প্রথমেই বলে রাখা ভাল, যদি আপনি নিজের বাড়িতে একটা বোহেমিয়ান (Bohemian) লুক আনতে চান, তা হলে সবচেয়ে আগে মাথা থেকে সব হাল ফ্যাশনের ডিজাইন (Design) ঝেড়ে ফেলুন। বোহেমিয়ান স্টাইল বা ডিজাইনের কিন্তু কোনও নিয়ম নেই! এই অনেকটা নদীর মতো, নিজের ছন্দে বয়ে চলে! আর সবচেয়ে মজার কথা হল, কম খরচে বাড়ির পুরনো জিনিসপত্র দিয়েই আপনি বাড়ির মেকওভার (Makeover) করতে পারেন, মানে, ব্যাপারটা ওই খানিকটা মাছের তেলে মাছ ভাজার মতোই! যাই হোক, বেশি বকবক না করে বলে দিই কীভাবে বাড়িতে একটা বোহেমিয়ান লুক (Bohemian look) আনবেন।
ডি আই ওয়াইঃ টিউটোরিয়াল – ক্রপ টপ
১। বোহেমিয়ান স্টাইলের দোলনা
বাড়িতে যদি পুরনো লোহার চেয়ার থাকে, তা হলে তা দিয়ে কিন্তু আপনি অনায়াসে বোহেমিয়ান স্টাইলের দোলনা তৈরি করে নিতে পারেন। বেশ মোটা দড়ি কিনে আনুন বাজার থেকে, এবার চেয়ারের দু’দিকের হাতলে শক্ত করে দড়ি বেঁধে নিন। দু’দিক থেকেই দড়ির গাছা নিয়ে উপরের দিকে একত্র করে ছাদের হুকে শক্ত করে বেঁধে ঝুলিয়ে দিন। চেয়ারে বসার জায়গায় একটা সঠিক মাপের গদি এঁটে দিন। উপর থেকে বেশ একটা রঙিন কাপড় বিছিয়ে দিতে ভুলবেন না। বোহেমিয়ান ডিজাইনের বিশেষত্ব কিন্তু রং ঝলমলে ব্যাপারটাই!
ডি আই ওয়াইঃ টিউটোরিয়াল – রিপড জিন্স
২। কুশন কভারে (Cushion Covers) দিন জিপসি লুক
অনেকদিন ধরেই ভাবছেন কুশন কভারগুলো বদলাতে হবে? তা নিজেই তৈরি করে নিন না! পুরনো কয়েকটা কুশন কভারের উপরে বিডস, ছোট-ছোট আয়নার টুকরো, লেস বা টাসেল বসিয়ে নিন। যদি সাদামাটা ডিজাইন পছন্দ না হয়, তা হলে ফ্যাব্রিক পেন্ট দিয়ে নিজের পছন্দমতো কোনও আঁকিবুঁকিও করতে পারেন। বোহেমিয়ান স্টাইল যেহেতু প্রকৃতিকে কেন্দ্র করে হয়, কাজেই চাইলে আপনি নিজের ক্রিয়েটিভিটি ফুটিয়ে তুলতেই পারেন। যদি নিজে হাতে তৈরি করতে ইচ্ছে না করে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে boho-style-এর কুশন কভার অনায়াসে কিনতে পারেন। দাম পড়বে মোটামুটি ৫৫০ টাকার মধ্যে (১৬x১৬ ইঞ্চির ৫টি কুশন কভার)
৩। পালক, পালক আর পালক (It’s all about feathers)
উইন্ডচাইমের (Windchime) বদলে ড্রিম-ক্যাচার (Dreamcatcher) ঝোলাতে পারেন জানালায়। রঙবেরঙের উল, বিডস, পালক, পমপম এসব দিয়ে তৈরি করে নিন নিজস্ব ড্রিম-ক্যাচার। অনলাইনে বা লোকাল ক্রাফটের দোকানে এই জিনিসগুলো অনায়াসে পেয়ে যাবেন। পালক দিয়ে চাইলে অন্য কিছুও তৈরি করতে পারেন, মুখোশ বা মোমদানি। ও হ্যাঁ, এই পালকগুলি কিন্তু সিন্থেটিকের, আসল পাখির পালক নয়!
অনলাইনে ড্রিম-ক্যাচার তৈরি করার সরঞ্জামের দাম পড়বে ৫৫০ টাকা (বড় সাইজের)
৪। পাটের দড়ি-উল দিয়ে বানিয়ে ফেলুন ওয়াল হ্যাঙ্গিং (Woollen wall hanging)
আমাদের অনেকের বাড়িতেই ওয়াল হ্যাঙ্গিং থাকে। কেউ জয়পুরি প্রিন্টের ওয়াল হ্যাঙ্গিং রাখেন আবার কেউ বা মধুবনী ডিজাইনের; তবে যদি আপনি বোহেমিয়ান স্টাইলের ওয়াল হ্যাঙ্গিং রাখতে চান, তা হলে কিন্তু ওসব জয়পুরি বা মধুবনী চলবে না। তার চেয়ে বরং নানা রংয়ের উল আর কিছুটা পাটের দড়ি কিনে আনুন। এবার একটা মোটামুটি মাঝারি আকারের গাছের ডাল বা অ্যালুমিনিয়ামের রড নিয়ে তাতে পাটের দড়ি পাকিয়ে-পাকিয়ে ঢেকে দিন। খেয়াল রাখবেন, রডের দুটো কোনা যেন ঢাকা না পড়ে। এবার উল ভাগ করে নিন এবং প্রতিটা ভাগেই আলাদা-আলাদা করে বিনুনি পাকিয়ে নিন। তারপর রডের সঙ্গে শক্ত করে বেঁধে নিন। হয়ে গেল সুন্দর দেখতে ওয়াল হ্যাঙ্গিং, তা-ও আবার boho-style-এ!
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!