দীপাবলি, দিওয়ালি (Diwali), কালীপুজো- যে নামেই ডাকুন না কেন, বিষয়টা একই। আলোয় আলোয় সেজে ওঠা শহর। রাত জাগা চোখের পুজো। আলোর বাজি, কখনও বা শব্দদানবের বাড়াবাড়ি। মোটের ওপর এই হল দিওয়ালির চেনা চালচিত্র। দুর্গাপুজো শেষ। অথচ ফেস্টিভ মুড ফুল অন যখন সেই সময়েই কালী ঠাকুর আসেন। পাড়ার প্যান্ডেলে ডাকিনী, যোগিনীদের দু’পাশে নিয়ে লম্বা জিভ বের করে ঠায় দাঁড়িয়ে থাকেন। হাতে ঝোলে মুন্ডমালা। সেই কাটা মুন্ডু থেকে আবার রক্তও ঝরে। আবার বহু বাড়িতেও হয় কালীর আরাধনা। বাঙালিদের কাছে এ এক চিরচেনা উৎসব। দীপাবলী। আলোর হুল্লোড়।
কালীপুজো অর্থাৎ দীপাবলীর একদিন পরে পালিত হয় দিওয়ালি। মূলত অবাঙালিদের কাছে এই উৎসবের অন্য নাম দিওয়ালি। মহা ধুমধাম করে পালিত হয় ধনতেরাসও। ওই দিন যে কোনও ধাতু কেনাকে শুভ বলে মনে করেন অবাঙালিরা। এখন অবশ্য বাঙালিদের মধ্যেও এই প্রবণতা দেখা যাচ্ছে। দিওয়ালির মরসুমে অনেকেই হয়তো দেশের বাইরে। অনেকে হয়তো শহরের বাইরে। বাড়ির বা পাড়ার পুজো মিস করছেন। মিস করছেন দিওয়ালির চেনা গন্ধ। আলো বা শব্দবাজি হয়তো আজ আপনার ওখানে জব্দ। সেজন্য কি মনখারাপ? না! মনখারাপ করে থাকার সময় তো এটা নয়। এ তো ডিজিটাল যুগ। সোশ্যাল মিডিয়া আছে কী করতে? দিওয়ালির মেসেজ, উইশ (wish) পাঠান বন্ধু বা আত্মীয়দের। উৎসবের আবহে পাল্টে দিন হোয়াটস্অ্যাপের স্টেটাস। তাহলেই তো পুজো জমে যাবে, কী বলেন?
আরও পড়ুনঃ শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা বার্তা
বন্ধু এবং পরিবারের জন্য দিওয়ালি উইশ (Happy diwali message for friends and family)
দিওয়ালির সময়টা বাড়ি বা প্রিয়জনেদের থেকে দূরে থাকলে মনখারাপ হবে বৈকি! তাই ডিজিটালই ভরসা। সে আপনার পাড়ার কালীপুজোর স্মৃতিচারণ হোক বা দিওয়ালির দিন অঙ্ক স্যারের ধুতিতে ছুঁচোবাজি বেঁধে দেওয়া- ছোটবেলার যে কোনও স্মৃতির কথাই পাঠাতে পারেন মেসেজ করে। আবার পরিবারের সদস্যদের মেসেজ পাঠালে তার ধরনটা একটু বদলে নিন। কারণ সেই গ্রুপে হয়তো গুরুজনেরা আছেন। তাই শুভেচ্ছা পাঠান। ছোটদের বাজি নিয়ে সতর্ক করে দিতে ভুলবেন না যেন!
১) ডোন্ট অ্যাক্ট মিন, গো গ্রিন। এই দিওয়ালিতে সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার নিন। সকলে একসঙ্গে চেষ্টা করলে নিশ্চয়ই সম্ভব। চলুন ইকো ফ্রেন্ডলি দিওয়ালি সেলিব্রেট করি এই বছর।
২) এই দিওয়ালিতে সমস্ত খারাপ লাগাকে পুড়িয়ে ফেলুন। ঠিক বাজির মতো। চলুন সকলে মিলে ইকো ফ্রেন্ডলি দিওয়ালি সেলিব্রেট করি।
৩) মন্ত্রের উচ্চারণ এবং প্রদীপের আলো আপনার জীবনে শান্তি নিয়ে আসুক। পরিবারের সকলকে জানাই দীপাবলীর শুভেচ্ছা।
৪) ভগবানের প্রতি শ্রদ্ধা, তাঁর জন্য ভোগ নিবেদনের মাধ্যমে ভরে উঠুক আপনার দিওয়ালির মুহূর্ত।
৫) দিওয়ালির স্পিরিটটা কী বলুন তো? আলোর মতো ভাল থাকা। সুস্থ থাকুন। হ্যাপি দিওয়ালি।
৬) ভালবাসার দিয়া জ্বালান। মনের সমস্ত দুঃখ, খারাপ লাগাকে পুড়িয়ে ফেলুন। আশার রকেট ছাড়ুন। দীপাবলী ভাল কাটুক আপনাদের।
৭) দীপাবলীর আলোর মালা আপনার জীবনে সৌভাগ্যের দিশা হয়ে জ্বলতে থাকুক। হ্যাপি (happy) দিওয়ালি।
৮) গণেশ ঠাকুরের বড় পেটের মতো সুখ আসুক আপনার জীবনে। ওঁর লাড্ডুর মতো আনন্দ আসুক। আর সমস্যা হোক গণেশের ইঁদুরের মতো ছোট্ট। শুভ দীপাবলী।
৯) মনের আলো কখনও নিভতে দেবেন না। জ্বলতে থাকুক দীপাবলীর প্রদীপের আলোর মতোই।
১০) দিওয়ালিতে যে আনন্দ আছে, সেই আনন্দ থাকুক জীবনজুড়ে। সুস্থ এবং সুন্দর থাকার অঙ্গীকার করুন এই দিওয়ালিতেই।
১১) দ্বন্দ্ব অন্ধকারের মতো। আর বিশ্বাস আলোর মতো। এই দীপাবলীতে অন্ধকারকে পিছনে ফেলে আলোর জয় হোক।
১২) সূর্য সারাদিন ধরে আলো দেয়। মোমবাতি আলো দেয় এক ঘণ্টা। আবার দেশলাইয়ের আলো থাকে মাত্র এক সেকেন্ড। কিন্তু শুভেচ্ছার আলো থেকে যায় আজীবন। আপনাদের সকলকে দীপাবলীর শুভেচ্ছা।
১৩) দিওয়ালিতেই সারা বছরের জন্য আলো জমিয়ে নিন মনের গভীরে। সেই আলোয় আগামীর পথ চলুন আনন্দে।
১৪) একটা বছর চলে গেল, আরও একটা নতুন বছর আসছে। এই দিওয়ালিতে আমি উইশ করব, তোমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হোক।
১৫) দীপাবলীর পূণ্য লগ্নে শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক সকলের জীবন। শুভ দীপাবলী।
হ্যাপি দিওয়ালি উইশ (Happy diwali wishes)
বন্ধু হোক বা অফিস কলিগ, দিওয়ালির উইশ পাঠান সকলকে। আলোর উৎসবের আলো মেখে নিন বহু দূরে থেকেও। নতুন করে জীবনের কথা বলুন। বাঁচার কথা বলুন। বলুন ভালবাসার কথা। আর তাতেই উৎসবের আলোর আঁচ যেমন আপনি নিজে পাবেন, তেমনই আপনার পাঠানো শুভেচ্ছায় আলোকিত হয়ে উঠবেন অন্য মানুষটিও।
১) আলোর উৎসবে তোমার জীবনও আলোতে ভরে উঠুক। সুখ এবং আনন্দ ভরে থাকুক জীবনে।
২) শুভ দীপাবলীর শুভেচ্ছা। উজ্জ্বল হোক জীবন, আনন্দ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।
৩) সকলকে শুভ দীপাবলীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করব সব মানুষ যেন অন্ধকার থেকে আলোর জীবনে ফিরতে পারে। সকলের জীবনে যেন আঁধার কেটে গিয়ে আলো আসে।
৪) আকাশে ভর্তি আলোর বাজি, মুখ ভরে রয়েছে মিষ্টিতে। সারা বাড়িতে প্রদীপ জ্বলছে। মন ভরে আছে আনন্দে। দিওয়ালির শুভেচ্ছা জানাই সকলকে।
৫) আলো, আশা আর সব ভগবানকে পুজো করার দিন। সেলিব্রেট করার দিন। হ্যাপি দিওয়ালি।
৬) অন্ধকার কেটে গিয়ে আলো আসুক। নিরাশা কেটে গিয়ে আশা আসুক। পৃথিবীতে সব ভাল জিনিসের জয় হোক। সুস্থ থাকুক সকলে। শুভ দীপাবলী।
৭) আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠো, মোমবাতির মতো চকচকে হও। সমস্ত নেগেটিভিকে পুড়িয়ে দাও। ঠিক যেমন বাজি পোড়াতে থাকে। পুড়তে থাকে নিজেও। সকলকে দীপাবলীর শুভেচ্ছা। আনন্দে থাকো সকলে।
৮) আলোর উৎসব তোমার জীবনকেও আলোকিত করে তুলুক। অন্ধকার থেকে আলোর পথ দেখাক। দীপাবলীর শুভেচ্ছা।
৯)এই আলোর উৎসবে যে খুশি, আনন্দ তোমার জীবনে আসবে তা যেন সারা বছর বজায় থাকে। শুভ দীপাবলী।
১০) লাল, নীল, সবুজ বা হলুদ রং আমার একেবারেই ভাল লাগে না। আমার সবথেকে প্রিয় হল দিওয়ালির রঙিন ল্যাম্প। সেই রঙ আমার সবচেয়ে ভাল লাগে। রঙিন আর উজ্জ্বল দিওয়ালি কাটুক সকলের।
১১) দিওয়ালির উজ্জ্বলতা জীবনে ভরে থাকুক। জীবন ভরে উঠুক দিওয়ালির উজ্জ্বল আলোয়।
১২) এমন একটা উৎসব, যা শুধুই খুশির মুহূর্তে ভরা। আকাশ ভরে রয়েছে আলোর বাজিতে। মুখে মিষ্টি। বাড়ি ভর্তি প্রদীপের আলো। আর মন ভরে আছেে আনন্দে। শুভ দীপাবলী।
১৩) মিষ্টির মতো মিষ্টত্বে জীবন ভরে থাকুক। শুভ হোক আলোর উৎসব।
১৪) তোমার বাড়ির মূল দরজা খুলে দাও। লক্ষ্মীদেবীকে আহ্বান করো। তিনি তোমার মনের সকল ইচ্ছে পূরণ করবেন। পরিবারের সকলকে দীপাবলীর শুভেচ্ছা।
১৫) মন আলোকিত হয়ে উঠুক। আত্মা শুদ্ধ হোক। ভালবাসায় বেঁধে রাখুন সকলকে। দীপাবলী শুভ হোক।
আরও পড়ুনঃ রোম্যান্স ভরা বাংলা গুণ মর্নিং মেসেজ
হ্যাপি দিওয়ালি কোটস (Happy diwali quotes H2)
দীপাবলীর শুভেচ্ছা বার্তার মাধ্যমে আপনি পৌঁছে দিতে পারেন সামাজিক বার্তাও। ছোটদের আগামীতে সবুজ পৃথিবীর স্বপ্ন দেখাতে পারেন অনায়াসে। মানুষের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দিন। আর অবশ্যই সুস্থ, সুন্দর থাকার বার্তা ছড়িয়ে দিন প্রিয়জনেদের।
১) প্রদীপের আলো যেমন দিওয়ালির সন্ধেটাকে আলোকিত করে তুলেছে, তেমনই তোমার জীবনও আলোকিত হয়ে উঠুক প্রদীপের আলোয়।
২) নিজের অন্তরের উজ্জ্বল আলোর সঙ্গে পৃথিবীর কোনও আলোরই তুলনা হয় না। এই শুভক্ষণে অন্তরের সব আলো জ্বেলে উপভোগ করুন আনন্দের মুহূর্ত।
৩) ভগবানের দেওয়া আলো কখনও নেভে না। দিওয়ালির এই শুভ মুহূর্তে আত্মীয়, বন্ধু, পরিবার এবং সকল প্রিয়জন ভাল থাকুক, আলোয় থাকুক। ভগবান আপনার মঙ্গল করুন।
৪) আকাশে, বাতাসে এখন আনন্দ ছড়িয়ে রয়েছে। কারণ এটা দীপাবলীর সময়। ভালবাসার মানুষের প্রতি যত্নশীল হোন। সকলকে দীপাবলীর শুভেচ্ছা।
৫) সারা বছর সুস্থ থাকার, সুন্দর থাকার, আনন্দে থাকার বার্তা দিতে চাই দিওয়ালির এই শুভক্ষণে।
৬) দিওয়ালির আলোর আলাদা মাহাত্ম্য রয়েছে। চারপাশের সব কিছুকে এমনিই আলোকিত করে তোলে। নিজে আলোকিত হোন, সকলকে আলোকিত করে তুলুন।
৭) দিওয়ালির শুভ মুহূর্তে এই প্রার্থনা করি, যেন পরিবার, বন্ধু, আত্মীয়দের নিয়ে একসঙ্গে থাকতে পারেন সারা বছর।
৮) আকাশে, বাতাসে আনন্দ, খুশি ছড়িয়ে রয়েছে। এটাই ভালবাসার জন্য আদর্শ সময়। কারণ এখন দীপাবলীর মরসুম। ভাল থাকুন।
৯) তোমার স্বপ্নগুলো খুব সুন্দর। সেই সব স্বপ্ন সত্যি হোক। সব স্বপ্ন সত্যি করার পথে এগিয়ে যাও, দীপাবলীর শুভ লগ্নে এই কামনা করি।
১০) আসুন, প্রকৃত অর্থে দিওয়ালি পালন করি। আলোর উৎসবে মনের সব অন্ধকার দূর করে দিই। আলোয় মাতিয়ে রাখি সকলকে।
১১) এই বছর দিওয়ালিটা একটু অন্যরকম হোক। ধরুন, নাম দেওয়া যাক গ্রিন দীপাবলী। অন্য উপহারের সঙ্গে একে অপরকে গাছ দিন। হ্যাপি দিওয়ালি।
১২) শব্দ নয়, আলোর বাজিতে সেলিব্রেট করুন দিওয়ালি। সুস্থ থাকুন। সুন্দর থাকুন। আপনার আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয়।
১৩) শুধু প্রদীপের আলোয় দিওয়ালীতে বাড়ি সাজান। রেডিমেট অন্য আলোর তুলনায় এই আলো অনেক বেশি সুন্দর করে তুলবে আপনার সুখী গৃহকোণ।
১৪) আলোর উৎসব। বাজির নয়। দূষণ থেকে বাঁচতে বাজি পোড়ানো বন্ধ থাক। আলোয় সেজে উঠুক গোটা শহর। সকলকে জানাই দীপাবলীর শুভেচ্ছা।
১৫) আলোর উৎসবে বাজি নিশ্চয়ই পোড়াবেন। কিন্তু তার জন্য যথেষ্ট সাবধানতা অবলম্বন করুন। নিরাপদে থাকুন। দীপাবলীর শুভেচ্ছা।
হোয়াটস্অ্যাপ বা ফেসবুকে কী দেবেন (Happy diwali messages, wishes to update status for whatsapp/facebook)
প্রতিদিন ঘুম থেকে উঠে হোয়াটস্অ্যাপ স্টেটাস চেঞ্জ করা এখন জেন ওয়াইয়ের রুটিন। অথবা প্রতিদিনের যে কোনও আপডেট ফেসবুকে ছবি সহ জানিয়ে দেওয়াটাই তো এখন নিয়ম বস। ফলে দিওয়ালিই বা বাদ যাবে কেন? নতুন নতুন দিওয়ালি মেসেজে জমিয়ে দিন আপনার ফেসবুক স্টেটাস। ডিজিটালি লোকে আপনাকে হিংসে করবে কিন্তু…।
১) ঘরের দরজা খুলে দাও লক্ষ্মী ঠাকুরের জন্য। আর মনের দরজা খুলে দাও শুভ চিন্তা, শুভ বুদ্ধির জন্য। দীপাবলীর শুভেচ্ছা।
২) একটা প্রদীপ গণেশের জন্য, একটা প্রদীপ লক্ষ্মীর। আর একটা প্রদীপ পাঠালাম তোমাকে। প্রদীপের আলোর মতোই উজ্জ্বল হয়ে উঠুক তোমার আগামী জীবন।
৩) রসগোল্লা, লাড্ডু, গোলাবজামুন, সন্দেশ পাঠালাম। দিওয়ালিতে মুখ মিষ্টি তো করতেই হবে।
৪) তারাবাজির রঙিন আলো তোমার জীবনকে আরও রঙিন করে তুলুক। অনেক তারায় ভরে উঠুক এই প্রাণ। মন ভালো করে দেওয়া আলো বাঁচিয়ে রেখো আজীবন।
৫) দূরত্ব থাকেই। কিন্তু তাকে জুড়ে দেয় হৃদয়। অনেক দূর থেকে শুভেচ্ছা পাঠাচ্ছি। ভাল কাটুক দীপাবলি।
৬) দিওয়ালির মন্ত্রের উচ্চারণ তোমাকে আগলে রাখুক আজীবন। সুস্থ এবং সুন্দর কাটুক গোটা বছর। হ্যাপি দিওয়ালি তোমাদের সকলকে।
৭) পটাকা ফাটাও, দিয়া জ্বালাও, আনন্দ করো। কিন্তু সাবধানে। তোমার আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয়। শুভ দীপাবলী।
৮) শুভ ইচ্ছে, শুভ বুদ্ধি, শুভ মনন ঘিরে থাকুক তোমাকে। শুভ হোক দীপাবলী।
৯) এই দিওয়ালিতে রামধনুর রঙে রঙিন হয়ে ওঠুক জীবন। আনন্দে থেকো। ভালবাসা…।
১০) লক্ষ্মী আসুক ঘরে। দিওয়ালির আলো দূর করে দিক জীবনের সব অন্ধকার, এই কামনা করি।
১১) ভগবানের কাছে কাছে প্রার্থনা করি, দীপাবলীর মরসুমে মনের সব ইচ্ছে পূর্ণ হোক।
১২) প্রদীপের আলো ঘিরে থাকুক সারা জীবন। মঙ্গল হোক সকলের। শুভ দীপাবলী।
১৩) মনের আনন্দ আর ঈশ্বরের আশীর্বাদ হোক চলার পথতের পাথেয়।
১৪) আলোর উৎসবে শুধু নিজের মনকে আলোকিত করা নয়, অন্যের মনের অন্ধকারও দূর করুন।
১৫) বাজি ফাটান, কিন্তু সাবধানে। ভাল কাটুক দীপাবলী।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এগুলোও আপনি পড়তে পারেন
ভাইফোঁটায় ভাইকে পাঠানোর শুভেচ্ছা বার্তা
এসে গেল #POPxoEverydayBeauty – POPxo Shop-এর স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…