এই যে কেউ আম্বানির বাড়িতে জন্ম নেয়, তো কেউ মুটের বাড়ি, সেটা তো আর আমাদের পছন্দমতো হয় না যে, হাতে গুগল ম্যাপ নিলাম, আর পৌঁছে গেলাম মায়ের কোলে। ভগবান যার ভাগ্যে যা দিয়েছে, সেই মতো এই ধরাধামে এসে নিজের কাজ শেষ ফিরতি টিকিট কাটতে হয়। আর তারই মাঝে গোবিন্দর ইচ্ছেয় যাঁদের সঙ্গে টিকি বেঁধে যায়, তাঁদের সঙ্গে সম্পর্কের খেলা খেলে সময় কাটাতে হয়। কিন্তু এত শত সম্পর্কের মাঝে বন্ধুত্ব (Friendship) হল এমন এক সম্পর্ক, যা আমরা বেছে নিই। মনের মানুষের সঙ্গে ধীরে-ধীরে বুনোট বাঁধে সম্পর্ক। কিন্তু একদিন হঠাৎই সেই বন্ধু সব বাঁধন ছিড়ে চলে যায়। কখনও কাজের সূত্রে, তো কখনও অন্য নানা কারণে ঘর বাঁধে ভিন দেশে। দুর্গাপুজোয় আসে কখনও-সখনও। কিন্তু সেই আসা যে অনেকটা পরিযায়ী পাখির মতো হয়। আসতে না-আসতেই দিন শেষ! তাতে যে মন ভরে না! তাই তোকে খুব মিস করি। কিন্তু সেকথা বলব কীভাবে, তা বুঝে পাই না? একই প্রশ্ন যে আপনার মনেও ঘুরপাক খায়, সেই খোঁজ রাখি আমরাও। তাই তো এই প্রতিবেদনে এমন কিছু Quotes লেখা হল, যা আপনার মনের কথা খুব সহজেই পৌঁছে দেবে আপনার প্রিয় বন্ধুর কাছে। তাই এবার থেকে বন্ধুকে যখনই খুব মিস করবেন, চোখ রাখবেন এই প্রতিবেদনে। দেখবেন, মনের কথা ঠিক ভাষা খুঁজে পাবে।
আরো পড়ুনঃ বন্ধু দিবসের শুভেচ্ছা ও এস এম এস
বন্ধুকে পাঠাতে পারেন এই সব Quotes
১. তুই তখন আমার পাশে ছিলি, যখন পুরো দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল! সেকথা কোনওদিন ভুলব না!
২. তুই যদি একশো বছর বাঁচতে চাস, তা হলে আমি নিরানব্বই বছর বাঁচতে চাই। কারণ, তোর সঙ্গে বকবক না করে একটা দিনও কাটানো সম্ভব নয় আমার পক্ষে!
৩. দুটো মানুষ দিনের পর দিন চুপ থেকেও যখন একে অপরের মনের কথা বুঝে যায়, তখনই তো জন্ম নেয় প্রকৃত বন্ধুত্ব!
৪. দূরে চলে যাওয়া বন্ধুদের স্মৃতি অনেকটা অস্তমিত সূর্যের আলোর মতো। যে আলো খুব আলতো করে ছুঁয়ে যায় দুঃখী মনকে।
৫. অনেক বন্ধু থাকলেই যে জীবন সার্থক, তা কিন্তু নয়। বরং সেই দীর্ঘ তালিকায় যদি একজনও প্রকৃত বন্ধু থাকে, তা হলে জানবেন আপনার এই জীবন ষোল আনাই সার্থক।
৭. প্রকৃত বন্ধু সেই, যে হাজার ঝড়-ঝাপটার মাঝেও তোমাকে বিশ্বাস করে। তুমি যেমন, ঠিক তেমন ভাবেই তোমায় গ্রহণ করে।
৮. একটা রুটিকে কত টুকরো করতে পারবে, তা যেমন শুধুমাত্র তোমার উপর নির্ভর করে, ঠিক তেমনই তোমার বন্ধু তোমায় কতটা ভালবাসবে, তা নির্ভর করে তুমি তাঁকে কতটা ভালবাসছ তার উপরে। তাই প্রাণ খুলে ভালবাসো। বিপদে বন্ধুর পাশে দাঁড়াও। দেখবে, জীবনে কখনও একাকিত্ব তোমায় গ্রাস করতে পারবে না।
আরও পড়ুনঃ জীবনকে পাল্টে দেবার মতো ৩০ টা বাণী
৯. প্রকৃত বন্ধু কখনও তাঁবেদারি করে না। বরং প্রয়োজনে সমালোচনা করে, যাতে তুমি কখনও কোনও বিপদে না পড়!
১০. ভালবাসার অভাবে যেমন মানুষ একা হয়ে যায়, তেমনই প্রকৃত বন্ধুর অভাবেও কিন্তু মানুষ নিঃসঙ্গ হয়ে পরে।
১১. নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধুকে।
১২. আলোতে একা হাঁটার চেয়ে অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা অনেক বেশি সুখের।
১৩. বিশ্বস্ত বন্ধু হচ্ছে অনেকটা শীতল ছায়ার মতো। তাই যে তা খুঁজে পেল, সেই প্রকৃত ভাগ্যবান।
১৪. অন্তিম শ্বাস নেওয়ার সময় তাঁদের কথা মনে পরে না, যাঁরা ক্ষতি করতে চেয়েছিল। বরং মনে পরে শুধু বন্ধুদের কথাই। তাই এ জীবনে বন্ধুদের হাত ছেড়ো না। ছাড়লে কিন্তু পস্তাতে হবে।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এগুলোও আপনি পড়তে পারেন
গীতার এই বাণীগুলিতে লুকিয়ে রয়েছে জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর
প্রিয়জনকে পাঠান জন্মদিনের সেরা শুভেচ্ছা বার্তা
বিবাহ বার্ষিকীর সেরা শুভেচ্ছা ও মেসেজ
শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ কিছু কোটস ও মেসেজ
আধ্যাত্মিক কোটস যা মনে শান্তি আনবে
আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!