ADVERTISEMENT
home / গল্প
রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাণীগুলি হয়ে উঠুক আপনার পাথেয়

রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাণীগুলি হয়ে উঠুক আপনার পাথেয়

বাঙালির মনের ঠিক কতটা জুড়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore), তা আলাদা করে বলার বোধ হয় প্রয়োজন নেই। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বভারতী তো আছেই, খুব সংক্ষেপে বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই একটি বৃহৎ প্রতিষ্ঠান। মানব মনের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অনুভূতি রবি ঠাকুরের লেখা গান ও কবিতায় প্রকাশ পেয়েছে। মধ্য বয়সে প্রকাশ পেয়েছে তাঁর ছবি আঁকার আশ্চর্য ক্ষমতা। তার মানে কিন্তু এই নয় যে, তিনি শুধু শিল্প-সাহিত্য চর্চাতেই দড় ছিলেন। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইনকে কবিগুরু যেভাবে বিশ্বজগতের উৎপত্তির বিশ্লেষণ করেছিলেন, তাতে বোঝা যায় তাঁর কোমল কবি মনের আড়ালে ছিল এক যুক্তিপরায়ণ বিজ্ঞানীও। জীবনে বহু শোক পেয়েছেন।পুত্র-কন্যার অকাল মৃত্যু তাকে ব্যথিত করেছেন। অথচ কবির দার্শনিক মন আকাশ ভরা তারার দিকে তাকিয়ে বলে উঠেছে, কোথাও এতটুকু কিছু পাল্টায়নি, সবই একইভাবে বহমান। একজন মানুষ সাধনার কতটা উচ্চমার্গে গেলে এমন কথা বলতে পারেন? আর তাই মৃত্যুর ১৫৮ বছর পরেও রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) সমান প্রাসঙ্গিক। শুধু ২৫শে বৈশাখ বা ২২শে শ্রাবণ নয়, রবীন্দ্রনাথ উদযাপিত হওয়া দরকার প্রতিদিন। বাঙালি মননের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিনি। তাই রবীন্দ্রজয়ন্তীর (Rabindra Jayanti) প্রাক্কালে আমরা নিয়ে এসেছি এমন কয়েকটি কবিগুরুর উক্তি ও বাণী (quotes) যা হয়ে উঠবে আপনার পাথেয় (motivational)। যা আপনাকে অনুপ্রাণিত (motivational) করবে জীবনের সব বাধা আর শোক কাটিয়ে এগিয়ে চলার জন্য। 

rt5

১) “আগুনকে যে ভয় পায়, সে আগুন ব্যবহার করতে পারে না।”  

২) “ভুল করার সকল দরজা যদি বন্ধ করে দাও, তা হলে ঠিক করার রাস্তাও বন্ধ হয়ে যায়।”

ADVERTISEMENT

৩) “কেবলমাত্র সামনে দাঁড়িয়ে থাকলে বা জলের দিকে তাকিয়ে থাকলে সমুদ্র পার হওয়া সম্ভব নয়।”

৪) “নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়।”

৫) “মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন।”

আরও পড়ুনঃ চানক্যের বানী যা জীবনের জয়লাভ করতে সাহায্য করবে

ADVERTISEMENT

rt4

৬) “অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মতো বিড়ম্বনা আর হয় না।”

৭) “‘কত বড় আমি’ কহে নকল হীরাটি, তাই সন্দেহ করি নহ ঠিক খাঁটি।”  

৮)“অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে।”

ADVERTISEMENT

৯)“যে খ্যাতির সম্বল অল্প তার সমারোহ যতই বেশি হয়, ততই তার দেউলে হওয়া দ্রুত ঘটে।”

১০) “মনে যখন একটা প্রবল আনন্দ একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয় তখন মানুষ মনে করে আমি সব পারি। তখন হঠাৎ আত্মবিসর্জনের ইচ্ছা বলবতী হইয়া ওঠে।”

rt n ai

১১)“সুখী হওয়া খুব সহজ, কিন্তু সহজ হওয়া খুব কঠিন।”

ADVERTISEMENT

১২)“ বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়।”

১৩)“পৃথিবীতে সকলের চেয়ে বড় জিনিস আমরা যাহা কিছু পাই তাহা বিনামূল্যে পাইয়া থাকি, তাহার জন্য দরদস্তুর করিতে হয় না। মূল্য চুকাইতে হয় না বলিয়াই জিনিসটা যে কত বড় তাজা আমরা সম্পূর্ণ বুঝিতেই পারিনা।”

১৪) “মানুষের মধ্যে দ্বিজত্ব আছে; মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে…মানুষের এক জন্ম আপনাকে নিয়ে আর এক জন্ম সকলকে নিয়ে।”   

১৫) “সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙিয়ে পথ সংক্ষেপ করতে চায়, বিলম্ব তারই অদৃষ্টে আছে।”

ADVERTISEMENT

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এগুলোও আপনি পড়তে পারেন

আপনাকে জীবনে Motivation দেবে গীতার এই বাণীগুলি

জন্মদিনের সেরা শুভেচ্ছা বার্তা আপনার জীবনের প্রিয় মানুষটির জন্য

ADVERTISEMENT

বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা যা আপনি সকলকে পাঠাতে পারবেন

বাংলা সেরা উপন্যাসের তালিকা

07 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT