Nail Art

কালী পুজোয় নিজেই করে ফেলুন দারুণ কিছু নেল আর্ট!

Debapriya Bhattacharyya  |  Nov 2, 2020
কালী পুজোয় নিজেই করে ফেলুন দারুণ কিছু নেল আর্ট!

কালী পুজোর আর কয়েক বাকি। চারদিকে আলোর উৎসব শুরু হল বলে। যদিও এই বছর কালী পুজো হয়ত একটু অন্যরকম হবে, বাইরে বেরিয়ে ঠাকুর দেখা হবে না; কিন্তু তা বলে সাজুগুজুও হবে না, তা তো নয়। কালী পুজো যেহেতু রাতের দিকে হয়, তাই সাজগোজও বেশ জমকালো হয়। আপনি হয়ত বেশ সুন্দর করে সাজলেন হাউজ পার্টিতেই যোগ দেওয়ার জন্য, কিন্তু হাতের নখে (easy nail art ideas for diwali) যদি চল্টা ওঠা নেল পলিশ (nail polish) লাগানো থাকে, তাহলে কিন্তু গোটা সাজটাই মাটি হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যাবে। কাজেই নিজেকে সুন্দর করে তুলতে নেল আর্ট করিয়ে নিতে পারেন। না, আপনাকে পার্লারে যেতে হবে না মনে ভয় নিয়ে, বাড়িতেই করে নিন সুন্দর নেল আর্ট। কয়েকটি সাজেশন রইল শুধুমাত্র আপনার জন্য।

১। রোজ কোয়ার্টজ নেল আর্ট

এই মুহূর্তে ন্যাচারাল শেডের নেল পলিশ খুব ট্রেন্ডিং। আপনারও যদি ন্যাচারাল শেড পছন্দ হয় তাহলে এই রোজ কোয়ার্টজ নেল আর্টটি ট্রাই করতে পারেন। শুধুমাত্র কালী পুজোর রাতের জন্য না, পরদিন থেকে অফিসেও যেতে পারেন এই নেল আর্টটি (easy nail art ideas for diwali) সঙ্গে নিয়েই। করিয়েই সঙ্গে সঙ্গে মুছে ফেলতে হবে না।

রোজ কোয়ার্টজ নেল আর্ট (ছবি – ইনস্টাগ্রাম)

কিভাবে করবেন

ক) বেস কোট লাগিয়ে নিয়ে হাল্কা গোলাপি নেল পলিশ (nail polish) লাগিয়ে নিন। এক কোটের বেশি লাগানোর দরকার নেই।

খ) এবারে একটি টেপের সাহায্যে নখের কিছু কিছু অংশ ঢেকে ফেলুন এবং বাকি অংশে একই শেডের গ্লিটারি নেল পলিশ লাগান।

গ) যদি একই শেডের গ্লিটার নেল পলিশ না থাকে, সেক্ষেত্রে সিলভার গ্লিটার (glitters) লাগাতে পারেন।

ঘ) শুকিয়ে গেলে টেপ খুলে নিন এবং টপ কোট লাগান।

২। প্রসপারিটি নেল আর্ট

কালী পুজোর দিন অনেকেই আবার লক্ষ্মী পুজোও করেন। বলা হয় মা লক্ষ্মী হলেন ধন-সম্পদ ও সুখ-শান্তির দেবী। এঁর আরাধনা করলে জীবনে নাকি কোনও দিন সুখের অভাব হয় না। তাহলে নখে কেন প্রসপারিটি নেল আর্ট করা যাবে না? প্রসপারিটির প্রতীক যে রং গুলি, সেই রঙের নেল পলিশ দিয়েই করে ফেলুন নেল আর্ট (easy nail art ideas for diwali)।

কমলা-সোনালি নেল আর্ট (ছবি – ইনস্টাগ্রাম)

কিভাবে করবেন

ক) বেশ কোট লাগিয়ে নিন।

খ) এবারে কমলা শেডের নেল পলিশ (nail polish) লাগান। দুই কোট লাগাবেন, এতে নখে নেল পলিশ টেকসই হবে।

গ) শুকিয়ে গেলে উপর থেকে সোনালি গ্লিটার ছড়াতে পারেন অথবা সোনালি নেল পলিশ দিয়ে পছন্দ মত নেল আর্টের ডিজাইনও করতে পারেন।

ঘ) হয়ে গেলে টপ কোট লাগিয়ে ফেলুন।

৩। গ্ল্যাম নেল আর্ট

কালী পুজোয় বেশ জমকালো সাজ না হলে মানায় না। কাজেই গ্ল্যাম নেল আর্ট করতে পারেন। এই নেল আর্টটি (easy nail art ideas for diwali) খুব সহজ। গ্লিটারি নেল পলিশের সাহায্যে অনায়াসে কোনও নেল আর্ট টুল ছাড়াই করে ফেলতে পারবেন। সঙ্গে বেশ গরজিয়াস পোশাক পরুন। কানে একটা বড় ঝুমকো, মানানসই মেকআপ। চুল খোলাও রাখতে পারেন আবার একটা খোঁপাও বাঁধতে পারেন।

গ্ল্যাম কপার নেল আর্ট (ছবি – ইনস্টাগ্রাম)

কিভাবে করবেন

ক) প্রথমেই বেস কোট লাগিয়ে নিন। এবারে নিজের পছন্দ অনুযায়ী একটি কপার শেডের নেল পলিশ (nail polish) লাগান।

খ) কপার নেল পলিশ দুই কোট লাগাবেন।

গ) শুকিয়ে গেলে কপার বা একটু লালচে ঘেসা গ্লিটারি (glitters) নেল পলিশের তিন-চার কোট লাগিয়ে নিন।

ঘ) শুকিয়ে গেলে ফিনিশ টাচ দিন টপ কোট দিয়ে।

https://bangla.popxo.com/article/tips-to-grow-nails-very-fast-in-bengali

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From Nail Art