চোখের মেকআপ

হাতের মুঠোয় Arabic Eye মেকআপ গাইড

Doyel Banerjee  |  Mar 18, 2019
হাতের মুঠোয় Arabic Eye মেকআপ গাইড

লাকি আলির সেই বিখ্যাত গানটার কথা মনে আছে? সেই যে মিশরের মরুভূমিতে ‘ও সনম’ গানটা? আমি নিশ্চিত গানটা মনে না থাকলেও সেই রহস্যময়ী মহিলার অপূর্ব দুচোখের কথা নিশ্চয়ই মনে আছে? আসলে অ্যারবিক আইয়ের (Arabic Eye) জাদুই এরকম। এত সুন্দর এই চোখের মেকআপ, যে আপনার মন চাইবেই এই মেকআপের রহস্য ভেদ করে সবটুকু শিখে নিতে। অ্যারবিক (Arabic Eye) চোখের মেকআপ মানেই সেখানে আট আনা রহস্যের সঙ্গে পাঁচ আনা লাস্য মেশাতে হবে আপনাকে। অনেকেই নিজের চোখে আরবের (Arabic Eye) জাদু ফুটিয়ে তুলতে স্মোকি মেকআপ করেন। তবে অ্যারবিক চোখের (Arabic Eye) মেকআপ আর স্মোকি আই মেকআপ এক নয়। আসুন দেখে নিই চোখে কীভাবে আনবেন ড্রামাটিক লুক এবং  কীভাবেই বা পেয়ে যাবেন রহস্যময় অ্যারবিক চোখ।

অ্যারবিক আই মেকআপের জন্য রঙ কীভাবে বেছে নেব?

এই ধরনের চোখের মেকআপ করতে গেলে যে রঙ লাগবে সেটা যেন একটু উজ্জ্বল আর চকচকে হয়। নিজের স্কিন টোনের সঙ্গে চোখের মেকআপ মানানসই করতে হাইলাইটারও ব্যবহার করতে পারেন।

আপনি যদি ফর্সা হন বা উজ্জ্বল বর্ণের হন তাহলে সিলভার শেড বা রুপোলী শেড বেছে নেবেন। আর যদি আপনি শ্যামবর্ণ হন তাহলে সোনালি বা গোল্ডেন শেড আপনার জন্য মানানসই হবে।

যে যে প্রোডাক্টগুলো লাগবে

কনসিলার

POPxo Recommends L.A Girl Pro Conceal HD

প্রাইমার

POPxo Recommends Innisfree No Sebum Mineral Powder

লাইট পিঙ্ক শেড

হাইলাইটিং শেড (হলুদ হলে ভালো)

আইলাইনার বা লিকুইড জেল

POPxo Recommends Maybeline New York Drama Gel Eyeliner – Black Volum Express Hyper Curl Mascara-Waterproof Very Black 

মাস্কারা

নকল চোখের পাতা (আপনার পছন্দ অনুযায়ী, নাও ব্যবহার করতে পারেন)

অ্যারবিক আই মেকআপ টিউটোরিয়াল

#স্টেপ ১

চোখের আশেপাশে যে দাগছোপ, ডার্ক স্পট ইত্যাদি আছে সেগুলো ঢাকতে হবে। তাই লিকুইড কনসিলার ব্যবহার করে চোখের চারপাশে এই দাগগুলো ঢেকে দিন।

#স্টেপ ২

প্রাইমার ব্যবহার করলে চোখের মেকআপ অনেকক্ষণ থাকে। ব্যবহার করুন মেটালিক গ্লো প্রাইমার। তাহলে দেখতে ভালো লাগবে।প্রাইমার ব্যবহার করলে আইশ্যাডো অনেকক্ষণ থাকে। তাছাড়া আইশ্যাডোর প্রকৃত রঙও বোঝা যায়।

#স্টেপ ৩

চোখের পাতার উপরে হাল্কা গোলাপি শেডের আইশ্যাডো লাগান। চোখের বাইরের দিক পর্যন্ত এই রঙ টেনে দিন। হাতের আঙুল বা নরম ব্রাশ দিয়ে ভালো করে রঙ মিলিয়ে দিন।

#স্টেপ ৪

এবার পার্পল শেড নিয়ে চোখের পাতার উপরে গোলাপি শেডের নিচে লাগান। একইভাবে বাইরের দিকে পার্পল রঙ টেনে দিন। এমনভাবে করবেন যেন দুটো রঙের উইংড এফেক্ট আলাদা করে বোঝা যায়। আরেকটা কথা মাথায় রাখবেন আইশ্যাডোর মধ্যে যেন একটা সমতা থাকে। মানে একটা বেশি আর আরেকটা কম যেন না হয়। দুটোই সমান মাপের হবে শুধু শেডদুটো আলাদা করে বোঝা যাবে।

# স্টেপ ৫

হাইলাইটার নিয়ে ভুরুর নিচে আর চোখের ভিতরের কোনে লাগান। এতে চোখের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।

# স্টেপ ৬

এবার আইলাইনার দিয়ে চোখের ভিতরের কোন থেকে বাইরের দিকে টেনে দিন। ভিতর থেকে বাইরের দিকে আইলাইনার টানলে চোখে একটা আমন্ড বাদামের আকার আসে ফলে চোখ বড় দেখায়। বেশি ঘন করে আইলাইনার টানবেন না। কারণ লাইন বেঁকে গেলে মুছতে অসুবিধা হবে। চোখের উপরের পাতায় পার্পল শেডের সঙ্গে ভালো করে আইলাইনার ব্লেন্ড করে দিন। চোখের নীচের ওয়াটারলাইনে একটু মোটা করে আইলাইনার দিন।

#স্টেপ ৭

সব শেষে মাস্কারা লাগান। চাইলে নকল চোখের পাতাও ব্যবহার করতে পারেন।

জরুরি টিপস

ভারতীয় ওঃ পশ্চিমী যে কোনও পোশাকের সঙ্গে অ্যারবিক আই মেকআপ ভালো লাগে।

ঠোঁটের মেকআপ হাল্কা বা ন্যুড রাখবেন যাতে সবার নজর আপনার চোখের উপর থাকে।

বেশি ক্লামজি বা জটিল হেয়ারস্টাইল করবেন না। সবটাই মিনিমাল রাখবেন যাতে চর্চার কেন্দ্রবিন্দু হয় আপনার চোখ।

আরও ভালো করে বুঝতে হলে দেখুন এই ভিডিওটি

Picture Courtsey: Facebook, Youtube and Pexels.com 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

 

 

Read More From চোখের মেকআপ