আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ব্রণর (pimple) সমস্যায় জর্জরিত। বিশেষ করে কিশোর-কিশোরীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। কখনও কখনও দু-একটা ব্রণ হওয়া স্বাভাবিক, কিন্তু সব সময়েই যদি মুখ ভর্তি ব্রণ থাকে তাহলে মুশকিল। নানা বিউটি প্রোডাক্ট ব্যবহার করেও ব্রণ তো যায় না, উল্টে ত্বকের আরও চারটে নতুন সমস্যা দেখা দেয়। যদি বলি, চিরকালের মত ব্রণ দূর করা সম্ভব (how to get rid of pimples forever), মেনে নেবেন? হ্যাঁ, ব্রণ যাতে আর না হয়, সে বিষয়ে নিশ্চয়ই জানাবো, কিন্তু তার আগে জানতে হবে ব্রণ হয় কেন!
কৈশোর পেরলেই অনেক সময়ে মুখে লালচে বা কালো রঙের ছোট ছোট দানার মত বেরয়। এগুলো অনেক সময়ে বড় হয়ে যায়, যার ভিতরে চটচটে তরল পদার্থ বা রস থাকে। আবার অনেক সময়ে আপনাআপনি মিলিয়ে যায়। কখনও কখনও এই দানাগুলোতে ব্যথা হয় বা চুলকোয়, আর তখনই অনেকে এই দানাগুলো খুঁটে ফেলেন। ফলে এর সংখ্যা আরও বেড়ে যায়। এই দানাগুলোই হল ব্রণ (pimple)! কিন্তু বারবার কেন ব্রণ হয় বলুন তো!
যত বেশি ব্রণ খুটবেন, তত বেশি ব্রণ হবে (ছবি – শাটারস্টক)
১। খেয়াল করে দেখবেন তাদেরই বার বার ব্রণ হয় যারা সব সময়ে ব্রণর উপরে হাত দেন। অনেকেই সারাক্ষণ ব্রণ খুঁটতে থাকেন। এর ফলে কিন্ত বার বার ব্রণ হওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায়। আপনি যাই করুন না কেন চিরকালের মত ব্রণ দূর করার জন্য (how to get rid of pimples forever), যদি এই অভ্যেস না বদলান, তাহলে কোনও উপায়ই কাজে দেবে না।
২। যদি বার বার ব্রণ হয়, তাহলে চা-কফি খাওয়া ছেড়ে দিতে হবে। বেশি চা ও কফি খেলে আমাদের শরীরে সিবাম (তৈল গ্রন্থি) বেড়ে যায় এবং ব্রণ বার বার ফিরে আসে। কাজেই, চিরকালের মত ব্রণ দূর করার জন্য এটুকু নিশ্চয়ই করতে পারবেন!
৩। চিরকালের মত ব্রণ দূর করার জন্য (how to get rid of pimples forever) বার বার মুখ ধুতে হবে। সব সময়ে তা বলে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোওয়ার দরকার নেই। জল দিয়েই মুখ ধুতে পারেন। বেশি ফেস ওয়াশ ব্যবহার করলেও ব্রণ বার বার ফিরে আসে।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!