নেল পলিশ পরতে প্রায় সবাই বেশ পছন্দ করি । নখের যত্ন নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমরা নেল পলিশ পরি । কিন্তু এই নেল পলিশ পরার সময় আমরা কয়েকটি ছোট ছোট ভুল করে ফেলি ( mistakes while wearing nail polish ) । তা কি আমরা জানি ? নেল পলিশ পরার সময় যে বিষয়গুলি মাথায় রাখা উচিত, তা আমরা অনেক সময়ই মাথায় রাখি না । হয়তো কোনও নিমন্ত্রণ বা পার্টিতে যাওয়ার আগের মুহূর্তে নেল পলিশের শিশিটি নিয়ে বসি, তাড়াতাড়ি নেল পলিশ পরতে চাই । কিন্তু আপনার সাজের অন্যান্য ক্ষেত্রেও যেমন সময় লাগে, একইভাবে নেল পলিশ পরতেও বেশ কিছুক্ষণ সময় লাগে । আর সেই সময় দেওয়া উচিত । সঠিক সময় দিলেই নেল পলিশ পরার ক্ষেত্রে আমরা আর ভুল করব না ( mistakes while wearing nail polish ) । সঠিকভাবে নেল পলিশ পরলে আঙুলে সেই নেল পলিশ টিকবেও বেশিদিন, আপনার আঙুলও খুব সুন্দর দেখাবে ।
নেল পলিশ পরার সময় আমরা সাধারণত কয়েকটি ভুল করে থাকি (mistakes while wearing nail polish ), সেই ভুলগুলি করবেন না ।
নেল পলিশ ( nail polish ) পরার সময় খেয়াল রাখতে হবে, নেল পলিশের তিনটি স্ট্রোকই গুরুত্বপূর্ণ । নখ পরিষ্কার করে বেস স্ট্রোক দিতে হবে । তারপর আরও একটি স্ট্রোক । এবং টপ স্ট্রোক দিতে হবে । এই তিনটে স্ট্রোক সঠিকভাবে দিয়ে নখ শুকিয়ে নিতে হবে ।
এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া নেল পলিশ অনেক সময়ই আমরা পরে নিই । বাড়িতে থাকা পুরনো নেল পলিশও ( nail polish ) পরি । কিন্তু তা করা উচিত নয় । এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া নেল পলিশ নখের জন্য ক্ষতিকারক । নখকে দুর্বল করে দেয় এই নেল পলিশ ( nail polish ) । নখের এনামেল ঠিক রাখতে এক থেকে দেড় বছরের মধ্যে নেল পলিশ বদলে ফেলুন ।
নেল পলিশ পরার ক্ষেত্রে সময় দিন
যদি গরম জলে আপনার কাজ থাকে, অর্থাৎ বাসন ধোওয়া বা স্নান করার হলে নেল পলিশ পরার আগেই সেই কাজ সেরে ফেলুন । নেল পলিশ ( nail polish ) পরার পর পরই তাড়াহুরো করে গরম জল ব্যবহার করবেন না । অন্তত এক ঘণ্টা অপেক্ষা করুন । তবে বরফ জলে আপনি আঙুল চুবিয়ে রাখতে পারেন, এতে আপনার নেল পলিশ ( nail polish ) তাড়াতাড়ি শুকায় ।
প্রত্যেক নেল আর্টিস্ট নেল পলিশ ( nail polish ) পরার আগে নখ রিমুভার দিয়ে পরিষ্কারের পরামর্শ দেন । কারণ, নখ পরিষ্কার রাখা খুব গুরুত্বপূর্ণ । নেল পলিশ পরার আগে ভাল ভাবে নখ পরিষ্কার করে নিন । খেয়াল রাখবেন, কোনওভাবেই যেন নখে ময়লা বা তেল না থেকে যায় ।
নেল পলিশ পরার সময়ই আমরা বেশিরভাগ ক্ষেত্রে তাড়াহুরো করি । একবার নেল পলিশ পরা হয়ে গেলেই তা কখন শুকাবে, ততক্ষণ অপেক্ষা করতে পারি না আমরা । সেই হাত নিয়ে অনেক সময় বিছানায় শুয়ে পড়ি । করবেন না । নেল পলিশ খারাপ হবে । যে সময় দিয়ে নেল পলিশ পরেছেন, আরও কিছুক্ষণ সময় দিন । সুন্দর নখ উপভোগ করুন ।
POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে
থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!