হোলি মানেই রঙের উৎসব। আনন্দের উৎসব। সবাইকে আপন করে নেওয়ার দিন। আর এমন একটা ফুর্তির দিনে একটু আধটু হোলি খেলার গান বাজনা হবে না তা কি হয়? আর তাই আপনার আমার সবার প্রিয় এই রঙের (holi) উৎসবকে আরও একটু রঙিন করে তুলতে আমরা নিয়ে এসেছি এমন ৭টা গানের (songs) ডালি যা রামধনুর সাতটা রঙের মতো রঙ খেলার আনন্দকে আরও দশ গুণ বাড়িয়ে দেবে। তাহলে আর দেরি না করে রঙের পিচকিরি আর আবিরের থালা রেডি করুন আর বলুন হোলি (holi) হ্যায়!
আরও পড়ুনঃ হোলি উপলক্ষে বিশেষ কোটস
#১ রঙ্গ বরসে ভিগে চুনরওয়ালি
ছবির নামঃ সিলসিলা
গায়কঃ অমিতাভ বচ্চন
সঙ্গীতঃ শিব-হরি
লিরিকসঃ হরিবংশ রাই বচ্চন
অমিতাভ আর রেখার দুর্দান্ত অনস্ক্রিন কেমিস্ট্রি আর তার সঙ্গে যোগ্য সঙ্গতে সঞ্জীবকুমার ও জয়া ভাদুরি। আহা যদি হোলির কোনও অ্যান্থেম হয় তাহলে সর্বদা এক নম্বরে থাকবে এই গান।আজও তরুণ প্রজন্ম এই গানটি বিশেষভাবে পছন্দ করে।
#২
হোলিকে দিন দিল মিল যাতে হ্যায়
ছবির নামঃ শোলে
গায়ক/গায়িকাঃ কিশোরকুমার ও লতা মঙ্গেশকর
সঙ্গীতঃ আর ডি বর্মণ
লিরিকসঃ আনন্দ বখসি
হিন্দি সিনেমার ইতিহাসে এক মাইলস্টোন ছবি হল শোলে। আর এই ছবির এই গানটি এখনও জনপ্রিয়তার শীর্ষে। নৃত্যশিল্পী হিসেবে হেমা মালিনির দক্ষতা প্রশ্নাতীত। সুন্দর এই গানটির সঙ্গে জমিয়ে নেচেছেন তিনি।
#৩
ও শ্যাম যখন তখন
ছবির নামঃ বসন্ত বিলাপ
গায়িকাঃ আরতি মুখোপাধ্যায় ও সুজাতা মুখোপাধ্যায়
সঙ্গীতঃ সুধীন দাশগুপ্ত
লিরিকসঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেনের মিষ্টি প্রেম। আর তার সঙ্গে তিন হাসির রাজা, অনুপ কুমার, রবি ঘোষ ও চিন্ময় রায়। আজও দোল বা হোলির দিন কোনও না কোনও বাংলা চ্যানেলে এই ছবিটা দেখানো হয়।
# ৪
খেলব হোলি রঙ দেব না তাই কখনও হয়
ছবির নামঃ একান্ত আপন
গায়িকাঃ আশা ভোঁসলে
সঙ্গীতঃ আর ডি বর্মণ
বাঙালিদের মধ্যে এই গানটি বিশেষ জনপ্রিয়। প্রাণবন্ত অপর্ণা সেন আর বেশ একটু অন্যরূপে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে দেখতে এখনও ভালোই লাগে বাঙালির।
# ৫
বলম পিচকারি যো তুনে মুঝে মারি
ছবির নামঃ ইয়ে জবানি হ্যায় দিবানি
গায়ক/ গায়িকাঃ বিশাল দদলানি, শাল্মলি খোলগারে
সঙ্গীতঃ প্রীতম
লিরিকসঃ অমিতাভ ভট্টাচার্য
তরুণ প্রজন্মের কাছে বিশেষ জনপ্রিয় এই গানটি। আর হবে নাই বা কেন বলুন? দীপিকা পাদুকোন আর রনবীর কাপুরের জুটি সব সময়ই দর্শক উপভোগ করেছেন। তাছাড়া এই গানটিতে দীপিকা প্রমাণ করে দিয়েছেন হোলি খেলা মানেই সাদা সালওয়ার কামিজ নয়। শর্টস পরেও দিব্যি হোলি খেলা যায়।
# ৬
হোলি খেলে রঘুবিরা আউওয়াধ মে
ছবির নামঃ বাগবান
গায়ক/গায়িকাঃ উদিত নারায়ন, অমিতাভ বচ্চন, সুখবিন্দর সিং ও অলকা ইয়াগ্নিক
সঙ্গীতঃ আদেশ শ্রীবাস্তব
লিরিকসঃ সমীর
একদম বিগ বি স্টাইল গান যাকে বলে। সঙ্গে দুর্দান্ত তাল মিলিয়েছেন হেমা মালিনি। জমজমাট হোলির গান যাকে বলে এ হল ঠিক তাই।
#৭
ডু মি আ ফেভার লেটস প্লে হোলি
ছবির নামঃ ওয়াক্ত
গায়ক/গায়িকাঃ অন্নু মালিক ও সুনিধি চৌহান
সঙ্গীতঃ অন্নু মালিক
এটা যাকে বলে আদর্শ ফিউশান হোলি সং। অক্ষয় কুমার আর প্রিয়াঙ্কা চোপড়ার কেমিস্ট্রির গুণে এই গানটিও জায়গা করে নিয়েছে আমাদের টপ ৭ লিস্টে।
এটিও পড়ুন :
होली की हार्दिक शुभकामनाएं और संदेश
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
Picture Courtsey: Instagram and Youtube
Read More From লাইফস্টাইল
এই ৬টি ঠোঁটের অধিকারিণীরা এইসব গুণের মানুষ হন
SRIJA GUPTA
চুল ভাল রাখতে শ্যাম্পুর বদলে এগুলি ব্যবহার করুন
SRIJA GUPTA