ADVERTISEMENT
home / চুলের যত্ন নিয়ে নানা টিপস
বর্ষাকালে ফ্রিজি ও স্টিকি চুলকে বলুন বাই বাই! ভরসা রাখুন হেয়ার সিরামে

বর্ষাকালে ফ্রিজি ও স্টিকি চুলকে বলুন বাই বাই! ভরসা রাখুন হেয়ার সিরামে

গরমকালে চুলে একরকম সমস্যা ছিল। শীতেও একরকম সমস্যা ছিল। আবার বর্ষা পড়তে না পড়তেই আরও এক সমস্যা। গরম কালে ঘাম হওয়ার কারণে চুল আঠা হয়ে থাকে। অতিরিক্ত গরমে স্ক্যাল্পেও নানা রকমের সংক্রমণ হয়। শীতে খুশকির সমস্যা বাড়ে। অনেক বিশেষজ্ঞের মতে, চুলের জন্য সবথেকে খারাপ ঋতু বর্ষা। এই মরশুমে যেমন আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন প্রয়োজন। একইভাবে আপনার চুলেরেও বিশেষ যত্নের প্রয়োজন। বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ অতিরিক্ত বেশি থাকে। সেই কারণে, চুল আঠা আঠা হয়ে যায়। এমনকী যেদিন শ্যাম্পু করলেন, সেদিনও চুল আঠা হয়ে যায়। ফ্রিজি হয়ে থাকে। তার ফলে চুল ওঠে বেশি। খুশকির সমস্যাও থাকে। বর্ষায় চুল সবথেকে বেশি দুর্বল থাকে। তাই চুলের প্রয়োজন বিশেষ যত্নের। বর্ষায় চুলের যত্ন (monsoon hair care) নিয়ে টিপস দিচ্ছি আমরা…

বর্ষায় চুলের যত্ন কীভাবে নেবেন (monsoon hair care)

চুল শুকনো রাখবেন। কোনও ভাবে যদি বৃষ্টিতে ভিজে যান, সঙ্গে সঙ্গে বাড়ি এসে চুল শুকিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। খুব ভাল হয় যদি শ্যাম্পু করে নিতে পারেন(monsoon hair care) ।

স্ক্যাল্প পরিষ্কার রাখবেন।

সঠিক তেল, হেয়ার প্যাক ব্যবহার করবেন।

ADVERTISEMENT

তবে চুলের ফ্রিজি ভাব কাটাতে আপনাকে সাহায্য করতে পারে হেয়ার সিরাম

চুলের কী উপকার করে হেয়ার সিরাম

  • চুল আর্দ্র রাখে
  • ফ্রিজ়ি চুল ঠিক করে
  • চুলকে রাখে জেল্লাদার
  • চুল ভাঙা প্রতিরোধ করে
  • চুলকে নরম রাখে(monsoon hair care) 
  • ডগা ফাটা চুল ঠিক রাখতে সাহায্য করে
  • সূর্যের আলো থেকে সরাসরি চুলকে বাঁচায় হেয়ার সিরাম
  • হিট ড্যামেজ থেকেও চুলকে বাঁচায়

কী এই হেয়ার সিরাম ?

একটি তরল হেয়ার প্রোডাক্ট হল হেয়ার সিরাম (hair serum)। চুলকে যেকোনও রকম ড্যামেজ থেকে বাঁচায় । সিলিকন ও অন্যান্য তেল দিয়ে তৈরি হয় হেয়ার সিরাম। হেয়ার সিরাম (hair serum)আপনার চুলকে চিটচিটেও করে না, তাই আপনি যখন ইচ্ছে হেয়ার সিরাম অবশ্যই ব্যবহার করতে পারেন (monsoon hair care) ।

কখন ব্যবহার করবেন হেয়ার সিরাম ?

ADVERTISEMENT

আসলে হেয়ার সিরাম সত্যিই যখন ইচ্ছে ব্যবহার করতে পারেন (monsoon hair care) । লিভনের একটি স্প্রে হেয়ার সিরাম পাওয়া যায়। সেটি আপনি শুধু শেক করেই চুলে স্প্রে করতে পারেন। ফ্রিজ়ি হয়ে যায় না চুল। চুলে থাকে ভরপুর সুগন্ধ। এবং এই হেয়ার সিরাম আপনি পাবেন বাজেটের মধ্যেই। তবে স্নানের পর হেয়ার সিরাম লাগালে আপনি বিশেষ কিছু উপকার পাবেন। স্নানের পর চুলের জল ঝরিয়ে নিন। অল্প শুকনো হওয়ার পরেই আপনি কয়েক ফোঁটা হেয়ার সিরাম নিয়ে চুলে লাগিয়ে নিন। চুলের ডগায় লাগান। আপনার চুল থাকবে কোমল। এমনকী জটও পড়বে না সেইভাবে।

 

কতটা হেয়ার সিরাম আপনি ব্যবহার করবেন ?

চুলের দৈর্ঘ্যের উপর হেয়ার সিরামের ব্যবহার নির্ভর করে। যদি আপনার চুল লম্বা হয়, তবে ৫-৭ ড্রপ হেয়ার সিরাম ব্যবহার করুন (monsoon hair care) । ছোট ব মাঝারি দৈর্ঘ্যের চুল হলে ২-৩ ড্রপ হেয়ার সিরামই যথেষ্ট।

ADVERTISEMENT

বর্ষায় ফ্রিজি চুল আর নয়। কারণ, আপনার সঙ্গেই থাকবে হেয়ার সিরাম। আপনার চুলও ভাল থাকবে। চুল থাকবে জেল্লাদার ও কোমল।

ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম

POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

23 Jun 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT