Friends

বন্ধুত্ব দিবসের শুভেচ্ছার ডালি, রইল বিভিন্ন স্বাদের ১০০ টিরও বেশি বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস

Parama Sen  |  Jul 10, 2019
বন্ধুত্ব দিবসের শুভেচ্ছার ডালি, রইল বিভিন্ন স্বাদের ১০০ টিরও বেশি বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস

আচ্ছা, বলুন তো, বন্ধুত্বের জন্য আবার কোনও নির্দিষ্ট দিন হওয়া উচিত কি? সারা বছরই তো বন্ধুত্বের (Friendship) দিনে ভরা! অচেনা দুঃখে যখন মন ভেঙে যাবে, যখন সেকথা অন্য কারও সঙ্গে ভাগ করে নিতে পারবেন না, তখনই তো বন্ধুকে মনে পড়বে! কিংবা ধরুন, যখন কাউকে হঠাৎ ভাল লাগবে, মনটা অকারণে বেশ ফুরফুরে হয়ে যাব, পেটের মধ্যে প্রজাপতিরা ওড়াউড়ি শুরু করবে, তখনই মনে হবে প্রিয় বন্ধুর সঙ্গে এই ভাললাগার রেশটা ভাগ করে নিই। বন্ধু হল সে, যার সঙ্গে সুখ ভাগ করলে তা বাড়ে আর দুঃখ ভাগ করলে কমে। সে সময়বিশেষে আমাদের পাশে দাঁড়ানো সহমর্মী, পিঠে হাত রেখে বলে, যা করেছিস, বেশ করেছিস, লড়ে যা, আমি পাশে আছি! আবার কখনও বাবা-মায়ের মতো শাসন করে বলে, ফের যদি ও রাস্তায় হেঁটেছিস, তা হলে দেব এক রদ্দা! যে বকতে পারে, ভালবাসতে পারে, বিপদে পাশে দাঁড়াতে পারে, অকারণে ট্রিট চাইতে পারে, জন্মদিন ভুলে যেতে পারে, ঝগড়া করেও দেঁতো হাসি হেসে নোটের খাতা চাইতে পারে…এমন লোককে মনে করার জন্য কোনও দিন আলাদা করে হয় নাকি! সারা বছরই তো তাকে মনে পড়ে! কিন্তু তবু যদি বছরের একটা বিশেষ দিন বরাদ্দ করা হয় তার জন্য…যেদিনটা শুধু তার, তা হলে মন্দও হয় না। প্রতি বছর অগস্ট মাসের প্রথম রবিবারটা তাই সারা বিশ্ব বন্ধু শব্দটার জন্য তুলে রেখেছে। যেদিনটা তাকে মনে করার দিন, তাকে মনে করিয়ে দেওয়ার দিন যে, তুই না থাকলে সকালটা এত মিষ্টি হত না…

এবছর অগস্ট মাসের প্রথম রবিবার, অর্থাৎ ৪ অগস্ট ২০১৯-এ আমি-আপনি বন্ধুত্ব দিবস পালন করব! খুব বেশিদিন কিন্তু বাকি নেই! হাতে সময় থাকতে-থাকতেই তৈরি হোন। আধুনিক কালের সব রকমের শুভেচ্ছা জানানোর উপায় আমরা বলে দিলাম এখানে, শুধু নিজের পছন্দেরটা (Friendship Day Quotes In Bengali) বেছে নিন আর পাঠিয়ে দিন বন্ধুকে, সক্কাল-সক্কাল!

আরো পড়ুনঃ বন্ধুত্ব দিবসের সেরা উপহার

বন্ধুত্ব দিবসের ইতিহাস, জেনে নিন কিছু অজানা কথা (History of Friendship Day)

Pixabay

অগস্ট মাসের প্রথম রবিবার না হয় বরাদ্দ হল বন্ধুত্ব দিবস হিসেবে। কিন্তু কীভাবে এবং কবে থেকে হঠাৎ করে বন্ধুদের জন্য একটি দিন বেছে নেওয়া হল, তা জানা আছে কি? বন্ধুত্ব দিবস নিয়ে একটু ইতিহাস কপচে দেওয়া যাক। সেদিন সকালে গম্ভীরমুখে নিজের বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে না হয় দিয়েই দেবেন এই ইনফো!

গোড়ার দিকের গল্প

বন্ধুত্ব দিবস পালন সর্বপ্রথম শুরু করে প্যারাগুয়ে। তা-ও নেহাত খেলাচ্ছলে! প্যারাগুয়ের ছোট্ট শহর পুয়ের্তো পিনাসকোতে প্যারাগুয়ে নদীর ধার বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে-দিতে হঠাৎই ডাঃ আর্তেমিও ব্রাচোর মাথায় আসে স্রেফ বন্ধুত্বের জন্য একটি দিন বরাদ্দ করলে কেমন হয়! যেমন ভাবা, তেমন কাজ! ব্রাচো ও তাঁর বন্ধুরা মিলে তৈরি করে ফেললেন ওয়র্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেড! দিনটা ছিল ১৯৫৮ সালের ২০ জুলাই। এই ওয়র্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেড আস্তে-আস্তে প্রভাবশালী হয়ে খোদ রাষ্ট্রসঙ্ঘের কাছে দরবার করতে শুরু করে যে, ৩০ জুলাই দিনটিকে বিশ্ব বন্ধুত্ব দিবস ঘোষণা করা হোক! ১৯৯৮ সালে তৎকালীন মহাসচিব কোফি আন্নানের স্ত্রী নানে আন্নান এই দিনটিকেই বিশ্ব বন্ধুত্ব দিবস উপলক্ষে পালনের আর্জি জানান রাষ্ট্রসঙ্ঘের সব সদস্য দেশগুলিকে। ওয়াল্ট ডিজনির বিখ্যাত কার্টুন চরিত্র উইনি দ্য পু-কে বন্ধুত্ব দিবসের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও ঘোষণা করা হয়! কিন্তু শেষ পর্যন্ত নানা দেশ আলাদা-আলাদা দিনে পালন করতে শুরু করে বন্ধুত্ব দিবস। ভারত-বাংলাদেশ-নেপাল-শ্রীলঙ্কা অগস্ট মাসের প্রথম রবিবারটিকে বন্ধুত্ব দিবসের মর্যাদা দিয়েছে। 

কিন্তু প্যারাগুয়ের আরও অনেকদিন আগে, ১৯৩০ সালে আমেরিকাতে বন্ধুত্ব দিবস পালনের একটা ধুয়ো তোলার চেষ্টা করেছিলেন হলমার্ক কার্ড কোম্পানির মালিক জয়েস হল! কারণটা আর কিছুই নয়, নিখাদ ব্যবসা। জন্মদিন, অ্যানিভার্সারির পাশাপাশি যদি শুভেচ্ছা জানানোর আরও একটা দিন বের করে ফেলা যায়, তা হলে আখেরে তাঁরই লাভ! মোটামুটি বছরদশেক জয়েসবাবুর ফন্দিটা খেটে গেলেও, তারপর বিশ্বযুদ্ধ-টুদ্ধ এসে গিয়ে পুরো ব্যাপারটাই লোকে বেমালুম ভুলে যায় এবং জয়েস হলের জায়গায় বন্ধুত্ব দিবসের জনক হিসেবে লোকে আর্তেমিও ব্রাচোকেই মেনে নেয়!

আরো পড়ুনঃ রাখি বন্ধনের আন্তরিক শুভেচ্ছা বার্তা

Pixabay

ভারতে বন্ধুত্ব দিবস পালন

দেখুন, সত্যি কথাটা অস্বীকার করে লাভ নেই, আমেরিকাতে যদি বন্ধুত্ব দিবসের জনক হয়ে থাকেন জয়েস হল, প্যারাগুয়েতে আর্তেমিও, তা হলে ভারতে এই দিনটির জননী হলেন মিসেস ব্র্যাগেঞ্জা! তিনি যদি ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে শাহরুখ খানকে প্রেমের মানে জিজ্ঞেস না করতেন, আর কিং খান তার উত্তরে ‘পেয়ার দোস্তি হ্যায়’ না বলতেন আর পকেটে গুচ্ছখানেক ফ্রেন্ডশিপ ব্যান্ড নিয়ে না ঘুরতেন, তা হলে আজকের এই প্রতিবেদনের প্রয়োজনই পড়ত না! বিশ্বের অনেকের মতোই ভারতবর্ষও অগস্ট মাসের প্রথম রবিবারটাই বন্ধুত্ব দিবস হিসেবে পালন করে থাকে। এদিন এমনি মিডিয়া তো বটেই, সোশ্যাল মিডিয়াতেও বেশ একটা বন্ধু-বন্ধু ভাব থাকে, এফ এম-এ সারাদিন বন্ধুত্বের গান বাজে, সেলেব্রিটিরা তাঁদের বোকা-বোকা বন্ধুত্বের গল্প শোনান আর কার্ডের কোম্পানিগুলো মোটামুটি ভাল ব্যবসা করে!

বিভিন্ন বার্তার মাধ্যমে কীভাবে উদযাপন করবেন বন্ধুত্ব দিবস (How To Wish Friends On Friendship Day?)

Pixabay

বন্ধুত্ব দিবস সেলিব্রেট করবেন কীভাবে, এটা আসলে অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার হওয়া উচিত! আমি আমার বন্ধুর সঙ্গে কী করে আনন্দে মাতব, সেটা তো একান্তই আমার আর আমার বন্ধুর ব্যাপার, তাই নয় কি! কিন্তু ওই যে, এটা সোশ্যাল মিডিয়ার যুগ! তাই স্রোতে গা ভাসাতে হবে আপনাকেও, নইলে আপনি একেবারেই এলেবেলে দুধভাত বলে পরিগণিত হবেন! তাই এবারের বন্ধুত্ব দিবসে আপনিও যেন একটি ছোটখাটো সেলেব্রিটিসম স্টেটাস উপভোগ করতে পারেন, তার জন্য সব রকম মালমশলা আমরা মজুত করে দিলাম এখানে, আপনি শুধু তার মধ্যে থেকে বেছে নিয়ে নিজের ভাণ্ডার সাজান!

আরো পড়ুনঃ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা ও মেসেজ (এস এম এস)

বন্ধুদের জন্য জোকস (Jokes for Friends In Bengali)

১| তিনজন বন্ধু পথ হারিয়ে এসে পৌঁছল এক পরিত্যক্ত দ্বীপে! উপরওয়ালাকে বিস্তর ডাকাডাকির পর তিনি দেখা দিয়ে বললেন, ‘প্রত্যেকের মাত্র একটা ইচ্ছে আমি পূরণ করব!’ প্রথমজন তাড়াতাড়ি বলল, ‘ঠাকুর, আমাকে এখুনি বাড়ি পাঠিয়ে দাও! দ্বিতীয়জন বলল, ‘আমাকেও তাই দাও ঠাকুর!’ উপরওয়ালা দুজনকে ভ্যানিশ করে দেওয়ার পর তৃতীয়জন বলল, ‘ওদের দুজনকে ছাড়া আমার এখানে খুব একা লাগবে ঠাকুর! তাই ওদের দুজনকে এখানেই আবার এনে দাও প্লিজ!’

২| পটাই রাতে তার বন্ধুকে মেসেজ (বন্ধুত্বের এস এম এস) করে বলল, ‘আমাকে কয়েকটা ভাল জোক পাঠা তো!’ বন্ধু উত্তরে লিখল, ‘সরি, আমি এখন গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত আছি।’ পটাই খুশি হয়ে আবার লিখল, ‘এই তো, ঠিক এরকম জোকই চাইছিলাম বস, আরও কয়েকটা পাঠা দিকি!’

৩| গতকাল রাতে শ্য়ামের বাবা মারা গিয়েছেন শুনে রাম খুব দুঃখিত হয়ে তার সঙ্গে দেখা করতে গেল। সেখানে গিয়ে ভালমানুষের মতো রাম জিজ্ঞেস করল, ‘হ্যাঁ রে, কাকু হঠাৎ কীসে চলে গেলেন?’ শ্যাম গম্ভীরপানা মুখ করে বলল, ‘বাবার আঙুলের উপর দিয়ে একটা বাস চলে গিয়েছিল!’ রাম চোখ কপালে তুলে প্রশ্ন করল, ‘তাতে কাকু একেবারে উপরেই চলে গেলেন?’ শ্যাম খেঁকিয়ে বলল, ‘বাবা তখন আঙুল দিয়ে নাক খুঁটছিল যে!’

৪| পটাই পেটে ব্যথা নিয়ে নার্সিংহোমে ভর্তি! তার বন্ধুরা তাকে দেখতে গিয়েছে দল বেঁধে। সকলের মুখেই একটা কথা, ‘কেমন আছিস এখন!’ শুধু পটাইয়ের বেস্ট ফ্রেন্ড ঝন্টু তার কানে-কানে জিজ্ঞেস করল, ‘হ্যাঁ রে পটাই, রাতের নার্সটা ভাল দেখতে ছিল?’

৫| সারা কলেজ জীবনে শ্যাম একটাও প্রেম করে উঠতে পারেনি! ফেয়ারওয়েলের দিন চুকচুক করে রাম তাকে বলল, ‘তুই কী এমন খুঁজছিলি যে একটাও মেয়ে জুটল না?’ শ্যাম বলল, ‘এক্কেবারে পারফেক্ট মেয়ে খুঁজছিলাম, পেয়েওছিলাম! কিন্তু…’ রাম বলল, ‘কিন্তু কী? প্রেমটা হল না কেন?’ শ্যাম মাথা নিচু করে বলল, ‘কারণ, সে-ও পারফেক্ট ছেলে খুঁজছিল যে!’

৬| টাকাপয়সা খুবই খারাপ জিনিস!
তা খাট কিনতে পারে, কিন্তু শান্তির ঘুম নয়!
তা ফ্ল্যাট কিনতে পারে, কিন্তু ঘর নয়!
তা দিয়ে ঘড়ি কেনা যেতে পারে, কিন্তু সময় নয়!
তা দিয়ে ওষুধ কিনতে পার, কিন্তু সুস্বাস্থ্য নয়!
তা দিয়ে রক্ত কেনা যেতে পারে, কিন্তু জীবন নয়।
আমি তোর বন্ধু বলেই এই সত্যি কথাগুলো তোকে বলছি!
টাকাপয়সা খুব খারাপ জিনিস ভাই! তাই তোর স-অ-ব টাকাপয়সা এখুনি আমাকে দিয়ে সুখে থাক!

৭| অ্যালজাইমার্সের উপকারিতা কী? সেক্ষেত্রে রোজ আপনি নতুন বন্ধু পাবেন!

৮| পটাইকে তার বস জিজ্ঞেস করল, ‘কাল যে তুমি ছুটি নিলে দাঁতের ডাক্তারের কাছে যাবে বলে?’ পটাই বলল, ‘গিয়েছিলাম তো!’ বস উল্টে বলল, ‘তা হলে তোমাকে যে বোসবাবু একটি মেয়ের সঙ্গে সিনেমা হল থেকে বেরতে দেখেছে?’ পটাই বলল, ‘তাতে কী! ওই মেয়েটিই তো আমার বন্ধু, পেশায় ডেন্টিস্ট!’

৯| রাম শ্যামকে জিজ্ঞেস করল, ‘বল তো বন্ধুদের সব সময় কাছে রাখতে বলে আর শত্রুদের গায়ের সঙ্গে লেপ্টে রাখতে?’ শ্যাম বলল, ‘কেন?’ রাম বিজ্ঞের হাসি হেসে বলল, ‘যাতে দরকার হলেই এক ঘুঁষিতে শত্রুদের চিতপটাং করে ফেলতে পারিস!’

১০| পটাই সিনেমা হলে গিয়ে দেখল, সেখানে লেখা আছে, অনূর্ধ্ব ১৮-র প্রবেশ নিষেধ! পটাই শিগগিরই আরও ১৭ জন বন্ধুকে জুটিয়ে নিয়ে এল!

১১| রাম তার বন্ধুর নতুন ফ্ল্যাটে গেল দেখতে। বন্ধু বলল, ‘ভাই রাম, এটাকে একদম নিজের বাড়ি মনে করবি!’ রাম সঙ্গে-সঙ্গে তার বন্ধুর ঘাড় ধরে বাইরে বের করে দিয়ে বলল, ‘বাড়িতে বেশি লোকের ভিড় আমার একদম পছন্দ নয়!’

১২| মেয়েরা কী করে পরস্পরের বন্ধু হয়…
‘ও মা, কী সুন্দর জুতোটা, কোত্থেকে কিনেছিস রে!’
ছেলেরা কী করে পরস্পরের বন্ধু হয়
‘হেব্বি দেখতে তো মেয়েটা! কোত্থেকে ওঠালি রে!’

১৩| পরীক্ষায় খারাপ নম্বর পেলে আত্মীয়স্বজন দুয়ো দেয়! আর পরীক্ষায় ভাল নম্বর পেলে বন্ধুরা দুয়ো দেয়!

১৪| বিশ্বাস করুন, ইনস্টাগ্রাম আসার আগে জানতামই না যে, আমার বন্ধুরা উইকএন্ডে কোথায় খেতে যায় আর কী-কী খায়!

১৫| পটাই তার বন্ধুর কাছে গিয়ে বলল, ‘একটু টাকা ধার দিবি ভাই, হাত একদম খালি!’ বন্ধু বলল, ‘কেন, অফিস থেকে ধার চা না!’ পটাই উত্তর দিল, ‘আমার চাকরিটা গিয়েছে!’ বন্ধু বলল, ‘কেন?’ পটাই বলল, ‘আরে বস বলেছিল, তোমার সব সমস্যা অফিসের বাইরে রেখে এসো! তো আমি ওঁকেই বাইরে বের করে দিয়েছিলাম! তাই চাকরি খুইয়েছি। কিন্তু তোরটা তো আছে…’ বন্ধু বলল, ‘ধুর বোকা, আমিও তো তোরই বন্ধু!’ 

বন্ধুত্ব দিবসের এসএমএস (Bangla Friendship Day SMS)

Pixabay

১| এখন আর আমাদের দেখা হয় না!
এখন আমরা দুজনে দুটো আলাদা শহরে থাকি!
কিন্তু আমাদের মন এখনও এক (ফ্রেন্ডশিপ ডে এস এম এস),
তাই দূরত্ব একেবারেই ম্যাটার করে না!

২| বন্ধু তৈরি করতে পারাটা হল উপরওয়ালার উপহার!
বন্ধু থাকাটা আশীর্বাদ!
বন্ধুদের কাছে রাখতে পারাটা গুণ!
আর বন্ধু হতে পারাটা সবচেয়ে বড় সাফল্য!

৩| ট্রিং ট্রিং…. 
সকাল-সকাল খবরের কাগজ এল কি…
না, না, এ তো বন্ধুত্ব দিবসের বার্তা…
শিরোনাম হল, শুভ বন্ধুত্ব দিবস (বন্ধুত্বের এস এম এস)!

৪| যখন একা-একা হাঁটছিলাম, তখন রাস্তাটা খুব লম্বা মনে হচ্ছিল!
এখন বন্ধুর সঙ্গে হাঁটছি, মনে হচ্ছে, রাস্তাটা আরও একটু লম্বা হলে মন্দ হয় না!

৫| বন্ধুত্ব শুধুই একটা শব্দ নয়!
এটি হল একটি সম্পর্ক…যা ছোট্ট করে বুঝিয়ে দেওয়া যায়..
আমি ছিলাম, আছি আর চিরদিন থাকব!

৬| এই দুনিয়ার সেরা দম্পতি কে বলো তো? সুখ আর দুঃখ! আর যারা সেটা একসঙ্গে উপভোগ করতে পারে, তারাই আসল বন্ধু (ফ্রেন্ডশিপ ডে এস এম এস)!

৭| বন্ধুত্ব দিবসের দিন পুলিশ স্টেশনে অভিযোগ এল, ‘স্যার, আমার বন্ধু এখনও শুভেচ্ছা পাঠায়নি। শিগগিরই ব্যবস্থা নেওয়া হোক!’

৮| বন্ধু… এই ছোট্ট একটা প্যাকেটে অনেক কিছু ভরে দেওয়া হয়েছে!
এটা মুছে ফেলা যায় না!
এটা তৈরি করা যায় না!
এটা ব্যাখ্যাও করা যায় না!
শুধু অনুভব করা যায়…শুভ বন্ধুত্ব দিবস!

৯| হতচ্ছাড়া
পাজি
নচ্ছার
বদমাইশ
জ্বালানিপোড়ানি
বিরক্তিকর
বিদঘুটে
কিম্ভুত…
তা-ও তুই আমার বেস্ট ফ্রেন্ড!
শুভ বন্ধুত্ব দিবস!

১০| প্রেমিক/প্রেমিকা হল মিসড কল!
স্ত্রী-স্বামী হল রিসিভড কল!
মা-কাকিমা কল ওয়েটিং!
আর বন্ধুত্ব? ওটা ফেভিকল!

১১| ভাল লোকেদের আমরা স্মৃতিতে রেখে দেব।
তার চেয়েও ভালরা বাসা বাঁধবেন স্বপ্নে!
কিন্তু বন্ধুদের থাকার একটাই জায়গা, হৃদয়!

১২| আমি রাগ করলে ভাঙিয়ে দিস!
আনন্দ পেলে খুশি হোস! (ফ্রেন্ডশিপ ডে এস এম এস)
দুঃখ পেলে আমার সঙ্গেই কাঁদিস,
কিন্তু কোনওদিন ভুলেও আমাকে ছেড়ে যাস না!

১৩| ১০ গ্রাম হাসি, ১০ গ্রাম ভালবাসা, পাঁচ গ্রাম রাগ, পাঁচ গ্রাম অভিমান…আর অনেকটা আনন্দ…এর নামই বন্ধুত্ব! শুভ বন্ধুত্ব দিবস!

১৪| আজ যতই ব্যস্ততা থাকুক, বন্ধুদের জন্য সময় বের করতেই হবে! কারণ, কাল হাতে সময় থাকবে, কিন্তু হয়তো বন্ধুরাই আপনাকে ভুলে যাবে!

১৫| আজ, বন্ধুত্ব দিবসে তোকে একটা দামি চেক পাঠালাম! এতে হাসি ভরা আছে! যখনই প্রয়োজন পড়বে, ভাঙিয়ে নিবি! আর যদি এতেও না কুলোয়? তা হলে আমাকে মনে করবি!

ছেলে বন্ধুর জন্য বা প্রেমিকের জন্য বন্ধুত্ব দিবসের বার্তা (Friendship Day Wishes for Boyfriend In Bengali)

Pixabay

১| তোমার ভালবাসার চেয়েও বন্ধুত্বটা (বন্ধু দিবসের এস এম এস) আমার কাছে বেশি দামি! কারণ, ভালবাসা বন্ধুত্ব ছাড়া বাঁচতে পারে না! তাই জানাই বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা!

২| এই বন্ধুত্ব দিবস আমার জন্য শুভ কারণ, আমার ভালবাসার মানুষটির মধ্যেই আমি আমার সেরা বন্ধুকে খুঁজে পেয়েছি!

৩| যে প্রেমিক-প্রেমিকা পরস্পরের বন্ধু, তাদের সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়! তাই তোমার-আমার বন্ধুত্ব যেন চিরস্থায়ী হয়! শুভ বন্ধুত্ব দিবস!

৪| যেদিন তোমাকে খুঁজে পেলাম, সেদিনই বুঝতে পেরেছিলাম যে, একইসঙ্গে প্রেমিক ও বন্ধু, দুই-ই পেয়েছি। তাই আজ বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা জানাই আমার ভালবাসাকে!

৫| তোমার মতো বন্ধু পেয়ে আমি ধন্য! তোমার ভালবাসার সুরক্ষা দিয়ে এভাবেই আমাকে চিরদিন ঘিরে থেকো!

৬| যাঁরা বলেন, ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে না, তাঁদের মুখে আমরা যেন আজীবন এভাবেই ঝামা ঘষে যেতে পারি! কী বলিস?

৭| তোর মধ্যেই আমি আমার বেস্ট ফ্রেন্ডকে খুঁজে পেয়েছি! কারণ, তুই নির্দ্বিধায় আমার সমালোচনা করিস! সারা জীবন এভাবেই আমার বন্ধু হয়ে থাকিস প্লিজ!

৮| যখন ভালবাসার রান্নায় বন্ধুত্বের ফোড়ন পড়ে, তখন তার স্বাদ হয় অপূর্ব! যেমন হয়েছে আমাদেরটা, তাই না!

৯| উপরওয়ালার কাছে আমার একটাই দাবি, আমাদের বন্ধুত্বের বাঁধন (বন্ধু দিবসের এস এম এস) যেন আমাদের ভালবাসার চেয়েও বেশি শক্তিশালী হয়! কারণ, তোর মতো ভাল বন্ধুকে আমি কিছুতেই হারাতে চাই না!

১০| তুমি সবসময় আমাকে প্রেমিকের মতো ভালবেসেছ আর বন্ধুর মতো আমার পাশে থেকেছ! এই অভ্য়েসটা পাল্টে ফেল না কিন্তু! 

১১| আমরা কতদিন ধরে পরস্পরকে চিনি সেটা বড় কথা নয়! আসল ব্যাপারটা হল, আমরা কত ভাল করে পরস্পরকে চিনি! এই চেনাচেনির খেলাটা যেন চিরকাল ধরে চলে! শুভ বন্ধুত্ব দিবস!

১২| আমরা প্রথমে ভাল বন্ধু, তারপর প্রেমিক-প্রেমিকা! চিরদিনটা যেন এভাবেই কাটাতে পারি! 

১৩| এই দুনিয়ায় স্রেফ একজনই আমার প্রতিটা অনুভূতি, ভাল লাগা-মন্দ লাগা বুঝতে পারে! সে হল তুমি, আমার বন্ধু ও প্রেমিক! তাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে!

১৪| আমরাই সেরা জুটি, কারণ, আমরা পরস্পরের বেস্ট ফ্রেন্ডও বটে! শুভ বন্ধুত্ব দিবস!

১৫| আমরা বেস্ট ফ্রেন্ডের মতো চুলোচুলি করি! আবার গভীরভাবে পরস্পরকে ভালওবাসি! আমরা একসঙ্গে বন্ধুত্ব দিবস সেলিব্রেট করব না তো, কে করবে শুনি!

মেয়ে বন্ধুর জন্য বা প্রেমিকার জন্য বন্ধুত্ব দিবসের এসএমএস (Friendship Day Wishes for Girlfriend In Bengali)

Pixabay

১| আমরা দুজনে একসঙ্গে জুটি বাঁধতে পারিনি তো কী হয়েছে, আমাদের বন্ধুত্বের জুটি যেন অক্ষয় হয়! শুভ বন্ধুত্ব দিবস!

২| তুমি আমার ভাল বন্ধু বলেই তোমাকে আমি এত ভালবাসি! শুভ বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা, আমার গার্লফ্রেন্ডের জন্য!

৩| ৫০ শতাংশ বন্ধু আর ৫০ শতাংশ প্রেমিকা…নাঃ, আমার জন্য তুমি এক্কেবারে পারফেক্ট! হ্যাপি ফ্রেন্ডশিপ ডে!

৪| তোমাকে আমি ভ্যালেন্টাইন্স ডে-তে টেডি বিয়ার দিই আবার ফ্রেন্ডশিপ ডে-তে গ্রিটিংস কার্ড! আমার চেয়ে সুখী আর কে আছে!

৫| আমাদের বন্ধুত্বের চারাগাছটা ডালপালা মেলেই আজ ভালবাসার বটগাছ হয়েছে, সেটা আমি কখনও ভুলব না, তোমাকেও ভুলতে দেব না! তাই বন্ধুত্ব দিবসের অনেক, অনেক শুভেচ্ছা!

৬| তোমাকে নিয়ে আমি একটু বেশি মাত্রায় পোজেসিভ! কারণ, একইসঙ্গে বন্ধু আর প্রেমিকা, দুইকেই তো আর হারানো যায় না! বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা নিও!

৭| ভালবাসা যদি পরি হয়, তা হলে বন্ধুত্ব হল তাঁর ডানা! তাই শুভ বন্ধুত্ব দিবস!

৮| ভালবাসা অন্ধ, কারণ বন্ধুত্ব তার চোখ বন্ধ করে দেয়! বুঝলে?

৯| সব বন্ধুত্বই ভালবাসায় রূপান্তরিত হয় না। কিন্তু ভালবাসা শুরু হয় বন্ধুত্ব দিয়ে! তাই না?

১০| বন্ধুত্ব অনেক সময়ই ভালবাসা এসে শেষ হয়! কিন্তু ভালবাসা থেকে বন্ধুত্ব কখনও হারিয়ে যায় না! বন্ধুত্ব দিবসে সেই কথাটাই তোমাকে আবার মনে করিয়ে দিলাম!

১১| সব ভালবাসার ইমারতই কিন্তু বন্ধুত্বের শক্ত ভিতের উপরেই দাঁড়িয়ে আছে! তাই আমার ভালবাসাকে বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা জানাই!

১২| বন্ধুত্ব দিবসের প্রাক্কালে তোমাকে আমার বন্ধু ও প্রেমিকার পারফেক্ট কম্বিনেশন হয়ে ওঠার জন্য ধন্যবাদ জানাই!

১৩| তুমি যখন আমার পাশে বন্ধুর মতো দাঁড়িয়ে থাক, তখন আমি কাউকে ডরাই না! এই কথাটা সবসময় মনে রেখো কিন্তু!

১৪| সকলে প্রশ্ন করে, আমাদের এই বন্ধনের রহস্য কী? আমি বলি, এটা বন্ধুত্বের বন্ধনে বাঁধা ভালবাসা!

১৫| কোনওদিন ভুলে যেও না যে, আমরা আগে বন্ধু, তারপর প্রেমিক-প্রেমিকা! শুভ বন্ধুত্ব দিবস!

ফ্রেন্ডশিপ ডে-র জন্য হোয়াটসঅ্যাপ মেসেজ (Friendship Day Whatsapp Messages In Bengali)

Pixabay

এগুলো ঝুলিতে না থাকলে আজকের দিনে আপনি জাস্ট আব্বুলিশ! পাশের বাড়ির পুঁটিও আপনার সঙ্গে খেলতে চাইবে না! দেখে নিন কয়েকটি বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস –

১| বন্ধুত্ব মানে হল,
আরও একটু বিশ্বাস…
আরও একটু হাসি…
আরও একটু কান্না…
আরও একটু বেশি ‘আমরা’ আর একটু কম ‘আমি’
শুভ বন্ধুত্ব দিবস

২| নতুন বন্ধু মিষ্টি
পুরনো বন্ধু সত্যি বন্ধু
আর তুই? তুই হলি গিয়ে দুটোই…
শুভ বন্ধুত্ব দিবস

৩| ওয়াটসন ছাড়া হোমস হয় না!
অ্যাসটেরিক্স ছাড়া ওবেলিক্স হয় না!
টিনটিন ছাড়া হ্যাডক হয় না!
ফেলুদা ছাড়া জটায়ু হয় না!
অজিত ছাড়া ব্যোমকেশ হয় না!
আর তুই ছাড়া পাগলা আমিই হই না!
শুভ বন্ধুত্ব দিবস!

৪| বন্ধুত্বর কোনও শুরু আর শেষ নেই!
বন্ধুত্ব চলতেই থাকে…স্থানকালপাত্র ভুলে এগোতেই থাকে…
অনেকটা আমাদের দুজনের মতো!

৫| বন্ধুত্ব অনেকটা টম আর জেরির মতো!
লড়াই করবে সারাক্ষণ!
ঝগড়া করবে প্রাণভরে!
কিন্তু একে-অপরকে ছাড়া গল্পটাই জমাতে পারবে না!
হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, আমার সব বন্ধুদের!

৬| প্রেমিকা হল গরম জল!
প্রেম হয় বোতলবন্দি জল!
বর-বউ হল কর্পোরেশনের জল!
সম্পর্ক হল গঙ্গাজল!
কিন্তু বন্ধুত্ব…সেটা একদম বৃষ্টির জল, প্রাণ জুড়িয়ে দেয়!

৭| যখন সবকিছু ভুলভাল হচ্ছে, তখন বন্ধুত্বই সব ঠিক করে দেয়!
তাই আজ বন্ধুদের সঙ্গে প্রাণ খুলে কথা বলুন, হাসুন, পিছনে লাগুন, ঝগড়া করুন…আজ সাতখুন মাফ!

৮| ফুল ঠিক মউমাছিকে মনে রাখে (বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস)! ঠিক যেমন মাছ মনে রাখে জলই জীবন! এই মুহূর্তে আমি তোকে মনে রেখেছি…তোকে বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা জানাতে হবে না! 

৯| বন্ধুত্ব ব্যাপারটা আসলে হিরের চেয়েও দামি। কারণ, আপনি এতে কোনও দামের ট্যাগ পরাতে পারবেন না!

১০| যদি জীবনে অতিনাটকীয়তা না চান, তা হলে কখনও বন্ধুদের ছেড়ে যাবেন না! এই যেমন, আমি যাইনি। আজ মনে করে সক্কলকে শুভেচ্ছা জানিয়েছি!

১১| ভাল বন্ধুরা আপনার সঙ্গে ছাতা ভাগ করে নেবে! আর বেস্ট ফ্রেন্ডরা কী করবে বলুন তো, ছাতাটা কেড়ে নিয়ে বলবে, পাগলা দৌড়ো দিকি! আমার বাবা দ্বিতীয়টাই ভাল লাগে!

১২| কোনও সম্পর্কে কী দিয়েছেন সেটা ভুলে কী পেয়েছেন, সেটা মনে রাখাটাই আসল বন্ধুত্ব!

১৩| সেই সব বন্ধুদের শুভেচ্ছা, যারা সকাল থেকে উইশ পাঠিয়ে ফোনের স্টোরেজ ভরে দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে যে, যত দূরেই থাক (বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস), বন্ধুরা বন্ধুই থাকে!

১৪| সেই সব বন্ধুদের বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা, যারা আমার হয়ে দুনিয়ার সঙ্গে লড়ে গিয়েছে আর আমার সব দোষ মেনে নিয়েছে!

১৫| বন্ধুত্ব হল একটা মিষ্টি দায়িত্ব! যারা-যারা আমার কথা ভেবে সেই দায়িত্ব নিয়েছ, তাদের সকলকে জানাই বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা!

বন্ধুত্ব নিয়ে স্লোগান! (Friendship Day Quotes In Bengali)

১| আসল বন্ধু সব সময় আপনাকে হাসতে বাধ্য করবে (বন্ধুত্ব নিয়ে উক্তি), যখন একদমই চাইছেন না, তখনও!

২| এমন একটা সময়ের বাসিন্দা আমরা, যখন বন্ধুত্বটা ছোট হতে-হতে একটা রিস্টব্যান্ডে এসে ঠেকেছে! কী আর করবেন, ওটাই পরে নিন আর পরিয়ে দিন!

৩| স্কুলে থাকাকালীন যদি বন্ধুত্বের মানেটাই না বুঝে থাকেন, তা হলে তো আপনার সিলেবাসই শেষ হয়নি!

৪| ভালবাসা ছাড়া জীবন অনেকটা ফলহীন গাছের মতো! কিন্তু বন্ধুত্ব ছাড়া জীবন শিকড়হীন গাছের মতো!

৫| ইগোই কিন্তু বন্ধুত্বের শেষ ডেকে আনে (Friendship Quotes In Bengali)! তাই ওটিকে জীবন থেকে মুছে ফেলুন!

৬| যখন বন্ধুরা খাঁটি হয়, তখন জীবন সঠিক অর্থে সুন্দরী হয়ে ওঠে!

৭| বন্ধুরা হল একবাক্স ক্রেয়নের মতো! যেখানে যাবে (বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস), সেখানটাই রঙিন করে দেবে!

৮| বন্ধুর হাত ধরে অন্ধকারে হাঁটা একা আলোতে হাঁটার চেয়ে অনেক বেশি আরামের!

৯| বন্ধুত্ব হল একটি গোলোকের মতো, এর শুরুও নেই, শেষও নেই (বন্ধুত্ব নিয়ে উক্তি)!

১০| বন্ধুরা পাশে থাকলে তবেই জীবনের সব আনন্দ উপভোগ করা যায়!

১১| যদি দেখেন যে কোনও বন্ধু বেজার মুখ করে বসে আছে, তাকে নিজের জীবন থেকে এক টুকরো হাসি উপহার দিন!

১২| এখন তো বন্ধু তৈরি করি না আমরা! জাস্ট অ্যাড করি!

১৩| যদি পয়সা দিয়ে কেনা যায় না এমন কিছু (বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস) আপনার কাছে না থাকে, তা হলে আপনি কীসের ধনী!

১৪| জীবনের রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হল বন্ধুত্ব!

১৫| যাকে রাত তিনটের সময় ফোন করলে সে বিরক্ত না হয়ে উৎকন্ঠিত হয়ে বলে, কী হল রে, সেই আপনার আসল বন্ধু!

সেরা বন্ধুর জন্য বন্ধুত্ব দিবসের বার্তা (Friendship Day Wishes for Best Friend In Bengali)

Pixabay

১| তুই আর আমি অনেকটা একরকম! তুই হাসলে আমি হাসি! তুই কাঁদলে আমি কাঁদি! তুই ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিলে আমি নৌকো নিয়ে তোকে বাঁচাতে যাই…তুই আমার বেস্ট ফ্রেন্ড যে!

২| যে বোকাটার উপস্থিতি আপনাকে কাঁদায় আর অনুপস্থিতি হাসায়, সে-ই আপনার বেস্ট ফ্রেন্ড!

৩| তুই আমার জীবনে একেবারেই হঠাৎ আসিসনি! উপরওয়ালা অনেক ভেবেচিন্তেই তোকে আমার জন্য পাঠিয়েছে! নইলে আমাকে সহ্য করত কে! বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা (Best Friend Status Bangla) নিস!

৪| আমি মারা গেলে যখন সকলে কাঁদবে, তখন প্লিজ আমার ফেসবুক স্টেটাসটা পাল্টে দিয়ে ‘উপওয়ালার সঙ্গে আলোচনায় ব্যস্ত’ করে দিস! আমি উপরে থেকেও হাসব!

৫| সেই ব্যক্তিটিকে শুভেচ্ছা জানাই, যে আমার মতো অপোগণ্ডকে নিজের বেস্ট ফ্রেন্ড (বন্ধুত্ব নিয়ে উক্তি) বলে স্বীকার করেছে!

৬| তোর ধ্রুবতারার মতো ব্যবহারের জন্য ধন্যবাদ! খবরদার, আমার জীবনের কম্পাস হওয়ার অভ্য়েসটা একদম ছাড়বি না!

৭| তুই আর আমি গোপন ভাষায় কথা বলি! চোখের ভাষায়! সেটা কোনওদিন ভুলিস না কিন্তু!

৮| তুই আমাকে প্রেমে পড়তে সাহায্য করেছিলি, প্রেম ভুলতেও! নাঃ, তুই-ই আমার সেরা বন্ধু! বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা নিস!

৯| বেস্ট ফ্রেন্ড কোথায় কিনতে পাওয়া যায়? জানলে কিনতাম (Best Friend Status Bangla)! ওঃ হো, তোর কথা ভুলেই গিয়েছিলাম…জাস্ট জোকিং! হ্যাপি ফ্রেন্জশিপ ডে পাগলি!

১০| আমার মতো ফাটাফাটি বন্ধু পেয়ে তুই ধন্য কিনা বল? অবশ্য উল্টোটাও সত্যি!

১১| বেস্ট ফ্রেন্ড ব্যাপারটা অনেকটা ডুমুরের ফুলের মতো! চট করে পাওয়া যায় না! ভাগ্যিস আমি ডুমুর গাছটা চিনতাম, তাই নজরে-নজরে রেখেছিলাম!

১২| তোর সঙ্গে আমি পিঁপড়ের গতিবিধি থেকে শুরু করে নিউক্লিয়ার বোমা, সবকিছু নিয়ে বকবক করতে পারি! তাই তো তুই-ই আমার বেস্ট ফ্রেন্ড! 

১৩| তোর একটা বাজে জোকই আমাকে হাসানোর জন্য যথেষ্ট! এমন করেই আমাকে হাসিখুশি রাখিস প্লিজ!

১৪| তোর সঙ্গে ঝগড়া হলেই বুঝতে পারি যে (Friendship Quotes In Bengali), ঝগড়া ব্যাপারটা কত্ত খারাপ! এই বন্ধুত্ব দিবসে কথা দিলাম, মাঝে-সাঝে একটু-আধটু ঝগড়া করব, ব্যস!

১৫| যখন পাগল-পাগল লাগে, তখনই তোকে ফোন করে ফেলি! তুই ছাড়া কে আমার এই অত্যাচার সহ্য করবে বল! হ্যাপি ফ্রেন্ডশিপ ডে!

বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা বার্তা (Friendship Day Quotes In Bengali)

Pixabay

বন্ধুত্ব দিবস উপলক্ষে রইল কিছু বন্ধু নিয়ে উক্তি (Friendship Day Quotes In Bengali), যা কাউকে উদ্দেশ্য করে নয়! আপনি অনায়াসে এসব বার্তা আপলোড করতে পারেন সোশ্যাল মিডিয়ায় স্টেটাস হিসেবে!

ফেসবুকে স্টেটাস আপডেট করুন এই কোটসগুলি দিয়ে (Friendship Day Facebook Status In Bengali)

১| শুধুমাত্র ‘পাকা’ বন্ধুদের জন্য শুভ বন্ধুত্ব দিবস!

২| একবার যখন উপরওয়ালা আমাদের মিলিয়ে দিয়েছেন, আমি সব সময় তোমাদের বন্ধু হয়েই থাকব!

৩| হৃদয় এবং তার স্পন্দনের মধ্যে সম্পর্কের নামই হল বন্ধুত্ব। সবাইকে বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা!

৪| প্রতি বছর ১০০ জন নতুন বন্ধুর প্রয়োজন নেই (ফ্রেন্ডশিপ ডে স্ট্যাটাস)! ১০০ বছরে একটি বন্ধু তৈরি করতে পারলেই কেল্লা ফতে! 

৫| যদি কোনওদিন সাহায্যের প্রয়োজন হয়, আমার বন্ধুরা আমাকে ঠিক পাশে পাবে। শুভ বন্ধুত্ব দিবস!

৬| যারা-যারা আমার জীবনের কুকিতে চকোলেট চিপস হয়ে লেগে আছ (Friendship Day Quotes In Bengali), তাদের সকলকে জানাচ্ছি বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা!

৭| ফ্রেন্ডশিপ নামক সিমকার্ডটি পেয়ে সারা জীবন ইনকামিং আর আউটগোয়িং ফ্রি হয়ে গিয়েছে!

৮| ভাল বন্ধুরা একটু বিরক্তিকর হয় বটে, কিন্তু ভারী ভালও হয়! তাই তাদের সক্কলকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে!

৯| জানি না, আমার জিনস না আমাদের বন্ধুত্ব, কোনটা বেশি টাইট! যাই হোক, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে!

১০| আমার সব বোকা, হাঁদা, ক্যাবলা, ভ্যাবলা বন্ধুদের উদ্দেশ্যে শুভ বন্ধুত্ব দিবস! ভাগ্যিস তোরা ছিলি!

১১| নে বাবা, আমাকে সহ্য করার জন্য তোকে ধন্যবাদটা বলেই দিলাম! যা, সারা বিশ্বে রটিয়ে দে!

১২| নিজেদের বোকা জোকে আমরা নিজেরাই শুধু হাসি (ফ্রেন্ডশিপ ডে স্ট্যাটাস)! ও বন্ধু, তোকে সত্যি বড্ড ভালবাসি…ভাবা যায়, পদ্যও লিখে ফেললুম আজ!

১৩| ধুর পাগলের দল, বোকামি ছাড়া যেমন চালাকি হয় না, ঠিক তেমনই তোদের ছাড়া আমি হই না! শুভ বন্ধুত্ব দিবস!

১৪| সক্কাল-সক্কাল বিশ্বের সকলকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে জানিয়ে দিলাম। সারা দিন আর কেউ বিরক্ত করবেন না প্লিজ (ফ্রেন্ডশিপ ডে স্ট্যাটাস)!

১৫| জীবনের কঠিন পথে আমি তোদের সকলকে পাশে নিয়ে চলতে চাই! নইলে ঝড়ঝাপটাগুলো কে সামলাবে শুনি!

এই বার্তাগুলির সাহায্যে বন্ধুদের ধন্যবাদ জানান পাশে থাকার জন্য (Thank You Quotes for Friends In Bengali)

Pixabay

১| আমাকে একগুচ্ছ সুখস্মৃতি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধু!

২| আমার উপর চিরকাল বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ বন্ধু!

৩| ধন্যবাদ বন্ধু, আমার ভরসার কাঁধ হওয়ার জন্য!

৪| তোকে ছাড়া আমি কী যে করতাম, মাঝে-মাঝে সেটা ভাবলে অবাক হয়ে যাই! আমার বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ!

৫| এত সৌভাগ্য আমার হল কী করে যে আমি তোর মতো এত ভাল একজন বন্ধু পেলাম!

৬| আমাদের বন্ধুত্বটা আমার জন্য খুউব গুরুত্বপূর্ণ! ভাবলাম, এটা আজ আরও একবার জানিয়ে দিই!

৭| আমার ভাঙাচোরা জীবনটাকে সারিয়েসুরিয়ে চলনসই করে দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধু!

৮| তুই পাশে না থাকলে এই পরিচিত শহরটাও কেমন ম্যাড়ম্যাড়ে লাগে (Friendship Quotes In Bengali)! আমার জীবনটা রঙিন করে দেওয়ার জন্য ধন্যবাদ!

৯| কেউ চা না খেয়ে বাঁচতে পারে না আর আমি তোর সঙ্গে কথা না বলে!

১০| আমাকে কখন, কী করে হাসাতে হয় তা তোর চেয়ে ভাল কেউ জানে না! আমার বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ!

১১| কোনও নতুন কিছু হলে তোকে না জানানো পর্যন্ত আমি শান্তি পাই না! কী বলে যে তোকে ধন্যবাদ দেব…

১২| তোর মতো বন্ধুর সঙ্গে কাটানো প্রতিটা দিনই আমার জন্য বন্ধুত্ব দিবস! ধন্যবাদ!

১৩| তোর মতো আমাকে কেউ বোঝে না! আমার বন্ধু হওয়ার জন্য অনেক, অনেক ধন্যবাদ!

১৪| প্রথম দিনটা থেকেই জানতাম, তুই-ই আমার সেরা বন্ধু হয়ে উঠবি! অনেক ধন্যবাদ তোকে, আমার পাশে থাকার জন্য!

১৫| বন্ধুরা সব সময়ই একটু স্পেশ্যাল হয়! কিন্তু তুই হলি গিয়ে একেবারে ধানিলঙ্কা! তোকে ছাড়া জীবনটাই পানসে হয়ে যাবে রে!

এই বন্ধুত্ব দিবসে চুটিয়ে মজা করুন বন্ধুদের সঙ্গে! (Fun Things To Do With Your Friends)

Pixabay

কোটাকুটি তো অনেক হল, এবার বলুন দেখি, পুরো রবিবারটা কাটাবেন কী করে? কোনও প্ল্যান করেছেন? না করলে সাহায্য করে দিচ্ছি আমরা!

পার্টি করুন জমিয়ে

কোনও এক বন্ধুর বাড়িতে জমায়েত হোন সকলে মিলে। চাঁদা তুলে দুপুরের খাবারের ব্যবস্থা করুন। সঙ্গে থাকুক প্লে লিস্টে পছন্দের গান কিংবা নেটফ্লিক্সে এখনকার কোনও সিনেমা! তা ছাড়া পিএনপিসি, দুর্গাপুজোর সাজগোজ নিয়ে আলোচনা, ক্রিকেট টিমের পিন্ডি চটকানো, এসব তো আছেই। হাসি-ঠাট্টা-মজার মধ্যে দিয়ে দিনটা কখন টুক করে কেটে যাবে, বুঝতেও পারবেন না। কিন্তু বাড়ি ফিরবেন একরাশ আনন্দ আর এক বুক অক্সিজেন নিয়ে, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি!

কাছেপিঠে ঘুরে আসুন

ফ্রেন্ডশিপ ডে পালনও হল আবার ডি-টক্সিফিকেশনও হল! যদি কর্মব্যস্ত জীবনের চাপে বন্ধুদের সঙ্গে নিয়মিত দেখাসাক্ষাৎ না হয়, তা হলে এটা বন্ধুত্ব দিবস সেলিব্রেশনের সবচেয়ে ভাল বন্দোবস্ত! কলকাতার কাছেপিঠে অনেক ডে আউটিংয়ের জায়গা আছে। সারা দিনটা সেখানে নিখাদ আড্ডা মেরে আর আলসেমি করে কাটিয়ে দিন! সঙ্গী হোক মুখরোচক খাবারদাবার আর মন জুড়ানো পানীয়! সন্ধেবেলা না হয় আবার ফিরে আসবেন গতানুগতিক ছকে বাঁধা জীবনে!

একসাথে সিনেমা দেখুন কিংবা ডিনার করুন

কী বললেন, অতটা সময় হাতে নেই? তা হলে বন্ধুরা মিলে একটা সিনেমা দেখতে চলে যান আর তার আগে কিংবা পরে নামী কোনও রেস্তরাঁয় লাঞ্চটা সেরে নিন! খুব বেশি গল্প করার সময় হয়তো পাবেন না। কিন্তু নেই মামার চেয়ে তো কানা মামা অলওয়েজ ভাল, তাই না! আর দেদার গ্রুপফি তুলতে ভুলবেন না যেন! আসছে বছর আবার হবে পর্যন্ত ওই ছবিগুলো দেখেই তো খুশি হতে হবে, তাই না!

फ्रेंडशिप डे स्टेटस

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

Read More From Friends