এটা একটা কথা হল বলুন তো? হ্যাঁ, যার বিয়ে তাঁর তো প্রাধান্য বেশি হবেই। তিনি তো মধ্যমণি। তিনি পার্লারে যাবেন, জিমে যাবেন, সব কিছু করবেন। আর আপনি যদি তাঁর প্রিয় বান্ধবী হন বা আদরের বোন হন, তা হলে কি হাত পা গুটিয়ে বসে থাকবেন। তা বাপু, এমন তো নয় যে যেসব অতিথি আসবেন, তাঁরা সব উপহার আপনার হাতে গিয়ে তুলে দেবেন! লাইমলাইট কনের উপরেই থাকুক, কিন্তু আপনিও এমনভাবে সাজুন, যাতে সবাই আপনারও প্রশংসা করেন। তাই বিয়েবাড়ি (wedding) সহ নানা অনুষ্ঠানে শাড়ি (saree) পরার টিপস (tips) দিচ্ছি আমরা। রইল এমন কয়েকটি স্টাইলিং (styling) টিপস, যা কনের বান্ধবী আর বোনদের জন্য এক্কেবারে আদর্শ।
১) শাড়ির সঙ্গে পেপ্লাম টপ
শাড়ি যদি পরতেই হয় তা হলে সাদামাটা ব্লাউজ দিয়ে কেন পরবেন? বেছে নিন পেপ্লাম টপ। ফ্যাশনও হল, আবার শাড়ি পরাও হল। যে সব শাড়িতে ট্যাসল বা লটকন দেওয়া থাকে, সেই সব শাড়ি এবং নানা রকমের জংলা প্রিন্টের শাড়ি আর একরঙা পেপ্লাম টপ দারুণ স্টাইল স্টেটমেন্ট হতে পারে কিন্তু।
২) জ্যাকেট আর ব্লাউজ, সঙ্গে হাল্কা রঙের শাড়ি
আহা, বিয়েবাড়ি বলেই চোখধাঁধানো রঙের শাড়ি পরতে হবে, তার কিন্তু কোনও মানে নেই। হাল্কা রঙের শাড়িতেও আপনি অনায়াসে আসর মাত করে দিতে পারেন। বেছে নিন ইলেকট্রিক ব্লু, পাউডার ব্লু বা অ্যাকোয়া মেরিন রঙের শাড়ি। প্যাস্টেল শেড হলে আরও ভাল হয়। স্প্যাগেটি টপ ব্লাউজ আর জ্যাকেট দিয়ে এই শাড়ি পরুন।
৩) কুর্তির সঙ্গে শাড়ি
চমকে উঠলেন নাকি? কলকাতায় শীত এখনও জাঁকিয়ে বসে আছে এমন নড়ার কোনও লক্ষণ দেখাচ্ছে না, সে খেয়াল আছে? কুর্তি পরলে শরীরের কোনও অংশ সেভাবে অনাবৃত থাকবে না। ঠান্ডাও কম লাগবে আর শাল-সোয়েটারে আপাদমস্তক ঢেকে আপনার স্টাইলিংয়ের বারোটা বাজবে না। অঙ্গরাখা স্টাইলের কুর্তি দিয়ে শাড়ি পরে চমকে দিন সবাইকে।
৪) মেটালিক টপের বাহার
আপনি ঝলমল করতে চান, এই তো? তা হলে এত ঘুরপথে না গিয়ে সোজাসাপটা পথে হাঁটুন। বেছে নিন মেটালিক শেডের টপ। শাড়ি বেছে নিন ঘন বা গ্যাপ দেওয়া চেক প্রিন্ট। মাথায় ছোট্ট একটা কারুকাজ করা পিন আর সঙ্গে সিলভার বা গোল্ডেন শেডের (শাড়ির রং অনুযায়ী) হাল্কা গয়না। সবাই কিন্তু আড় চোখে আপনাকেই দেখবে বিশ্বাস করুন।
৫) ফ্রিঞ্জ ব্লাউজের জাদু
এটা কিন্তু একদম হাতে গরম স্টাইল টিপস দিচ্ছি আপনাদের। ফ্রিঞ্জ ব্লাউজ এখন যাকে বলে হট কেক। এটা দেখতেই এত গর্জাস যে, আপনাকে আলাদা করে আর সাজগোজ করতে হবেই না। ঝলমলে ব্লাউজের সঙ্গে একটু হাল্কা শেডের শাড়ি পরে অনুষ্ঠানের মধ্যমণি হয়ে উঠুন।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
আমাদের এক্কেবারে নতুন POPxo Zodiac Collection মিস করবেন না যেন! এতে আছে নতুন সব নোটবুক, ফোন কভার এবং কফি মাগ, যেগুলো দারুণ ঝকঝকে তো বটেই, আর একেবারে আপনার কথা ভেবেই তৈরি করা হয়েছে। হুমম…আরও একটা এক্সাইটিং ব্যাপার হল, এখন আপনি পাবেন ২০% বাড়তি ছাড়ও। দেরি কীসের, এখনই POPxo.com/shopzodiac-এ যান আর আপনার এই বছরটা POPup করে ফেলুন!
Read More From ফ্যাশন
চশমা পরা হবু কনেরা কিভাবে সাজবেন জেনে নিন
SRIJA GUPTA