ADVERTISEMENT
home / মেকআপের সরঞ্জাম
শুষ্ক ত্বকে কীভাবে অ্যাপ্লাই করবেন ফাউন্ডেশন

শুষ্ক ত্বকে কীভাবে অ্যাপ্লাই করবেন ফাউন্ডেশন

ত্বকের ধরন অনুযায়ী সব সময়ে মেকআপ ব্যবহার করা উচিত। এই কথাটা হয়ত আমরা কম করে হলেও এক হাজার বার বলে ফেলেছি ইতিমধ্যে। মেকআপের বেস হল ফাউন্ডেশন আর সেটিও ব্যবহার করা উচিত আপনার ত্বকের ধরন বুঝে। এখন যেমন শীতকাল এবং এই সময়ে বেশিরভাগের ত্বকই শুষ্ক হয়ে পড়েছে। কাজেই, শুষ্ক ত্বকে কীভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে মেকআপ ঠিকঠাক বসবে, তা জেনে নেওয়া জরুরি। বিয়ের সিজন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। নিশ্চয়ই নিমন্ত্রণও পেয়েছেন! আর না পেলেও সামনেই উৎসব, সাজার জন্য পারফেক্ট টাইম। (how to apply foundation on dry skin)

কিছু সাজেশন সাজিয়ে দিলাম। ফাইনাল ডিসিশন আপনারই। এর থেকে আপনি উপকার পেলে সবচেয়ে ভাল লাগবে আমাদের। আপনার মেকআপ গাইডেন্স শেয়ারও করতে পারেন আমাদের সঙ্গে। 

শুষ্ক ত্বকে কীভাবে অ্যাপ্লাই করবেন ফাউন্ডেশন

ফাউন্ডেশন কীভাবে ব্যবহার করবেন, সেটা জেনে নেওয়া জরুরি। ব্যবহার করতে না জানলে আপনার মেকআপ প্রপার হবে না।

১| ত্বকের মরা কোষ তুলে ফেলা জরুরি। নাক এবং চিবুকে সহজে ময়লা হয়ে যায়। সেখান থেকে ব্ল্যাক হেডস তুলে ফেলুন প্রতি রাতে। এতে ফাউন্ডেশন বসাতে সুবিঝে হবে। (how to apply foundation on dry skin)

ADVERTISEMENT

২| ফাউন্ডেশন ত্বকে লাগানোর আগে ত্বককে আর্দ্র করে রাখা জরুরি।

৩| ফাউন্ডেশন অনেক সময় ময়শ্চারাইজারের কাজ করে। ফলে আপনার ত্বকের জন্য সেই ধরনের ফাউন্ডেশন প্রয়োজন কিনা, সেটা দেখে নিন।

৪| লোশন কেনার আগে সতর্ক থাকুন। পেট্রোলিয়াম বেসড প্রোডাক্ট হলে ত্বকে মিশে যেতে বেশি সময় লাগবে, সেটা মনে রাখবেন।

৫| ওয়াটারপ্রুফ বা অয়েল কন্ট্রোল ফাউন্ডেশন লাগাতে চাইলে তা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে ত্বককে আরও শুষ্ক করে ফেলে। (how to apply foundation on dry skin)

ADVERTISEMENT

৬| এই সমস্যা মেটাতে অ্যাকোয়া ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন।

৭| আপনার যেহেতু শুষ্ক ত্বক সে কারণে ক্রিম বেস ফাউন্ডেশন ব্যবহার করুন। ন্যাচারাল ফিনিশ লুক পাবেন।

৮| শুষ্ক ত্বকের ক্ষেত্রে ফাউন্ডেশনের পর পাউডার ব্যবহার না করাই ভাল। এতে ত্বক আরও শুষ্ক দেখায়।

৯| ফাউন্ডেশন হোক বা কনসিলার হাত দিয়ে লাগানো কঠিন। কারণ ত্বক শুষ্ক হওয়ার কারণে যে কোনও প্রোডাক্ট আপনার ত্বক খুব সহজে টেনে নেয়। (how to apply foundation on dry skin)

ADVERTISEMENT

১০| শুষ্ক ত্বকে মেকআপ বসানো কঠিন। তাই ফাউন্ডেশন লাগানোর জন্য স্পঞ্জ বা ব্রাশ ব্যবহার করুন।

ব্রাশ বা বিউটি ব্লেন্ডারের বদলে কি আঙুলের সাহায্যে ফাউন্ডেশন লাগানো যায়?

আঙুল দিয়ে ফাউন্ডেশন লাগালে একটা ন্যাচারাল ফিনিশ আপনি পাবেন এটা গ্যারান্টি। তবে এর জন্য লোমকূপের মুখ ভাল করে বন্ধ করতে হবে। হালকা হাতে মাসাজও করতে হবে। আঙুলের মাথা ব্যবহার করে অ্যাপ্লাই করতে পারেন। তবে মেকআপ বিশেষজ্ঞদের মতে, ফ্ললেস এফেক্ট পেতে হলে ব্রাশ ব্যবহার করা উচিত। (how to apply foundation on dry skin)

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

ADVERTISEMENT
09 Dec 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT