ADVERTISEMENT
home / বিবাহ
ইশা আম্বানি just married!

ইশা আম্বানি just married!

অবশেষে এসে গেল সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। আনন্দ পিরামলের সঙ্গে চার হাত এক হল ইশা আম্বানির। উদয়পুরের জাঁক জমক আমরা ইতিমধ্যেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাহলে বিয়ের খবরই বা বাদ দেব কেন? মুম্বাইতে আম্বানিদের বিখ্যাত ২৭ তলা বাড়ি ‘অ্যানটিলা’ দুর্দান্ত ভাবে সাজানো হয়েছে ফুল আর প্রদীপ দিয়ে। বাড়িটা খুব সুন্দর লাগছে দেখতে। যেন মনে হচ্ছে রূপকথায় পড়া কোনও স্বপ্নপুরী। বিশেষ সূত্রের খবর ইশা ও আনন্দের বিয়েতে হাই প্রোফাইল অতিথির সংখ্যা ৬০০। তবে প্রত্যেকেই আম্বানি ও পিরামল পরিবারের খুবই ঘনিষ্ঠ। ৩৩ বছর বয়সী আনন্দ পিরামল হলেন পিরামল গ্রুপের এগজিকিউটিভ ডিরেক্টর এবং পিরামল রিয়ালিটির প্রতিষ্ঠাতা। মহাবালেশ্বরের একটি মন্দিরে ইশাকে বিয়ের প্রস্তাব দেন আনন্দ আর তার পড়ে বাকিটা ইতিহাস।প্রি-ওয়েডিং এর অতিথিদের কথা তো জানাই আছে আপনাদের। বিওন্সের পারফরমেন্স নিয়েও যথেষ্ট হইচই হয়েছে। শোনা যাচ্ছে এই অনুষ্ঠান করার জন্য ২৮ কোটি টাকা নিয়েছেন বিওন্সে।বরযাত্রীদের ঘোড়ায় চেপে স্বাগত জানালেন ইশার ভাই অনন্ত ও আকাশ।  

দেখে নেব ইশা ও আনন্দের বিয়ের কিছু এক্সক্লুসিভ ছবি।

এই কালো ঘোড়াতে চেপেই বরযাত্রীদের স্বাগত জানান কনের ভাই অনন্ত 

 

ADVERTISEMENT

 

ambani 1

বরযাত্রীরা আসতে শুরু করেছেন

ambani4

ADVERTISEMENT

এসে পড়েছেন বিগ বি অমিতাভ বচ্চন

ambani 2লাল শাড়িতে অপরূপা ঐশ্বর্য রাই, সঙ্গে অভিষেক ও আরাধ্যা

ambani5আরও জানতে দেখুন এই ভিডিওটি

উপরের ছবিগুলি তুলেছেনঃ শচিন বিজয় পাওয়ার (Sachin Vijay Pawar) 

ADVERTISEMENT
12 Dec 2018

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT