ফ্যাশন

আপনি মোটা? কোন ধরনের শাড়ি পরতে পারেন, সাজেশন দিলেন সব্যসাচী মুখোপাধ্যায়

Swaralipi Bhattacharyya  |  Feb 13, 2020
আপনি মোটা? কোন ধরনের শাড়ি পরতে পারেন, সাজেশন দিলেন সব্যসাচী মুখোপাধ্যায়

আপনি মোটা (plus-size woman)। তাই তো? চেহারা ভারীর দিকে বা বাল্কি, এ ধরনের বিশেষণে ঢেকে নাই বা রাখলেন। সোজা কথা হল, আপনি মোটা। এ নিয়ে কি হীনমন্যতায় ভোগেন? মন খারাপ হয়ে যায় আপনার? ফ্যাশন বিষয়টা কি আপনার জীবনে একেবারেই নেই? যদি পরিস্থিতি এমন হয়, তাহলে আপনার জন্যই আলাদা করে ভেবেছেন ডিজাইনাররা। সম্প্রতি সব্যসাচী (sabyasachi) মুখোপাধ্যায় লঞ্চ করেছেন তাঁর সামার কালেকশন। আর সেখানে মোটা চেহারার মহিলাদের সুন্দর করে শাড়িতে (saree) সাজিয়েছেন তিনি। 

সব্যসাচীর কালেকশন পছন্দ হলে আপনি নিঃসন্দেহে ট্রাই করতে পারেন। কিন্তু তারও আগে প্রয়োজন নিজের সঙ্গে নিজের বোঝাপড়া। তবেই তো আপনি আরও ফ্যাশনেবল হয়ে উঠতে পারবেন। কী কী করা প্রয়োজন? আর কীভাবে প্লাস সাইজ মডেলদের সব্যসাচী সাজিয়েছেন, তা নিয়েই আমরা আলোচনা করার চেষ্টা করলাম।

আরও  পড়ুন, এই বলিউড সেলেব্রিটিদের কাছ থেকে শিখুন নানা ঢংয়ে শাড়ি স্টাইল করার কায়দা

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আমাদের এক্কেবারে নতুন POPxo Zodiac Collection মিস করবেন না যেন! এতে আছে নতুন সব নোটবুক, ফোন কভার এবং কফি মাগ, যেগুলো দারুণ ঝকঝকে তো বটেই, আর একেবারে আপনার কথা ভেবেই তৈরি করা হয়েছে। হুমম…আরও একটা এক্সাইটিং ব্যাপার হল, এখন আপনি পাবেন ২০% বাড়তি ছাড়ও। দেরি কীসের, এখনই POPxo.com/shopzodiac-এ যান আর আপনার এই বছরটা POPup করে ফেলুন

Read More From ফ্যাশন