাই। শুধু এটুকু লিখে ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা পাঠানোর কাজটা সেরে ফেললে তুই খুশি হবি না। তাই তোর জন্য একটা স্পেশ্যাল কবিতা লিখে পাঠালাম।
৮| এভাবেই সকলকে আগলে রাখিস আজীবন। ভাল থাকিস খুব। শুভ জন্মদিন ভাই।
৯| জন্মদিনটা সকলের মতোই তোর কাছেও খুব স্পেশ্যাল। আর আমাদের কাছেও তোর এই দিনটা মনে রাখার মতো। শুভেচ্ছা নিস। শুভ জন্মদিন ভাই (Birthday Wishes For Brother In Bengali)।
১০| অনেক ভাল ভাল কথা লিখে কী হবে বল, ফাইনালি তো তোকে খাওয়াতেই হবে। নে, চটপট মেনু ডিসাইড কর। ও হ্যাঁ, শুভ জন্মদিন ভাই।
হোয়াটস্অ্যাপে পাঠানোর ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা (Whatsapp Status for Brother Birthday)
শুভ জন্মদিন ভাই (Birthday Wishes For Brother In Bengali) লেখা ছাড়াও হোয়াটস্অ্যাপে শুভেচ্ছা বার্তা পাঠানোর কিছু সাজেশন রইল আপনাদের জন্য।
১| একইসঙ্গে তুই আমার ভাই, বন্ধু আর বডিগার্ড। শুভ জন্মদিন ভাই।
২| তুই পাশে আছিস ভাবলেই গর্ব হয়। এমনটাই থাক। শুভ জন্মদিন ভাই।
৩| পার্টি চাই, পার্টি। কবে হচ্ছে বল। তবে তো বলব, শুভ জন্মদিন ভাই।
৪| যত বয়স বাড়ছে, তত যেন ছোটবেলার কথা বেশি করে মনে পড়ে। বিশেষ করে তোর জন্মদিনে। শুভ জন্মদিন ভাই।
৫| তোর পছন্দের রান্না রেডি। কখন আসছিস? শুভ জন্মদিন ভাই।
৬| জীবন অনিশ্চিত। কিন্তু ভরসা করার মতো যে কটা মানুষ আমার জীবনে রয়েছে, তাদের মধ্যে তুই অন্যতম। শুভ জন্মদিন ভাই।
৭| ছোটবেলায় তোকে কত খাটিয়েছি, এখন মনে পড়লে খারাপ লাগে। ভাল থাকিস। শুভ জন্মদিন ভাই (Happy Birthday Wishes For Brother In Bengali)।
৮| তোর আগে পৃথিবীতে এসেছি বলে আমি অ্যাডভান্টেজ পাই বলে অভিযোগ করিস তুই। জন্মদিনেও সেটা করবি নাকি? এনিওয়ে শুভ জন্মদিন ভাই।
৯| আমার সব কাজে প্রথমে না বলা, পরে সাপোর্ট করা লোকটা তুই। এই সাপোর্টটা চাই আজীবন। শুভ জন্মদিন ভাই।
১০| শুভ জন্মদিন ভাই। ভাল থাক। আর কিছুই চাওয়ার নেই।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
২০২০ শুরু করুন আমাদের দারুণ দারুণ প্ল্যানার আর স্টেটমেন্ট সোয়েটশার্ট দিয়ে। এগুলো সবকটাই আপনারই মতো একশ শতাংশ মজার এবং অসাধারণ! ওহ হ্যাঁ, শুধুমাত্র আপনার জন্য রয়েছে ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থাও। দেরি কিসের আর, এখনই POPxo.com/shop থেকে কেনাকাটা সেরে ফেলুন আর নিজেকে আরেকটু পপ আপ করে ফেলুন!