ডি আই ওয়াই লাইফ হ্যাকস

আলমারিতে তুলে রাখার আগে শীত পোশাকের যত্ন নেবেন কীভাবে?

Swaralipi BhattacharyyaSwaralipi Bhattacharyya  |  Feb 3, 2020
আলমারিতে তুলে রাখার আগে শীত পোশাকের যত্ন নেবেন কীভাবে?

সরস্বতী পুজো হয়ে গিয়েছে। অর্থাৎ বাঙালির বসন্তকাল সমাগত। ক্যালেন্ডারেও বসন্ত এসেছে। আবহাওয়াও জানান দিচ্ছে, এবার শীতের পোশাক তুলে রাখতে হবে। তার বদলে আলমারিতে জায়গা করে নেবে নরম সুতির জামা। কিন্তু শীত পোশাক (woolen wear) তুলে রাখার আগে যথেষ্ট যত্নের প্রয়োজন। কিছু সাধারণ নিয়ম মানতেই হবে। তাহলে পরের বছরও শীতে এই একই পোশাক সমান ভাবে ব্যবহার করতে পারবেন আপনি। শীত (winter) পোশাকের বিশেষ যত্ন প্রয়োজন। বিশেষত আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে বছরের মাত্র কয়েকটি দিন এই সব পোশাকের কদর। কিন্তু সারা বছর সে সব পোশাকের যত্ন না নিলে আখেরে ক্ষতিটা আপনার। যত্ন নেওয়ার প্রথম ধাপ শুরু হয় শীত চলে যাওয়ার সময় থেকেই। দেখুন তো, এই সাধারণ নিয়মগুলো মেনে চললে উপকার হয় কিনা। 

আরও পড়ুন, শীত-পোশাকের (sweaters) রকমফের

 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আমাদের এক্কেবারে নতুন POPxo Zodiac Collection মিস করবেন না যেন! এতে আছে নতুন সব নোটবুক, ফোন কভার এবং কফি মাগ, যেগুলো দারুণ ঝকঝকে তো বটেই, আর একেবারে আপনার কথা ভেবেই তৈরি করা হয়েছে। হুমম…আরও একটা এক্সাইটিং ব্যাপার হল, এখন আপনি পাবেন ২০% বাড়তি ছাড়ও। দেরি কীসের, এখনই POPxo.com/shopzodiac-এ যান আর আপনার এই বছরটা POPup করে ফেলুন!

Read More From ডি আই ওয়াই লাইফ হ্যাকস