Recipes

গরমে শরীর জুড়োতে এই পানীয়গুলোর কোনও তুলনা নেই (Best Summer Drinks In Bengali)

Debapriya Bhattacharyya  |  May 22, 2019
গরমে শরীর জুড়োতে এই পানীয়গুলোর কোনও তুলনা নেই (Best Summer Drinks In Bengali)

দিন-দিন যেভাবে গরম বাড়ছে, তাতে মানুষের অসুস্থ হওয়ার আশঙ্কাও ক্রমশ বেড়ে চলেছে, আর এই গরমের হাত থেকে বাঁচতে যে-কোনও ঠান্ডা পানীয় যেন অমৃত! বেশিরভাগ সময়েই অবশ্য আমরা বাজারচলতি কোল্ড ড্রিঙ্ক পান করে তেষ্টা মেটাই, যদিও আমরা সকলেই জানি যে, Cold Drink বা নরম পানীয় স্বাস্থ্যের পক্ষে একটুও ভাল না। আগে গরমকালে কারও বাড়ি গেলে অথবা বাড়িতে কোনও অতিথি এলে প্রথমেই তাঁকে শরীর ঠান্ডা করার জন্য সরবত দেওয়ার একটা চল ছিল। আজকাল অবশ্য সে চল উঠে গিয়ে নরম পানীয়ই সে জায়গা দখল করেছে। তবে এখনও কারও-কারও বাড়িতে সরবত (Homemade Summer Drinks) পরিবেশনের চল আছে, বিশেষ করে গরমকালে। গ্রীষ্মের প্রবল দাবদাহ থেকে শরীরকে একটু ঠান্ডা করতে রইল কয়েকটি সহজ এবং কয়েকটি ফিউশন সরবতের হদিশ। তবে তার আগে একবার জেনে নেওয়া ভাল যে, এই ধরনের Summer Drinks আমাদের জন্য ঠিক কতটা উপকারী।

আরো পড়ুনঃ নিয়মিত আখের রস খাওয়ার উপকারিতা

বিদেশি মোড়কে দেশি পানীয়

দেশি ককটেল

গরমকে মাত দিতে এই ৫টি ঘরোয়া সরবত অতুলনীয় (5 Best Homemade Summer Drinks)

যতই আপনি রেস্তোরাঁর দামি কুলারস বা মকটেল খান না কেন, বাড়িতে তৈরি করা সরবতের (Homemade Summer Drinks) স্বাদই আলাদা! একথা মানবেন তো? সেজন্যই রইল খুব সহজ ৫টি ঘরোয়া সরবতের রেসিপি।

১। জলজিরা সরবত (Jaljeera Drink)

গরমে জলজিরার উপকারিতা (Benefits of Jaljeera Water)

জলজিরার সরবত যে শুধু সুস্বাদু তা নয়, শরীর সুস্থ রাখার ক্ষেত্রেও কিন্তু জলজিরার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে –

 

কীভাবে তৈরি করবেন এই সরবত (Ingredients)

জলজিরার সরবত (Summer Drinks) তৈরি করা খুব সহজ। আপনি চাইলে প্যাকেটের জলজিরা পাউডার ব্যবহার করতে পারেন, তবে তাতে গরমকে মাত দিতে কতটা সক্ষম হবেন ঠিক বলতে পারছি না। আমাদেরকে জিজ্ঞেস করলে বলব, বাড়িতে তৈরি করুন, খুব একটা খাটনি নেই। এই রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে –

 

প্রণালী (Method)

জল এবং লেবুর রস বাদে বাকি সব উপকরণ একটা ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। একটা স্মুদ পেস্টের মতো তৈরি করে নিতে হবে। এবারে একটা পাত্রের (বড় জগের মতো পাত্র হলে ভাল হয়) মুখে ছাঁকনি দিয়ে ওই পেস্ট ঢেলে দিন। ওপর থেকে জল ঢালতে থাকুন। আপনার জলজিরার সরবত তৈরি। ছেঁকে নেওয়া সরবতে লেবুর রস মিশিয়ে তপ্ত গরমে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা জলজিরার সরবত!

২। লেবুর সরবত (Lemon Juice)

গরমে লেবুর সরবতের উপকারিতা (Benefits of Lemon Juice)

এই অসহ্য গরমে যখন আমাদের সবারই হাঁসফাঁস অবস্থা, তখন একগ্লাস ঠাণ্ডা লেবুর সরবত যেন প্রাণ জুরিয়ে দেয়! তবে নিয়মিত লেবুর সরবত পান করলে কিন্তু আরও অনেক উপকার পাওয়া যায় –

 

কীভাবে তৈরি করবেন এই সরবত (Ingredients)

বাড়িতে তো সব সময়েই নুন-চিনি-লেবু দিয়ে সরবত করে খান, তবে আজ মিষ্টি সরবতের বদলে বলে দেব কীভাবে তৈরি করবেন টক-ঝাল লেবুর সরবত। দেখে নিন এই সহজ রেসিপিটি। এই সরবত (Summer Drinks) তৈরি করতে যা যা লাগবে –

 

প্রণালী (Method)

জল বাদে বাকি সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। এবারে তাতে জল মিশিয়ে নিন এবং ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। এবারে প্রতিটি গ্লাসে বরগ কুচি দিয়ে ছেঁকে নেওয়া সরবত পরিবেশন করুন।

৩। দইয়ের ঘোলের সরবত (Yogurt Drink/Ghol)

গরমে দইয়ের ঘোলের সরবতের উপকারিতা (Benefits of Yogurt Drink)

গরমকালে দুপুরে খাওয়ার পর টক দই খাওয়ার একটা রীতি প্রতিটি বাঙালি বাড়িতেই রয়েছে। আসলে টক দই শরীর ঠাণ্ডা রাখার সঙ্গে সুস্বাস্থ্যের খেয়ালও রাখে। জেনে নিন ঘোলের উপকারিতা –

 

কীভাবে তৈরি করবেন দইয়ের ঘোল (Ingredients)

ঘোল বা ছাঁচ কিন্তু লস্যি নয়। অনেকেই এই দুটো সরবতের মধ্যে গুলিয়ে ফেলেন। ঘোল অনেক পাতলা এবং মিষ্টি হয় না, অন্যদিকে লস্যি ব্যাপারটা বেশ ঘন এবং মিষ্টি স্বাদের। পাতলা দইয়ের ঘোলের রেসিপি তৈরি করতে যা যা উপকরণ লাগবে –

 

প্রণালী (Method)

প্রতিটি উপকরণ ব্লেন্ডারে ভাল করে ব্লেন্ড করে নিন। এবারে প্রয়োজন হলে সামান্য জল মিশিয়ে সরবত পাতলা করে নিতে পারেন এবং অতি অবশ্যই বরফ কুচি দিয়ে পরিবেশন করবেন।

৪। তেঁতুলের সরবত (Tamarind Drink)

গরমে তেঁতুলের সরবতের উপকারিতা (Benefits of Tamarind Juice)

পাকা তেঁতুলের নাম শুনলেই অনেকেরই জিভে জল চলে আসে। টকটক এই ফলটি যে শুধুই আমাদের রসনাতৃপ্তিতে সাহায্য করে তা নয়, তেঁতুলের কিন্তু অনেক উপকারিতা রয়েছে –

 

কীভাবে তৈরি করবেন তেঁতুলের সরবত (Ingredients)

গরমকালে দুপুরবেলা বা বিকেলের দিকে বাড়িতে অতিথি এলে আমার ঠাকুমা তাঁকে একটি স্পেস্যাল তেঁতুলের সরবত খাওয়াতেন। তাতে নাকি গরমের তাপ লাগে না এবং পেটের জন্যও বেশ উপকারী। ও হ্যাঁ, ওই সরবত (Summer Drinks) যে অত্যন্ত সুস্বাদু, তা আর বলার অপেক্ষা রাখে না। চট করে দেখে নিন রেসিপিটি –

 

প্রণালী (Method)

বরফ কুচি এবং গন্ধরাজ লেবু বাদে বাকি সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবারে তাতে পরিমাণ মতো জল মেশান এবং ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। উপর থেকে বরফ কুচি ও গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে পরিবেশ করুন ঠান্ডা তেঁতুলের সরবত! গরমকে মাত দিতে এবং শরীর জুরোতে এই সরবতের জুরি নেই।

৫। আমপোড়া সরবত (Aam Panna)

গরমে আমপোড়া সরবতের উপকারিতা (Benefits of Aam Panna)

কাঁচা আম খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, হয়তো পাওয়াও যাবে না। অনেকেই গরমকালে দুপুরের দিকে কাঁচা আম মাখা খান, অনেকে আবার ডালের মধ্যে কাঁচা আম দিয়ে টক ডাল করে খান তো কেউ বা কাঁচা আমের চাটনি খান। এগুলো সবই গরমকে মাত দেওয়ার জন্য। তবে এই সব রেসিপি আমপোড়া সরবতের কাছে কিছুই না। গরমে শরীর ঠান্ডা রাখা ছাড়াও আমপোড়া সরবতের কিন্তু আরও অনেক উপকারিতা রয়েছে –

এই গরমে বানিয়ে ফেলুন কাঁচা আমের টক-ঝাল নানা পদ

 

কীভাবে তৈরি করবেন কাঁচা আমের সরবত (Ingredients)

 

প্রণালী (Method)

গ্যাসে আমগুলো পুড়িয়ে খোসা ছাড়িয়ে আমার পাল্প বের করে নিন। এবারে পেঁপেটিকে ছোট-ছোট টুকরো করে বাকি সব উপকরণ এবং আমের পাল্প একটা ব্লেন্ডারে দিয়ে ভাল করে একটা স্মুদ পেস্ট তৈরি করে তাতে পরিমান মতো জল মিশিয়ে ফ্রিজে রেখে দিন ঘণ্টা দুয়েক। এবারে ঠান্ডা আমপোড়া সরবত (Summer Drinks) গরমের দুপুরে বা বিকেলের দিকে পরিবেশন করুন বরফ কুচি দিয়ে।

বিদেশি মোড়কে দেশি পানীয় (Some Delicious Desi Drinks To Beat The Heat)

অনেকেই আছেন, যাঁরা আবার একটু ডিটক্স পানীয় পছন্দ করেন। তাঁদের জন্য রইল কয়েকটি দেশি পানীয়ের (Best Summer Drinks In Bengali) রেসিপি। গালভরা নাম শুনে আবার ঘাবড়ে যাবেন না, সব উপকরণই দেশি 😉 গরমকালে হাউজ পার্টি বা কিটি পার্টিতে পরিবেশন করার জন্য পারফেক্ট এই সবকটা Summer Drinks –

১। পিঙ্ক লেমোনেড (Pink Lemonade)

যা যা লাগবে এই রেসিপিটি তৈরি করতে (Ingredients)

 

প্রণালী (Method)

একটা বড় পাত্রে সব উপকরণ মিশিয়ে নিন এবং ভাল করে চামচ দিয়ে নেড়ে চিনি গুলে নিন। এবারে ঘণ্টাদুয়েক ফ্রিজে রেখে ঠান্ডা করতে দিন। অতিথিরা এলে গ্লাসে বরফকুচি সহযোগে ঠান্ডা পিঙ্ক লেমোনেড পরিবেশন করুন।

 

২। ওয়াটারমেলন কুলার (Watermelon Cooler)

যা যা লাগবে এই রেসিপিটি তৈরি করতে (Ingredients)

 

প্রণালী (Method)

টুকরো করা তরমুজ এবং বরফের কুচি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবারে একে একে নুন, চিনি এবং লেবুর রস মিশিয়ে আরও একবার ব্লেন্ড করে পরিবেশন করুন ওয়াটারমেলন কুলার। গরমে শরীর এবং রসনা, দুই’ই তৃপ্ত হবে!

৩। ভার্জিন কুকুম্বার কুলার (Virgin Cucumber Cooler)

যা যা লাগবে এই রেসিপিটি তৈরি করতে (Ingredients)

 

প্রণালী (Method)

একটি শেকারে (যদি শেকার না থাকে তাহলে একটি মজবুত ঢাকাওয়ালা কাঁচের বোতলে) শসা, লেবুর রস এবং বরফকুচি ভরে ভাল করে শেক করে নিন। এবারে ওই মিশ্রণ একটি গ্লাসে ঢেলে তার ওপরে খানিকটা সোডা ঢেলে দিন। ওপর থেকে ফ্রেশ পুদিনা পাতা ছড়িয়ে পরিবেশন করুন ভার্জিন কুকুম্বার কুলার।

দেশি ককটেল (Superhit Desi Cocktails)

অনেকেরই ধারণা আছে, গরমে অ্যালকোহল পান করলে শরীর আরও বেশি গরম হয়। তবে মাঝেমধ্যে যদি পার্টি করতে ইচ্ছে হয় সেক্ষেত্রে কিন্তু দেশি ককটেল পান (Best Summer Drinks In Bengali) করা যেতেই পারে। এখানে দুটি এমন ককটেলের রেসিপি দেওয়া হল, যার বিদেশি স্বাদে রয়েছে দেশি টুইস্ট –

১। খশ উইথ জিন (Kirsch Cocktail)

যা যা লাগবে এই রেসিপিটি তৈরি করতে (Ingredients)

 

প্রণালী (Method)

প্রথমেই ককটেল গ্লাসের অর্ধেকটা বরফকুচি দিয়ে ভর্তি করে নিন। এবারে একে-একে খশ সিরাপ, জিন এবং লেবুর রস দিন। মনে রাখবেন, এটা কিন্তু মেশাবেন না, যেন একটা করে স্তর তৈরি করছেন সেভাবে ঢালতে হবে। ওপর থেকে সামান্য নুন ছড়িয়ে তার ওপরে গ্লাসটা স্প্রাইট দিয়ে ভর্তি করুন এবং পরিবেশন করুন (Summer Drinks) এই সুস্বাদু ককটেল।

২। ভদকা শিকাঞ্জি (Vodka Shikanji)

যা যা লাগবে এই রেসিপিটি তৈরি করতে (Ingredients)

 

প্রণালী (Method)

সবকটা উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে নিন। এবারে তাতে সামান্য জল মিশিয়ে পরিবেশন করুন! কি, সহজ না?

যদি একান্তই বাড়িতে কষ্ট করে তৈরি করতে ইচ্ছে না করে সেক্ষেত্রে কিন্তু আপনি বাজার থেকে অথবা অনলাইন স্টোর থেকে সিরাপ কিনে নিয়েও এই দারুণ সব সরবতগুলো তৈরি করে নিতে পারেন। 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এগুলোও আপনি পড়তে পারেন

জল অপচয় বন্ধ করার উপায়

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

Read More From Recipes