লিপস্টিক (lipstick) লাগাতে আমরা সকলেই ভালবাসি। লিক্যুইড ম্যাট লিপস্টিক কীভাবে লাগাবেন, সেটা হয়তো অনেকেই জানেন না। দেখে নিন সাধারণ কিছু সাজেশন। সঙ্গে রইল আমাদের পছন্দের Myglamm-এর দুটি লিপস্টিক। ব্যবহার করে আমাদের ফিডব্যাক জানাতে ভুলবেন না।
১) পিগমেন্টটেশন এড়াতে আগে থেকে থাকা ঠোঁটের লিপস্টিক আগে তুলে দিন৷ এতে লিপস্টিকের সঠিক রঙ অটুট থাকবে৷ ঠোঁট শুষ্ক হলে লিপস্টিক ব্যবহারের আগে অবশ্যই তা এক্সফলিয়েট করতে হবে৷
২) এই লিপস্টিক ব্যবহার করার আগে ঠোঁটে বাম লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন এরপর লিপস্টিক লাগান৷ যদি পরে ঠোঁট বেশি শুষ্ক মনে হয় তাহলে পরে চ্যাপস্টিক ব্যবহার করতে পারেন৷
৩) প্রথমে লিপ লাইনার দিয়ে ঠোঁটের নীচে ও উপরে ভাল করে টেনে লাগিয়ে নিন৷ এরপর ঠোঁটে লিপস্টিক লাগান৷ তারপর দুটো ঠোঁটের সাহায্যে ভালো করে লাগিয়ে নিন৷ যাতে বাইরে বেরিয়ে না যায়৷
৪) লিপস্টিক লাগানো হয়ে গেলে টিস্যু ভাঁজ করে দুই ঠোঁটের মাঝখানে রেখে দিন৷ এতে বাড়তি রস উঠে আসবে আর ঠোঁটে রঙটি ঠিকভাবে বসবে৷ এরপর আর একটা টিস্যু নিয়ে ঠোঁটের বাইরে বেরিয়ে যাওয়া বাড়তি লিপস্টিক তুলে ফেলুন৷ দেখবেন দেখতে অপূর্ব লাগছে৷
এলআইটি লিকুইড ম্যাট লিপস্টিক
মোরিঙ্গা অয়েল যুক্ত ম্য়াট লিপস্টিক
উপকারিতা
ম্যাট ফিনিশ
স্মাজ প্রুফ এবং ট্রান্সফার প্রুফ ফর্মুলা
স্মুথ অ্যাপ্লিকেশন
পিগমেন্ট যুক্ত
ভেগান ফ্রেন্ডলি
মূল উপকরণ
এর মধ্যে থাকা মোরিঙ্গা অয়েল ঠোঁটকে আর্দ্র করবে। ঠোঁট হবে কোমল এবং নমনীয়।
ঠোঁটে লাগানোর পর প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হবে।
ক্রুয়েলটি ফ্রি, প্রাণীদের উপর পরীক্ষা করা হয়নি।
ব্যবহারবিধি
স্টিক উপরের দিক করে প্রথমে আউটলাইন করে নিন। এরপর স্টিক নীচের দিক করে ঠোঁটের বাকি অংশ ভরাট করে ফেলুন।
ঠোঁটের একেবারে ধার থেকে লিপস্টিক লাগানো শুরু করে মাঝের অংশে লাগান।
ফ্লাশ এফেক্ট পাওয়ার জন্য আঙুলের ডগায় লিপস্টিক নিয়ে একবার ঠোঁটের উপর বুলিয়ে দিতে পারেন।
এলআইটি লিকুইড ম্যাট লিপস্টিক
মোরিঙ্গা অয়েল যুক্ত ম্য়াট লিপস্টিক
উপকারিতা
ম্যাট ফিনিশ
স্মাজ প্রুফ এবং ট্রান্সফার প্রুফ ফর্মুলা
স্মুথ অ্যাপ্লিকেশন
পিগমেন্ট যুক্ত
ভেগান ফ্রেন্ডলি
মূল উপকরণ
এর মধ্যে থাকা মোরিঙ্গা অয়েল ঠোঁটকে আর্দ্র করবে। ঠোঁট হবে কোমল এবং নমনীয়।
ঠোঁটে লাগানোর পর প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হবে।
ক্রুয়েলটি ফ্রি, প্রাণীদের উপর পরীক্ষা করা হয়নি।
ব্যবহারবিধি
স্টিক উপরের দিক করে প্রথমে আউটলাইন করে নিন। এরপর স্টিক নীচের দিক করে ঠোঁটের বাকি অংশ ভরাট করে ফেলুন।
ঠোঁটের একেবারে ধার থেকে লিপস্টিক লাগানো শুরু করে মাঝের অংশে লাগান।
ফ্লাশ এফেক্ট পাওয়ার জন্য আঙুলের ডগায় লিপস্টিক নিয়ে একবার ঠোঁটের উপর বুলিয়ে দিতে পারেন।
মূল ছবি ইনস্টাগ্রামের সৌজন্যে।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!