ব্রেকফাস্ট (breakfast) করাটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ. এমনকি এখন ডাক্তাররাও সেই পরামর্শই দিয়ে থাকেন. আর ব্রেকফাস্ট সবসময় হেল্দি করা উচিত. কিন্তু সবসময় হেল্দি (healthy) খাবার খেতে ইচ্ছেও করে না, কারণ আমাদের একটা ধারণা আছে যে হেল্দি খাবার কখনো টেস্টি (tasty) হয়না. কিন্তু ধরুন যদি এমন কোনো রেসিপি আপনি পান, যেটা একইসাথে হেল্দি এবং টেস্টি? (healthy and tasty breakfast recipies) হ্যাঁ, ঠিকই পড়লেন. আজ এখানে এমন দুটো রেসিপির কথাই বলবো. ব্যাঙ্গালোরের গ্র্যান্ড মাসেওর হোটেলের এক্সিকিউটিভ শেফ গোপাল ঝা-এর এই দুটো অনবদ্য রেসিপি দিয়ে আপনার দিন আরম্ভ করুন।
আরো পড়ুনঃ পিঠেপুলি ও পায়েসের দুর্দান্ত রেসিপি
ক্যালিফোর্নিয়ান ব্রেকফাস্ট বেনেডিক্ট
উপকরণ
ব্রেড লোফ | ২ স্লাইস (মোটা করে কাটা) |
এভোকাডো পেস্ট | ১ টেবিল চামচ |
ডিম | ২ টো |
ক্যাপসিকাম | ৫০ গ্রাম |
জায়ফল গুঁড়ো | ১ চিমটি |
ফাইলো পেস্ট্রি শিট | ১ টা |
মরসুমি ফল | ১০০ গ্রাম |
হল্যান্ডাইস সস |
প্রণালী
সবার আগে ব্রেড স্লাইসগুলো টোস্ট করে নিন আর সেগুলোকে গরমই রাখুন. এরপর একটা পাত্রে জল গরম করে তাতে ডিম ফাটিয়ে ওয়াটার পোচ তৈরী করুন. টোস্ট হওয়া ব্রেড-এ গ্রীলড টমেটো দিয়ে দিন আর ক্যাপসিকাম কুচিও দিন. ওপর থেকে জায়ফল গুঁড়ো ছড়ান. একদম ওপরে এভোকাডো পেস্ট আর পোচ করে রাখা ডিম দিয়ে দিন. পেস্ট্রি শিট দিয়ে একটা বাস্কেট তৈরী করে তাতে কেটে রাখা মরসুমি ফলের কুচি আর হল্যান্ডাইস সস দিয়ে দিন. ব্যাস আপনার ক্যালিফোর্নিয়ান ব্রেকফাস্ট বেনেডিক্ট তৈরী.
স্প্যানিশ ওমলেট উইথ নাচোস
উপকরণ
পেঁয়াজ কুঁচি | ১ চা চামচ |
কাঁচা লঙ্কা কুঁচি | ১ চা চামচ |
রসুন | ৩ কোয়া |
স্প্রিং অনিয়ন কুঁচি | ১ চা চামচ |
লাল আর হলুদ বেলপেপার কুঁচি | ১ টেবিল চামচ |
সেদ্ধ করা আলু | ১ টেবিল চামচ (টুকরো করা) |
ডিম | ৩ টি |
নুন গোলমরিচ | স্বাদানুসারে |
পিকো দে গ্যালো | ২ চা চামচ |
গুয়াকামলে | ১ টেবিল চামচ |
সাওয়ার ক্রিম | ১ টেবিল চামচ |
নাচোস | ১০ টা |
প্রণালী
একটা ফ্রাইং প্যানে মিডিয়াম আঁচে পেঁয়াজ, লঙ্কা আর রসুন ভেজে নিন. অল্প ভাজা হলে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে রেখে দিন. এবার সেদ্ধ করা আলুর থেকে খানিকটা নিয়ে একটা বেস তৈরী করুন আর বাকি টুকরো গুলো ওপর থেকে রেখে দিন. পুরো ব্যাপারটাকে প্যানে ট্রান্সফার করে ওপর থেকে ডিম গুলো ফাটিয়ে দিয়ে দিন. এবার ওপরে কেটে রাখা সবজিগুলো পিৎজার টপিংয়ের মতো ছড়িয়ে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিন. এবার এর ওপরে টমেটো সস আর টোবাস্কো সস ছড়ান. আপনি চিজ খেতে ভালোবাসলে একটু পার্মেসান চিজও দিতে পারেন. এবার প্যান ঢাকা দিয়ে কিছুক্ষন কম আঁচে রেখে দিন যাতে চিজ মেল্ট হয়. চিজ মেল্ট হয়ে গেলে ওপর থেকে নাচোস, পিকো দে গ্যালো আর গুয়াকামলে দিয়ে সাজান. সাওয়ার ক্রিম দিয়ে পরিবেশন করুন.
Read More From লাইফস্টাইল
এই ৬টি ঠোঁটের অধিকারিণীরা এইসব গুণের মানুষ হন
SRIJA GUPTA
চুল ভাল রাখতে শ্যাম্পুর বদলে এগুলি ব্যবহার করুন
SRIJA GUPTA