ডি আই ওয়াই লাইফ হ্যাকস

আপনার পোশাক যে যন্ত্রটি রোজ পরিষ্কার করে, সেই ওয়াশিং মেশিন পরিষ্কার করবেন কীভাবে?

Parama Sen  |  Jan 27, 2020
আপনার পোশাক যে যন্ত্রটি রোজ পরিষ্কার করে, সেই ওয়াশিং মেশিন পরিষ্কার করবেন কীভাবে?

বা রে, মেশিনের আবার যত্ন কীসের? তা-ও ওয়াশিং মেশিনের? এই, এই স্টেটমেন্টটি যদি আপনার মনের কথা হয়, তা হলে বুঝবেন আপনার সংসারে ঝড়ঝাপটার দিন শুরু হল বলে। কারণ, যে মেশিনের কাঁধে আপনার পুরো পরিবারের পোশাক সাফসুতরো করে রাখার দায়িত্ব, সেই মেশিটিই যদি যত্নের অভাবে রিটায়ার্ড হার্ট হয়, তা হলে ভারী বিপদ! একথা ঠিক যে, এখনও আমাদের অনেকের বাড়িতেই কাজের দিদিরাই দৈনন্দিন জামাকাপড়টুকু কেচে দেন, কিন্তু যেদিন তাঁরা ছুটিতে, সেদিন? সেদিন ওই মেশিনটির (Washing machine) উপরেই আপনার সুখ-স্বাচ্ছন্দ্য নির্ভর করে কিনা? তাই সেটিকে যত্নে (Take care) রাখুন। কীভাবে এই অসাধ্য সাধন করবেন, সেই উপায় বাতলে দেওয়ার জন্য আমরা তো রয়েছিই!

নিয়মিত ওয়াশিং মেশিন পরিষ্কার করা উচিত কেন?

একবার ভেবে দেখুন তো, ওয়াশিং মেশিনের কাজটি ঠিক কী? আমাদের নোংরা, অপরিষ্কার পোশাক পরিষ্কার করা, তাই তো? ডিটারজেন্ট-ফ্যাব্রিক কন্ডিশনার সহযোগে যখন মেশিনে জামাকাপড় কাচা হয়, তখন সেখান থেকে ময়লা জল নল দিয়ে বাইরে বেরিয়ে যায় বটে, কিন্তু জীবাণু, যা জামাকাপড় থেকে বেরিয়ে মেশিনে আশ্রয় নিয়েছিল, সেগুলি কিন্তু যথাস্থানে বহাল তবিয়তে থাকে। এগুলি সাদা চোখে দেখা যায় না বলে আমরা খেয়াল করি না। কিন্তু ওয়াশিং মেশিন থেকে পরবর্তীকালে এগুলি আবার অন্য জামাকাপড়ে আশ্রয় নিতে পারে। তাই নিয়মিত মেশিন পরিষ্কার করাটা জরুরি। তা ছাড়াও জামাকাপড় থেকে কাচার সময় বেরনো রোঁয়া, ধুলোবালিও জমা হয় মেশিনের মধ্যে। এগুলি চালু মেশিনকেও খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট। তা ছাড়া অনেক জায়গায় জলে আয়রনের পরিমাণ বেশি থাকে। ফলে মেশিনের ভিতরের ড্রামে আয়রন রেসিডিউ জমা হতে থাকে, যা জল বেরনোর ছিদ্র বন্ধ করে দিতে পারে। এসব কারণেই ওয়াশিং মেশিন পরিষ্কার (clean) রাখা এবং তার যত্ন নেওয়া জরুরি।

ওয়াশিং মেশিন পরিষ্কার করার কায়দা

ওয়াশিং মেশিনের ধরন দুই রকমের হয়। টপ লোডিং এবং ফ্রন্ট লোডিং। দু’টি মেশিন পরিষ্কার করার ধরন কিন্তু আলাদা। কারণ, দু’টির কাজ করার ধরনও আলাদা। এখানে আমরা টপ ও ফ্রন্ট লোডিং, দুই ধরনের মেশিন পরিষ্কার করার কায়দায় বলে দিচ্ছি…

১. টপ লোডিং ওয়াশিং মেশিন পরিষ্কার করার উপায়

শাটারস্টক

টপ লোডিং ওয়াশিং মেশিন পরিষ্কার করতে চাইলে এই পদ্ধতিগুলি অবলম্বন করুন। 

কী কী প্রয়োজন: সাদা ভিনিগার, বেকিং সোডা, মাইক্রোফাইবার ক্লথ (বাজারে কিনতে পাওয়া যায়, যা দিয়ে আমরা সাধারণত টিভি-ল্যাপটপ মুছি), পুরনো টুথব্রাশ

কীভাবে পরিষ্কার করবেন 

আরও পড়ুন: রান্নার গ্যাস বাঁচানোর এই কায়দাগুলি জেনে রাখলে মাসের শেষে সুবিধে হবে আপনারই

২. ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন পরিষ্কার করার উপায়

শাটারস্টক

ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন পরিষ্কার করতে চাইলে এই পদ্ধতিগুলি অবলম্বন করুন। 

কী কী প্রয়োজন: সাদা ভিনিগার, ব্লিচ, বালতি, স্পঞ্জ, শুকনো কাপড় 

কীভাবে পরিষ্কার করবেন 

https://bangla.popxo.com/article/how-to-dry-clean-your-clothes-at-home-this-winter-in-bengali

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আমাদের এক্কেবারে নতুন POPxo Zodiac Collection মিস করবেন না যেন! এতে আছে নতুন সব নোটবুক, ফোন কভার এবং কফি মাগ, যেগুলো দারুণ ঝকঝকে তো বটেই, আর একেবারে আপনার কথা ভেবেই তৈরি করা হয়েছে। হুমম…আরও একটা এক্সাইটিং ব্যাপার হল, এখন আপনি পাবেন ২০% বাড়তি ছাড়ও। দেরি কীসের, এখনই POPxo.com/shopzodiac-এ যান আর আপনার এই বছরটা POPup করে ফেলুন!

Read More From ডি আই ওয়াই লাইফ হ্যাকস