শুভ নববর্ষ (poila baisakh)। সবার ভালো কাটুক আজকের দিনটা এবং আগামী বছর। আজ আপনাদের কী প্ল্যান? খাওয়া দাওয়া, সিনেমা দেখা হইহুল্লোড় হবে নিশ্চয়ই? আর তার জন্য তো একটু সাজুগুজু (makeup) করে বেরোতে হবে। আপনাদের জন্য রইল শুভ নববর্ষ স্পেশাল মেকআপ (makeup) গাইড। নতুন বছরে নতুন করে সেজে (makeup) উঠুন।
কয়েকটা কথা মাথায় রাখবেন
দিনের বেলা বেরোলে বেশি মেকআপ করবেন না।
যা যা প্রোডাক্ট ব্যবহার করবেন সেগুলো যেন স্মাজপ্রুফ হয়।
নিজের ত্বকের ধরন অনুযায়ী মেকআপ করবেন।
যদি ত্বকে অ্যাকনে বা ব্রণ থাকে তাহলে পয়লা বৈশাখের আগে থেকেই ত্বকের যত্ন নেবেন।
সকালে বেরোলে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।
মেকআপ টিউটোরিয়াল গাইড
বেস মেকআপ
১)প্রথমে মুখে অল্প করে সানস্ক্রিন লাগিয়ে নিন।
২) সানস্ক্রিন ভালো করে মুখে বসে গেলে প্রাইমার ব্যবহার করুন। প্রাইমার ব্যবহার করলে মেকআপ অনেকক্ষণ মুখে বসে থাকবে। আপনার যদি সারাদিনের প্ল্যান থাকে তাহলে প্রাইমার অবশ্যই কাজে দেবে।
৩)এবার পালা ফাউনডেশান লাগানোর। এস্তে লদারের ডাবল ওয়্যার ফাউনডেশান খুব ভালো। এটা বেছে নেওয়ার অন্যতম কারণ হল এটা অনেকক্ষণ থাকে আর এটা ম্যাট ফিনিশের ফাউনডেশান। গরমে গ্লসি ফাউনডেশান লাগালে সেটা ভালো দেখায় না। মুখ ছাড়াও গলা, ঘাড় এবং পিঠেও ফাউনডেশান লাগাতে ভুলবেন না। নাহলে মুখের শেড একরকম এবং গলা ও পিঠের শেড আরেকরকম দেখাবে।
৪)ফাউনডেশান লাগানোর সময় বড় গোলাকার ব্রাশ বেছে নেবেন।
আরও পড়ুনঃ সেরা ১০টি অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা বার্তা
আই মেকআপ
১) প্রথমে চোখের বাইরের দিকে একটা টেপ লাগিয়ে নিন।
২) চোখের পাতায় আইশ্যাডো প্রাইমার লাগিয়ে নিন। এতে চোখের মেকআপ দীর্ঘস্থায়ী হবে।
৩) ফ্লাফি ব্লেনডিং ব্রাশ দিয়ে ন্যুড আইশ্যাডো লাগিয়ে নিন।
৪) অল্প একটু ডার্ক কালারের আইশ্যাডো চোখের বাইরের দিকে আঙুল দিয়ে লাগিয়ে দিন। দিনের বেলা মেকআপ হলে আইশ্যাডো একদম অল্প ব্যবহার করবেন।
৫) এবার ওই একই শেডের আইশ্যাডো একটা সরু ব্রাশ দিয়ে বাকি চোখের পাতায় ভালো করে মিশিয়ে দিন।
৬) যদি রাতের বেলার অনুষ্ঠান হয় তাহলে আরও একটা শেড বেছে নিয়ে চোখের পাতার যে অংশ খালি আছে সেখানে হাল্কা করে লাগিয়ে ভালো করে মিশিয়ে দিতে পারেন। মনে রাখবেন দুটো শেড এমন ভাবে মেশাবেন যাতে সেটা দেখতে ভালো লাগে এবং রাতের পার্টির উপযোগী হয়।
৭) যদি চোখে আরও একটু ড্রামা চান তাহলে ব্ল্যাক আইশ্যাডো চোখের বাইরের দিকে অল্প একটু লাগিয়ে নিন। এটা আঙুল দিয়ে ঘেঁটে দিলে আপনি স্মোকি আই লুক পাবেন তবে গরমকালে সকালবেলা এই লুক না করারই পরামর্শ দিচ্ছি আমরা।
৮) ন্যাচারাল লুক চাইলে আইশ্যাডো না লাগালেও হবে।
৯) যেহেতু মূলত এখানে সকালবেলার মেকআপের কথা হচ্ছে তাই শিমারি আইশ্যাডো না ব্যবহার করাই ভালো।
১০) এবার টেপটা তুলে নিন আর সেখানে অল্প একটু প্রাইমার লাগিয়ে মিশিয়ে দিন।
১১) চোখের নিচে স্কিন টোনের থেকে লাইটার কনসিলার লাগিয়ে নিন। কাবুকি ব্রাশ দিয়ে মিশিয়ে দিয়ে একটু সেটিং পাউডার দিয়ে দিন। লোয়ার ল্যাশলাইনে অল্প একটু আইশ্যাডো লাগিয়ে নিন। ভালো করে মিশিয়ে দিন।
১২) আইলাইনার লাগান তারপর চোখের ভিতরের কোন হাইলাইট করে দিন।
১৩) সবশেষে মাস্কারা লাগাতে পারেন।
আরও পড়ুনঃ পহেলা বৈশাখের ফ্যাশন স্টেটমেন্ট
ঠোঁটের মেকআপ
১) ঠোঁটে লিপ বাম লাগিয়ে নিন।
২) লিপ লাইনার দিয়ে ঠোঁট আউটলাইন করে নিন। ন্যাচারাল লুকের জন্য ন্যুড লিপলাইনারও ব্যবহার করুন।
৩) পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিক লাগান।
ফিনিশিং
১) মেকআপ সেট করার জন্য সেটিং পাউডার লাগিয়ে নেবেন।
২) চোখ নাক যাতে কাটাকাটা লাগে তার জন্য কনটুরিং করে নিন।
৩) সারা দিন বাইরে থাকার প্ল্যান হলে মেকআপ সেটিং স্প্রে লাগিয়ে নিন।
Picture Courtsey: Instagram and Youtube
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
Read More From রূপচর্চা ও বিউটি টিপস
চশমা পরা হবু কনেরা কিভাবে সাজবেন জেনে নিন
SRIJA GUPTA
চুল ভাল রাখতে শ্যাম্পুর বদলে এগুলি ব্যবহার করুন
SRIJA GUPTA