Natural Care

Belly button therapy, ত্বকের ১০টি সমস্যার সমাধানে নাভিতে এই ১০ ধরনের তেল মালিশ করুন

Parama Sen  |  Feb 3, 2020
Belly button therapy, ত্বকের ১০টি সমস্যার সমাধানে নাভিতে এই ১০ ধরনের তেল মালিশ করুন

দেখুন, সত্যি কথা বলতে গেলে, আয়ুর্বেদ এবং প্রাচীন ভারতীয় নানা শাস্ত্র-পুরাণ-বেদের নামে বাজারে আজকাল অনেক উল্টোপাল্টা জিনিস বিক্রির চল আছে। ‘শাস্ত্রে বলা আছে’, একথা বলে অনেক কচুঘেঁচুও অমৃত ভেবে খেয়ে নিচ্ছে লোকে! আর ভাবছে, ব্যস, এতেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই তো, সেদিনই কোনও এক হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনও এক সবজান্তা দিদিমণি পাঠিয়েছেন, হোমিওপ্যাথিতে নাকি করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ের উপায়ও বলে দেওয়া আছে। বুঝুন! তাই আয়ুর্বেদ আর হোমিওপ্যাথির নাম শুনলেই বুকের ভিতরটা ধুকপুক করতে শুরু করে। সে যাই হোক, আজকের আলোচনাটিও অনেকটাই ওই প্রাচীন শাস্ত্রমতে আর কী। তবে এর পক্ষে যুক্তি হল, এই মতবাদটির পিছনে খানিকটা আধুনিক মেডিক্যাল সায়েন্সের ঠেকনাও আছে। তাই খুব একটা কমজোরি হবে বলে মনে তো হয় না।

আরও পড়ুনঃ চুলের যত্নে সেরা হারবাল অয়েল

নাভিতে তেল লাগাতে বলার পিছনে বিজ্ঞানসম্মত কারণ

Instagram

বেলি বাটন অয়েলিং (Belly Button Oiling), মানে গোদা বাংলায় বলতে গেলে, নাভিমূলে তেল লাগানো। তাতেই শরীরের তো বটেই ত্বকের নানা সমস্যাও উধাও হবে এক নিমেষে! এমনটাই দাবি করেছেন অনেক বিশেষজ্ঞ। কেন এমন দাবি? আসলে মাতৃগর্ভে থাকাকালীন শিশুর পুষ্টি জোগায় যে নাড়ি বা আম্বিলিকাল কর্ড, সেটির উৎপত্তি মায়ের নাভি থেকেই। নাভির পিছনে আবার আছে পিছোটি বলে একটি বিশেষ অংশ। আমাদের সারা শরীরে যত রক্তবাহী শিরা ছড়িয়ে আছে, তার মধ্যে নাকি ৭২ হাজার শিরার যোগ রয়েছে এই পিছোটিতে। এই শিরাগুলি শরীরের বিভিন্ন অংশের সঙ্গে যুক্ত। ফলে নাভিতে কোনও ওষুধ কিংবা তেল লাগালে তা চট করে সারা দেহে মিশে যেতে পারে। আগেকার দিনে ঠাকুরমা-দিদিমারা পেটে কৃমি হলে কিংবা গ্যাসের যন্ত্রণা হলে নাভিতে তেল মালিশ করতে বলতেন, সেটিও বোধ হয় এই কারণেই!  

আরও পড়ুন: স্কিন ব্রাইটনিং থেকে শুরু করে ট্যান দূর করা, সব সমস্যার একটাই সমাধান, চালের গুঁড়ো

নাভিতে কোন-কোন তেল মালিশ করলে তা ত্বকের নানা সমস্যা দূর করবে

shutterstock

জ্ঞান তো অনেক হল, এবার কাজের কথায় আসা যাক। চট করে দেখে নিই চলুন, ত্বকের ১০টি সমস্যা (skin problems) সমাধানে নাভিতে কোন-কোন তেল লাগানো উচিত।

https://bangla.popxo.com/article/20-beauty-secrets-of-ancient-india-you-should-follow-for-glowing-skin-in-bengali

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আমাদের এক্কেবারে নতুন POPxo Zodiac Collection মিস করবেন না যেন! এতে আছে নতুন সব নোটবুক, ফোন কভার এবং কফি মাগ, যেগুলো দারুণ ঝকঝকে তো বটেই, আর একেবারে আপনার কথা ভেবেই তৈরি করা হয়েছে। হুমম…আরও একটা এক্সাইটিং ব্যাপার হল, এখন আপনি পাবেন ২০% বাড়তি ছাড়ও। দেরি কীসের, এখনই POPxo.com/shopzodiac-এ যান আর আপনার এই বছরটা POPup করে ফেলুন!

Read More From Natural Care