ADVERTISEMENT
home / বিবাহ
ব্রাইডাল মেকআপ টিপস (Bridal Makeup Guide In Bengali)

ব্রাইডাল মেকআপ টিপস (Bridal Makeup Guide In Bengali)

প্রত্যেক মেয়েই মানে হবু কনেরা চায় তার বিয়ের দিন (Bridal Makeup) তাকে সবচেয়ে সুন্দর দেখাক। তাই অনেক সময় হবু কনেরা দিনের পর দিন এমনকি মাসের পর মাস পারফেক্ট লেহেঙ্গা বা শাড়ি খুঁজতে সময় নেয়। কিন্তু বিয়ের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে একজন হবু কনের সবচেয়ে চিন্তার বিষয় হল তাকে বিয়ের দিন কেমন দেখতে লাগবে, কেমন হবে তার লুক (Bridal Look) আর কে তাকে সাজাবে। তাই ব্রাইডাল মেকআপ সম্পর্কে আলোচনা করছি আমরা। 

বিয়ের দিন ব্রাইডাল মেকআপ বা (Bridal Makeup) সাজগোজের ক্ষেত্রে জেন কোনও ভুলচুক না হয় সেটাই সব মেয়ে চায়। কোনও কনেই চায়না তার চোখের কাজল ধেবড়ে যাক বা ঠোঁটের লিপস্টিক খসখসে দেখাক (Bridal Look)। আমরা আপনার এই দুশ্চিন্তা খুব ভাল করে বুঝি আর তাই বিয়ের দিন কোনও অসুবিধা না হয় সেই বিষয়ে সমাধান (tips) নিয়ে হাজির হয়েছি। বিয়ের দিন ব্রাইডাল মেকআপের (Bridal Makeup) নানা টিপস (Tips) থেকে শুরু করে মেকআপ আর্টিস্টকে (Bridal Makeup Artist) আপনি কী কী প্রশ্ন করবেন, তার সমস্ত খুঁটিনাটি রয়েছে এই লেখায়। ধন্যবাদ চাইনা, আমরা শুধু চাই আপনার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনায় আপনাকে যেন সবচেয়ে সুন্দর দেখায়।

আরও পড়ুনঃ কলকাতার Best Wedding Photographer-এর সন্ধান

সঠিকভাবে চোখের মেকআপ কীভাবে করবেন

ADVERTISEMENT

অন্যান্য মেকআপ টিপস যা মনে রাখা দরকার

সঠিক ব্রাইডাল মেকআপ আর্টিস্ট নির্বাচন

ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে কোনটা করবেন আর কোনটা নয়

নিখুঁত বেস পাওয়ার জন্য দরকারি টিপস (Tips For A Perfect Base)

১| স্কিনকেয়ার রুটিন অনুসরণ করুন (Follow Skin Care Routine)

বিয়ের দিন যাতে আপনার ত্বক উজ্জ্বল ও কোমল দেখায় তার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আপনার মুখ হল একটা সাদা ক্যানভাসের মতো। সেখানেই মেকআপ আর্টিস্ট তার জাদু ফুটিয়ে তুলবেন। সুতরাং এই ক্যানভাস সামলে রাখার দায়িত্ব আপনার। দেখে নিন কীভাবে নেবেন বিয়ের আগে ত্বকের যত্ন।

ADVERTISEMENT

ক) নিজের যত্ন নিন

আপনি যদি ভেবে থাকেন বিয়ের মাত্র এক সপ্তাহ আগে ত্বকের যত্ন নেওয়া যথেষ্ট তাহলে আপনি ভুল ভাবছেন।ছ’মাস আগে থেকে প্রস্তুতি নিন। ডার্মেটোলজিস্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে তার সঙ্গে স্কিন কেয়ার রুটিন নিয়ে কথা বলুন। তারপর যেটা আপনার ত্বকের উপযোগী সেটা করুন।

খ) প্রতিদিন এক্সফোলিয়েট করুন

এক্সফোলিয়েশান মানে হল ত্বকের মৃত কোষ তুলে ফেলা। নিয়মিত এক্সফোলিয়েশান করলে মৃত কোষ দূর হবে এবং ত্বক উজ্জ্বল হবে। তবে মনে রাখবেন সপ্তাহে দু তিন বারের বেশি এক্সফোলিয়েট করবেন না। কারণ বেশি এক্সফোলিয়েশান ত্বকের পক্ষে ক্ষতিকর। 

গ) সানস্ক্রিন ব্যবহার করুন

সূর্যের রশ্মি আমাদের ত্বকের কতটা ক্ষতি করে সেটা সহজে বোঝা যায় না। এর প্রভাব ধীরে ধীরে বোঝা যায় যখন ত্বক নির্জীব ও দাগছোপযুক্ত হয়ে পড়ে। তাই বাড়ি থেকে যখনই বেরবেন সানস্ক্রিন ব্যবহার করবেন। এসপিএফ৩০ বা তার বেশি হলে ভালো হয়। শীতকালেও সানস্ক্রিন ব্যবহার করা উচিৎ।

ঘ) যতটা পারুন চাপমুক্ত থাকুন

বিয়ের আগে যত পারেন স্পা, ফেসিয়াল, মাসাজ এসব করে নিজেকে খুশি রাখুন। চাপমুক্ত থাকার চেষ্টা করুন। কারণ আপনার মন ফুরফুরে থাকলে তার প্রভাব আপনার ত্বকে পড়বে। বিয়ের দিন কী হবে এই ভেবে শুধু শুধু টেনশান নেবেন না। 

ADVERTISEMENT

ঙ) ভালো করে খাওয়া দাওয়া করুন

মনে রাখবেন আপনি যা খাবেন তার প্রভাব পড়বে আপনার ত্বকে। তাই বিয়ের আগে ভাজাভুজি না খেয়ে মায়ের হাতের ঘরোয়া রান্না খান। বেশি করে সবজি আর ফল খান। আর প্রতিদিন দু লিটার করে জল পান করতে ভুলবেন না।

চ) এক্সারসাইজ করুন

এক্সারসাইজ আমাদের হেলদি লাইফস্টাইলের একটি অংশ। তাই সপ্তাহে অন্তত পাঁচবার আধ ঘণ্টা করে এক্সারসাইজ করুন। আপনি যত ঘাম ঝরাবেন আপনার শরীর থেকে তত টক্সিন বা বিষ বেরিয়ে যাবে।

২| বেস যেন পরিষ্কার থাকে (Clean Base)

মেকআপ শুরু করার আগে মুখে যত তেল ময়লা আছে সেগুল পরিষ্কার করে নিন। মুখ ধুয়ে শুকনো করে মুছে সেখানে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ড্রাই স্কিনে মেকআপ একদম বসে না তাই ত্বক আর্দ্র থাকা দরকার।

৩| সঠিকভাবে প্রাইমার ব্যবহার করুন (Use Primer)

ময়েশ্চারাইজার লাগানোর পরের পদক্ষেপ হল প্রাইমার লাগানো। প্রাইমার আপনার মুখে ফাউনডেশান ও কনসিলারের জন্য একটা স্মুদ (মাঝে মাঝে ওয়াটারপ্রুফ বেসও করে) বেস তৈরি করে জার জন্য মেকআপ আপনার মুখে দীর্ঘস্থায়ী হয়। একজন কনে হিসেবে প্রত্যেকেই চায় তার মেকআপ ১০ থেকে ১২ ঘণ্টা থাকুক তাই প্রাইমার ব্যবহার করা মাস্ট।

ADVERTISEMENT

 bm1

৪| ফাউনডেশান ভালো করে ব্লেন্ড করুন (Blend Foundation Perfectly)

একজন হবু জনের জন্য এক্তি গোল্ডেন রুল হল কখনও এসপিএফযুক্ত ফাউনডেশান ব্যবহার করবেন না। এতে আপনার মুখ বেশি চকচক করবে এবং ছবি বাজে উঠবে। মুখের কেন্দ্র থেকে শুরু করে ফাউনডেশান বাইরের দিকে লাগান, ঘাড়, গলা ও কানেও লাগান। আঙুল দিয়ে যদিও ফাউনডেশান লাগানো যায় তবু ভাল কভারেজের জন্য স্পঞ্জ বা ব্রাশ ব্যবহার করুন।

POPxo Recommmends Nykaa SKINgenius Sculpting and Hydrating Foundation

৫| মুখের খুঁত ঢাকতে কনসিলার ব্যবহার করুন (Use Concealer To Cover Dark Spots)

কনসিলার শুধু মুখের খুঁত, দাগ, ছোপ, ব্রণ বা মেচেতা ঢাকতেই কাজ দেয়না, এটি আপনার ত্বক উজ্জ্বলও করে। বাজারে এখন অনেক রঙের কনসিলার পাওয়া যায় যা বিভিন্ন কাজের জন্য ব্যবহারযোগ্য। আপনি কি জানেন মুখের লাল ভাব ঢাকতে কাজে দেয় গ্রিন কনসিলার? কী দারুণ ব্যাপার তাই না?

 concealer 2

৬| লুজ পাউডার ব্যবহার করুন (Apply Loose Powder)

মুখের মেকআপ যাতে ভালো করে বসে তার জন্য মিহি এবং লুজ পাউডার ব্যবহার করুন। চোখের তলায় ও জ’লাইনে পাউডার লাগিয়ে নিন। খানিকক্ষণ রেখে ব্রাশ দিয়ে মুছে দিন।

ADVERTISEMENT

৭| ডাইমেনশান আনতে কনটুরিং করুন (Contour Your Face)

আমরা সবাই খোদাই করা, হাই চিকবোন, স্ট্রং জ’লাইন লুক খুব পছন্দ করি। কনটুরিংয়ের মাধ্যমে আপনি এইরকম লুক পেতে পারেন।গাল টেনে ভিতরে ঢুকিয়ে নিন তারপর হেয়ারলাইন থেকে গালের মাঝ বরাবর পর্যন্ত ব্রোঞ্জার লাগান। গালের উঁচু অংশ ও জ’লাইনেও লাগান। ভালো করে ব্লেন্ড করে দিন।

৮| ত্বকে আনুন গোলাপের আভা (Apply Blush)

বিয়ের দিন কনের গালে যেন থাকে গোলাপের আভা। আপনার খুশি মনের ছোঁয়া যেন বোঝা যায়। তার জন্য প্রয়োজন ব্লাশার।ব্লাশ পাউডার নিয়ে ব্রাশ দিয়ে গালের উঁচু অংশে চক্রাকার মোশানে লাগিয়ে নিন। 

৯| হীরের মতো উজ্জ্বল হয়ে উঠুন (Apply Highlighter)

ঝকমকে ও ঝলমলে দেখাতে আপনাকে আপনার মুখের হাই পয়েন্টস যেমন চিকবোন, কপালের মাঝখানে, ভুরুর উপরে ও মাঝখান হাইলাইট করুন।

১০| সব কিছু ঠিকঠাক গুছিয়ে নিন (Apply Compact Powder)

সময়ের সাথে সাথে মেকআপ যাতে অতিরিক্ত চকচক না করে তার জন্য বেস মেকআপে কম্প্যাক্ট পাউডার লাগিয়ে নিন। ট্রান্সলুসেন্ট পাউডার লাগালে ছবি ভালো ওঠে না তাই আপনার স্কিন টোনের সঙ্গে সামঞ্জস্য রেখে পাউডার বেছে নিন।

ADVERTISEMENT

সঠিকভাবে চোখের মেকআপ কীভাবে করবেন (Perfect Eye Makeup Tips)

১| ভুরু শেপ করুন (Shape Eyebrows)

চোখের মেকআপের গুরুত্বপূর্ণ অংশ হল ভুরু কারণ এটা অনেকটা ফ্রেমের মতো। আইব্রো পেন্সিল দিয়ে ভুরুতে ঘষে নিন। চুলের যা রঙ তার থেকে এক শেড হাল্কা রঙ ব্যবহার করবেন।

২| ডার্ক সার্কল ঢেকে দিন (Cover Dark Circles)

বিয়ের দিন চোখ যাতে বড় আর উজ্জ্বল দেখায় তার জন্য চোখের আশেপাশে সব ডার্ক সার্কল ঢেকে দিতে হবে। ক্রিমযুক্ত কারেক্টর ব্যবহার করুন। চোখের চারপাশের ত্বকে সমতা আসলে চোখ বড় দেখাবে। 

৩| সামান্য শিমার যোগ করুন (Appy Eye Shimmer)

আপনি যখন কনে তখন আপনার চোখের আকর্ষণ হবে সবচেয়ে বেশি। চোখে নাটকীয়তা আনতে শিমারি আইশ্যাডো চোখের ভিতরের কোনে লাগিয়ে নিন। হাইলাইটার দিয়েও এটা করতে পারেন। এতে চোখ বড় আর সুন্দর দেখাবে। 

bm2 

ADVERTISEMENT

৪| ন্যুড শেড আইলাইনার ব্যবহার করুন (Use Nude Shade Eyeliner)

চোখ যাতে বড় দেখায় তার জন্য চোখের নিচের ল্যাশ লাইনে ন্যুড শেড আইলাইনার ব্যবহার করুন। এতে চোখ বড় আর সুন্দর দেখাবে। 

৫| ক্রিজ বা চোখের কোন অবহেলা করবেন না (Apply Eyeshadow In Your Crease)

চোখের মেকআপ করার সময় চোখের কোল বা ক্রিজকে অবহেলা করবেন না। তাই হাল্কা শেডের আইশ্যাডো ব্যবহার হয়ে গেলে ব্রাউন বা অন্য কোনও ডার্ক শেড চোখের কোনে লাগিয়ে সেটা হাল্কা শেডের সঙ্গে ভালো করে মিশিয়ে দিন।লাগবে।দেখবেন চোখ সুন্দর আর লাস্যময় লাগছে।

৬| চোখের নীচের পাতাতেও মাস্কারা দেবেন (Apply Mascara)

আপনি নিশ্চয়ই এটা বিশ্বাস করেন চোখের নিচের পাতায় মাস্কারা দিলে বাজে লাগে। একদম না! চোখ সুন্দর দেখাতে চোখের নিচেও মাস্কারা দিন।

৭| চোখের পাতা কার্ল করুন (Curl Your Eyelashes)

চোখের পাতা যাতে ঘন দেখায় তার জন্য মাস্কারা লাগানোর আগে চোখের পাতা কার্ল করে নিন।এতে চোখ বড় আর বোল্ড লাগবে। 

ADVERTISEMENT

৮| চোখের বাইরের দিকে মোটা করে কাজল/ আইলাইনার লাগান (Apply Kajal/Eyeliner)

চোখের মেকআপে এক্স ফ্যাক্টর যোগ করতে আইলাইনার বা কাজলের সঙ্গে ডার্ক কালারের আইশ্যাডো মিশিয়ে চোখের বাইরের কোনে লাগিয়ে নিন।

৯| চোখে আনুন বোল্ড লুক (Bold Eye Look)

বোল্ড লুকের জন্য আইলাইনার বা কাজল চোখের পাতার একদম ভিতরে লাগিয়ে নিন।সেটা যেন উপরের এবং নিচের চোখের পাতার ল্যাশ লাইনের খুব কাছাকাছি হয়। এই দুয়ের মধ্যে কোনও গ্যাপ না থাকলে চোখের পাতা আর বেশি প্রকট হবে ফলে বোল্ড লুক আসবে।  

অন্যান্য মেকআপ টিপস যা মনে রাখা দরকার (Essential Makeup Tips)

১| ঠোঁটের যত্ন আগে থেকে নেবেন (Lip Care Tips)

ঠোঁটের পুরোপুরি যত্ন না নিয়ে লিপস্টিক লাগাবেন না। সবার আগে দরকার ঠোঁটের মৃত কোষ তুলে ফেলা। তার জন্য একটা ভেজা টুথ ব্রাশ নিয়ে খুব ধীরে ও হাল্কা করে ঠোঁটে বোলান। এরপর ঠোঁটে লিপবাম বা ভেসলিন লাগিয়ে নিন। একজন হবু কনের জন্য এটা মাস্ট।

২| সব সময় ঠোঁটে আউটলাইন করবেন (Apply Lip Liner)

লিপলাইনার শুধু আপনার ঠোঁট সঠিকভাবে শেপ করে তা নয়, এটা কাজ করে ঠোঁটের প্রাইমার হিসেবে। লিপ লাইনিং পেন্সিল দিয়ে আপনি নিজের ইচ্ছে মতো সরু বা মোটা ঠোঁট এঁকে নিতে পারবেন।

ADVERTISEMENT

 lpstk

৩| পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিক বেছে নিন (Choose Lipstick According To Your Outfit)

এমন লিপস্টিক বেছে নিন যা আপনার পোশাকের সঙ্গে মানানসই। বেশিরভাগ কোনে বিয়ের দিন লাল পরতে বেশি পছন্দ করেন। লাল শাড়ির সঙ্গে লাল লিপস্টিক দারুণ লাগে। ভালো লাগে ন্যুড শেডও। ভালো করে বুদ্ধি বিবেচনা করে লিপস্টিক বেছে নিন।

৪| লিপস্টিক যেন ঠোঁটে দীর্ঘক্ষণ থাকে (Trick To Keep Lipstick Stay Longer)

আপনি যদি ছান আপনার ঠোঁটে লিপস্টিক দীর্ঘস্থায়ী হোক তাহলে এই ট্রিক ট্রাই করুন।লিপস্টিকের প্রথম কোট দিন তারপর সামান্য পাউডার ঠোঁটের উপরে দিন। তারপর আবার এক কোট দিন। দেখবেন লিপস্টিক যে শুধু অনেক্ষন থাকবে তা নয় সেটা ঘেঁটে যাবে না।

bm3

ADVERTISEMENT

৫| চুলের যত্ন নিন (Care Of Your Hair)

বিয়ের দিন শুধু মেকআপ ঠিকঠাক থাকলে হবে না। তার সঙ্গে হেয়ারস্টাইল আর অ্যাকসেসরিও ঠিকঠাক হতে হবে। তার জন্য স্কিন কেয়ারের মতো আপনাকে হেয়ার কেয়ারও নিতে হবে যাতে বিয়ের দিন আপনার চুল রেশমের মতো নরম আর উজ্জ্বল থাকে।

৬| কীরকম হেয়ারস্টাইল করবেন সেটা আগে থেকে ভেবে নিন (Find Your Perfect Hairstyle)

যেভাবে আগে থেকে লুক নির্ধারিত করে রেখেছেন ঠিক সেভাবেই কীরকম হেয়ারস্টাইল করবেন সেটাও ভেবে রাখবেন। চুল খোলা রাখবেন নাকি খোঁপা বাঁধবেন সিদ্ধান্ত নিয়ে নিন। চেষ্টা করুন নিজের মুখের শেপ অনুযায়ী হেয়ারস্টাইল করতে।

৭| ভালো হেয়ার স্প্রে ব্যবহার করুন (Use Hair Spray)

যে হেয়ারস্টাইলই আপনি বেছে নিন সেটা যেন ঠিকঠাক থাকে সেটাই আপনি চান। আর তাই একটি ভালো হেয়ার স্প্রে আপনার প্রয়োজন। হেয়ার স্প্রে দিলে চুল ঠিকঠাক থাকবে এবং ঘেঁটে যাবে না। 

সঠিক ব্রাইডাল মেকআপ আর্টিস্ট নির্বাচন (Pick The Right Makeup Artist)

একজন মেকআপ আর্টিস্টের সঙ্গে সাক্ষাৎ করার আগে যে বিষয়গুলো মনে রাখবেন (Things You Need To Keep In Your Mind)

১| অনুষ্ঠান কি সকালে হচ্ছে না রাতে?

বিয়ের অনুষ্ঠান সকালে হচ্ছে না বিকেলে সেটা জেনে তারপর মেকআপ আর্টিস্টকে সেটা জানান। কারণ সকাল ও রাতের মেকআপ আলাদা হবে।

ADVERTISEMENT

২| বিয়ের দিন আপনি কীরকম লুক চাইছেন

কিছু মেকআপ আর্টিস্ট আছেন যারা কনেদের খুব ন্যাচারাল ভাবে সাজান কেউ আবার গ্ল্যাম মেকওভার দিয়ে থাকেন। আসল কথা হচ্ছে আপনি কোনটা চান। আগে থেকে একটু রিসার্চ করে নিন। আর্টিস্টের অনলাইন প্রোফাইলও দেখে নিন। 

৩| মেকআপ আর্টিস্টের জন্য আপনার বাজেট কত? আপনি সেটা কতটা বাড়াতে বা কমাতে পারবেন?

সব কিছুর মতো মেকআপ আর্টিস্টের জন্যও নিশ্চয়ই আপনার কিছু বাজেট বরাদ্দ আছে। চেষ্টা করবেন তার মধ্যেই আর্টিস্ট যোগাড় করতে। বাজেট বেড়ে গেলে মুশকিল। কারণ বিয়ের দিন অনেক বাড়তি খরচ আচমকাই এসে পড়ে। তাছাড়া মেকআপ আর্টিস্ট ও তার সহকারীর আসা যাওয়া ও খাওয়ার খরচও এর মধ্যে যোগ করতে হবে, সেটা ভুলবেন না।

 bm4

৪| আপনার সাথে আর কি কেউ মেকআপ করবে?

আত্মীয় স্বজন বা বন্ধুদের মধ্যে কেউ কি আপনার সঙ্গে মেকআপ করবেন সেটা আগে থেকে জেনে নেওয়া ভালো। কারণ অনেক মেকআপ আর্টিস্ট একসঙ্গে অনেকজনের মেকআপে ভালো রকমের ছাড় দেন।

৫| আপনার ত্বক কি অনুভূতিপ্রবণ বা আপনার কি অ্যাকনে আছে? কোনও বিশেষ মেকআপ ব্র্যান্ড বা উপাদানে আপনার কি অ্যালার্জি হয়?

ত্বকে যদি কোনও সমস্যা থাকে সেটা অবশ্যই মেকআপ আর্টিস্টকে জানাবেন। ত্বকে যদি অ্যাকনে থাকে বা বিশেষ কোনও অ্যালার্জি থাকে সেটাও বলবেন। আপনি যদি বিশেষ কোনও মেকআপ ব্র্যান্ড ব্যবহার করেন সেটাও জানিয়ে দেবেন।

ADVERTISEMENT

৬| আপনি কি মেকআপ আর্টিস্টের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখেছেন?

মেকআপ আর্টিস্টের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেমন ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রাম দেখুন। দেখুন তিনি কীরকম কাজ করেছেন। তার এডিট না করা পোর্টফোলিও চেয়ে পাঠান।

৭| কী ধরণের মেকআপ সার্ভিস তারা দিয়ে থাকেন?

নানা ধরনের মেকআপ হয়, যেমন এয়ারব্রাশ, এইচডি, মিনারেল ইত্যাদি। কোনটা কতটা ভালো আর কেন ভালো সেটা জেনে নেওয়া দরকার। আমরা আপনার কাজ একটু এগিয়ে দিচ্ছি।

ক) এয়ার ব্রাশ মেকআপ

যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য এটা খুব ভালো। এখানে একটা এয়ারগান ব্যবহার করে কনের ত্বকে ম্যাট ফিনিশ মেকআপ দেওয়া হয়। কিন্তু এটা খুব খরচ সাপেক্ষ।এই মেকআপ থাকেও অনেকক্ষণ। 

ADVERTISEMENT

খ) এইচডি মেকআপ

এই মেকআপ সব রকমের ত্বকের জন্য ভালো। তবে এয়ারব্রাশের মতো বেশিক্ষণ থাকে না। ত্বকের নানারকম সমস্যা যেমন অ্যাকনে, ডার্ক সার্কল ইত্যাদি এটা ঢেকে দেয়।

গ) মিনারেল মেকআপ

ন্যাচারাল ও উজ্জ্বল লুক চাইলে এই মেকআপ করতে পারেন। 

ADVERTISEMENT

মেকআপ আর্টিস্টকে যে প্রশ্নগুলো করবেন (Questions To Ask Your Makeup Artist) 

১| তিনি আপনার কোনও ট্রায়াল মেকআপ করবেন?

বেশিরভাগ মেকআপ আর্টিস্ট বিয়ের আগেই পয়সা নিয়ে ট্রায়াল মেকআপ করেন। পড়ে সেই টাকা ফাইনাল পেমেন্টে মানিয়ে নেন। যদি তা না হয় সেটা আর্টিস্টকে অনুরোধ করুন। মেকআপ করেই সেটা তুলে ফেলবেন না। দেখুন বেশ কিছুক্ষণ পর কেমন লাগছে। ছবি তুলে রাখুন। কোনও আর্টিস্টকেই অন্ধের মতো বিশ্বাস করবেন না। 

২| তার কাছে মেকআপ করতে আসার আগে আপনাকে কি কোনও প্রস্তুতি নিতে হবে?

আপনার ত্বকের বর্তমান অবস্থা থেকে অনেক আর্টিস্ট পরামর্শ দেন বিয়ের আগে কয়েকটি স্কিন ট্রিটমেন্ট করাতে। সেরকম কিছু আওনার লাগবে কিনা জেনে নিন। আপনি যখন সাজতে আসবেন তখন ক্লিন ফেসে আসবেন নাকি ময়েশ্চারাইজার বা প্রাইমার লাগিয়ে আসবেন সেটাও জেনে নেবেন। 

৩| তিনি কোন ব্র্যান্ডের মেকআপ ব্যবহার করেন?

মেকআপ আর্টিস্ট কন ব্র্যান্ডের মেকআপ ব্যবহার করছেন সেটা জেনে নেওয়া দরকার। অনেকেই আপনার খরচের কথা চিন্তা করে কম দামের মেকআপ ব্যবহার করেন। সেটা হতে দেবেন না। এতে ত্বকের ক্ষতি হবে। তাছাড়া কম দামের মেকআপ বেশিক্ষণ স্থায়ী হয় না।

bm5

ADVERTISEMENT

৪| তার টিম কত বড় এবং তার কাছে কি কোনও ব্যাকআপ আর্টিস্ট আছে?

একজন মেকআপ আর্টিস্টের টিমে তিনজন সদস্য থাকা দরকার। একজন সাজাবেন, একজন হেয়ারস্টাইল করবেন আর একজন শাড়ি ড্রেপ করবেন। কোনও কারণে যদি আপনার নির্বাচিত মেকআপ আর্টিস্ট না আসতে পারেন তাহলে তার জায়গায় কে আসবেন সেটা জেনে নিয়ে তার সঙ্গেও একবার কথা বলে নেবেন।

৫| আপনার ত্বকের বিশেষ চাহিদার জন্য তারা কীরকম ব্যবস্থা নেবেন?

আপনার ত্বকে কোনও সমস্যা বা অ্যালার্জি থাকলে তিনি সেই বিষয়ে কী করবেন সেটা জেনে নেবেন। আপনার যদি এরকম কোনও সমস্যা নাও থাকে তাহলেও নিশ্চিত করে জেনে নেবেন যে তিনি যেন এমন কোনও প্রোডাক্ট ব্যবহার না করেন যা থেকে অ্যালার্জি হওয়ার আশঙ্কা আছে।

৬| সেইদিন কি তারা অন্য কোনও কনেকেও সাজাবেন?

যেদিন আপনার বিয়ে সেদিন যদি আপনার মেকআপ আর্টিস্টের আরও পাঁচ জায়গায় সাজানোর কথা থাকে তাহলে একটু চিন্তার বিষয়। কারণ সব জায়গায় সময়ে পৌঁছনোর জন্য তিনি তাড়াহুড়ো করে কাজ করবেন এবং সব ঠিকঠাক না করে মানে ফিনিশিং না করেই চলে যাবেন। এই বিষয়ে তার সঙ্গে বিস্তারিত কথা বলে নেবেন এবং তিনি আপনার জন্য কতটা সময় বরাদ্দ করেছেন সেটাও জেনে নেবেন।

ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে কোনটা করবেন আর কোনটা নয় (Bridal Makeup Dos and Don’ts)

১| বিয়ের আগে নতুন কোনও স্কিন কেয়ার ট্রিটমেন্ট করবেন না

বিয়ের আগে ত্বকের যত্ন নেওয়া দরকার সে কথা আগেই বলেছি। তবে তার মানে এই নয় বিয়ের দুদিন আগে আচমকা কোনও নতুন স্কিন ট্রিটমেন্ট বা ঘরোয়া উপায় ট্রাই করবেন। এতে হিতে বিপরীত হতে পারে। যদি এরকম কিছু করেন তাহলে অন্তত ছ’মাস আগে করবেন।

ADVERTISEMENT

২| মেকআপ শুরু হওয়ার আগে ব্লাউজ পরে নিন

মেকআপ শুরু করার আগে ব্লাউজ পরে নেবেন। এতে আপনার চুল ও মেকআপ নষ্ট হবে না। আর আপনার মেকআপ ব্লাউজের সঙ্গে কেমন লাগছে সেটাও আপনি বুঝতে পারবেন।

৩| কীরকম লুক আপনি চান তার একটা রেফারেন্স হাতের কাছে রেডি রাখুন

মেকআপ করার আগে ও করার সময় হাতের কাছে রেফারেন্স রেডি রাখুন। মেকআপ আর্টিস্টকে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন। কোনও লুক পছন্দ হলে সেটা মার্ক করে রাখুন।

৪| যে লুক আপনি পছন্দ করেছিলেন সেটাই করবেন

যে লুক আপনি পছন্দ করেছিলেন ও ট্রায়াল দিয়েছিলেন সেটাই করুন। ছোটখাট পরিবর্তন করতে পারেন কিন্তু বড় কিছু চেঞ্জ করবেন না। কারণ তার ফল কি হবে আপনি জানেন না।

bm6

ADVERTISEMENT

৫| মেকআপ করার সময় আর্টিস্টের সঙ্গে কথা বলুন

মেকআপ চলাকালীন আর্টিস্টের সঙ্গে কথা বলুন। তাকে নিজের ফিডব্যাক দিন। এমন কোনও কিছু যাতে আপনি কমফোর্টেবল নন, সেটা জানান।

৬| এতটাও বেশি মেকআপ করবেন না যে মুখ সাদা দেখায়

একগাদা ফাউনডেশান ও কনসিলার লাগাবেন না। এতে হয়ত ছবিতে ভালো লাগে কিন্তু বাস্তব জিবনে নয়। বরং ন্যাচারাল উজ্জ্বল লুক বেছে নিন।

৭| বেশি শিমার ব্যবহার করবেন না

বুঝে শুনে শিমার ব্যবহার করবেন। বেশি মাত্রায় শিমারি আইশ্যাডো, শিমারি ব্লাশ একগাদা লাগালে ভালো দেখতে লাগে না।

৮| ঐতিহ্য বজায় রেখে লুক চয়েস করুন

সঙ্গীত বা মেহেন্দির দিন ট্রেন্ডিং লুক ট্রাই করুন। কিন্তু বিয়ের দিন নিজের পরিবারের প্রথা ও ঐতিহ্য মেনে সেইরকম লুক বেছে নেওয়াই ভালো।

ADVERTISEMENT

৯| বেশি তাড়াহুড়ো করবেন না

বিয়ের পুরো মেকআপ শেষ করা সময় সাপেক্ষ ব্যাপার। তাই তাড়াহুড়ো করবেন না। মেকআপ আর্টিস্ট যে সময় দিয়েছেন তার আগেই পৌঁছে যাবেন। আর আর্টিস্টকেও তাড়াহুড়ো করতে বারন করবেন।

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এগুলোও আপনি পড়তে পারেন

২৫টিরও বেশি সুন্দর সুন্দর মেহেন্দি এর ডিজাইন

ADVERTISEMENT

কলকাতায় Pre-Wedding Shoot করার বেস্ট Location

12 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT