উপহার। তাও আবার যে সে উপহার নয়। দু’কোটি টাকা দামের হিরে (diamond)! আপনি শুনে অবাক হচ্ছেন তো। অবাক হওয়ারই কথা। যিনি উপহার হিসেবে এই হিরে পেয়েছেন, তিনিও কম অবাক হননি। তিনি অর্থাৎ অভিনেত্রী তামান্না ভাটিয়া। সদ্য এই বহুমূল্য হিরে উপহার (gift) হিসেবে পেয়েছেন তামান্না (Tamannaah)।
তামান্নার তেলুগু ছবি ‘সাইরা নরসিংহ রেড্ডি’ বক্স অফিসে দারুণ পারফর্ম করছে। চিরঞ্জিবী-র এটি ১২৫তম ছবি যার প্রযোজক তাঁরই ছেলে রাম চরণ। ছবির সাফল্যে খুশি হয়ে প্রযোজকের স্ত্রী উপাসনা নাকি সদ্য তামান্নাকে ওই হিরে উপহার হিসেবে দিয়েছেন। যার আনুমানিক মূল্য দু’কোটি টাকা!
‘সাই রা নরসিংহ রেড্ডি’ একটি পিরিয়ড ফিল্ম। অমিতাভ বচ্চন, অনুষ্কা শেট্টি, নয়নতারার মতো বহু শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। নরসিংহ রেড্ডির প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন তামান্না। এ ছবির বাজেট ছিল ২৭০ কোটি টাকার কাছাকাছি। সূত্রের খবর, প্রথম সাতদিনে ছবিটি প্রায় ১৮৫ কোটি টাকার ব্যবসা করেছে। অর্থাৎ আর সাতদিনের মধ্যেই বাজেটের টাকা উঠে আসবে বলে আশা করছেন নির্মাতারা। তামান্নাকে উপাসনা যে হিরেটি উপহার হিসেবে দিয়েছেন তার ওজন নাকি ৬২.৪ গ্রাম।
This bottle opener shall have many memories attached to it . Felt awesome to catch up after so long , waiting to see you soon , miss u more https://t.co/GRuTPeD739
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) October 4, 2019
উপহার পেয়ে অবাক হয়েছিলেন নায়িকা। অবশ্যই খুশি হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাল লাগা প্রকাশ করতে এক মুহূর্তও দেরি করেননি তিনি। উপাসনা ওই উপহারের ছবি শেয়ার করেছিলেন। তাঁকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন তামান্না। এমনকি ছবির সাফল্য কামনা করেও উইশ করেছেন তিনি। সব মিলিয়ে প্রযোজকের স্ত্রীয়ের সঙ্গে নায়িকার যে বন্ধুত্বের সম্পর্ক, তা আর বলার অপেক্ষা রাখে না।
তবে শুধু তামান্নাই নন, বলিউডের আরও কয়েকজন নায়িকার কাছে বহুমূল্য হিরে রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক, তালিকায় কারা রয়েছেন।
আসিন
আসিন বিয়েতে ২০ ক্যারেটের একটি হিরের আংটি পেয়েছিলেন। যার মূল্য ছয় কোটি টাকা।
শিল্পা শেট্টি
শিল্পাকে তাঁর স্বামী রাজ কুন্দ্রা বিয়েতে যে হিরের আংটি উপহার দিয়েছিলেন তার দাম তিন কোটি টাকা।
অনুষ্কা শর্মা
বিরাট কোহালি বিয়ের সময় অনুষ্কা শর্মাকে এক কোটি টাকা দামের এনগেজমেন্ট রিং উপহার দিয়েছিলেন।
সোনম কপূর
সোনম কপূরের হাতেও একটি হিরে বসানো আংটি রয়েছে। যার আনুমানিক মূল্য ৯০ লক্ষ টাকা।
করিনা কপূর খান
করিনা কপূর খান সব সময় হাতে যে হিরের আংটি পরে থাকেন, তার দাম ৭৫ লক্ষ টাকা।
ঐশ্বর্যা রাই বচ্চন
শোনা যায়, ঐশ্বর্যা রাই বচ্চনের সংগ্রহে বেশ কয়েকটি হিরের আংটি রয়েছে। যার মধ্যে সবচেয়ে মূল্যবানটির দাম নাকি ৫০ লক্ষ টাকা। একই দামের হিরে নাকি রয়েছে লারা দত্ত এবং জেনেলিয়া ডি’সুজার কাছেও।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এসে গেল #POPxoEverydayBeauty – POPxo Shop-এর স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…