ADVERTISEMENT
home / Periods
প্যান্টিলাইনার কাকে বলে? যৌনাঙ্গের স্বাস্থ্যের জন্য এটি কি সবসময়ই ব্যবহার করা উচিত?

প্যান্টিলাইনার কাকে বলে? যৌনাঙ্গের স্বাস্থ্যের জন্য এটি কি সবসময়ই ব্যবহার করা উচিত?

শুধুমাত্র ঋতুস্রাবের সময়েই নয়, মহিলাদের অন্যান্য আরও অনেক সময়েই যোনিপথ থেকে স্রাব নির্গত হয় যা তাঁদের সারাদিন ধরে একটা অস্বস্তিতে রাখে। বিশেষ করে গরমকালে সবসময়ে একটা ভেজা ভেজা চিটচিটে ব্যাপার! আর শুধু তাই না, এর থেকে অনেকসময়েই নানারকম জীবাণু সংক্রমণ বা স্কিন ডিজিজের সমস্যাও দেখা যায়। তবে pantyliners কিন্তু এই সব সমস্যা থেকে মহিলাদেরকে মুক্তি দিতে পারে। তবে প্যান্টিলাইনার সম্বন্ধে অনেকেই জানেন না যে ব্যাপারটা কী, কীভাবে ব্যবহার করতে হয় ইত্যাদি। সবটা নিয়ে বিশদে আলোচনা করবো আজ –

প্যান্টিলাইনার ব্যাপারটা কী?

all-you-need-to-know-about-panty-liners %282%29মহিলাদের হাইজিন বা পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য প্যান্টিলাইনার ব্যবহার করা হয়। অন্যভাবে বলতে গেলে প্যান্টিলাইনার স্যানিটারি ন্যাপকিনের মতোই দেখতে হয় কিন্তু আকারে অনেকটাই ছোট। অনেকসময়েই আবার প্যান্টিলাইনার কাপড়ের তৈরি হয় যেগুলো বারবার আপনি ব্যবহার করতে পারেন।

প্যান্টিলাইনার কী কাজে লাগে?

প্রতিদিন মহিলাদের যে ভ্যাজাইনাল ডিসচার্জ হয় তা শুষে নিয়ে মহিলাদের নিম্নাঙ্গ পরিচ্ছন্ন রাখাটাই প্যান্টিলাইনারের কাজ। আবার অনেকসময়ে যখন ঋতুস্রাব প্রায় শেষের পথে থাকে এবং স্পটিং হয় অর্থাৎ মাঝে মাঝে অল্প ব্লাড ফ্লো হয় তখনও অনেকে pantyliners ব্যবহার করেন।

প্যান্টিলাইনার পরলে কি কোনও উপকার হয়?

all-you-need-to-know-about-panty-linersঅনেকের মনেই প্রশ্ন আছে যে প্যান্টিলাইনার কেন ব্যবহার করবেন। প্রশ্নটা যে অবান্তর তা নয়, তবে প্যান্টিলাইনার ব্যবহার করার যে উপকারিতাগুলো রয়েছে তা একবার নিজেই জেনে নিন –

ADVERTISEMENT
  • প্যান্টিলাইনার আপনার যোনিদেশ শুকনো রাখতে সাহায্য করে এবং নানা রকম জীবাণু সংক্রমণের হাত থেকে রক্ষা করে।
  • আপনার প্যান্টি পরিষ্কার ও জীবানুমুক্ত রাখতে সাহায্য করে
  • প্রতিদিনের ভ্যাজাইনাল ডিসচার্জ, আকস্মিক ঋতুস্রাব ইত্যাদি থেকে আপনাকে রক্ষা করে প্যান্টিলাইনার। না, প্যান্টিলাইনার ব্যবহার করলে আপনার অনিয়মিত ঋতুস্রাব নিয়মিতভাবে শুরু হয়ে যাবে তা কিন্তু নয়, তবে যদি আপনার ব্যাগে সবসময়ে একটি প্যান্টিলাইনার রাখেন তাহলে এরকম কোনও পরিস্থিতিতে আপনি সাময়িক সুরক্ষা পেতে পারেন।
  • স্পটিং-এর সময়ে আপনি প্যান্টিলাইনার ব্যবহার করতে পারেন একতা গোটা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করে
  • প্যান্টিলাইনার অনেক বেশি পকেটসই

প্যান্টিলাইনার পরার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি?

সাধারণত প্যান্টিলাইনারের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই, তবে –

  • আপনি আপনার ঋতুস্রাবের সময়ে প্যান্টিলাইনার দিয়ে কাজ চালাতে পারবেন না কারণ এতটা শোষণক্ষমতা প্যান্টিলাইনারের নেই
  • সুগন্ধযুক্ত প্যান্টিলাইনারে কেমিক্যাল ব্যবহার করা হয় ফলে সেগুলো ব্যবহার না করাই ভাল
  • বেশিক্ষন প্যান্টিলাইনার পরে থাকলে র‍্যাশ বেরতে পারে

কীভাবে প্যান্টিলাইনার ব্যবহার করতে হয়?

প্যান্টিলাইনার ব্যবহার করা খুব সহজ। ঠিক যেভাবে আপনি স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন সেভাবেই প্যান্টির ভেতরদিকে প্যান্টিলাইনার লাগিয়ে নিন। ব্যস হয়ে গেল! তবে খেয়াল রাখবেন যেন অন্তত দুঘণ্টা অন্তর বদলান।

POPxo বাংলা রেকমেন্ডেড কয়েকটি ভাল Pantyliners ব্র্যান্ড

১। বেলা হার্বস প্যান্টিলাইনার

all-you-need-to-know-about-panty-liners product 01কোথায় পাবেন – আমাজন ডট ইন

কত দাম – ১৫০ টাকা (৬০ টি থাকে)

ADVERTISEMENT

২। পি-সেফ প্যান্টিলাইনার

all-you-need-to-know-about-panty-liners product 02কোথায় পাবেন – আমাজন ডট ইন

কত দাম – ২৪০ টাকা (২ প্যাকেট, ৫০টি করে থাকে একেকটি প্যাকেটে)

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

ADVERTISEMENT

 

10 Jun 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT