শীতকালে (winter) যেহেতু বাতাসে আর্দ্রতা কম থাকে, তাই ত্বকও অনেক বেশি শুষ্ক হয়ে যায়। দেখা দেয় ত্বকের নানা সমস্যা। এমন নয় সেটা হাড় কাঁপানো শীত পড়লেই হয়, হাল্কা শীতেও ত্বকে টান ধরে। আমরা এইসময় ত্বকের একটু বাড়তি যত্ন নিয়ে থাকি। ব্যবহার করি সিরাম (serum), ফেস (face) অয়েল(oil), ময়শ্চারাইজার (moisturizer) সহ অন্যান্য অনেক প্রোডাক্ট। কিন্তু কোনটা কেন ব্যবহার করবেন, আর কোনটা কী-কী কাজ করে সেটা জানেন কি? উত্তর জানা নেই তো? তা হলে এখনই জেনে নিন এই তিনটে প্রোডাক্ট আদতে কীভাবে আর কতটা ত্বকের যত্ন নিতে কাজে লাগে।
সিরাম কাকে বলে?
সিরাম হল একটি বিশেষ প্রোডাক্ট, যার মধ্যে জল আছে। ত্বকের নির্দিষ্ট কিছু সমস্যা যেমন বলিরেখা, নির্জীব শুষ্ক ত্বক, কালো দাগছোপ ইত্যাদি দূর করার কাজে এটি ব্যবহার হয়। সেরামে থাকে ভিটামিন, অ্যান্টি অক্সিডেন্ট ও অন্যান্য উপাদান যা ত্বকের ভিতরে গিয়ে কাজ করে। এটি মূলত ত্বকের রিজুভিনেশন বা পুনর্জীবন নিয়ে আসতে সাহায্য করে। এটি শীতকাল ছাড়াও সারা বছ্র ব্যবহার করলে উজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে পারেন।
সেরাম কী কী করতে পারে?
১) ত্বকে পুষ্টি যোগায়।
২) নির্দিষ্ট অংশে আলাদা করে কাজ করে।
৩) ত্বক এটি খুব দ্রুত শুষে নেয় বলে অনেক তাড়াতাড়ি কাজ করে।
সেরাম যেটা করতে পারে না
১) ত্বকে আর্দ্রতা যোগাতে পারে না। তাই শীতকালে এটির ব্যবহার না করলেও হবে।
২) ত্বকের উপরিভাগে কোনও রক্ষা কবচ তৈরি করতে পারে না।
৩) সূর্যের আলো থেকে ত্বককে সুরক্ষিত করতে পারে না।
ফেস অয়েল কাকে বলে?
ফল, বীজ ও বাদাম থেকে এই তেল পাওয়া যায়। ত্বকে যা-যা ক্ষতি হয়েছে এই তেল সেগুলো সারিয়ে তোলে এবং ত্বকে আর্দ্রতা যোগায়। তবে যে-কোনও প্রাকৃতিক তেলই কিন্তু ফেস অয়েল নয়। আপনাকে এমন তেল ব্যবহার করতে হবে যেগুলো আপনার ত্বকের ছিদ্র বন্ধ করে দেবে না। যেমন জোজোবা বা আরগান অয়েল।
ফেস অয়েল কী কী করতে পারে?
১) ত্বকের উপরিভাগে জলীয় স্তর তৈরি করে।
২) দীর্ঘস্থায়ী আর্দ্রতা যোগায়।
৩) ত্বকে ফ্যাটি অ্যাসিড ও ভিটামিনের যোগান দেয়।
ফেস অয়েল কী কী করতে পারে না
১) ভিটামিন বি থ্রির যোগান দিতে পারে না।
২) আর্দ্রতা দেওয়ার ক্ষেত্রে সামঞ্জস্য থাকে না। এটি মূলত শুষ্ক ত্বক বা ড্রাই প্যাচসহ স্বাভাবিক ত্বকের জন্য ভাল।
ময়শ্চারাইজার কাকে বলে?
ময়শ্চারাইজারে থাকে জল ও তেল দুটোই। এটি শুষ্ক ত্বকের উপরিভাগে আর্দ্রতা যোগাতে সক্ষম। তবে অতিরিক্ত শুষ্ক ত্বক হলে ময়শ্চারাইজার নয় ফেস অয়েল বেশি কাজে দেয়। তবে আপনার ত্বকের প্রকার যেরকমই হোক না কেন, প্রতিদিন ভেজা ত্বকে ময়শ্চারাইজার লাগালে কাজ দেয়।
ময়শ্চারাইজার কী কী করতে পারে?
১) ত্বকে আর্দ্রতা যোগায়।
২) জল এবং তেল দুটোতে দ্রবীভূত হয় এমন ভিটামিন ত্বকে যোগান দেয়।
ময়শ্চারাইজার কী-কী করতে পারে না
১) ত্বকের খুব গভীরে প্রবেশ করতে পারে না।
২) ফেস অয়েলের মতো ত্বকের উপরে সুরক্ষা কবচ তৈরি করতে পারে না।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এসে গেল #POPxoEverydayBeauty – POPxo-র স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়