ADVERTISEMENT
home / ডি আই ওয়াই বিউটি টিপস
এই ৪ টা ঘরোয়া উপাচারে ব্ল্যাকহেডস দূর করা সম্ভব (How To Remove Blackheads At Home)

এই ৪ টা ঘরোয়া উপাচারে ব্ল্যাকহেডস দূর করা সম্ভব (How To Remove Blackheads At Home)

“এ বাবা! তোমার নাকে কি ব্ল্যাকহেডস (blackheads)! তুলে দি (remove)?” – চেনা লাগছে না কথাটা? হ্যাঁ, আমাদের বেশিরভাগ মেয়েদেরকেই এই কথাটা বহুবার শুনতে হয়েছে পার্লারের দিদি বা কাকিমার কাছ থেকে! তাই তো? যতই ফেসিয়াল করাই, যতই স্ক্র্যাব (scrub) করি আর যাই করি না কেন, ব্ল্যাকহেডস (blackheads) সেই আবার ফিরে আসে. মাঝখান থেকে স্কিনের (skin) বারোটা বেজে যায়! আর ব্ল্যাকহেডস (blackheads) তুলতে (remove) যে ব্যাথাটা লাগে, তার কথা তো না হয় বাদই দিলাম. যদি কোনো ম্যাজিক থাকতো যাতে ব্ল্যাকহেডস -এর (blackheads) সমস্যা দূর করা যেত (remove) আর তাও ব্যাথা না পেয়ে, তাহলে বোধ হয় ভালো হতো!
আচ্ছা, যদি আমি আপনাকে এমন কয়েকটা ঘরোয়া উপাচারের (home remedies) কথা জানাই, যাতে আপনার ব্ল্যাকহেডস-এর (blackheads) সমস্যা দূর হবে (remove) এবং আপনার ব্যাথাও লাগবে না, তাহলে আপনি খুশি হবেন তো? তাহলে আর দেরি কিসের চলুন দেখে নি কিভাবে বাড়িতে বসেই ব্ল্যাকহেডস (blackheads) রিমুভ (remove) করা যায়!

ব্ল্যাকহেডস-এর সমস্যা দূর করার ৪ টি ঘরোয়া উপায় – How To Get Rid Of Blackheads At Home In Bengali

আপনার হাতের কাছেই এমন কয়েকটা উপকরণ রয়েছে, যা আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দেবে.

দারচিনি আর ওট্স – Cinnamon And Oats Paste For Blackheads

Blackheads-Remedy 04

এক চামচ দারচিনি পাউডার আর এক চামচ ওট্স মিশিয়ে সামান্য উষ্ণ জল দিয়ে একটা পেস্ট (paste) তৈরী করুন. খেয়াল রাখবেন পেস্টটা (paste) যেন খুব টাইট না হয় আবার খুব পাতলাও না হয়. এবারে আপনার মুখের যে যে জায়গায় ব্ল্যাকহেডস (blackheads) রয়েছে, সেখানে পেস্টটা (paste) দিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ (massage) করুন. মিনিটখানেক এভাবে ম্যাসাজ (massage) করার পর ঠান্ডা জল দিয়ে মুখে ধুয়ে নিন. মাসে ২’বারের বেশি এটা ব্যবহার করবেন না.

ADVERTISEMENT

লেবু, মধু আর চিনি – Lemon, Honey And Sugar Paste For Blackheads

Blackheads-Remedy 01

একটা পাতিলেবু দু’ভাগ করে কেটে তার একভাগ নিয়ে রস করুন. এবার তার মধ্যে চিনির দানা আর মধু মিশিয়ে পেস্ট (paste) তৈরী করুন. এবার ওই পেস্টটা (paste) দিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ (massage) করুন. সপ্তাহে একবার করে মাসখানেক এই পদ্ধতি প্রয়োগ করলে ব্ল্যাকহেডস-এর (blackheads) সমস্যা আর থাকবে না.

ভ্যাসলিন – Vaseline For Blackheads

Blackheads-Remedy 02

আমাদের সবার বাড়িতেই plastic wrap আর ভ্যাসলিন থাকেই, কিন্তু এই দু’টো জিনিস দিয়ে যে ব্ল্যাকহেডস (blackheads) তোলা (remove) যায়, সেটা কি আপনি জানতেন? মুখের যেখানে ব্ল্যাকহেডস রয়েছে সেখানে ভ্যাসলিন লাগান আর তার ওপরে plastic wrap লাগিয়ে নিন. এবারে একটা গরম তোয়ালে দিয়ে মুখ ঢেকে রাখুন, যতক্ষণ পর্যন্ত তোয়ালেটা ঠান্ডা না হচ্ছে ততক্ষন রাখতে হবে. এবারে টিসু পেপার দিয়ে ভালো করে মুখ থেকে ভ্যাসলিন মুছে তুলো দিয়ে মুখ পরিষ্কার করে নিন.

হাতের তালু নরম রাখার কিছু ঘরোয়া উপায়

ADVERTISEMENT

ওট্স, দই আর মধু – Oats, Yogurt And Honey Paste For Blackheads

ওট্স, দই, আমন্ড অয়েল আর ওট্স (সব উপকরণ গুলিই ২ চামচ করে নেবেন) ভালো করে মিশিয়ে পেস্ট (paste) তৈরী করে নিন. এবার ১-২ মিনিট ভালো করে স্ক্র্যাব (scrub) করে নিন. যদি আপনার স্কিন (skin) খুব বেশি সেনসিটিভ হয় তাহলে স্ক্র্যাব (scrub) করবেন না, তার বদলে এই পেস্টটা (paste) মাস্কের (mask) মতো করে ৬-৭ মিনিট মুখে লাগিয়ে রাখুন. এবারে উষ্ণ জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন. সপ্তাহে ২ বার করুন.

ছবি সৌজন্যে: Shutterstock

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

15 Dec 2018

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT