Life

বিয়ের সবরকম আচার অনুষ্ঠানের জন্য সেরা বলিউড গানের সম্ভার (Songs For Wedding In Bengali)

Doyel Banerjee  |  Apr 29, 2019
বিয়ের সবরকম আচার অনুষ্ঠানের জন্য সেরা বলিউড গানের সম্ভার (Songs For Wedding In Bengali)

আপনার বিয়েতে (Wedding) কোন কোন বিষয় বেশি গুরুত্বপূর্ণ? ভালো খাবার? সেটা তো থাকতেই হবে। দারুণ শাড়ি আর ড্রেস। অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু বিয়ে (Wedding) বলে কথা। একটু নাচগান না হলে কি আর ভালো লাগে। তাই আমাদের দরকার সেরা কয়েকটা গান যেগুলো বিয়ে থেকে শুরু করে রিসেপশান পর্যন্ত বাজানো যায়। বিয়ের এতরকম ছোটখাট কাজ থাকে যে গানের লিস্ট তৈরি করার কথা মাথায় থাকে না। আর তাই গান বাছার কাজটা আপনি সবার শেষে করেন। আপনার কাজ কিছুটা কমিয়ে দিতে হাজির হয়েছি আমরা। বেছে বেছে দারুণ কয়েকটা গান আমরা নিয়ে এসেছি আপনার বিয়ের জন্য। একবার শুধু গানগুলো বাজানোর অপেক্ষা। তারপর দেখবেন প্রত্যেকে নাচতে শুরু করে দিয়েছে।

আরো পড়ুনঃ সর্বকালের সেরা কয়েকটি বাংলা গান

বর বউয়ের যৌথ পারফরমেন্সের জন্য

কনের বান্ধবীদের জন্য

কনে ও তার বোনের জন্য

কনে একাই নাচবেন

ককটেল পার্টির জন্য

রিসেপশান পার্টির জন্য

মেহেন্দি ও গায়ে হলুদের জন্য (Top Mehndi & Haldi Songs)

মেহেন্দি বলতেই আপনার মাথাতে দুটো গানের কথা আসবেই। এক হচ্ছে দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গের সেই বিখ্যাত গান, “মেহেন্দি লাগাকে রাখ না” আর জুবেইদার সেই মিষ্টি গান, “মেহেন্দি হ্যায় রচনেওয়ালি”। কি তাই তো? এই দুটোই ভাবছেন তো? আমাদের কাছে আরও ভালো প্ল্যান আছে। আমরা বলছিনা এই গানদুটো ভালো না। কিন্তু এক গানগুলো এতবার এতগুলো বিয়ের অনুষ্ঠানে বাজানো হয়েছে যে এই দুটো গান বাজালে আর কারো ভালো লাগবে না। আপাতত এই গানদুটো না বাজিয়ে এমন কিছু গান বাজান যা নতুন, এবং যে গানগুলো সাম্প্রতিক সময়ে প্লেলিস্টে ধামাকা করে দিয়েছে।

১। সোয়াগ সাহা নেহি যায়ে – হ্যাপি ফির ভাগ যায়েগি

সোনাক্ষি সিনহাকে এক অন্য অবতারে দেখা গেছে এই গানে। আপনিও দেখিয়ে দিন আপনার সুপার সোয়াগ। দেখবেন সবাই মনে রাখবে আপনার এই নাচ।

২। যব মেহেন্দি লাগ লাগ যাভে – সিং সাহাব দা গ্রেট

এই মেহেন্দির গানগুলো আপনার জন্য একদম আদর্শ হবে। আপনার সঙ্গে আপনার প্রিয় বন্ধু আর বান্ধবীদেরও ডান্স ফ্লোরে আসতে বাধ্য করবে। উর্বশী রাউতেলাকে দেখুন আর তার নাচের স্টেপগুলো অনুসরণ করুন। আপনার স্টার অফ দা নাইট হওয়া কেউ আটকাতে পারবে না।

৩। ভাংরা তা সাজদা – ভিরে দি ওয়েডিং

এমন একটা ভাংরা গান বিয়ের গানের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। এই গানটা শুনলেই আপনি নাচতে শুরু করবেন। নাচের জুতো পায়ে গলিয়ে নিন আর দারুণ মজা আর আনন্দ করতে করতে নাচতে থাকুন।

৪। কোকা কোলা তু – লুকাছুপি

সম্প্রতি এই গান যে যথেষ্ট জনপ্রিয় হয়েছে সে আর বলার অপেক্ষা রাখে না। তাই এই গান কেনই বা বাদ দেবেন বিয়ের গানের তালিকা থেকে? এই গানটি আবার রিক্রিয়েট করেছে টনি কক্কর। আর এই পেপি গানের সঙ্গে কোমর না দুলিয়ে থাকা জাস্ট অসম্ভব।    

বর বউয়ের যৌথ পারফরমেন্সের জন্য (Songs For Couple Dance)

বিয়ের মূল আকর্ষণ হল দুই তারকা। বর ও কনে। তাই তারা যদি আনন্দ না পায় তাহলে আপনার আর আমার ধেই ধেই করে নেচে কি লাভ? একটা কাপল ডান্স না হলে কি আর মজা হয়? আপনি আপনার হবু বর বা বউয়ের সঙ্গে রোম্যান্টিক গানের সঙ্গে নাচতে পারেন। আবার দারুণ এনার্জি আছে এমন গানের সঙ্গেও ডান্স ফ্লোর পুরো কাঁপিয়ে দিয়েও নাচতে পারেন। দুই রকমের গানই আছে আমাদের ঝুলিতে। একবার উঁকি মেরে দেখে নিন।

১। হাম্মা হাম্মা – ওকে জানু

বাদশার র‍্যাপ আর আকর্ষণীয় কণ্ঠস্বরে গাওয়া এই গান আজকের প্রজন্মের বর বউয়ের ফেভারিট গান। আমরা জানি এই গানটা আপনারও খুব পছন্দের। কেমন করে নাছবেন, তার স্টেপসগুলো ভেবে রেখেছেন তো?

২। গল বন গয়ি- ইয়ো ইয়ো হানি সিং

কোনও বিয়েই হানি সিংয়ের গান ছাড়া সম্পূর্ণ হয় না। এর যে পুরনো ভারসান যেটা সুখবির গেয়েছিল সেটাও খুব জনপ্রিয় হয়েছে। হানি সিং এই গানটাই নতুন করে গেয়েছেন নিজের স্টাইলে। আর হানি সিং যখন কোনও গানে নিজের স্টাইল যোগ করেন তখন সেটা যে কি পরিমাণ ভালো হয় তার প্রমাণ তো আপনি আগেই পেয়েছেন তাই না?

৩। বন যা তু মেরি রানি- তুমহারি সুলু

এই গানটা একটু স্লো। কিন্তু দারুণ গান আর খুব মজার গান। হবু বর এই গানতা গাইতেই পারেন তার হবু গিন্নির জন্য যে তুমি আমার রানি হয়ে আমার বাড়িতে এলে আমি তোমার জন্য তাজমহল তৈরি করে দেব! কি মিষ্টি তাই না?

৪। দিল দিয়া গাল্লা- টাইগার জিন্দা হ্যায়

রোম্যান্টিক আর স্লো মুডের গান। কিন্তু ভীষণ ভালো এই গান। বর বউ যদি বেশি লম্ফঝম্প করতে না চায় তাহলে হাল্কা কাপল ডান্সের জন্য এই গান আদর্শ। সত্যি বলতে কি হবু বরের সঙ্গে এই গানের আমেজে হারিয়ে যাওয়ার মজাই আলাদা।

৫। তেরে সঙ্গ ইয়ারা – রুস্তম

যারা একটু আবেগপ্রবণ তাদের এই গান বেশ পছন্দ হবে। যদিও ধুম ধারাক্কা গানের তালিকায় এটা একটু ধীর লয়ের। তবু যার সঙ্গে সারা জীবন কাটাতে যাচ্ছেন তার সঙ্গে এই মৃদু মধুর গান বেশ ভালোই লাগবে।

৬। শুন সাথিয়া – এবিসিডি ২

ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য এই গান তৈরি হয়েছে। এর সাথে আপনি কাপল ডান্স করুন আবার কনে একাও তার প্রিয়জনের প্রতি আবেগ দেখানোর জন্য এই গানের তালে তালে নাচতে পারেন। কনটেমপোরারি ডান্স স্টাইল নাচ এই গানের সঙ্গে খুব ভালো লাগবে।

৭। মেরে রস্কে কমর- বাদশাহো

ডান্স ফ্লোরে আগুন লাগিয়ে দিতে চান? তাহলে বিয়েবাড়ির গানের তালিকায় অবশ্যই রাখবেন এই গানটি। আর মজার কথা কি জানেন, রস্কে কমরের সঙ্গে আদতে কোমরের সঙ্গে কোনও সম্পর্ক নেই। আসলে এর মানে হল চাঁদের মতো প্রেমিকা।

৮। এন্না সোনা – ওকে জানু

এই গানের কথায় আছে জাদু। যে সব কাপল ধীর লয়ের গান পছন্দ করেন তারা এটা বেছে নিতে পারেন অনায়াসে।

৯। নজদিকিয়া- শানদার

শানদার ছবির গুলাবো গানটা যত বেশি জনপ্রিয়, ততটা এই গান নয়। তবে সময় পেলে একবার এই গানটা শুনে দেখবেন। একবার শুনলে বার বার শুনতে ইচ্ছে করবে আর এই গানটা আপনি বিয়ের গানের তালিকায় না রেখে পারবেন না।

কনের বান্ধবীদের জন্য (Songs For Bride’s Friends)

বন্ধু বান্ধবদের ছাড়া বিয়েবাড়িতে কোনও প্রাণ থাকে না। আপনার সবচেয়ে কাচের বান্ধবীরা তো সেই কবে থেকে হা পিত্যেশ করে বসে আছে আপনার বিয়েতে প্রাণ খুলে নাচবেন বলে। তাদের নিরাশ করা কি ঠিক হবে বলুন? তারা যাতে জমিয়ে নাচতে পারে তার জন্য আমরা এই গানগুলো নিয়ে এসেছি।

১। নাচদে নে সারে- বার বার দেখো

মিষ্টি মিষ্টি সুন্দরী মেয়েরা তাদের সবচেয়ে সুন্দর লেহেঙ্গা পরে আসবে আর ক্যাটরিনা কাইফের মতো নাচবে এর চেয়ে ভালো দৃশ্য কি কোনও বিয়েবাড়িতে হতে পারে? একদম পিকচার পারফেক্ট যাকে বলে। 

২। পললো লটকে – শাদি মে জরুর আনা

 

কিছুটা লটকা আর কিছুটা ঝটকা, আর এই দুটো মিলিয়ে তৈরি হবে দারুণ কম্বিনেশান। আর এই গানের যা বিট একবার চালিয়ে দিলে সবাই নাচতে চলে আসবে দৌড়ে দৌড়ে। তখন কে কার বান্ধবী আর কে কার কাকিমা সেটা আলাদা করা যাবে না।

৩। নভরাই মাঝি – ইংলিশ ভিংলিশ

খুব মিষ্টি সুর এই গানটার। প্লাস একটা মারাঠি টাচ একে আরও পেপি করে তুলেছে। কিন্তু ই গান আপনাকে নাচিয়ে ছাড়বে। 

কনে ও তার বোনের জন্য (Songs For Bride & Her Sister)

আপনি আপনার বিয়ে নিয়ে যতটা এক্সাইটেড ততটা আপনার বোনও এক্সাইটেড থাকেন। আপনি যেমন ভাববেন বিয়ের দিন বা রিসেপশানের দিন কি পরবেন তিনিও তাই ভাবেন। আপনার শপিংয়ের সঙ্গী, আপনার ছোটবেলার সাথি আপনার আদরের বোনকে কি বাদ দেওয়া যায়। আর তিনি হচ্ছেন আপনার স্বামীর আধি ঘরবালি। তাই তাকে তো একটু ফুটেজ দিতেই হবে।

১। সুইটহার্ট- কেদারনাথ

সেই সুইটহার্টের জন্য যে আবার আপনার প্রিয় বান্ধবীও বটে।

২। ল্যামবারঘিনি- দূরবিন

 

এই গানটা হচ্ছে এমন গান যেটা এখন সবার প্লেলিস্টে বাজছে। তাই বিয়ের অনুষ্ঠানে এরকম সুপারহিট গান রাখতেই হবে।

৩। লাক মেরা হিট – সোনু কি টিটু কি সুইটি 

সবাইকে দেখিয়ে দিন, আপনি কত ভালো নাচতে পারেন।

৪। কউন নাচদি- সোনু কি টিটু কি সুইটি

এই গানটা খু-উ-উ-ব সুন্দর।

৫। কর গায়ি চুল- কাপুর অ্যান্ড সন্স

এই গানটা হল আউট অ্যান্ড আউট নাচের গান। কনের বোনের দারুণ লাগবে এই গান।

কনে একাই নাচবেন (Top Bridal Solo Songs)

যে নাচুক আর না নাচুক, এটা আপনার দিন, আপনার বিয়ে। তাই আপনার নাচ সবার চেয়ে আলাদা হওয়া উচিৎ। আপনি যখন একা নাচবেন, সবার নজর যেন আপনার দিকে থাকে। ভুলে যাবেন না, যে মানুষটির সঙ্গে আপনি সারা জীবন থাকবেন সেও কিন্তু দর্শকের আসনে থাকবে!

১। মাম্মি নু পসন্দ – সুনন্দা শর্মা

দারুণ মজার গান। হবু বরকে ইম্প্রেস করার জন্য পারফেক্ট। 

২। নাচদি ফিরা – সিক্রেট সুপারস্টার

এই গানের একটা ফিল গুড ব্যাপার আছে। এই গানটা বিয়ের লিস্টে রাখবেন কিন্তু।

৩। দিলবরো- রাজি 

একদম নিউ এজ ওয়েডিং সং। দর্শকদের বলুন এই গানে আপনি পারফর্ম করলে হাতে টিস্যু পেপার রাখতে। চোখের জল আটকে রাখা দায় হবে যে। 

৪। হির হির- যব তক হ্যায় জান

অন্তর ছুঁয়ে যাওয়া এই রোম্যান্টিক গানে কনে যখন প্রাণ ঢেলে নাচবেন তখন তার থেকে চোখ সরানো যাবে না।

৫। দিওয়ানি মস্তানি- বাজিরাও মস্তানি

তালিকার মধ্যে সবচেয়ে রোম্যান্টিক গান।

৬। চিটিয়া কালাইয়া- রয়  

এই গান কি বলে জানেন তো? মনের মানুষের কাছে এরকম আবদার করুন আর নাচতে থাকুন এই গানের সঙ্গে।

৭। লং লাচি – লং লাচি

এই পাঞ্জাবি গান পুরো অনুষ্ঠান এক সুত্রে বেঁধে দেবে। আপনিও এই গানের হ্যাংওভার থেকে বেরোতে পারবেন না। 

৮। লাগদা হ্যায় থাই- সিমরান

মিষ্টি কনেদের জন্য সেরা গান ।

৯। শশুরাল গেন্দা ফুল -দিল্লি সিক্স

এই গানে কনে একা নাচতে শুরু করবেন ঠিকই কিন্তু দেখবেন গুটিগুটি পায়ে একজন দুজন করে কনের সঙ্গে নাচতে শুরু করবেন। 

১০। নেহি যানা – নেহা বেসিন

এই গানটা শুনলে বুঝতে পারবেন এটা কনেদের কেন এত ফেভারিট। 

১১। লং গাওয়াচ্চা- নেহা বেসিন 

বিয়ের আনন্দে পাঞ্জাবি তড়কা লাগাতে চাইলে এটাই হচ্ছে সেরা গান। 

ককটেল পার্টির জন্য (Wedding Cocktail Hour Songs)

ককটেল পার্টিতে সবাই রিল্যাক্স করে, আর চায় ভালো ভালো গান বাজতে থাক। তার সঙ্গে অবশ্যই ভালো খাবার থাকতে হবে। সব মিলিয়ে দারুণ মুড জমিয়ে দিতে এমন কিছু গান দরকার যা শুনলে ডান্স ফ্লোরে আসা কেউ আটকাতে পারবে না। 

১। মোরনি বানকে- বাধাই হো

 

একটু অন্য ধরণের এই পেপি গান শুনলে আপনিও ময়ুরের মতো নেচে উঠবেন।

২। দিল চোরি- সোনু কি টিটু কি সুইটি

এই গানটা সবার প্রিয় গান। তাই আপনি কেন খামোখা এই গান বাদ দেবেন। 

৩। আভি তো পার্টি শুরু হুই হ্যায়- খুবসুরাত

পার্টি যখন চলছে তখন এই সুপারহিট পার্টি সং কি ভোলা যায়। 

৪। পাঞ্জাবি ওয়েডিং সং – হাসি তো ফাসি

বাড়ির সবাই মিলে নাচার জন্য এই গান রাখতেই হবে লিস্টে। 

৫। গুড় নাল ইশক মিঠা- এক লেড়কি কো দেখা তো আয়সা লাগা

 

এই গান মুক্তি পাওয়ার পরই সব বিয়েবাড়ির জান হয়ে গেছে।

৬। গল মিঠঠি মিঠঠি বোল – আয়েশা

মিষ্টি সুর আর দারুণ লিরিক, দুই মিলিয়ে এই গান জাস্ট ফাটাফাটি।

৭। কিউটি পাই- অ্যায় দিল হ্যায় মুশকিল  তিন

তিন বছর হয়ে গেছে এই গান মুক্তি পেয়েছে, এখনও দারুণ ফেভারিট এই গান। পেপি অ্যান্ড ক্যাচি, তরুন প্রজন্মের এই খুব পছন্দের এই গান।

৮। গাল্লা গোরিয়া- দিল ধরক নে দো

এই ছবির মেহেরা পরিবারের মতো আপনিও পুরো পরিবারকে ডান্স ফ্লোরে নিয়ে আসুন। 

৯। জিঙ্গাত- ধড়ক

এত ফাস্ট এই গান, এর সঙ্গে নাচ করার দারুণ মজা। 

রিসেপশান পার্টির জন্য (Songs For Reception Party)

বিয়ে হয়ে গেছে, টেনশানও চলে গেছে। এবার আপনার মনের যে খুশি তাকে বাইরে বের করে আনুন। সবাইকে বলুন সাতপাকে বাঁধা পড়ে আপনি কত খুশি। বেছে নিন এই গানগুলো। 

১। সয়াগ সে স্বাগত- টাইগার জিন্দা হ্যায় 

মনে আছে এই গানের সঙ্গে ক্যাটরিনার দুর্দান্ত কোমর দোলানো। একটু কপি করে নিন এই স্টেপ। 

২। তেরি মেরি কাহানি – গব্বর ইস ব্যাক

গানটা অন্যরকম, কিন্তু মিষ্টি রোম্যান্টিক। এই গানের সঙ্গে কাপল ডান্স খুব জমবে।  

৩। তু মেরি- ব্যাং ব্যাং

দুর্দান্ত কমপোজিশান। আর এই গানের তালের সঙ্গে নাচতেও ভালো লাগে।  

৪। নশে সি চড় গায়ি – বেফিকরে

হবু বর যদি রণবীর সিং হয় তাহলে আপনি কম কিসে? আপনিও বানী কাপুরের মতো মঞ্চ কাঁপিয়ে দিন এই গানে।  

৫। ধীরে ধীরে সে মেরি জিন্দেগি – হানি সিং

দারুণ মিষ্টি আর রোম্যান্টিক গান। নিজের ভালোবাসা ব্যক্ত করার জন্য আদর্শ এই গান। 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

Read More From Life