বিনোদন

‘লাভ আজ কাল পরশু’র টিজারে সাহসী দৃশ্যে অর্জুন-মধুমিতা, ভ্যালেন্টাইনস্ ডে-তে মুক্তি

Swaralipi Bhattacharyya  |  Jan 3, 2020
‘লাভ আজ কাল পরশু’র টিজারে সাহসী দৃশ্যে অর্জুন-মধুমিতা, ভ্যালেন্টাইনস্ ডে-তে মুক্তি

২০২০ যেন প্রেমের বছর। বছরের শুরুতেই এই টিউনটা সেট করে দিলেন পরিচালক প্রতিম ডি গুপ্ত। মুক্তি পেল তাঁর আসন্ন ছবি ‘লাভ আজ কাল পরশু’র টিজার (Teaser)। আর সেখানেই প্রেমের ফ্রেমে ধরা পড়েছেন অর্জুন (Arjun) চক্রবর্তী এবং মধুমিতা (Madhumita) সরকার। টলি পাড়ার নতুন জুটি। 

প্রেমের ক্ষেত্রে এখন তো আর সেই চিঠির যুগ নেই। নিঃঝুম দুপুরে চিঠি লিখে, পাড়ার ছোট্ট ছেলেটাকে আইসক্রিম ঘুষ দিয়ে ওপাড়ার দাদার কাছে পৌঁছে দিলেন চিঠি। অথবা পড়তে বসে খাতার ভাঁজে লেখা চিঠি হাতবদল হয়ে গেল কোচিং ক্লাসের ভিড়ে। এমনকী, ছোট্ট ফোনে মধ্য়রাতে ভেসে আসা টেক্সট মেসেজেও একটা জেনারেশন চুটিয়ে প্রেম করত। কোথায় ছিল তখন সোশ্য়াল মিডিয়া? বরং চিঠি বা টেক্সট মেসেজেই লুকিয়ে থাকত যাবতীয় ধুকপুকুনি।

দিন বদলেছে। বদলেছে সময়। এখন প্রেমটাও সোশ্যালি অ্যাকনলেজড। চিঠি লেখারও সময় নেই। একসঙ্গে সময় কাটানোরও সময় নেই। লং ডিসট্যান্স প্রেমও দিব্যি জ্যান্ত থাকে সোশ্যাল মিডিয়ার গুণেই। সেই প্রেমই ফ্রেমবন্দির দায়িত্ব নিয়েছেন প্রতিম।

 

ছবির গল্প এগোচ্ছে কোন পথে? এই প্রশ্নের উত্তরে প্রতিম আগেই বলছিলেন, ‘কী ভাবে টেকনোলজির সঙ্গে সঙ্গে ভালবাসার ধরন বদলে যায়, সেটা দেখাব। একটাই কাপল আছে। একটু ফিউচারিস্টিক। পুরনো দিনের প্রেমটা কী ভাবে হত, সেটা আর দেখাব না। তবে ইমতিয়াজ আলির লভ আজ কল-এর সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’

প্রথমে যিশু সেনগুপ্তকে মূল চরিত্রে কাস্ট করেছিলেন প্রতিম। কিন্তু নায়িকার নাম ঘোষণা করেননি তিনি। পরে বদলে যায় কাস্ট। নায়িকা হিসেবেও মধুমিতাকে বেছে নেওয়া হয়। তবে এই ছবির মাধ্যমেই প্রথমবার এসভিএফ-এর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন প্রতিম। এ ছবির প্রসঙ্গে এসভিএফের তরফে সংস্থার যুগ্ম কর্ণধার মহেন্দ্র সোনি বলেন, ‘’অনেকদিন ধরেই আমরা প্রতিমের সঙ্গে কাজ করার প্ল্যান করছিলাম। ফাইনালি একটা প্রোজেক্ট একসঙ্গে করতে পারছি বলে ভাল লাগছে। ও খুব ডিটেলে কাজ করে। ওর ক্রিয়েটিভ এক্সপিরিয়েন্সও প্রচুর। আমি নিশ্চিত এই প্রেমের গল্পটা দর্শকের ভাল লাগবে।’ 

 

https://bangla.popxo.com/article/sourav-chakraborty-and-madhumita-sarkar-started-their-divorce-battle-in-bengali-846116

টিজারেই বেশ কিছু অন্যরকম দৃশ্যে দেখা গিয়েছে মধুমিতাকে। সচরাচর তাঁকে টেলিভিশনে দেখে অভ্যস্ত দর্শক। তাই খোলামেলা দৃশ্যে তিনি কেমন পারফর্ম করেন, সেদিকে নজর থাকবে সকলের। বড়পর্দা অর্থাৎ একটা নতুন চ্যালেঞ্জ। অর্জুনও শুরু করেছিলেন টেলিভিশন দিয়েই। কিন্তু বড় পর্দায় বেশ কিছু মনে রাখার মতো চরিত্রে তাঁকে ইতিমধ্যেই দেখেছেন দর্শক। মধুমিতার জন্য সেটা নতুন চ্যালেঞ্জ। সব কিছু ঠিক থাকলে আগামী ভ্যালেন্টাইনস্ ডে-তে মুক্তি পাবে এই ছবি। 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এসে গেল #POPxoBeauty – POPxo-র স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়

Read More From বিনোদন