ADVERTISEMENT
home / মেকআপের সরঞ্জাম
ঠোঁটে ফুটে উঠুক গোলাপি আভা, মাইগ্ল্যামের এই দারুণ তিনটি পিঙ্ক শেডের লিপস্টিকে

ঠোঁটে ফুটে উঠুক গোলাপি আভা, মাইগ্ল্যামের এই দারুণ তিনটি পিঙ্ক শেডের লিপস্টিকে

যখনই লিপস্টিকের রং বা শেডের প্রসঙ্গ ওঠে, ভারতীয় মহিলাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় হয় লাল অথবা গোলাপি শেড বেশি পছন্দ করেন। আমার এমন অনেক পরিচিত মহিলা রয়েছেন যারা শুধুমাত্র গোলাপি রঙের লিপস্টিক লাগান। অবশ্য কালার ফ্যামিলি এক হলেও শেড কিন্তু আলাদা। কোনওটি হয়ত হট পিঙ্ক, কোনওটি বেবি পিঙ্ক আবার কোনওটি রোজ – গোলাপিরই নানা শেড! আপনিও যদি গোলাপি লিপস্টিক পছন্দ করেন, সেক্ষেত্রে দেখুন তো আমাদের পছন্দের এই শেডগুলো (3-amazing-shades-of-pink-lipsticks-by-myglamm) আপনার পছন্দ হয় কিনা!

মনিশ মালহোত্রা হাই শাইন লিপস্টিক – ফুশিয়া ফ্যান্টাসি

ফুশিয়া ফ্যান্টাসি একটি উজ্জ্বল গোলাপি শেড যা আপনার ঠোঁটে একটা আলাদা মাত্রা এনে দেয়। এতে মভের হাল্কা ছোঁয়া রয়েছে। এটি PETA অনুমোদিত ক্রুয়েলটি-ফ্রি ভেগান লিপস্টিক।

যে-কারও মাথা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে এই লিপস্টিকটির। আর MyGlamm-এর মনিশ মালহোত্রা হাই-শাইন লিপস্টিকের এই দারুণ রেঞ্জ যদি আপনার কাছে থাকে, তাহলে বার বার সবাই আপনাকেই দেখবে! দারুণ রং, মসৃণ ও গ্লসি টেক্সচার আপনার ঠোঁটের শোভায় (3-amazing-shades-of-pink-lipsticks-by-myglamm) সত্যিই এক অন্য মাত্রা এনে দেবে। মাখনের মত মখমলে পাউট করুন এবার। শুধু টেক্সচার নয়, এই লিপস্টিকটি অনেকক্ষণ পর্যন্ত ঠোঁটে থাকবে। আর এখন থেকে আপনার ঠোঁটকেই আপনার হয়ে কথা বলতে দিন!

উপকারিতা 

ADVERTISEMENT
  • পারফেক্ট বুলেট শেপ যাতে লাগাতে সুবিধে হয়
  • হাই কভারেজ ও গ্লসি শাইন
  • মোলায়েম ও মসৃণ

উপকরণের গুনাগুণ

  • UVB রশ্মি থেকে সুরক্ষা দেয়
  • কোনও প্রিজারভেটিভ নেই। মিনারেল অয়েল ও ন্যানো ইনগ্রেডিয়েন্ট মুক্ত

আপনার রোজকার সাজগোজ আরও একটু স্টাইলিশ করে তুলতে MyGlamm-এর Manish Malhotra Haute Couture Makeup রেঞ্জ সাহায্য করবে। এটি ভারতের অন্যতম ফ্যশন ডিজাইনার মনিশ মালহোত্রার নিজস্ব কালেকশন।

এল আই টি লিকুইড ম্যাট লিপস্টিক – ব্রেডক্রাম্ব

BREADCRUMB হল উজ্জ্বল পিচ রঙা পিঙ্ক শেড। এটি পেটা দ্বারা অনুমোদিত ভেগান লিপস্টিক।

বিশ্বাস করুন, এই লিকুইড ম্যাট লিপস্টিক আপনার নতুন ভালবাসার কারণ হবে! MyGlamm-এর এলআইটি লিকুইড ম্যাট লিপস্টিক (3-amazing-shades-of-pink-lipsticks-by-myglamm) কোমল, কিস প্রুফ। এর তীব্র রং ঘেঁটে যাবে না। এর মধ্যে থাকা মোরিঙ্গা অয়েল শুষ্ক এবং ফাটা ঠোঁটের উপশম করবে।

ADVERTISEMENT

উপকারিতা 

  • ম্যাট ফিনিশ
  • স্মাজ প্রুফ এবং ট্রান্সফার প্রুফ ফর্মুলা
  • স্মুথ অ্যাপ্লিকেশন
  • পিগমেন্ট যুক্ত
  • ভেগান ফ্রেন্ডলি

মূল উপকরণ 

  • এর মধ্যে থাকা মোরিঙ্গা অয়েল ঠোঁটকে আর্দ্র করবে। ঠোঁট হবে কোমল এবং নমনীয়।
  • ঠোঁটে লাগানোর পর প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হবে
  • ক্রুয়েলটি ফ্রি, প্রাণীদের উপর পরীক্ষা করা হয়নি

মনিশ মালহোত্রা হাই শাইন লিপস্টিক – ইটারনাল রোজ

ইটারনাল রোজ লাল ও গোলাপি শেডের একটি খুব সুন্দর মেলবন্ধন এটি একটি মিস্টি ও ক্লাসিক শেড। এটি PETA অনুমোদিত ক্রুয়েলটি-ফ্রি ভেগান লিপস্টিক।

যে-কারও মাথা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে এই লিপস্টিকটির। আর MyGlamm-এর মনিশ মালহোত্রা হাই-শাইন লিপস্টিকের এই দারুণ রেঞ্জ যদি আপনার কাছে থাকে, তাহলে বার বার সবাই আপনাকেই দেখবে! দারুণ রং, মসৃণ ও গ্লসি টেক্সচার আপনার ঠোঁটের শোভায় সত্যিই এক অন্য মাত্রা এনে দেবে। মাখনের মত মখমলে পাউট করুন এবার। শুধু টেক্সচার নয়, এই লিপস্টিকটি অনেকক্ষণ পর্যন্ত ঠোঁটে থাকবে। আর এখন থেকে আপনার ঠোঁটকেই আপনার হয়ে কথা বলতে দিন!

ADVERTISEMENT

উপকারিতা 

  • পারফেক্ট বুলেট শেপ যাতে লাগাতে সুবিধে হয়
  • হাই কভারেজ ও গ্লসি শাইন
  • মোলায়েম ও মসৃণ

টিপস

  • লিপস্টিক (3-amazing-shades-of-pink-lipsticks-by-myglamm) বেশিক্ষন ঠোঁটে স্টে করাতে চাইলে সামান্য ট্রানসলুসেন্ট পাউডার লাগান। এরপর একটি টিসু ঠোঁটের উপরে রেখে তার উপর দিয়ে আরেকটু  ট্রানসলুসেন্ট পাউডার  বুলিয়ে নিন।
  • একবারে খুব বেশি প্রোডাক্ট লাগাবেন না।
  • নুড লিপ লাইনার বা কনসিলার ঠোঁটে লাগিয়ে তার পর লিপস্টিক লাগান। এতে লিপস্টিকের রং খুব ভাল আসবে।
  • আপনার ঠোঁট অতিরিক্ত শুষ্ক হলে লিপস্টিক লাগানোর আগে এক্সফোলিয়েট করে নিন।

মূল ছবি – পেক্সেলস ডট কমের সৌজন্য 

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

28 Sep 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT