Mythology

দেবী সরস্বতীকে তুষ্ট করতে সরস্বতী পুজোর দিন কী-কী করবেন আর করবেন না জেনে নিন

Doyel Banerjee  |  Jan 26, 2020
দেবী সরস্বতীকে তুষ্ট করতে সরস্বতী পুজোর দিন কী-কী করবেন আর করবেন না জেনে নিন

এই ব্যাপারটা যুগ-যুগ ধরে হয়ে আসছে। আগেও হত, এখনও হয় আর ভবিষ্যতেও হবে। আরে বাবা, পরীক্ষার আগে কেউ পড়াশোনা করে না। আর সরস্বতী পুজো এগিয়ে এলেই মাথায় বাজ ভেঙে পড়ে! হাজার হলেও তিনি হচ্ছেন বিদ্যার দেবী। যদি তিনি রাগ করেন, তা হলে তো পরীক্ষা পুরো ঝুলে লাট। না, না এমনটা হোক আমরা মোটেও চাই না। আমরা চাই, আপনি পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করুন। তার জন্য যেমন মন দিয়ে পড়াশোনাটা নিয়মিত করতে হবে, সেই সঙ্গে সরস্বতী (Saraswati) পুজোও (puja) নিষ্ঠাভরে করতে হবে। কী করলে দেবী (goddess) তুষ্ট (please) হবেন আর কী করলে তিনি ভয়ানক রেগে যেতে পারেন, সেই বিষয়ে আপনাকে গাইড করছি আমরা। 

instagram

আরও পড়ুন: খিচুড়ি, আলুর দম বা সজনে ফুলের চচ্চড়ি, সরস্বতী পুজো জমে উঠুক সুস্বাদু রেসিপি দিয়ে

https://bangla.popxo.com/article/yellow-outfit-ideas-for-saraswati-puja-according-to-body-shape-in-bengali

instagram

All Images Courtsey: Instagram

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আমাদের এক্কেবারে নতুন POPxo Zodiac Collection মিস করবেন না যেন! এতে আছে নতুন সব নোটবুক, ফোন কভার এবং কফি মাগ, যেগুলো দারুণ ঝকঝকে তো বটেই, আর একেবারে আপনার কথা ভেবেই তৈরি করা হয়েছে। হুমম…আরও একটা এক্সাইটিং ব্যাপার হল, এখন আপনি পাবেন ২০% বাড়তি ছাড়ও। দেরি কীসের, এখনই POPxo.com/shopzodiac-এ যান আর আপনার এই বছরটা POPup করে ফেলুন!

Read More From Mythology