ADVERTISEMENT
home / ফ্যাশন
কলকাতার এই ১০টি দোকানে পাবেন সস্তায় সুন্দর ডিজাইনার লেহেঙ্গা

কলকাতার এই ১০টি দোকানে পাবেন সস্তায় সুন্দর ডিজাইনার লেহেঙ্গা

বৈশাখ মাস যে পড়ে গেল সে খেয়াল আছে? বৈশাখ মাস মানেই বিয়ের মরশুম। তার মানে এই নয় যে আপনারই বিয়ে হচ্ছে কিন্তু বান্ধবী বা দিদির বিয়ে তো হচ্ছে নাকি। আর এখন বিয়েবাড়িতে লেহেঙ্গা(lehenga) পরা একটা ফ্যাশন হয়ে গেছে। তাছাড়া লেহেঙ্গা (lehenga) চোলি হল এমন একটা পোশাক যেটা বিয়েবাড়ি ছাড়া ও অন্যান্য যে কোনও অনুষ্ঠানে অনায়াসে পরা যায়। নিশ্চয়ই আপনি ভাবছেন ডিজাইনার লেহেঙ্গা (designer lehenga) বলে কথা, আকাশ ছোঁয়া দাম হবে নিশ্চয়ই? তাহলে আর লেহেঙ্গা পরার স্বপ্ন দেখে লাভ কী? আপনি কি জানেন কলকাতা (kolkata) শহরের বুকেই ছড়িয়ে আছে এমন কয়েকটি দোকান যেখানে আপনি বাজেটের (budget) মধ্যে পেয়ে যাবেন ডিজাইনার লেহেঙ্গা (designer lehenga)। আসুন দেখে নিই সেইরকম টি দোকানের হদিশ।

১) সুন্দরী শাড়ি এম্পরিয়াম

lehenga 5

সব রকম শেড আর সব রকম ডিজাইনের লেহেঙ্গা এখানে পেয়ে যাবেন। ভারী কাজ করা লেহেঙ্গা যেমন আছে ঠিক তেমনই পাবেন হাল্কা লেহেঙ্গাও। পাবেন পছন্দের রঙও।

শপ নাম্বার ১৬৫, রাজা কাটরা, মাছুয়াবাজার,  চিত্তরঞ্জন এভিনিউ, কলকাতা ৭ 

ADVERTISEMENT

ফোন ২২৬৯ ২৪৭১  

বাজেট দশ হাজার

খোলা থাকে ১১ টা থেকে ৭ টা

২) কৃষ্ণকলা

lehenga 4

ADVERTISEMENT

কর্ণাটক, গুজরাত ও বারানসি থেকে কাপড়, সুতো ইত্যাদি নিয়ে এসে দক্ষ শিল্পীরা এখানে তৈরি করেন দারুণ সব লেহেঙ্গা। আর সেগুলোই আপনি পাবেন এই দোকানে। শিফন, জর্জেট এমনকি সুতির লেহেঙ্গাও পাবেন এখানে।

শপ নাম্বার ১৬৯, চিত্তরঞ্জন এভিনিউ

ফোন ২২৬৮ ০০৩৮

বাজেট তিন হাজার

ADVERTISEMENT

খোলা থাকে ১১ টা থেকে ৯ টা

৩) শ্রী শাড়ি কুঞ্জ

lehenga 3

একটু অন্যরকমের লেহেঙ্গা চাইছেন? তাহলে এখানে চলে আসুন। ইউনিক কালার আর অন্য রকমের লেহেঙ্গার আদর্শ ঠাই এটা। ব্রোকেড, ভেলভেট, সিল্কের লেহেঙ্গা তো পাবেই তাছাড়া আছে লাইটওয়েট লেহেঙ্গা।

শপ নাম্বার ১৯, মহাজাতি সদন, বালমুকুন্দ মাকার রোড, সিআর এভিনিউ, মাছুয়াবাজার, মহাত্মা গান্ধী মেট্রোর বিপরীতে 

ADVERTISEMENT

ফোন ৯০৫১৬ ৪৯৫৫৩ ও ২২৭১ ২২৩৬

বাজেট ৩ হাজার

খোলা থাকে ১১ থেকে ৮ টা

৪) শান্তা

lehenga 11

ADVERTISEMENT

দিল্লি, জয়পুর আর সুরাত থেকে রিতিমত জরি শিল্পীদের এখানে নিয়ে এসে তৈরি করা হয় লেহেঙ্গা। কারদানা ও কুন্দনের কাজ করা লেহেঙ্গা এদের স্পেশালিটি। উজ্জ্বল রঙ যাদের পছন্দ তারা এখানে আসতে পারেন।

শপ নাম্বার ১৭৭ চিত্তরঞ্জন এভিনিউ

ফোন ৮৪২০৮ ১১৭৭৮

বাজেট পাঁচ হাজার

ADVERTISEMENT

খোলা থাকে ১১ থেকে ৯ টা

৫) নির্মল শাড়ি মন্দির

lehenga feature

নানা রকমের লেহেঙ্গা তো এখানে পাবেনই, তবে এদের টার্গেট ক্রেতা হল আজকের ইয়াং প্রজন্ম আর তাই এদের স্পেশালিটি হল ফিউশান লেহেঙ্গা। যে ধরনের রঙ আজকের প্রজন্ম পছন্দ করে যেমন প্যাস্টেল শেড বা ফুশিয়া সেইরকম রঙও আছে।

শপ নাম্বার ১৮১এ চিত্তরঞ্জন এভিনিউ

ADVERTISEMENT

ফোন ২২৭৩ ১১০৭/ ৯৮৩০৭ ২৯০৯৫

বাজেট ১৪ হাজার

খোলা থাকে ১১টা থেকে ৮টা

৬) কারিশ্মা শারিজ

lehenga 12

ADVERTISEMENT

কাটওয়ার্ক, জারদৌসি, সিকুইন, বুটা সব রকমের কাজ করা লেহেঙ্গা পেয়ে যাবেন অনায়াসে।

শপ নাম্বার ১৭৭বি চিত্তরঞ্জন এভিনিউ, রাম মন্দির, শিমলা, মাছুয়াবাজার, কলকাতা ৭ 

ফোন ৪০৬৩ ১০২২

বাজেট ৪ হাজার

ADVERTISEMENT

খোলা থাকে ১১ টা থেকে ৮ টা

৭) সৃষ্টি শাড়ি এম্পরিয়াম

lehenga 10

যাদের বাড়ি বিয়ের অনুষ্ঠান আছে তাদের জন্য একদম আদর্শ এই দোকান। হবু কনে ছাড়াও বাড়ির অন্যান্য সদস্যদের জন্য মনের মতো লেহেঙ্গা পেয়ে যাবেন।

শপ ১৭৭এ চিত্তরঞ্জন এভিনিউ

ADVERTISEMENT

ফোন ২২৭০ ৮৭১৪

বাজেট ৫ হাজার

খোলা থাকে ১০ টা থেকে ৯ টা

৮)সেজাল কানোই

lehenga priyanka

ADVERTISEMENT

সব রকমের রঙ আর ডিজাইনের লেহেঙ্গা পাবেন।

৫৭এ, লেক মার্কেট, কালীঘাট, কলকাতা ২৯

ফোন ৯৮৩০৯ ১৯৮০০

বাজেট পাঁচ হাজার

ADVERTISEMENT

খোলা থাকে ১১ টা থেকে ৮টা

৯)নবদুর্গা ক্রিয়েশান

lehenga 9

১৪৩/১/১, কটন স্ট্রিট, সত্যনারায়ান এসি মার্কেটের উল্টোদিকে কলকাতা ৭

ফোন ৯৩৩১০ ২০১৭৬

ADVERTISEMENT

বাজেট সাত হাজার

১০) আস্থা শাড়ি’জ 

lehenga 8

৭০ বুড়োতলা স্ট্রিট, রাজা কাটরা, বড় বাজার, জোড়াসাঁকো, কলকাতা ৭

ফোন ৯০৫১৯ ৬১৯৯৭

ADVERTISEMENT

বাজেট ছয় হাজার

খোলা থাকে ১১ টা থেকে ৮ টা

** দোকানগুলি বিশেষ উৎসব ছাড়া রবিবার বন্ধ থাকে।

 Picture Courtsey: Lehenga House, Instagram 

ADVERTISEMENT

 POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

25 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT