সন্ধ্যে হতে না হতেই আরতি দেবীর বসার ঘরে একে একে অনেক অতিথি আসেন। কেউ কেউ তো আবার এখন পরিবারের সদস্যের মতই হয়ে গেছেন। আরতি দেবী তাদের সুখে সুখি হন, আবার যখন তারা কোন সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে যান, তিনিও বড়ই বিচলিত হয়ে পড়েন। এসব নিয়ে বাড়িতে মাঝেমধ্যে তাঁকে একটু আধটু কথা যে শুনতে হয়না, তা নয়, তবে সেটা উনি খুব একটা গায়ে মাখেন না। ভাবছেন তো, আমি কি বলছি? আরে বাবা, আমি একটি বাঙালি (bengali) পরিবারের (family) সান্ধ্যকালীন কাহিনী শোনাচ্ছি আপনাদেরকে। এটা শুধু আরতি দেবীর বাড়ির ঘটনা নয়, মোটামুটি সব বাঙালি (bengali) পরিবারেই (family) সন্ধ্যে থেকে রিমোট হাতে যুদ্ধ শুরু হয়ে যায় সিরিয়াল দেখা নিয়ে। আর ওই যে অতিথিদের কথা বললাম, এতক্ষনে নিশ্চই বুঝতে পেরেছেন যে আমি বাংলা সিরিয়ালের চরিত্রদের কথা বলছিলাম! সিরিয়ালের (serial) চরিত্ররা আজ ড্রইংরুম ছাড়িয়ে প্রবেশ করে ফেলেছেন আমাদের অন্দরমহলে। কোন সিরিয়ালে কি হচ্ছে, কোন চ্যানেলে কি সিরিয়াল হচ্ছে, আবার নতুন কি সিরিয়াল আরম্ভ হতে চলেছে সেগুলো বলে আর সময় নষ্ট করবনা, কারন সেটা আপনাদের এম্নিতেই জানা। কিন্তু আপনারা কি এটা জানেন যে কোন সিরিয়ালের টি আর পি কত? অর্থাৎ কোন সিরিয়াল সবচেয়ে বেশি জনপ্রিয়! আমি বলছি –
দেবী চৌধুরানী – ষষ্ঠ (স্টার জলসা)
জয়ী – সপ্তম (জি বাংলা)
নকশিকাঁথা – অষ্টম (জি বাংলা)
কে আপন কে পর – নবম (স্টার জলসা)
ফাগুন বউ – দশম (স্টার জলসা)
যা দেখা যাচ্ছে, টি আর পি (TRP) যুদ্ধে কিন্তু জি বাংলাই (Zee Bangla) এগিয়ে আছে।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
Read More From বিনোদন
চশমা পরা হবু কনেরা কিভাবে সাজবেন জেনে নিন
SRIJA GUPTA