ADVERTISEMENT
home / Care
একঢাল লম্বা, ঘন, কালো চুল পেতে ব্যবহার করুন এই তেল গুলি (Best Hair Oil For Hair Growth)

একঢাল লম্বা, ঘন, কালো চুল পেতে ব্যবহার করুন এই তেল গুলি (Best Hair Oil For Hair Growth)

যে-কোনও শ্যাম্পুর বিজ্ঞাপনে দেখবেন, মডেলের মাথায় একরাশ ঘন, স্বাস্থ্যজ্জ্বল চুলের ঢাল! দেখে মনে হয় যেন স্বয়ং রাপুনজেল উঠে এসেছে বইয়ের পাতা থেকে! আমাদের সকলেরই ইচ্ছে করে যেন আমাদেরও মাথায় একরাশ ঝলমলে চুলের বাহার থাকে। কিন্তু পোড়া কপাল! সকলের সেই সৌভাগ্য তো আর হয় না… তবে আজ এমন কয়েকটি তেলের সন্ধান দিচ্ছি, যেগুলো চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে বলে প্রমাণিত! কিন্তু তার আগে আরও কয়েকটি বিষয় আপনাদের জানা উচিত। শুধুমাত্র এমন তেল কিনে চুলে মেখে তো লাভ নেই, জানতে হবে সমস্যার মূলটা কোথায়। মানে, কী কারণে চুল ঝরে অথবা চুল দ্রুত বাড়ে না। আবার এমনও শোনা গিয়েছে যে, অমুক লোকের থেকে তমুক তেলের গুণগান শুনে অমুকে সেই তেল ব্যবহার করেছিলেন, যাতে চুল দ্রুত লম্বা হয়, উল্টে মাথার চুল পড়ে গিয়েছে। তার কারণ আর কিছুই নয়, বাজারচলতি অনেক Hair Growth Oils-ই রয়েছে যেগুলো দাবি করে তাতে চুল দ্রুত লম্বা (10 Best Hair Growth Oil In Bengali) হয়, কিন্তু তার কোনও প্রমাণ নেই। কাজেই কী-কী গুণ দেখে বুঝবেন যে ওই নির্দিষ্ট তেলটিই আপনার জন্য ঠিক, সেটাও জানা দরকার। চলুন তা হলে আলোচনা শুরু করা যাক।

কী-কী গুণ দেখে বুঝবেন যে, এই তেলে চুল দ্রুত লম্বা হয়

এই ১০টি তেল ব্যবহার করে চুল দ্রুত লম্বা করুন

চুল দ্রুত লম্বা করা সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর

ADVERTISEMENT

চুল দ্রুত না বাড়ার কারণ (Reasons Why Your Hair Stops Growing)

how-to-grow-your-hair-faster-at-home 04

অনেক কারণ আছে যার ফলে চুল ঝরে যায় এবং ঠিকভাবে লম্বা হয় না। নিম্নলিখিত কারণগুলি তার মধ্যে গুরুত্বপূর্ণ:

  • পুষ্টির অভাব
  • শরীরে হরমোনের ভারসাম্যে তারতম্য
  • দৈনন্দিন ধকল
  • পরিবেশ দূষণ
  • নানা ওষুধের প্রতিক্রিয়া
  • চুলে অতিরিক্ত রাসায়নিক প্রোডাক্ট বা স্টাইলিং টুলের ব্যবহার

কী-কী গুণ দেখে বুঝবেন যে, এই তেলে চুল দ্রুত লম্বা হয় (Best Hair Oils for Faster Hair Growth)

বাজারে এবং অনলাইনে প্রচুর তেল আপনি দেখতে পাবেন, যেগুলো দাবি করে, যেন সেটাই সেরা তেল যাতে আপনার চুল একদিনেই লম্বা হয়ে যাবে! কিন্তু যে চুল দ্রুত লম্বা করার তেলে এই গুণগুলো থাকা জরুরি…

  • চুল পড়া রোধ করা
  • চুলে পুষ্টি জোগানো
  • চুলের ডিপ কন্ডিশনিং করা
  • নতুন চুল গজাতে সাহায্য করা
  • হেয়ার ফলিকল মেরামত করে

এই ১০টি তেল ব্যবহার করে চুল দ্রুত লম্বা করুন (10 Best Oil for Hair Growth)

বেশ কয়েকজন ত্বক বিশেষজ্ঞর সঙ্গে আলোচনার পর POPxo বাংলার টিম জানতে পেরেছে, এমন অনেক আয়ুর্বেদিক তেল আছে, যেগুলি শুধুমাত্র চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে না, বরং চুলে পুষ্টি (Best Oil for Hair Growth) জুগিয়ে চুলের স্বাস্থ্যও ফেরায়। এমনই কয়েকটি তেলের কথা আমরা বলছি এখানে।

ADVERTISEMENT

১। বায়োটিক বায়ো ভৃঙ্গরাজ থেরাপিউটিক অয়েল ফর ফলিং হেয়ার (Biotique Bio Bhringraj Therapeutic Oil For Falling Hair)

how-to-oil-your-hair-perfectly-with-these-hair-growth-oils product 01

চুলের জন্য ভৃঙ্গরাজ যে খুব ভাল, তা আমরা সকলেই জানি। বায়োটিকের এই তেলটি যে শুধু চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে তাই নয়, চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে ভিতর থেকে চুল মজবুত করতেও সাহায্য করে।

 

সুবিধে (Advantages):

  • হালকা
  • চিটচিটে নয়
  • রুক্ষ চুলের জন্য আদর্শ
  • চুল পড়া রোধ করে
  • খুব বেশি দামি নয়
  • মিষ্টি একটা গন্ধ আছে  

 

অসুবিধে (Disadvantages):

  • তেমন কিছু নেই

কোথায় পাবেন – যে-কোনও ওষুধের দোকানে পেতে পারেন, তা না হলে অনলাইনে এখান থেকে কিনতে পারেন

দাম: ২৯৪ টাকা (১২০ মিলি করে ২ বোতল)

ADVERTISEMENT

২। ইবেদা হার্বালস নীভ ইনটেনসিভ হেয়ার গ্রোথ অয়েল (iVeda Nivr Intensive Hair Growth Oil)

how-to-oil-your-hair-perfectly-with-these-hair-growth-oils product 02

চুলের উপরে প্রচুর অত্যাচার করেছেন? তা হলে এই তেলটি ব্যবহার করে দেখতে পারেন। নিলি, আমলকী, জোজোবা অয়েল, ভৃঙ্গরাজ, পুদিনা এবং অ্যালোভেরার গুণে সমৃদ্ধ এই তেল নষ্ট হয়ে যাওয়া চুলে পুষ্টি জোগায়। ফলে চুল ভাঙে না এবং দ্রুত লম্বা হয়।

 

সুবিধে (Advantages):

  • হালকা
  • চিটচিটে নয়
  • রুক্ষ চুলের জন্য আদর্শ
  • চুল পড়া রোধ করে
  • খুব বেশি দামি নয়
  • মিষ্টি একটা গন্ধ আছে  

 

অসুবিধে (Disadvantages):

  • তেমন কিছু নেই

কোথায় পাবেন: যে-কোনও ওষুধের দোকানে পেতে পারেন, তা না হলে অনলাইনে এখান থেকে কিনতে পারেন

দাম: ৪৯৯ টাকা (২০০ মিলি)

ADVERTISEMENT

৩। খাদি ন্যাচারালস হেনা অ্যান্ড রোজমেরি হার্বাল হেয়ার অয়েল (Khadi Natural Henna Rosemary Herbal Hair Oil)

how-to-oil-your-hair-perfectly-with-these-hair-growth-oils product 03

হেনা চুলে পুষ্টি যোগায় এবং রোজমেরি যে কোনও স্ক্যাল্প ইনফেকশন নিরাময় করতে সাহায্য করে। যাঁদের চুল রুক্ষ এবং স্প্লিট এন্ডস আছে, তাঁরা খাদি ন্যাচারালস-এর এই তেলটি ব্যবহার করে দেখতে পারেন।

 

সুবিধে (Advantages):

  • হালকা
  • চিটচিটে নয়
  • রুক্ষ চুলের জন্য আদর্শ
  • চুল পড়া রোধ করে
  • খুব বেশি দামি নয়
  • মিষ্টি একটা গন্ধ আছে  

 

অসুবিধে (Disadvantages):

সব ধরনের চুলে ব্যবহার করা যাবে না। বিশেষ করে যাঁদের মাথার ত্ব স্ক্যাল্প তাদের এই তেলটি ব্যবহার না করাই ভালো।

কোথায় পাবেন: যে-কোনও ওষুধের দোকানে পেতে পারেন, তা না হলে অনলাইনে এখান থেকে কিনতে পারেন

ADVERTISEMENT

দাম: ২৯০ টাকা (২১০ মিলি)

৪। কেশ কিং স্ক্যাল্প অ্যান্ড হেয়ার আয়ুর্বেদিক মেডিসিনাল অয়েল (Kesh King Scalp Medicinal Hair Oil)

how-to-oil-your-hair-perfectly-with-these-hair-growth-oils product 04

পাঁচ হাজার বছর পুরনো আয়ুর্বেদিক বই যেমন ‘চরকসংহিতা’, ‘পঞ্চকর্মা’ এবং ‘সিদ্ধ ঔষধি’ থেকে অনুপ্রেরণা নিয়ে ‘তেলপাক’ বিধি অনুসারে এই তেলটি তৈরি করা হয়েছে। নানা রকম আয়ুর্বেদিক গাছ-গাছড়ার সঙ্গে তিল তেল, নারকেল তেল এবং ক্যাস্টর অয়েল থাকার কারণে এই তেলটি (Hair Regrowth Oil) যে চুলে কতটা পুষ্টি জোগায়, আশা করি বুঝতেই পারছেন!

 

সুবিধে (Advantages):

  • হালকা
  • চিটচিটে নয়
  • রুক্ষ চুলের জন্য আদর্শ
  • চুল পড়া রোধ করে
  • খুব বেশি দামি নয়
  • মিষ্টি একটা গন্ধ আছে  
  • চুল ঘন করতে সাহায্য করে

 

অসুবিধে (Disadvantages):

  • একবারে বেশ খানিকটা তেল লাগার কারণে তাড়াতাড়ি অনেক বেশি প্রোডাক্ট খরচ হয়

কোথায় পাবেন: যে-কোনও ওষুধের দোকানে পেতে পারেন, তা না হলে অনলাইনে এখান থেকে কিনতে পারেন

ADVERTISEMENT

দাম: ২৭২ টাকা (৩০০ মিলি)

৫। সোলফ্লাওয়ার কোল্ডপ্রেসড অলিভ ক্যারিয়ার অয়েল (Soulflower Coldpressed Olive Carrier Oil)

how-to-oil-your-hair-perfectly-with-these-hair-growth-oils product 05

যাঁদের চুল প্রচণ্ড রুক্ষ এবং স্ক্যাল্প খুব শুষ্ক, তাঁদের জন্য এই তেলটি আদর্শ। এই তেলে (Hair Oil for Hair Growth) ভিটামিন ই, কে এবং ডি-থ্রি আছে, যা চুল পড়া রোধ করে এবং চুলের স্বাস্থ্য ফেরায়।

 

সুবিধে (Advantages):

  • হালকা
  • চিটচিটে নয়
  • চুলের আর্দ্রতা বজায় রাখে
  • রুক্ষ চুলের জন্য ভাল

 

অসুবিধে (Disadvantages):

  • আশানুরূপ ফল পাওয়ার জন্য বেশ কিছুদিন টানা ব্যবহার করতে হবে

কোথায় পাবেন: যে-কোনও ওষুধের দোকানে পেতে পারেন, তা না হলে অনলাইনে এখান থেকে কিনতে পারেন

ADVERTISEMENT

দাম: ২৯৮ টাকা (২২৫ মিলি)

৬। প্যারাশুট অ্যাডভান্সড আয়ুর্বেদিক ডিপ কন্ডিশনিং হট অয়েল (Parachute Advansed Deep Conditioning Hot Oil)

how-to-oil-your-hair-perfectly-with-these-hair-growth-oils product 06

এই তেলটি যদিও চুলের গোড়া থেকে পুষ্টি জোগায় এবং চুল দ্রুত লম্বা হতে সাহায্য করে, কিন্তু আমাদের মতে, এই তেলটি গরমকালে ব্যবহার না করে শীতকালে ব্যবহার করাই ভাল। এতে এমন কিছু আয়ুর্বেদিক উপকরণ আছে, যা মাথা গরম রাখতে সাহায্য করে এবং চুলে ডিপ কন্ডিশনিং করতে সাহায্য করে।

 

সুবিধে (Advantages):

  • আলাদা করে গরম করার প্রয়োজন নেই
  • ভেতর থেকে চুলে পুষ্টি যোগায়
  • চুল ভাঙতে দেয় না
  • রুক্ষ, উস্কোখুশকো চুলের টেক্সচার নরম করে
  • মাথাব্যথা বা ধকল থেকে আরাম দেয়  

 

অসুবিধে (Disadvantages):

  • উগ্র গন্ধ

কোথায় পাবেন:যে-কোনও দোকানে পেতে পারেন, তা না হলে অনলাইনে এখান থেকে কিনতে পারেন

ADVERTISEMENT

দাম:১৪৪ টাকা (৩০০ মিলি, তবে এখন কিনলে আরও ৯০ মিলি বেশি পাবেন একই দামে)

৭। ইন্ডাস ভ্যালি বায়ো অরগ্যানিক গ্রো আউট হেয়ার অয়েল (Indus Valley Bio Organic Growout Hair Oil)

how-to-oil-your-hair-perfectly-with-these-hair-growth-oils product 07

আপনার যদি খুব দ্রুত চুল লম্বা করতে চান, তা হলে এই তেলটি আপনার জন্য একদম আদর্শ। খুব কম সময়ে এই তেলটি ব্যবহারের ফল আপনি নিজের চোখেই দেখতে পাবেন।

 

সুবিধে (Advantages):

  • পকেটে টান পড়বে না
  • নষ্ট হয়ে যাওয়া চুলে পুষ্টি জোগায়
  • স্ক্যাল্পে কোনও সংক্রমণ থাকলে তা নিরাময় করতে সাহায্য করে
  • কম সময়ে আশানুরূপ ফল দেখতে পাওয়া যায়
  • চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে

 

অসুবিধে (Disadvantages):

  • ব্যবহার করার আগে অ্যালার্জি টেস্ট করিয়ে নেবেন

কোথায় পাবেন: অনলাইনে এখান থেকে কিনতে পারেন

ADVERTISEMENT

দাম: ১৮৫ টাকা (১০০ মিলি)

৮। হিমালয় হারবালস অ্যান্টি হেয়ারফল অয়েল (Himalaya Anti-Breakage Hair Oil)

how-to-oil-your-hair-perfectly-with-these-hair-growth-oils product 08

আয়ুর্বেদিক জগতে হিমালয় একটি স্বনামধন্য ব্র্যান্ড। আর এই ব্র্যান্ডের এই তেলটি (Best Hair Oil for Hair Fall) শুধু চুলে পুষ্টিই জোগায় না, স্ক্যাল্পের সংক্রমণ, চুলের রুক্ষতা এবং খুশকির মতো সমস্যাও দূর করে।

 

সুবিধে (Advantages):

  • হালকা
  • চিটচিটে নয়
  • চুলের আর্দ্রতা বজায় রাখে
  • রুক্ষ চুলের জন্য ভাল

 

অসুবিধে (Disadvantages):

  • আশানুরূপ ফল পেতে গেলে টানা কয়েকমাস ব্য়বহার করতে হবে

কোথায় পাবেন: যে-কোনও ওষুধের দোকানে পেতে পারেন অথবা হিমালয়া আউটলেটে পেয়ে যাবেন, তা না হলে অনলাইনে এখান থেকে কিনতে পারেন

ADVERTISEMENT

দাম: ১২৬ টাকা (২০০ মিলি)

৯। Trichup হেয়ার ফল কন্ট্রোল অয়েল (Trichup Hair Fall Control Oil)

how-to-oil-your-hair-perfectly-with-these-hair-growth-oils product 09

ভৃঙ্গরাজ, নিম, আমলকী এবং গুঞ্জার মতো প্রাকৃতিক উপাদান দিয়ে এই তেলটি তৈরি করা হয়েছে। এই উপাদানগুলি চুল কোমল করতে সাহায্য করে এবং ভিতর থেকে চুলের ক্ষতি নিরাময় করে। ফলে খুব কম সময়ের মধ্যেই আপনি ঢেউ খেলানো চুলের অধিকারিণী হয়ে উঠতে পারেন।

 

সুবিধে (Advantages):

  • চুলে ঝলমলে ভাব আনতে সাহায্য করে
  • চুলের টেক্সচার নরম করে
  • পকেটে টান পড়বে না
  • দ্রুত ফল দেখতে পাবেন

 

অসুবিধে (Disadvantages):

  • একটু উগ্র গন্ধ
  • তেলটি বেশ ভারী

কোথায় পাবেন: যে-কোনও ওষুধের দোকানে পেতে পারেন, তা না হলে অনলাইনে এখান থেকে কিনতে পারেন

ADVERTISEMENT

দাম: ২৫০ টাকা (২০০ মিলি)

১০। অ্যারোমা ম্যাজিক স্টিমুলেট হেয়ার অয়েল (Aroma Magic Stimulate Hair Oil)

how-to-oil-your-hair-perfectly-with-these-hair-growth-oils product 10

ব্লসম কোচরের যে-কোনও প্রোডাক্ট অত্যন্ত ভাল, এটা কোনও নতুন কথা নয়। তবে অ্যারোমা ম্যাজিক স্টিমুলেট হেয়ার অয়েল (Best Hair Oil for Hair Fall) যেন একটু বেশিই ভাল! ব্লাড সার্কুলেশন ঠিক রেখে চুলে পুষ্টি যোগায় এই তেল।

 

সুবিধে (Advantages):

  • স্ক্যাল্পে কোনও ইনফেকশন থাকলে তা নিরাময় করে
  • চুলে ঝলমলে ভাব আনে
  • তাড়াতাড়ি নতুন চুল গজাতে সাহায্য করে
  • এই তেলটি খুব কম লাগে
  • হালকা

 

অসুবিধে (Disadvantages):

  • পাওয়াটাই দুষ্কর

কোথায় পাবেন: এমনি কোথাও পাবেন না, অনলাইনে এখান থেকে কিনতে পারেন

ADVERTISEMENT

দাম: ৩১৫ টাকা (২০ মিলি)

চুল দ্রুত লম্বা করা সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর (FAQs)

১। প্রশ্ন: চুলে তেল লাগানোর সঠিক পদ্ধতি কী?

উত্তর: ভাল করে চুল আঁচড়ে নিন, যাতে চুলে জট না থাকে। যদি খুব বেশি জট পড়ার সমস্যা থাকে, সেক্ষেত্রে মোটা দাঁড়ার চিরুনি ব্যবহার করুন। এর পর চুল কয়েকটা ভাগে ভাগ করে নিন। কিছুটা তেল হাতের তালুতে নিয়ে ভাল করে দুটো তালু ঘষে ঊষ্ণ করে নিন। এবারে চুলের গোড়ায় আঙুলের ডগা দিয়ে আলতো হাতে তেল (Best Oil for Hair Growth) মালিশ করুন। ধীরে-ধীরে স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত তেল লাগিয়ে নিন। আধ ঘণ্টা অভাবে রেখে দিন এবং কোনও মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। চাইলে সারা রাতও চুলে তেল লাগিয়ে রাখতে পারেন, কিন্তু ২৪ ঘণ্টার বেশি যেন না থাকে, সেদিকে খেয়াল রাখবেন।

২। প্রশ্ন: চুল পড়া রোধ করতে ডায়েটে কী-কী রাখা উচিত?

ADVERTISEMENT

clean-eating-close-up-cuisine-1410235 %281%29

উত্তর: পালং শাক, গাজর, আখরোট, ডাল, মুরগির মাংস, ডিম, ফল (বিশেষ করে লেবুজাতীয় ফল) ইত্যাদি খাদ্যতালিকায় রাখুন। অনেকসময় শরীরে পুষ্টির ঘাটতি থাকলেও চুল পড়ে।

৩। প্রশ্ন: দিনে ক’টা চুল পড়া স্বাভাবিক?

উত্তর: আমেরিকান অ্যাকাডেমি অফ ডারমেটোলজিস্টস-এর বিশেষজ্ঞদের মতে, সব মানুষেরই দিনে ৫০ থেকে ১০০টার মতো চুল পড়ে। সেই জায়গায় আবার নতুন চুলও গজায়। আপনার যদি চুলে হাত দিলেই অথবা শ্যাম্পু করলেই বা চুল আঁচড়াতে গেলেই চুল পড়ে এবং সেই জায়গায় নতুন চুল না গজায়, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনও ভাল ডারমেটোলজিস্ট-এর পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজন।

ADVERTISEMENT

৪। প্রশ্ন: কোনও ভিটামিন খাওয়ার প্রয়োজন আছে কি?

উত্তর: আপনি যদি ডায়েটে ভিটামিন যোগ করেন, তা হলে আলাদা করে ভিটামিন না খেলেও চলবে। তবে চাইলে আলাদা করে ভিটামিন খেতেও পারেন। ভিটামিন এ, বি, সি, ডি, ই ইত্যাদি আলাদা-আলাদা করে না খেয়ে মাল্টি-ভিটামিন ট্যাবলেট খেতে পারেন।

৫। প্রশ্ন: যদি নারকল তেল লাগাই, তা হলে চুলে কত দিন অন্তর নারকল তেল লাগানো উচিত?

উত্তর: এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনার দিনে কত চুল ঝরে, তার উপরে। তবে বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে অন্তত তিন দিন নারকল তেল চুলে লাগানো উচিত এবং তা অবশ্যই শ্যাম্পু করার আগে।

ADVERTISEMENT

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজিহিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এগুলোও আপনি পড়তে পারেন

ত্বক ও চুলের যত্নে ক্যাস্টর ওয়েল বা রেড়ির তেলের উপকারিতা

14 May 2019
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT