ADVERTISEMENT
home / ফ্যাশন
ডিজাইনার ব্লাউজ বানাতে চান? রইল কলকাতার সেরা কয়েকজন দর্জির সন্ধান

ডিজাইনার ব্লাউজ বানাতে চান? রইল কলকাতার সেরা কয়েকজন দর্জির সন্ধান

কাঁধ চেপে বসে তো হাত ঢলঢল করে! আবার সব ঠিকঠাক থাকল তো গলার ভি কাট বড্ড বেশি ডিপ হয়ে গেল। সবচেয়ে সুন্দর এমব্রয়ডারিই বাদ পড়ে গেল সেলাই করার সময়। কী ভাবছেন? এসব কী বলছি তাই তো? এগুলো হচ্ছে সেই সব সংলাপ যা দর্জিকে (tailors) দিয়ে ব্লাউজ (blouse) তৈরি করার পর আপনি যখন ট্রায়াল রুমে ঢোকেন, তখনকার সংলাপ! আর শুধু আপনাকেই বা বলছি কেন? এগুলো আমাদের সকলের মনের কথা। কারণ যারা শাড়ি পরতে ভালবাসেন তাঁদের কাছে ফিটিং ব্লাউজ না থাকলে তাঁরা বড্ড খুঁতখুঁত করেন। আর সেটাই স্বাভাবিক। কারণ দামী শাড়ি পড়ছেন, দারুণ মেকআপ করছেন আর তার সঙ্গে যথাযথ ব্লাউজ না পরলে হয়? তাছাড়া এখন তো ডিজাইনার ব্লাউজ তৈরির ফ্যাশন হয়েছে। আর তার জন্য দরকার স্পেশ্যাল কেয়ার। কিন্তু অতি বড় ঘরণী যেমন ঘর পায় না, ঠিক সেরকমই সঠিক দর্জি খুঁজে পাওয়া মানে হল হাতে চাঁদ পাওয়া! তবে আপনাকে আর এত কষ্ট করতে হবে না। আমরা নিয়ে এসেছি কলকাতার (kolkata) সেরা ডিজাইনার (designer) ব্লাউজ দর্জির সন্ধান। এখন থেকেই বুকিং করুন, না হলে কিন্তু পুজোর সময় সাজগোজ মাটি হবে।

 

১) অলটার ব্লিস ডিজাইনার বুটিক অ্যান্ড অনলাইন লেডিজ টেলর

ঠিকানা

আর্য বিদ্যালয় রোড, ৩৭ গরফা মেন রোড, রামলাল বাজার, হালতু, কলকাতা ৭৮

ADVERTISEMENT

ফোন নাম্বার

৭০০৩৯০৪৩৯০

এদের বিশেষ পরিষেবা

এরা বাড়ি এসে আপনার ব্লাউজের মাপ নিয়ে যাবেন এবং বাড়িতেই ডেলিভারি দেবেন। ব্লাউজ তৈরির পর দেখেশুনে তবেই আপনি পেমেন্ট করতে পারবেন।

ADVERTISEMENT

ইমেল করতে পারেন

alterbliss.com@gmail.com

ওয়েবসাইট

www.alterbliss.com

ADVERTISEMENT

 

 

Hercloset0

ADVERTISEMENT

২)  জগগি অ্যান্ড কোম্পানি

 ঠিকানা

১২ নেলি সেনগুপ্ত সরণি (লিন্ডসে স্ট্রিট), ফায়ার ব্রিগেড হেড কোয়ার্টার, নিউ মার্কেট, তালতলা, ধর্মতলা, কলকাতা ৮৭

ফোন নাম্বার

(০৩৩) ২২৫২ ১৫৩৫

ADVERTISEMENT

এদের বিশেষ পরিষেবা

এখানে নানা রেঞ্জের সুন্দর ফ্যাব্রিক পাওয়া যায়।

ওয়েবসাইট

https://jaggi-and-company.business.site/

ADVERTISEMENT

 

HerCloset0

৩) ফ্রেঞ্চ লেডিজ টেলর

ঠিকানা

ADVERTISEMENT

২, ম্যাজ লেন, নিউ মার্কেট, কলকাতা ৮৭ (নিউ মার্কেট ট্রেজার আইল্যান্ডের কাছে)

ফোন নাম্বার

(০৩৩) ২২৫২ ১৮০২ , (০৩৩) ২২৫২ ১৬৮৪, ৮০১৭৩১৯১৪৬, ৯৮৮৩৩০৯১২১

এদের বিশেষ পরিষেবা

ADVERTISEMENT

দীর্ঘদিনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানকার দর্জিরা অত্যন্ত দক্ষ। তাই আপনার শাড়ি বা লেহঙ্গা দেখে আপনার পছন্দের ব্লাউজ ডিজাইন এরা নিজেরাই তৈরি করে দেবেন।  

৪) কলকাতা  টেলর

ঠিকানা

এদের কোনও ঠিকানা নেই। এরা পরিষেবা দেন অনলাইনের মাধ্যমে।

ফোন নাম্বার

ADVERTISEMENT

৯৮৩৬৮ ৮৫৯৯৭

এদের বিশেষ পরিষেবা

যেহেতু এটি একটি অনলাইন দোকান তাই এদের সঙ্গে আপনি যে-কোনও সময় যোগাযোগ করতে পারবেন। এদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি দর্জির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারবেন। দর্জি আপনার বাড়িতেই আসবেন। ব্লাউজ তৈরি হয়ে গেলে দর্জি নিজেই আপনার বাড়িতে সেটা ডেলিভারি দিয়ে আসবেন। ব্লাউজে কোনও খুঁত থাকলে সেটা যথাসম্ভব তখনই ঠিক করে দেওয়ার চেষ্টা করা হবে এবং তার জন্য আলাদা কোনও চার্জ নেওয়া হবে না।

ওয়েবসাইট

ADVERTISEMENT

http://kolkatatailor.in/

maggam_works_

৫)   ডিজাইনার লেডিজ টেলর

ঠিকানা

ADVERTISEMENT

দক্ষিণ কুমরাখালি, সামসিয়া মোড়, শপ নাম্বার থ্রি, কারবালা, ইনডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের সন্নিকটে। কলকাতা ১০৩,

ফোন নাম্বার

৭০০৩৫ ৫৯৫৪৭

ওয়েবসাইট

ADVERTISEMENT

https://designer-ladies-tailor-best-ladies.business.site/

এদের বিশেষ পরিষেবা

ব্লাউজ ছাড়াও এরা বাজেটের মধ্যে আনারকলি কুর্তাও তৈরি করে দেয়। এদের আর একটি শাখা আছে নরেন্দ্রপুর সুগম পার্কে।

 

ADVERTISEMENT

মূল ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

18 Jun 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT