আমাদের একটা অদ্ভুত ধারণা আছে যে যাদের গায়ের রঙ ফর্সা তাদেরকে নাকি সব রঙ মানায় আর যারা শ্যামলা তারা নাকি সব রঙ পরতে পারে না কারণ তাদেরকে নাকি সব রঙ ঠিক মানায় না! বলতে বাধ্য হচ্ছি, কিন্তু এই ধারণা একেবারেই ভুল। আপনি যদি কোনো একটা নির্দিষ্ট রঙ আত্মবিশ্বাসের সাথে ক্যারি করতে পারেন, তাহলে আপনি যে রঙই পরুন না কেন, আপনাকে ভালই লাগবে। তবে হ্যাঁ এটাও ঠিক যে কিছু কিছু নির্দিষ্ট রঙ একেকজনকে বেশি মানায় আবার সেই রঙটিই হয়তো অন্যজনকে অতটা ভালো মানায় না।
যেমন ধরুন, আপনি কোনও এক মডেলের হাতে একটা নির্দিষ্ট রঙের নেলপলিশ (nail polish) দেখলেন এবং সেই রঙটি আপনার খুব পছন্দ হল। কিন্তু সেই নেলপলিশটি পরে দেখলেন যে আপনাকে ওই রঙটি একদম মানাচ্ছে না। তার কারণ হয়তো আপনার এবং সেই মডেলের স্কিনটোন আলাদা। আবার অনেকসময়ে এরকমও হয় যে হয়তো আপনার স্কিনটোন শ্যামলা, তাই উজ্জ্বল রঙ আপনি পরতে চান না। কিন্তু আপনি কি জানেন যে শ্যামলা স্কিনটোনের মেয়েদেরকে প্যস্টেল শেডের জায়গায় উজ্জ্বল রঙগুলোই বেশি মানায়? এখানে কয়েকটা দারুণ নেলপলিশের শেডের কথা জানাচ্ছি যেগুলো অবশ্যই আপনার ট্রাই করা উচিত।
শ্যামলা স্কিনটোনের মেয়েদের এই নেলপলিশগুলো দারুণ মানাবে
১। উজ্জ্বল ম্যাজেন্টা
দামঃ ২৫০ টাকা
এখান থেকে কিনুন
২। পেট্রোল গ্রিন
দামঃ ৩০০ টাকা
এখান থেকে কিনুন
৩। জ্যুসি কোরাল
দামঃ ৯৮ টাকা
এখান থেকে কিনুন
৪। মিডনাইট ব্লু
দামঃ১৭৯ টাকা
এখান থেকে কিনুন
৫। গাঢ় লাল
দামঃ ১১০ টাকা
এখান থেকে কিনুন
৬। মেটালিক টিল
দামঃ ২৫০ টাকা
এখান থেকে কিনুন
৭। গ্রেপ পার্পল
দামঃ ২৭৬ টাকা
এখান থেকে কিনুন
৮। কালো
দামঃ ২৫০ টাকা
এখান থেকে কিনুন
৯। বারন্ট অরেঞ্জ
দামঃ১৫৫ টাকা
এখান থেকে কিনুন
১০। হট পিঙ্ক
দামঃ ২৫০ টাকা
এখান থেকে কিনুন
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!