একটা সময় ছিল যখন আমরা একে অন্যের ছবি তুলে দিতাম। সদ্য বিবাহিত দম্পতি বা বড় পরিবার নিয়ে বেড়াতে আসা পর্যটক সাহায্য নিতেন টুরিস্ট গাইড বা অচেনা কোনও ব্যক্তির। ইতস্তত করে অনুরোধ করতেন একটা ছবি তুলে দিতে। অন্যের সাহায্যে ছবি তোলার দিন বিদায় নিয়েছে বহুকাল। এখন আমরা অনেক স্বনির্ভর হয়ে গেছি। তাই আমরা নিজের ছবি নিজেই তুলতে ভালোবাসি। আর নিজেই নিজের ছবি তোলাই হল সেলফি (Selfie)। দেখতে দেখতে সেলফি তোলা সারা পৃথিবীতে একটা দুর্দান্ত ক্রেজে পরিণত হয়েছে। বলিউড থেকে হলিউডের তারকা, প্রধানমন্ত্রী থেকে সাধারণ জনতা নিজের জীবনের বিভিন্ন মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য সেলফি তুলেছেন। এমনও হয়েছে সেলফি তোলার সময় ব্যাকগ্রাউন্ডকে আরও বেশি ড্রামাটিক করে তোলার জন্য সবাই এমন সব ভয়ঙ্কর স্থান বা পরিস্থিতি বেছে নিয়েছেন, যার যেরে তাদের মৃত্যুও হয়েছে। এতে কিন্তু সেলফি (Selfie) তোলার হুড়োহুড়ি একটুও কমেনি। সেলফি তুলে সেটা ফোনে জমিয়ে রেখে তো কোনও লাভ নেই। সেটা তো সুদে আসলে ব্যাঙ্ক ইন্টারেস্ট হয়ে আপনার পকেট ভারী করবে না। উল্টে একগাদা ছবি রাখার জন্য আপনার ফোনের মেমরি ফুল হয়ে যাবে। তাই যারা সেলফি তুলতে ভালোবাসেন তারা সঙ্গে সঙ্গে সেটা সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইন্সটাগ্রামে সেটা পোস্ট করে দিতে ভালোবাসেন।কারণ প্রচুর লাইকস আর পজিটিভ কমেন্ট পেতে আমরা সবাই ভালোবাসি। ঘটা করে সেই সেলফির সঙ্গে থাকে দুর্দান্ত কিছু লাইন বা কোটস। সেলফি লাভারদের কথা ভেবে আমরা তাই নিয়ে এসেছি সেরার সেরা কিছু সেলফি কোটস (Best Selfie Quotes For Social Media Posts)। দেখুন তো পছন্দ হয় কিনা।
১৫টি সেরা বাংলা ক্যাপশন ফেসবুকের ছবির জন্য
এমন নয় যে প্রত্যেকেই সেলফি বলতে পাগল। কিন্তু তারকাদের বা পরিচিত বন্ধু বান্ধবদের সেলফি দেখতে এবং সেখানে লাইক দিতে অনেকেই ভালবাসেন অনেকে আবার সেলফির সঙ্গে দিয়ে দেন এমন কিছু কোটস যা খুবই পজিটিভ এবং যা অন্যকে অনুপ্রাণিত (Inspiring Selfie Quotes) করে। রইল সেরকমই কিছু বাছাই করা পজিটিভ (Positive Selfie Quotes) সেলফি কোটস –
১| অতীত আঁকড়ে থাকলে ভবিষ্যৎ তৈরি হবে কীভাবে?
২| কালকের কথা ভুলে প্রাণ ভরে বাঁচো।
৩| তোমার মাথায় আত্মসম্মানের মুকুট, মাথা নিচু করলে সেটা পড়ে যাবে।
৪| লম্বা নিঃশ্বাস নিয়ে বলো আজকের দিনটা খারাপ গেছে, কাল নিশ্চয়ই ভালো যাবে।
৫| তুমি ভালো থাকলেই তোমার ভালোবাসার মানুষও ভালো থাকবে।
৬| জীবন তুমি পাশে থাকো, তোমার সঙ্গে সেলফি নেব।
৭| টাকা দিয়ে আনন্দ কিনতে পারব না তো বয়েই গেল, মেকআপ কিনব, শাড়ি কিনব, গাড়ি কিনব!
৮| আমি একদম আমার মতো!
৯| আমি আমার সবচেয়ে ফেভারিট!
১০| জীবন খুব ছোট, কেঁদে কেঁদে নষ্ট করব কেন?
১১| অন্যকে দেখে নিজেকে বদলাবে কেন? তুমি এমনিতেই সুন্দর।
১২| আমি যেমন ঠিক তেমনভাবেই আমায় ভালবেসো।
১৩| এ তুমি কেমন তুমি?
১৪| ইশ, আমি কত সুন্দর, তাও কেউ সিনেমায় নেয় না!
১৫| এটা বিশ্বের শ্রেষ্ঠ সেলফি।
ইন্সটাগ্রামে আপলোড করার ১৫টি সেরা ফটো ক্যাপশন
প্রত্যেকেই চায় তার সেলফি হবে দি বেস্ট। এমনকি সেখানে যে লাইনটি তারা লিখবেন সেটাও হবে একদম ইউনিক, একদম আলাদা (Unique Selfie Quotes)। আমাদের বাংলায় তো ঘরে ঘরে কবি। আর সেইজন্যই সেলফি তোলার সময় অনেকের মনেই কবি কবি ভাব জাগে আর তারা তখন কাব্যময় কোটস দেন। রইল ১০টি বাছাই করা এরকমই কয়েকটি পদ্যছাপ সেলফি কোটস (Poetic Selfie Quotes) –
১| ভালোবাসার খামে তোমায় দিলাম আমার চিঠি।
২| হাত ধরো আমার প্রিয়তম, এসো তোমায় বাঁচতে শিখিয়ে দিই।
৩| এখন তো সেলফিরই যুগ। এসো জীবন তোমার সঙ্গে একটা সেলফি নিয়ে নিয় এইবেলা।
৪| এই মুখে মুখোশ পরি সেলফির জন্য। আমার আসল আমি শুধু যে তোমার জন্য রাখা।
৫| ভাবিনি কোনওদিন একদিন এইভাবে কংক্রিট জঙ্গলে হারিয়ে যাব আমি/সেলফিতে থাকবে শুধু একদিনের হাসি।
৬| আমরা কতটা একা হয়ে গেছি তাই না? একসময় একে অন্যের ছবি তুলতাম। এখন নিজের সেলফি নিজেকেই তুলে খুশি থাকতে হয়।
৭| তার দুষ্টু মিষ্টি মুখটা আজও চোখের সামনে ভাসে/ ফোন খুললেই সেলফিতে সে একটু একটু হাসে।
৮| একলা হতে হতে দেওয়ালে পিঠ ঠেকেছে তাই/নিজেই নিজের সেলফি তুলে লাইক দিয়ে যাই!
৯| সে ভাবল টেরা চোখে তাকাই আমি তার দিকে/ সেলফি নিচ্ছি বুঝতে পেরে হল একটু ফিকে।
১০| মাঝে মাঝে নিজেই নিজের সেলফি দেখে এত খুশি হয়ে যাই মনে হয় নিজেই নিজেকে একটা চুমু খেয়ে ফেলি!
হোয়াটস অ্যাপে আপলোড করার মতন সেলফি নিয়ে স্ট্যাটাস
যারা সেলফি পছন্দ করেন না তারা দেন নেগেটিভ কোটস (Negative Quotes)।নেগেটিভ বলতে খারাপ কিছু নয়। অনেকেই মনের চাপা দুঃখ, যন্ত্রণা বা প্রেমে আঘাত পাওয়ার কষ্ট এইসব কোটস (Sad Selfie Quotes) গুলোতে তুলে ধরেন। কেউ কেউ সেলফি তুললেও মনে করেন আসলে এই সেলফি হল আমাদের একাকীত্বের প্রতিফলন মাত্র। সেরকম দুঃখের ছায়া মাখা ১০ টি বাছাই করা নেগেটিভ সেলফি কোটস (Negative Selfie Quotes) রইল আপনাদের জন্য –
১| আমার ছোটবেলার কোনও সেলফি নেই, কারণ তখন মোবাইল ফোন নয় ল্যান্ডফোন ছিল।
২| আমার নাকি অনে-এ-এ-ক বন্ধু, তাহলে আমার সেলফিতে মাত্র দুটো লাইক কেন?
৩| আগে সবাই বলত ভালো কাজ করো আর ভুলে যাও আর এখন সবাই বলে ভালো, খারাপ যাই করো ফেসবুকে দাও।
৪| একটা পারফেক্ট সেলফির পিছনে থাকে অনেকগুলো ডিলিট করে দেওয়া বিচ্ছিরি সেলফি।
৫| সেলফি তুলতে তুলতে আমরা ভুলেই গেছি খুশি থাকাটা খুশি দেখানোর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
৬| যেসব মেয়েরা সেলফি তুলতে ওস্তাদ তারা গোল রুটি তৈরি করতে না পারলেও ঠোঁটটা ঠিক গোল করে ক্লিক করতে পারে।
৭| আজকের দিনে বিশ্বস্ত থাকাটা অতটা প্রয়োজনীয় নয় বরং লোকের সামনে মিথ্যে অভিনয় করাটাই স্টাইল হয়ে গেছে।
৮| তোমার এই সেলফিই বলে দিচ্ছে তুমি কত একা। সময় থাকতে বন্ধু আর প্রিয়জনদের মর্যাদা দিতে শেখ।
৯| প্রতিদিন এভাবে নিজেকে মিথ্যে বলে নিজের সঙ্গে সেলফি তুলতে তুলতে আমি ক্লান্ত হয়ে গেছি।
১০| একগাদা সেলফি তুলতে তুলতে কবে যে ডান হাতটা বাঁ হাতের চেয়ে লম্বা হয়ে গেছে বুঝতেই পারিনি।
সেরা ১০টি মজার ফটো ক্যাপশন
আসলে সেলফি তুলতে আপনি পছন্দ করুন বা না করুন, এটার মধ্যে একটা দারুণ ছেলেমানুষি মজা আছে সেটা অস্বীকার করে লাভ নেই। আর তাই অনেকেই ইন্সটাগ্রাম আর ফেসবুকে সেলফি পোস্ট করার সময় মজার মজার কোটস দেন।
১| আইনের হাতের থেকেও যারা সেলফি তোলে তাদের হাত অনেক লম্বা হয়।
২| সেলফি ক্রিসমাস ।
৩| সেলফি নেওয়ার সময় আমরা যে ৩৬৫ রকমের মুখের কায়দা করি, এটা আসলে বাবা রামদেবের বিচিত্র মুখাসন দ্বারা অনুপ্রাণিত।
৪| মন নয় এখন মুখের দাম বেশি, তাই বাজারে সেলফি ফোনের দাম অনেক বেড়ে গেছে।
৫| যে মেয়ে আজ পর্যন্ত একটাও সেলফি তোলেনি তাকেই আসল ভারত রত্ন দেওয়া উচিৎ।
৬| মেয়েদের পাউট আর বাবা মায়েদের ডাউট কখনও কমে না।
৭| কারও সাথে এমনভাবে গায়ে গা লাগিয়ে সেলফি তুলবে না, যাতে আড়ি হয়ে গেলে তাকে ক্রপ করে ছেঁটে ফেলা না যায়।
৮| সেলফি তোলার সময় পেটটা টেনে ভিতরে ঢোকানোটা একটা শিল্পকলা।
৯| এই যে আপনি সেলফি তুলে তাতে ব্রাইটনেস বাড়িয়ে ফিল্টার করে এফেক্ট নিয়ে “দারুণ ডিপি” “বাহ” “দুর্দান্ত” এসব কমেন্ট পান, একে না শাস্ত্রীয় ভাষায় বলে মিথ্যাচারণ।
১০| মেয়েদের দুটো ফেভারিট কাজ। প্রথম কাজ হল সেলফি নেওয়া এবং দ্বিতীয় কাজ হল প্রথম সেলফি ডিলিট করে দ্বিতীয় সেলফি নেওয়া।
বাছাই করা ১০টি গ্রুপ ছবির ক্যাপশন
সেলফি তুলতে তুলতে সবাই যখন বলতে শুরু করেছে “এইবার ব্যাপারটা বেশ বোরিং হতে শুরু করেছে” ঠিক তখনই সেলফি প্রেমীদের ভরসা দিতে আসরে অবতীর্ণ হল গ্রুপফি (Groupfie)। বুঝতেই পারছেন একা একা ছবি তুলে যারা হাঁপিয়ে গেছেন তারা সঙ্গে সঙ্গে এই সুযোগ কাজে লাগালেন। বন্ধুদের সঙ্গে দল বেঁধে বেড়াতে যাওয়া, পরিবারকে নিয়ে খেতে যাওয়া, বা তারকারা শুটিং স্পট থেকে দেদার গ্রুপফি তুলতে লাগ্লেন। এবার আর কেউ বলতে পারবে না একা একা সেলফি তুলে সবাই একাকীত্ব দেখাচ্ছে। বরং সেলফির চেয়ে গ্রুপফি অনেক বেশি উষ্ণ অনেক বেশি আন্তরিক। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বলিউডের তারকারা একটি গ্রুপফি তুলেছেন (Group Selfie)। আর সেটা দারুণ জনপ্রিয় হয়েছে। সেলফি থেকে যখন গ্রুপফি (Groupfie) হয়েছে তখন তার কোটসও তো প্রয়োজন।
১| চল বেটা সেলফি লে লে রে!
২| ভালো বন্ধুদের একদম চটানো উচিৎ নয়, তারা হাটে হাঁড়ি ভেঙে দেবে।
৩| আমরা তো ঝগড়াই করি এই জন্য যে পরে ভাব হয়ে গেলে জমিয়ে গ্রুপফি বা গ্রুপ সেলফি নিতে পারি।
৪| সময় আর ভালো বন্ধুর কদর আমরা তখনই করি যখন তারা চলে যায়।
৫| ভালো সময়ে সবাই বন্ধু হতে চায় কিন্তু ভালো বন্ধু তারাই যারা সময় বদলে গেলেও নিজেরা বদলায় না।
৬| যারা তোমাকে সত্যি ভালোবাসে তারা কখনওই তোমায় ছেড়ে যাবে না।
৭| সেলফি হোক বা গ্রুপ সেলফি সেটা তুলতে তখনই ভালো লাগে যখন সেটা কারও সঙ্গে শেয়ার করা যায়।
৮| আজ এই মুহূর্তকে উপভোগ করে প্রাণ খুলে বাঁচো। চল্লিশ বছর পর কি হবে সেটা চল্লিশ বছর পরেই ভেবো।
৯| একে অপরের মতো হওয়ার কোনও প্রয়োজন নেই, একে অপরের সঙ্গে থাকলেই হবে। সেটা বেশি দরকারি।
১০| লম্বা হওয়ার কি সুবিধে সেটা গ্রুপ সেলফি তোলার সময় বোঝা যায়।
সেরা ৬ টি ওয়ান লাইনার সেলফি ক্যাপশন
১| আমি তো জন্ম থেকেই হট!
২| হ্যাঁ, আমি স্বীকার করছি আমি সেলফিহলিক।
৩| ইয়েস! একেই বলে আসল সেলফি!
৪| সে পনি-ই-ই-র!
৫| হাসতে গেলে ট্যাক্স লাগে না!
৬| পাউট না করলে পুলিশ ধরে না।
Picture courtsey: Instagram. Pinterest
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এগুলোও আপনি পড়তে পারেন
আপনাকে জীবনে Motivation দেবে গীতার এই বাণীগুলি